Post by Rasel

Post by Rasel ক্রিকেটের কথা বলবো।

28/10/2023

আমি শিওর, বাবর আজম যে টিম পেয়েছে, সেই টিম যদি সাকিব আল হাসান পেতো, তাহলে টানা ৪ ম্যাচ হারতো না। বাবর আজম মুখস্থ অধিনায়কত্ব করেন। তার সব পরিকল্পনা বিপক্ষ দল সহজেই বুঝে যায় এমনকি মাঝারি ক্রিকেট জ্ঞান রাখাও দর্শকও বাবর আজমের অধিনায়কত্ব বুঝে যায়।

আগামীকালকে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের super-4 এ প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। পাকিস্...
05/09/2023

আগামীকালকে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের super-4 এ প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান স্বাগতিক হওয়াতে ম্যাচটিতে তারা কিছুটা সুবিধা বেশি পাবে।
বাংলাদেশের হয়ে ছন্দে থাকা শান্ত ইনজুরিতে পড়ে বাদ পড়েছে।
এখন গুরুত্বপূর্ণ এই পজিশনে কে খেলবে? তা নিয়ে প্রশ্ন।
বিশ্বের দিকে যদি চিন্তা করি, তাহলে ৩ নাম্বারে খেলানো উচিত মুশফিকুর রহিমকে। দলের সেরা ব্যাটসম্যান ৩ নাম্বার পজিশনে খেলবে এটাইতো স্বাভাবিক ব্যাপার কিন্তু দেশটি যখন বাংলাদেশ সেহেতু এটা হওয়ার সম্ভবনা খুবই কম। কিন্তু দলের আরেক সেরা ব্যাটসম্যান লিটনকে ৩ এ ব্যাটিং করা উচিত। নাম্বার ৩ পজিশন খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের নাম্বার-৩ এ বিরাট কোহলি গত ৮ বছর খেলে, বাবর আজম-৩ এ, স্মিথ, জো-রুট ও কেইন উইলিয়াম সনও ওডিআইতে ৩এ ব্যাটিং করে।

আমার পছন্দের একাদশ।
১/নাইম শেখ
২/মেহেদি মিরাজ
৩/লিটন দাস
৪/তোহিদ রিদয়
৫/মুশফিকুর রহিম
৬/সাকিব আল হাসান
৭/আফিফ হোসেন
৮/শামিম হোসেন
৯/তাসকিন আহম্মেদ
১০/হাসান মাহমুদ
১১/ শরিফুল ইসলাম

ম্যাচটি অনুষ্ঠিত হবে, গাদ্দাফি স্টোডিয়ামে। যেখানে সাধারণত ৩০০+ হওয়ার সম্ভবনা বেশি।

আমার প্রেডিকশন: যারা টার্গেটে ব্যাটিং করবে, তারা জিতবে।

শান্ত ইনজুরিতে পড়ছে। এশিয়া কাপের বাকী ম্যাচগুলো না খেলেই দেশে চলে আসবে।ক্রিকেট প্রেমীদের মনে বড় ধরনের একটি ধাক্কা লাগলো।...
05/09/2023

শান্ত ইনজুরিতে পড়ছে।
এশিয়া কাপের বাকী ম্যাচগুলো না খেলেই দেশে চলে আসবে।
ক্রিকেট প্রেমীদের মনে বড় ধরনের একটি ধাক্কা লাগলো।
চারদিকে মন-খারাপ।
প্রতিটা ক্রিকেটপ্রেমী, প্রতিটা পেইজ, প্রতিটা সাংবাধিক সবার মন খারাপ।
কেউ ২ বছর আগে চিন্তা করেছে? একজন শান্ত’র বিদায় মানুষকে এতোটা মন খারাপ করাবে??
ভাবে নাই, কেউ ভাবে নাই।
শান্তই গত ২ বছরের পারফর্ম দিয়ে বাধ্য করেছে, আমাদের মন খারাপ করতে।
শান্ত সুস্থ হয়ে আবার ফিরে আসুক।
তার বিশ্বকাপ জার্নি পুরোটা সুস্থতার সাথে ভালো পারফর্ম করে কাটাক।
Post by Rasel

