Village Gaming Club

Village Gaming Club আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,,,
এই পেইজে আপনাদের স্বাগতম 🥰
(1)

18/12/2021

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

🔴 ৮৩টি কবিরা গুনাহ  (বড় পাপ)🔴এক জন মুমিন এর জন্য  অনেক মূল্যবান কিছু কথা যা নিজে পড়ুন অন্যকে পড়ার উৎসাহ প্রদান করুন। 🤲...
26/10/2021

🔴 ৮৩টি কবিরা গুনাহ (বড় পাপ)🔴
এক জন মুমিন এর জন্য অনেক মূল্যবান কিছু কথা যা নিজে পড়ুন অন্যকে পড়ার উৎসাহ প্রদান করুন। 🤲
আলহামদুলিল্লাহ!🕋

কবিরা গুনাহ কাকে বলে?
কবিরা গুনাহ বলা হয় ঐ সকল বড় বড় পাপকর্ম সমূহকে যেগুলোতে নিন্মোক্ত কোন একটি বিষয় পাওয়া যাবে:
◉ যে সকল গুনাহের ব্যাপারে ইসলামি শরিয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে।
◉ যে সকল গুনাহের ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দণ্ড প্রয়োগের কথা রয়েছে।
◉ যে সকল গুনাহের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তায়ালা রাগ করেন।
◉ যে সকল কাজে আল্লাহ তায়ালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ফেরেশতা মণ্ডলী লানত দেন।
◉ যে কাজের ব্যাপারে বলা হয়েছে, যে এমনটি করবে সে মুসলমানদের দলভুক্ত নয়।
◉ কিংবা যে কাজের ব্যাপারে আল্লাহ ও রাসূলের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেয়া হয়েছে।
◉ যে কাজে দ্বীন নাই, ঈমান নাই ইত্যাদি বলা হয়েছে।
◉ অথবা যে কাজকে আল্লাহ তায়ালা সাথে যুদ্ধ ঘোষণা করা হয় করা বলে উল্লেখ করা হয়েছে।

🗣️কবিরা গুনাহ থেকে বিরত থাকার মর্যাদা:

👉১. মহান আল্লাহ বলেন:
إِن تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلًا كَرِيمًا
"যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গোনাহ গুলো থেকে বেঁচে থাকতে পার। তবে আমি তোমাদের (ছাট) গুনাহ সমূহ ক্ষমা করে দেব এবং সম্মান জনক স্থানে তোমাদের প্রবেশ করাব।” (সূরা নিসা: ৩১)
👉২. রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
الصلوات الخمس . والجمعة إلى الجمعة . ورمضان إلى رمضان . مكفرات ما بينهن
إذا اجتنب الكبائر
“পাঁচ ওয়াক্ত নামায, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাযান থেকে আরেক রমাযান এতদুভয়ের মাঝে সংঘটিত সমস্ত পাপ রাশির জন্য কাফফারা স্বরূপ যায় যদি কবিরা গুনাহ সমূহ থেকে বেঁচে থাকা যায়।” (মুসলিম)

নিম্নে একশটি কবিরা গুনাহ (বড় পাপ) তুলে ধরা হল:
👉1. আল্লাহর সাথে শিরক করা
👉2. নামায পরিত্যাগ কর
👉3. পিতা-মাতার অবাধ্য হওয়া
👉4. অন্যায়ভাবে মানুষ হত্যা করা
👉5. পিতা-মাতাকে অভিসম্পাত করা
👉6. যাদু-টোনা করা
👉7. এতিমের সম্পদ আত্মসাৎ করা
👉8. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন
👉9. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ
👉10. রোযা না রাখা

👉11. যাকাত আদায় না করা
👉12. ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা
👉13. যাদুর বৈধতায় বিশ্বাস করা
👉14. প্রতিবেশীকে কষ্ট দেয়া
👉15. অহংকার করা
👉16. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)
👉17. আত্মহত্যা করা
👉18. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা
👉19. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা
👉20. উপকার করে খোটা দান করা

👉21. মাদক বা নেশা দ্রব্য গ্রহণ করা।
👉22. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা।
👉23. জুয়া খেলা।
👉24. তকদির (ভাগ্য) অস্বীকার করা।
👉25. অদৃশ্যের খবর জানার দাবী করা।
👉26. গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া।
👉27. পেশাব থেকে পবিত্র না থাকা।
👉28. রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নামে মিথ্যা হাদিস বর্ণনা করা।
👉29. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা।
👉30. মিথ্যা কথা বলা।
👉31. মিথ্যা কসম খাওয়া।
👉32. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা।
👉33. জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া।
👉34. সমকামিতায় লিপ্ত হওয়া।
👉35. মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা।
👉36. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা।
👉37. যার জন্যে হিলা করা হয়।
👉38. মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা।
👉39. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা।
👉40. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা!

