অবরোধে গাড়ি চালিয়ে খাবার পেলেন চালকরা।
নোয়াখালী জেলা শহরের আব্দুল মালেক উকিল সড়কে অবরোধ বিরোধী মিছিল। পরবর্তীতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে শান্তি ও উন্নয়ন সমাবেশ। আয়োজনে : নোয়াখালী জেলা, নোয়াখালী সদর উপজেলা ও নোয়াখালী পৌর আওয়ামীলীগ।
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে জনাব এডভোকেট শিহাব উদ্দীন শাহীন ভাইয়ের শুভেচ্ছা বার্তা! Adv Shihab Uddin Uddin
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজ আয়োজিত ইলেকশান এক্সপ্রেসে নোয়াখলাী-৪ (সদর সুবর্নচর) জাতীয় ২৭১ নং আসন নিয়ে সাক্ষাৎকার পড়দান জরেন নোয়াখালী জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও নৌকার নমিনেশন প্রার্থী জনাব এ্যাডভোকেট শিহাব উদ্দীন শাহীন ভাই! Adv Shihab Uddin
১৫ই আগস্ট।
জাতীয় শোক দিবস।
~~~~
স্মৃতি হাতরে কেঁপে উঠে হৃদয়।
কি আমাদের নৈতিকতা কি আদর্শ।
মুখে-ই জয় বাংলা..
হৃদয়ে নিজের স্বার্থ সামলা।
প্রমাণ স্বরুপ নিকট অতীত।
গতবছর এ দিনেই তো নোঃ জেলা
আওয়ামীলীগ অফিসে তালা ঝুলছে
যখন থাকে ক্ষমতা থাকে কতো মমতা
ক্ষমতা পুড়ালে বাড়ে হীনতা, বৈরিতা।
আশার বাণী শোনাচ্ছেন -
বর্তমান জেলা আওয়ামী লীগ'র
সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি ও
তৃণমূল নেতাকর্মীদের আস্থা, বিশ্বাস,
ভরসার একমাত্র কেন্দ্রবিন্দু জননেতা
এডভোকেট শিহাব উদ্দিন
শাহীন ভাই।
ক্ষমতার জৌলুশ, কমিশন,
চাঁদাবাজি, টেন্ডার বাজি ছাড়া-ই
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নোয়াখালী জেলার ২২টি ইউনিয়ন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ টি সহ সর্বমোট ২৩ টি গরু -- সহ নগদ ২৫০০০ হাজার খরচ বাবত প্রদান করেন
। এছাড়া সুবর্ণচরের তিনটি মন্দিরে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করেন
এ
১৫ই আগস্ট।
জাতীয় শোক দিবস।
~~~~
স্মৃতি হাতরে কেঁপে উঠে হৃদয়।
কি আমাদের নৈতিকতা কি আদর্শ।
মুখে-ই জয় বাংলা..
হৃদয়ে নিজের স্বার্থ সামলা।
প্রমাণ স্বরুপ নিকট অতীত।
গতবছর এ দিনেই তো নোঃ জেলা
আওয়ামীলীগ অফিসে তালা ঝুলছে
যখন থাকে ক্ষমতা থাকে কতো মমতা
ক্ষমতা পুড়ালে বাড়ে হীনতা, বৈরিতা।
আশার বাণী শোনাচ্ছেন -
বর্তমান জেলা আওয়ামী লীগ'র
সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি ও
তৃণমূল নেতাকর্মীদের আস্থা, বিশ্বাস,
ভরসার একমাত্র কেন্দ্রবিন্দু জননেতা
এডভোকেট শিহাব উদ্দিন
শাহীন ভাই।
ক্ষমতার জৌলুশ, কমিশন,
চাঁদাবাজি, টেন্ডার বাজি ছাড়া-ই
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নোয়াখালী জেলার ২২টি ইউনিয়ন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ টি সহ সর্বমোট ২৩ টি গরু -- সহ নগদ ২৫০০০ হাজার খরচ বাবত প্রদান করেন
। এছাড়া সুবর্ণচরের তিনটি মন্দিরে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করেন
এ
পরিবর্তনের পক্ষে যারা।
শাহীন ভাইয়ের জন্য লড়বে তারা।
অগ্রগতির লক্ষ্যে -
ভাগ্য পরিবর্তনের স্বার্থে -
উন্নয়নে ধারা অব্যাহত রাখতে -
যোগ্য জন-প্রতিনিধি বেছে নিতে -
ভুল করবেন না অবহেলিত জনতা।
ভুয়া দল বি.এন.পি'র
মতো করে নয়, ভাবতে হবে-
বিচক্ষণ নেত্রী হাসিনা'র মতো
Take Beck Bangladesh নয়।
Go Ahead Bangladesh বলো।
উড়বে কেতন নতুনের -
সময় এসেছে এবার পরিবর্তনের।
পরিবর্তনের ডাক দিয়েছে শাহীন ভাই।
নোয়াখালী - ০৪ (সদর - সুবর্ণচর) আসনে
আগামীর এম. পি. হিসেবে সবাই তাকে চায়।
আঁধারে নিমজ্জিত --
সাধারণ জনতা খুঁজছে ত্রাতা।
আলোর মশাল হাতে অতঃপর --
এগিয়ে আসলেন জনতার নেতা।।
ছুঁটছেন নেতা, পিঁছু পিঁছু জনতা।
প্রাণের সাথে প্রাণের গভীর সখ্যতা।
সাধারণ মানুষের মনের মনিকোঠায় --
আস্থা, বিশ্বাস, ভালোবাসায় পেলেন ঠাঁই।
আলোর দিশারি প্রিয় নেতা শাহীন ভাই।
খেটে খাওয়া ( সদর-সুবর্ণচর ) মানুষগুলো
তোমার মাঝে আলোর প্রতিচ্ছবি দেখতে পায়।
এগিয়ে যাও দুর্বার গতিতে ভয় নাই.! ভয় নাই.!!
এইমাত্র সোনা পুর সুপার মার্কেট সামনে বিদ্যুতের খাম পড়ে লোক টা মারা গেছে
জনসমুদ্রে দাঁড়িয়ে ---
জননেতা দিলেন নাড়িয়ে...
~~~~~~~~~~~~~~~
পরিবর্তন ও বহিরাগত হটানোর দাবীতে,
তেজ দীপ্ত জ্বলাময়ী বক্তব্যে প্রকম্পিত হলো -
ঐতিহ্যবাহী খলিফার বাজার - তৎসংলগ্ন এলাকা।
খেটে খাওয়া সাধারণ জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণে
আজকের পথসভা জনসভায় রূপান্তরিত হয়েছে।।
মানুষ পরিবর্তন চায়,
চায় যোগ্য জনপ্রতিনিধি।
জনতার নিঃশর্ত উপস্থিতি--
তার-ই জ্বলন্ত উদাহরণ নিশ্চয়।
কৃতজ্ঞতা প্রিয় খলিফার হাটবাসী।।
~~~~~~~~~~~~~~~~~~~~