03/09/2023

রশিদ বিশ্বমানের খেলোয়াড়!
বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং সবই সেরা।🔥

03/09/2023

মিরাজতো দেখি সব শর্ট পারে।।
এই ছেলেকে ব্যাটসম্যান বানানো উচিত।

03/09/2023

মিরাজের রানের স্পিড এখনই বাড়াতে হবে। তা না হলে, ৩০-৪০ রান কম হবে৷
যা দলকে বিপদে ফেলবে!
৩২০ রান না করলে বিপদ হতে পারে৷

03/09/2023

নবির বলে ডট কেনো দিবে??
ডট দেওয়া অপরাধের সামিল।

03/09/2023

ওভার-অল মিরাজের ব্যাটিং এ আমি সন্তুষ্ট তবুও তার রানের স্পিড একটু বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।
ওভারে ৬ এর নিচে যাতে কোনো ভাবেই না আসে তা দেখা উচিত।।

03/09/2023

মিরাজের স্টাইকিং ভালো হইছে! তার ব্যাটিং স্পিড বাড়ানো উচিত।

03/09/2023

সিঙ্গেল ব্লক ভাঙ্গতে হবে।
এতো ডট খেলে মিরাজ কি বুঝাতে চাচ্ছে??

02/09/2023

ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে এতো সুন্দর সম্পর্ক কেনো??
বুঝতেছি না।
ভাই, তোমরা একটু রাইভালি দেখাবা কিন্তু তা না করে কিনা বন্ধু হই বসে রইসো।

01/09/2023

বাংলাদেশ তামিম ও রিয়াদ ভাই থাকলে যা করতো, এখনও তা করছে।
এইটা নিয়ে এতো মন খারাপের কিছু নেই।

2023 এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নেপালের বিরুদ্ধে 238 রানের ব্যবধানে জয়লাভ করে। পাকিস্তান🇵🇰♥️
30/08/2023

2023 এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নেপালের বিরুদ্ধে 238 রানের ব্যবধানে জয়লাভ করে।
পাকিস্তান🇵🇰♥️

দ্রুততম 19টি ওডিআই সেঞ্চুরি102 ইনিংস - বাবর আজম*104 ইনিংস - হাশিম আমলা124 ইনিংস - বিরাট কোহলি139 ইনিংস - ডেভিড ওয়ার্নার...
30/08/2023

দ্রুততম 19টি ওডিআই সেঞ্চুরি

102 ইনিংস - বাবর আজম*
104 ইনিংস - হাশিম আমলা
124 ইনিংস - বিরাট কোহলি
139 ইনিংস - ডেভিড ওয়ার্নার
171 ইনিংস - এবি ডেভিলিয়ার্স
181 ইনিংস - রোহিত শর্মা

পাকিস্তানের ফাষ্ট বোলার।এদের মধ্যে নতুন বলে শাহিন শাহ আফ্রিদি অত্যন্ত ভয়ংকর।তার ইয়ার্কার এর পাশাপাশি সুইং যেকোনো ব্যাটসম...
30/08/2023

পাকিস্তানের ফাষ্ট বোলার।
এদের মধ্যে নতুন বলে শাহিন শাহ আফ্রিদি অত্যন্ত ভয়ংকর।
তার ইয়ার্কার এর পাশাপাশি সুইং যেকোনো ব্যাটসম্যানের জন্য তাস।
কিন্তু হারিস রউফ পুরাই আগুন।
নাসিম শাহ এর কথা কি বলবো?? অতি-গ্রেট বোলার সেও।
আসলে পাকিস্তান সেরা একটি বোলিং জুটি পেয়েছে।
তিনজন বোলারই অসাধারন।

এশিয়া কাপের ইতিহাসে বাবর আজম প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫০+ রান করেন।অধিনায়ক হিসেবে সর্বোচ্ছ ব্যক্তিগত স্কোর (এশিয়া কাপ)ব...
30/08/2023

এশিয়া কাপের ইতিহাসে বাবর আজম প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫০+ রান করেন।

অধিনায়ক হিসেবে সর্বোচ্ছ ব্যক্তিগত স্কোর (এশিয়া কাপ)
বারব আজম-১৫১
বিরাট কোহলি-১৩৪

নতুন বল + শাহীন = উইকেট।শাহিন তার প্রথম ওভারে ২ বলে ২ উইকেট নিয়েছে।The egale in Asia Cup.
30/08/2023

নতুন বল + শাহীন = উইকেট।
শাহিন তার প্রথম ওভারে ২ বলে ২ উইকেট নিয়েছে।
The egale in Asia Cup.

