Masum studio

Masum studio আসসালামু আলাইকুম,
ইসলামিক ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ❤️

31/12/2024

একটা প্রতিবেশী দেশ আছে! আমরা আমাদের দেশ নিয়ে যা ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে..!
Mizanur Rahman Azhari

27/12/2024

হেলিকপ্টারে প্রথম মাহ্ফিলে
ড.মিজানুর রহমান আজহারী।

24/12/2024

ওগো কামলিওয়ালা তুমি মাদিনা ওয়ালা।

16/09/2024

সোমবারে কেন রোজা রাখতেন বিশ্ব নবি (স)। মিজানুর রহমান আজহারী। ২০২৪

03/09/2024

জীবনের বারাকাহ, মিজানুর রহমান আজহারী

29/08/2024

আমার একটিভ ফলোয়ার গুলো কই তোমরা সাড়া দাও।

05/08/2024

বিজয় উল্লাস।♥️

04/04/2024

সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমার ভাই - বন্ধু, আত্মীয়স্বজন সকলেই আমার ফ্রেন্ডলিস্টে আছেন, দয়া করে ক্ষমা করে দিবেন।🤍🌸

বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।

আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই আমাকে ক্ষমা করে দিন।

আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করা ভাল যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব, ইন শা আল্লাহ।

এক‌ইসাথে আমাকেও যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন.....আমি তাদের ক্ষমা করে দিলাম..
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত, হিদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন।
আমীন।


©️ Umar Faruk

03/04/2024

ঈদের আনন্দে আত্নহারা দুনিয়া বাসি
অন্য দিকে রমজানের বিদায়ে কান্নায় কবর বাসি।😭

হে আল্লাহ সকল কবর বাসি কে এই রমজানের উচিলায় জাহান্নাম থেকে মুক্তি দিয়ে। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। (আমিন)

07/03/2024

রমজান মাস তাকওয়া (আল্লাহর ভয়) অর্জন করার মাস, নেক আমল করার মাস। আল্লাহর ভালোবাসা ও নৈকট্য অর্জন করার মাস। এটা পড়ালেখা করার মাস নয়। করোনা তে ১.৫-২ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো তাতে কোনো ক্ষতি হয়নি। আর রমজানের ১ মাস পড়ালেখা না করলে কি এমন হবে। কিন্তু আফসোস এর বিষয় হলো। সারা দেশের মুসলিম বাচ্চারা ও তো রমজানে রোজা রাখবে তাই না। তখন, অনন্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ রাখা যায় না। রমজান মাসেই কি পরীক্ষা নিতে হবে। তখন পরীক্ষা নেওয়া টা কি খুব বেশি জরুরী। আর তা যদি হয় কোনো বোর্ড পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা তা হলে তো কোনো কথায় নেই। না মানে একটু ভালো ভাবে চিন্তা করে দেখুন তো, সকাল ১০ থেকে ১ পর্যন্ত পরীক্ষা তারপর আবার যোহরে নামাজ, তারপর কি কোরআন পড়বে নাকি অনান্য বই পড়বে। আসরের পর তো পড়ালেখা করা সবার সম্ভব বলে মনে হয় না। রমজান মাস এ ইফতার এর পর একটু দুর্বল লাগবে/লাগে, একটু রেষ্ট নিতে মন চায়। তার কিছুক্ষণ পর, ইশার নামাজ ও তারাবি নামাজ। তাহলে পড়ার সময় টা কখন?!🤔😭

আমি আশা করছি ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি পারেন, ভূল থাকলে ধরিয়ে দিবেন। ধন্যবাদ।

30/01/2024

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?🤔
আমি দীর্ঘ দিন ধরে ভিডিও দিতে পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত।🥹
প্লিজ কেউ আনফলো করবেন না।🥹🥹🥹

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Masum studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum studio:

Videos

Share

Category