!["সে চলে গেছে, আমার হাত ছেড়ে অজানার পথে হারিয়ে গেছে, কিন্তু আমি আজও তাকে ভুলতে পারিনি। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত...](https://img5.medioq.com/909/426/572678749094261.jpg)
03/02/2025
"সে চলে গেছে, আমার হাত ছেড়ে অজানার পথে হারিয়ে গেছে, কিন্তু আমি আজও তাকে ভুলতে পারিনি। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, হাসির সেই দিনগুলো, অভিমানের সেই সন্ধ্যাগুলো—সবকিছুই যেন এখনো আমার হৃদয়ের গভীরে খোদাই করা আছে। সময় কেটে যাচ্ছে, দিন বদলাচ্ছে, কিন্তু আমার অনুভূতি রয়ে গেছে ঠিক আগের মতোই। রাতের নিস্তব্ধতায় তার স্মৃতি আমায় তাড়িয়ে নিয়ে যায়, একাকীত্বের অন্ধকারে তার অভাব যেন আরো গভীর হয়ে ওঠে।কিছু সম্পর্ক হয়তো সময়ের সাথে ম্লান হয়ে যায়, কিছু স্মৃতি হয়তো কালের স্রোতে ভেসে যায়—সে যেমন ছিল, তেমনই রয়ে গেছে, আমার হৃদয়ের এক অনিবার্য অংশ হয়ে।" 🙂