এশিয়া কাপে (ওডিআই) যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি:224 - মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ (PAK) বনাম IND, মিরপুর, 2012223 -শোয়...
30/08/2023

এশিয়া কাপে (ওডিআই) যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি:
224 - মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ (PAK) বনাম IND, মিরপুর, 2012
223 -শোয়েব মালিক, ইউনিস খান (PAK) বনাম হংকং, কলম্বো (SSC), 2004
214 - বাবর আজম, ইফতিখার আহমেদ (PAK) বনাম নেপাল, মুলতান, 2023
213 - বিরাট কোহলি, রাহানে (IND) বনাম BAN, ফতুল্লা, 2014
210 - শিখর ধাওয়ান, রোহিত শর্মা (IND) বনাম PAK, দুবাই, 2018

ইফতিখার পাকিস্তানের হয়ে ৬ষ্ঠ দ্রুত তম শতক করেন। পাকিস্তানের হয়ে দ্রুততম ওডিআই শতরান (বলের মুখোমুখি):37 - শহীদ আফ্রিদি ব...
30/08/2023

ইফতিখার পাকিস্তানের হয়ে ৬ষ্ঠ দ্রুত তম শতক করেন।
পাকিস্তানের হয়ে দ্রুততম ওডিআই শতরান (বলের মুখোমুখি):
37 - শহীদ আফ্রিদি বনাম SL , নাইরোবি, 1996
45 - শহীদ আফ্রিদি বনাম IND, কানপুর, 2005
53 - শহীদ আফ্রিদি বনাম BAN, ডাম্বুলা, 2010
61 - শারজিল খান বনাম UAE, মালাহাইড, 2016
67 - বাসিত আলী বনাম WI, শারজাহ, 1993
67 - ইফতিখার আহমেদ বনাম NEP, মুলতান, 2023*

ওয়ানডেতে পাকিস্তান অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর:158 - বাবর আজম বনাম ENG, এজবাস্টন, 2021151 - বাবর আজম বনাম নেপাল...
30/08/2023

ওয়ানডেতে পাকিস্তান অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর:
158 - বাবর আজম বনাম ENG, এজবাস্টন, 2021
151 - বাবর আজম বনাম নেপাল, মুলতান, 2023
125* - শোয়েব মালিক বনাম IND, করাচি, 2008
125 - বাবর আজম বনাম ZIM, রাওয়ালপিন্ডি, 2020
124 - শহীদ আফ্রিদি বনাম BAN, ডাম্বুলা, 2010

30/08/2023

নাম্বার ওয়ান টিম-এর এরকম হচ্ছে কেনো??
৪ উইকেট ডাউন।
নেপাল-গ্রেট।

নেপালের ফিল্ডাররা হাতের বল ছেড়ে দিয়ে চার বানাই দিয়েছে। আবার ডাইরেক্ট হিট করে, দুইজনকে রান আউট করেছে। ভালো ব্যাটিং করতে থ...
30/08/2023

নেপালের ফিল্ডাররা হাতের বল ছেড়ে দিয়ে চার বানাই দিয়েছে।
আবার ডাইরেক্ট হিট করে, দুইজনকে রান আউট করেছে।
ভালো ব্যাটিং করতে থাকা, রিজওয়ানও আউট।
পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ২৫.৪ ওভারে ১১৯ রান করেছে।

Post by Rasel

এশিয়া কাপের আপনার প্রেডিকশন বলুন।চাম্পিয়ন: বাংলাদেশরানার্স-আপ: পাকিস্তানসর্বোচ্ছ রান: মুশফিকুর রহিমসর্বোচ্ছ-উইকেট: তাসকি...
30/08/2023