👉41. কোন মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া।
👉42. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো।
👉43. কোন অপরাধীকে আশ্রয় দান করা।
👉44. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা।
👉45. ওজনে কম দেয়া।
👉46. ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা।
👉47. ইসলামি আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা।
👉48. জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা।
👉49. গিবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা।
👉50. দাঁত চিকন করা।

👉51. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা (ভ্রু প্লাগ করা)
👉52. মাথায় অতিরিক্ত/ চুল সংযোগ করা (পরচুলা ব্যবহার করা)
👉53. পুরুষের নারী বেশ ধারণ করা।
👉54. নারীর পুরুষ বেশ ধারণ করা।
👉55. বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো।
👉56. কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা।
👉57. পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া।
👉58. পুরুষের গোড়ালির নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা।
👉59. মুসলিম শাসকের সাথে কৃত বয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা।
👉60. ডাকাতি করা।

👉61. চুরি করা।
👉62. সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা।
👉63. ঘুষ লেন-দেন করা।
👉64. গনিমত (জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ) বণ্টনের পূর্বে আত্মসাৎ করা।
👉65. স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা।
👉66. জুলুম-অত্যাচার করা।
👉67. অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা।
👉68. প্রতারণা বা ঠগবাজী করা।
👉69. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা।
👉70. স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা।

👉71. পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা।
👉72. সাহাবিদেরকে গালি দেয়া।
👉73. নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গমন করা।
👉74. মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন।
👉75. ভ্রান্ত মতবাদ জাহেলি রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা।
👉76. পবিত্র মক্কা ও মদিনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা।
👉77. কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া।
👉78. আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা।
👉79. বিনা প্রয়োজনে তালাক চাওয়া।
👉80. যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট।
👉81. স্বামীর অবাধ্য হওয়া।
👉82. স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা।
👉83. স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা।
সকল মুসলিম ভাই-বোনদের এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তায়ালা আমাদের বাঁচার তৌফিক দান করুক আমিন। 🤍💛❤️🧡💙
(সংগৃহীত)

25/10/2021

وَعَنْها، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: « مَا مِنْ عَبْدٍ تُصيبُهُ مُصِيبَةٌ، فَيَقُولُ: إِنَّا ِللهِ وَإنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اَللهم أجُرْنِي فِي مُصِيبَتي وَاخْلُفْ لِي خَيراً مِنْهَا، إِلاَّ أَجَرَهُ اللهُ تَعَالَى فِي مُصِيبَتِهِ وَأخْلَفَ لَهُ خَيْراً مِنْهَا . قَالَتْ: فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَة قُلتُ كَمَا أمَرَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، فَأخْلَفَ اللهُ لِي خَيْراً مِنْهُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم . رواه مسلم

উক্ত উম্মে সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:

আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ‘‘যে বান্দা বিপদগ্রস্ত অবস্থায় এই দো‘আ বলবে,
‘ইন্না লিল্লা-হি অইন্না ইলাইহি রা-জি‘ঊন, আল্লা-হুম্মা’জুরনী ফী মুসীবাতী অখ্‌লুফলী খাইরাম মিনহা।’ (যার অর্থ, আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তন করব। হে আল্লাহ! তুমি আমাকে আমার এই বিপদে প্রতিদান দাও এবং তার জায়গায় উত্তম বিনিময় প্রদান কর।)
আল্লাহ তাকে তার বিপদে প্রতিদান ও তার জায়গায় উত্তম বিনিময় দান করবেন।’’
উম্মে সালামাহ (রাঃ) বলেন, ‘যখন আবূ সালামাহ মারা গেলেন, তখন আমি সেইরূপ বললাম, যেরূপ বলার আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম বিনিময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (স্বামীরূপে) প্রদান করলেন।’

ফুটনোটঃ
(মুসলিম ৯১৮, ৯১৯, তিরমিযী ৯৭৭, নাসায়ী ১৮২৫, আহমাদ ৩১১৯, ইবনু মাজাহ ১৪৪৭, আহমাদ ২৫৯৫৮, ২৬০৬৮, ২৬০৯৫, ৬১২৯, ২৬১৫৭, ২৬১৯৯,

07/09/2021

ঐ খুঁটিহীন নীল আকাশ...

29/08/2021

গান:ডেকে নিবে যেদিন আমারে......
মূলশিল্পী:আবু রায়হান।
🥰 Share please 🥰

24/08/2021

তোমারা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো,
হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো।🥰

23/08/2021

আসসালামুয়ালাইকুম 🌹
আশা করি সবাই ভালো আছেন 🥰
আপনাদের এই পেইজে স্বাগতম💖

Address

Maijdee Court
Maijdee Court

Telephone

+8801858377899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village Gaming Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village Gaming Club:

Share


Other Digital creator in Maijdee Court

Show All