All Islamic teah

All Islamic teah this page is teah related

আমার প্রিয় ভাতিজা ভাতিজি,,,প্রিন্স  তাওহিদ ও তাইফা মনি
04/11/2023

আমার প্রিয় ভাতিজা ভাতিজি,,,
প্রিন্স তাওহিদ ও তাইফা মনি

ভারত এতো কষ্ট করে এতো গুলা রান নেওয়ার কোন দরকার ছিলো,,,শুধু শুধু সময় নষ্ট,,,,,
02/11/2023

ভারত এতো কষ্ট করে এতো গুলা রান নেওয়ার কোন দরকার ছিলো,,,শুধু শুধু সময় নষ্ট,,,,,

11/09/2023

মিজানুর রহমানের কন্ঠে সূরা তীন,,,,

🥀🥀সারাক্ষন সবাইকে অনুপ্রেরনার বাণী শোনানো মানুষটাও দিনশেষে নিজেকে অনুপ্রেরনার কয়েকটা কথা শোনানোর শুন্যতায় ভোগে।সবাইকে সা...
10/09/2023

🥀🥀
সারাক্ষন সবাইকে অনুপ্রেরনার বাণী শোনানো মানুষটাও দিনশেষে নিজেকে অনুপ্রেরনার কয়েকটা কথা শোনানোর শুন্যতায় ভোগে।

সবাইকে সারাক্ষন হাসিখুশি রাখার মানুষটাও দিনশেষে খুব গোপনে অঝোড়ে কাঁদে।নিজের জন্য, নিজের মনটাকে কখনই প্রফুল্য না রাখার কারনে।

সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে পরিবারের সবার মুখে দুমুঠো খাবার তুলে দেয়া মানুষটার জন্যও একমুঠো খাবার অনেকসময় জোটেনা।

হসপিটালে আইসিইউ বেডে পড়ে থাকা রোগীর জন্য সদাসর্বদা অক্সিজেন সরবরাহ করা মানুষটাও হয়তো একসময় অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বাহ্যিক ভাল থাকা কিংবা সবাইকে ভাল রাখা মানেই নিজেকে সবসময় ভাল রাখা নয়।অনেকক্ষেএে অন্যদেরকে ভাল রাখাই নিজের মনটাকে সামান্য সময়ের জন্য স্বস্তি দেয়া হয়।অন্যের ভাল থাকাই নিজের জীবনের কাছে অনেককিছু পাওয়া হয়।তাই বলে যে নিজস্ব কোন দুঃখ থাকতে পারেনা,তা কিন্তু নয়।প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কতগুলো গোপন কষ্ট থাকে,যা কখনো প্রকাশ পায়,আবার কারো চিরকাল গোপন-ই থেকে যায়।জীবনে প্রচন্ড কষ্ট পেয়ে নিজের ভিতরে নিজেই মরে যাওয়া মানুষটি জানে এর দহন কতখানি তীব্র হতে পারে।তাই সেই মানুষটি চায়না কেউ এই তীব্র যন্ত্রনার সামিল হউক,কেউ নিজের মত করেই নিজের ভিতরে মরে যাক।সেজন্য মরার আগেই মরে যাওয়া মানুষটি সবার জন্য কিছুটা অনুপ্রেরনার সহায়ক হয়।অন্যদেরকে ভুল থেকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নিজেকে উৎস্বর্গ করে দেয়।অন্যের ভাল থাকাই যে সেই মানুষটার কাছে সবচেয়ে ভাল থাকা।অন্যের হাসিমাখা মুখখানিই যে তার কান্নার আড়ালে একটুখানি হাসি পাওয়া।

"মরার আগেই ভিতর থেকে মরে যাওয়া মানুষটিই জানে এর যন্ত্রনা কতখানি তীব্র হয়"
শুণ্যতা আরমান,,,,

"নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।"একটা কালো কাক খুব আনন্দে ছিলো। একদিন সে দেখলো পুকুরে সাঁত...
09/09/2023

"নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।"
একটা কালো কাক খুব আনন্দে ছিলো। একদিন সে দেখলো পুকুরে সাঁতার কাটছে এক সাদা পালকের হাঁস। সেই হাঁসকে দেখেই কাকটির দীর্ঘশ্বাস এলো। হাঁসের কাছে গিয়ে বললো- তুমি খুব সুখি তাইনা? হাঁস বললো- সুখিইতো ছিলাম এতোদিন। কিন্তু একদিন গাছের ডালে দেখলাম-লাল ঠোঁট আর সবুজ পালকের এক তোতা পাখি। সেই তোতা পাখিকে দেখেইতো আমার মুখটা ভোঁতা হয়ে গেলো। কাক উড়ে এবার তোতা পাখির কাছে গিয়ে বললো- তুমি নিশ্চয়ই সবচেয়ে বেশি সুখি। তোতা পাখি বললো সুখেইতো ছিলাম খুব। কিন্তু একদিন দেখলাম-কী সুন্দর পেখমের এক ময়ুর। আমার মাত্র দুটো রঙ। কিন্তু তার কত রঙ। তাকে দেখেইতো দুঃখ বেড়ে গেলো । কাক এবার ময়ুরের কাছে গেলো।কত মানুষ ময়ুরের প্রশংসা করছে। আহা! ময়ুরটা কত খুশী। কাক ময়ুরকে বলে-তুমি এতো সুন্দর, তুমি সবচেয়ে সুখি তাইনা? সুখেই ছিলাম-আকাশে দিগন্ত বিস্তৃত সাতরঙা পেখমের রঙধনু না দেখা পর্যন্ত। তার তুলনায় আমার কত ছোট পেখম। আর বেশি সুন্দর বলেইতো আজ আমি বন্দী। এই চিড়িয়াখানায় কত নানা রঙের, কত রকমের, কত রুপের, কত সৌন্দর্য্যের পাখি দেখলাম। কিন্তু বিশ্বাস করো, চিড়িয়াখানায় বন্দী কোনো কাক দেখলাম না।
সবাই সুখেই থাকে, অন্যের সাথে তুলনা আর অন্যের সুখ দেখে ঈর্ষান্বিত না হওয়া পর্যন্ত। কেউ চিড়িয়াখানায় বন্দী, কেউ লোভ, মোহ, ক্ষমতা, বৈভব আর অধিক চাওয়া-পাওয়ায় বন্দী।ঐশ্বর্য্য আর চাওয়া পাওয়া যার যত বেশী, শান্তি আর মুক্তির পথ তার তত কম। (সংগৃহীত)🥀🥀🥀🥀

Follow my page,,
07/09/2023

Follow my page,,

07/09/2023

মৌমাছির অসাধারণ হিস্টোরি,,,,

Send a message to learn more

06/09/2023

ভালোবাসার আরেক নাম আল্লামা সাঈদী,,,,

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when All Islamic teah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Maijdee Court

Show All