এশিয়া কাপের আপনার প্রেডিকশন বলুন।
চাম্পিয়ন: বাংলাদেশ
রানার্স-আপ: পাকিস্তান
সর্বোচ্ছ রান: মুশফিকুর রহিম
সর্বোচ্ছ-উইকেট: তাসকিন আহম্মেদ
প্লেয়ার-অফ-দ্যা-টুনার্মেন্ট: সাকিব আল হাসান।
সবচেয়ে বাজে পারফর্মার হবে- রহিত শর্মা
আশ্চর্য-পারফর্মার হবে- নাজমুল হাসান শান্ত
আপনার প্রেডিকশন বলুন।

Post by Rasel

আপাদের সবাইকে ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন। এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ✈️ ভালো কিছ...
30/08/2023

আপাদের সবাইকে ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন। এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ✈️
ভালো কিছু করার প্রত্যাশা।
Thank you for all the prayers. On the way to Sri Lanka for the Asia Cup 2023.

শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিজয় রওয়ানা হয়েছে।

আজকে শুরু হবে এশিয়া কাপ।ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এর মধ্যকার সিরিজ শুরু হবে দুই দল খেলবে ৪টি ওডিআই ও ৪টি টি২০ ম্যাচ।অষ্ট্...
30/08/2023

আজকে শুরু হবে এশিয়া কাপ।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এর মধ্যকার সিরিজ শুরু হবে দুই দল খেলবে ৪টি ওডিআই ও ৪টি টি২০ ম্যাচ।
অষ্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকার মধ্যে সিরিজ শুরু আজকে। দুই জল খেলবে ৩টি টি২০ ও ৫টি ওডিআই।
অনেকদিন পর আাবার ক্রিকেট প্রেমিদের জন্য খুশির খবর।

ওয়ানডেতে তিন নম্বরে বিরাট কোহলিসর্বাধিক সেঞ্চুরি (39)দ্বিতীয় সর্বোচ্চ রান (10777)দ্বিতীয় সর্বাধিক 50+ স্কোর (94)যৌথ 3...
27/08/2023

ওয়ানডেতে তিন নম্বরে বিরাট কোহলি
সর্বাধিক সেঞ্চুরি (39)
দ্বিতীয় সর্বোচ্চ রান (10777)
দ্বিতীয় সর্বাধিক 50+ স্কোর (94)
যৌথ 3য় এইচএস (183)
ওয়ানডেতে কোহলি ৩ নম্বরে টার্গেটে ব্যাটিং 🔥
সর্বাধিক রান (6123)
সর্বাধিক শতাব্দী (21)
সর্বাধিক 50+ স্কোর (53)
যৌথ সর্বোচ্চ স্কোর (183)
সেরা গড় (65.1)

আইসিসি বর্তমান র্য্যংকিংটেষ্ট টিম: ১ নাম্বার ভারতওডিআই: ১ নাম্বার পাকিস্তানটি২০আই: ১ নাম্বার ভারতএশিয়া লিডিং...
27/08/2023

আইসিসি বর্তমান র্য্যংকিং
টেষ্ট টিম: ১ নাম্বার ভারত
ওডিআই: ১ নাম্বার পাকিস্তান
টি২০আই: ১ নাম্বার ভারত
এশিয়া লিডিং...

যখন আমি বড় হচ্ছিলাম তখন থেকেই আমার লক্ষ্য ছিল ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এবং জীবনে দুবার আমার কাছে সুযোগ এসেছিল,  একটা 2...
27/08/2023

যখন আমি বড় হচ্ছিলাম তখন থেকেই আমার লক্ষ্য ছিল ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এবং জীবনে দুবার আমার কাছে সুযোগ এসেছিল, একটা 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আরেকটি 2011 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলার এবং দুটো বিশ্বকাপের ফাইনালেই আমি ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলাম ও দুটো বিশ্বকাপই ভারত জিতেছিল ।
2007 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে 75 এবং 2011 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে 97 করার পরও ম্যান অব দ্যা ম্যাচ কিন্তু আমি পাইনি , ধোনিকে 2011 বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ দেওয়া হয়েছিল।
ওরকম বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ রান করার পরও ম্যান অব দ্যা ম্যাচ না পেলে খারাপ তো লাগবেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারতকে বিশ্বকাপ জেতানো এবং ভারতকে বিশ্বকাপ জেতাতে পেরে আমরা সবাই খুশি।
কিন্তু বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার পরও যখন ক্রেডিট না পাই তখন তো সেটা দুঃখজনক লাগেই
~ গৌতম গম্ভীর

২০০১ সালে ২১ বছর ৩২৮ দিন বয়সে কানাডার বিপক্ষে ওয়ানডেতে ১৫২ রান করেছিলেন ক্রিস গেইল। ২০০৯ সালে ২০ বছর ১৪৯ দিন বয়সে জিম্বা...
27/08/2023

২০০১ সালে ২১ বছর ৩২৮ দিন বয়সে কানাডার বিপক্ষে ওয়ানডেতে ১৫২ রান করেছিলেন ক্রিস গেইল।
২০০৯ সালে ২০ বছর ১৪৯ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করে ক্রিস গেইলের সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৫০ রানের রেকর্ড ভেঙে দেন তামিম ইকবাল!!
বর্তমানে বিশ্বের সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ১৫০ রান করা ব্যাটসম্যানরা হলেন…
১. পল স্টার্লিং (২০ বছর ৪ দিন)
২. তামিম ইকবাল (২০ বছর ১৪৯ দিন)
৩. ইব্রাহিম জাদরান (২০ বছর ৩৫৩ দিন)
৪. ক্রিস গেইল (২১ বছর ৩২৮ দিন)

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ১০ ওয়ানডেতে মুশফিকুর রাহিম- ৬২,২৬,২২,১৪৪,৬৭,৯৮*,১০,৮৪,১২৫,২৮ম্যাচ- ১০রান- ৬৬৬গড়- ৭৪.০০অর্ধশতক-...
26/08/2023

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ১০ ওয়ানডেতে মুশফিকুর রাহিম-

৬২,২৬,২২,১৪৪,৬৭,৯৮*,১০,৮৪,১২৫,২৮

ম্যাচ- ১০
রান- ৬৬৬
গড়- ৭৪.০০
অর্ধশতক- ৪
শতক-২
সেরা- ১৪৪

সর্বোচ্ছ ৭ বার এশিয়া কাপ জয়ী দল ভারত তারপরের অবস্থানে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়নস শ্রীলংকা 💥এখন পর্যন্ত বাংলাদেশ একবার ও চ...
26/08/2023

সর্বোচ্ছ ৭ বার এশিয়া কাপ জয়ী দল ভারত তারপরের অবস্থানে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়নস শ্রীলংকা 💥

এখন পর্যন্ত বাংলাদেশ একবার ও চ্যাম্পিয়ন হতে পারে নাই, এবার কী সেই আশা পূর্ণ হবে?

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা এবং ভারতের মাটিতে খেলা জীবন বদলে দিতে পারে।  আমাদের ওয়ানডে দল খুব খুব ভালো এবং আমাদের একট...
24/08/2023

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা এবং ভারতের মাটিতে খেলা জীবন বদলে দিতে পারে। আমাদের ওয়ানডে দল খুব খুব ভালো এবং আমাদের একটি ভারসাম্যপূর্ণ দল রয়েছে। আমরা জানি আমাদের ভক্তরা আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করছে, আমাদের ওয়ানডে দল সেরা তাই বিশ্বকাপে ভালো কিছু পারফরমেন্স আশা করাই যায়
~ ইমাম উল হক ( পাকিস্তানের ক্রিকেটার )

এশিয়া কাপ ২০২৩ এর ৫টি দলের বিপক্ষে সাকিবের ওয়ানডে পারফরম্যান্স-ভারতের বিপক্ষে- ব্যাট হাতে  ৩৫.৩২ গড়ে ৬৭১ রান এবং বল হাতে...
23/08/2023

এশিয়া কাপ ২০২৩ এর ৫টি দলের বিপক্ষে সাকিবের ওয়ানডে পারফরম্যান্স-
ভারতের বিপক্ষে-
ব্যাট হাতে ৩৫.৩২ গড়ে ৬৭১ রান এবং বল হাতে ২১ ম্যাচে ২৮ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে -
ব্যাট হাতে ৪২.৫৪ গড়ে ৫৫৩ রান এবং বল হাতে ১৬ ম্যাচে ২১ উইকেট।
শ্রীলংকার বিপক্ষে-
ব্যাট হাতে ২৯.৮১ গড়ে ৬২৬ রান এবং বল হাতে ২৫ ম্যাচে ১৮ উইকেট।
আফগানিস্তানের বিপক্ষে -
ব্যাট হাতে ২৮.২৩ গড়ে ৩৬৭ রান এবং বল হাতে ১৩ ম্যাচে ২৭ উইকেট।
নেপালের বিপক্ষে-
সাকিব নেপালের বিপক্ষে কোনো ওয়ানডে খেলেননি।টি-টুয়েন্টিতে ১ ম্যাচ খেলে ১৮ বলে ১ চার ৪ ছক্কায় ৩৭* রান করেছেন। বোলিংয়ে উইকেট পাননি।

২০০২ সালের আজকের এই দিনে ভারত বিদেশের মাটিতে তাদের সবচেয়ে বড় জয় পায়। সচিন টেন্ডুলকার সেই ম্যাচে ১৯৩ রান করেন এবং স্যার ড...
23/08/2023

২০০২ সালের আজকের এই দিনে ভারত বিদেশের মাটিতে তাদের সবচেয়ে বড় জয় পায়।
সচিন টেন্ডুলকার সেই ম্যাচে ১৯৩ রান করেন এবং স্যার ডন ব্রাডম্যানকে অতিক্রম করে টেষ্টে সর্বাধিক শতকের মালিক হয়।
সেই টেষ্ট মাচটি একমাত্র টেষ্ট ছিলো, যেখানে ভারতের হয়ে সচিন, রাহুল ও সৌরভ তিনজনেই শতক করেন।
ভারত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ইনিংস ও ৪৬ রানে জয়ী হয়।

পাকিস্তান মাত্র ২০১ রানে অল-রাউট হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছে, পাকিস্তানের বর্তমান ব্যাটিং লাইন-আপ হিসেবে এই দল মাত্র ২০...
22/08/2023

পাকিস্তান মাত্র ২০১ রানে অল-রাউট হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছে, পাকিস্তানের বর্তমান ব্যাটিং লাইন-আপ হিসেবে এই দল মাত্র ২০১ রানে আউট হওয়া দল নয়। মানে পিচ হয়তো, স্পোটিং বা ফ্লাট ছিলো না, ভয়ংকর বোলিং ফ্রেন্ডলি স্লো পিচ চিলো।
তাই হয়েছে।
পাকিস্তানের বোলিং এটাক বর্তমান বিশ্বের অন্যতম গোছালো বোলিং এটাক। তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ এর বোলিং তান্ডব্যে শুরু থেকেই কোনো ধরনের প্রতিরোধ তৈরী করতে পারে নি, আফগানিস্তান।
একের পর এক শটবাউন্সার ও ইয়র্কার সামাল দিতে না ফেরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫৯ রানে অল-আউট হয়ে যায়, আফগানিস্তান। পাকিস্তানের হয়ে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন, হ্যারিস রউফ। ৬.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫টি উইকেট সংগ্রহ করেন, পাকিস্তানের অন্যতম দ্রুততম এই বোলার বোলার।
শাহিন শাহ আফ্রিদি ২টি উইকেট নেন এবং নাসিম শাহ ও সাদাব খান ১টি করে উইকেট নেন।
পাকিস্তান এক-দলের ৫ বোলার-এর মধ্যে আমার চারজনকেই পছন্দ হয় খুব এবং তারা সবাই আজকে উইকেট নিয়েছে।
খুবই ভয়ংকর বোলিং এটাক পাকিস্তানের।
ফলাফল পাকিস্তান ১৪২ রানে জয়ী।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান।

বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটার রা।
22/08/2023

বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটার রা।

মুশফিকুর রহিমের ৪ বিশ্বকাপের পরিসংখ্যান।৮১ রান করেছিলেন বাংলাদেশে অনুষ্ঠিত ২০২১ বিশ্বকাপে।
22/08/2023

মুশফিকুর রহিমের ৪ বিশ্বকাপের পরিসংখ্যান।
৮১ রান করেছিলেন বাংলাদেশে অনুষ্ঠিত ২০২১ বিশ্বকাপে।

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Post by Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Maijdee Court

Show All

You may also like