হাদিস ৩৬০

  • Home
  • হাদিস ৩৬০

হাদিস ৩৬০ আসসালামুয়ালাইকুম
আলহামদুলিল্লাহ
ইনশাআল্লাহ
সুবহানাল্লাহ
(1)

08/08/2024

কেনো বাংলাদেশে ইসলাম দরকার 🥰
ইসলাম কি ভাবে ন্যায় প্রতিষ্ঠা করে🥰

যারা ভাস্কর্য পোরানো/ভাংগা দেখে মায়া কান্না কাঁদছেন বা আবেগ প্রকাশ করছেন তাদের জেনে রাখা ভালো যে এর মধ্যে কোন জীবন নাই।...
06/08/2024

যারা ভাস্কর্য পোরানো/ভাংগা দেখে মায়া কান্না কাঁদছেন বা আবেগ প্রকাশ করছেন তাদের জেনে রাখা ভালো যে এর মধ্যে কোন জীবন নাই। এতে কারো ক্ষতি হচ্ছে না। মানুষ শুধু পাথর বা কোন বস্তুত তৈরি জিনিসটা ভাঙছে বা পোড়াচ্ছে। ভাস্কর্য মানুষ নাহ। তাহলে তার জন্য যদি আপনার আবেগ তৈরি হয়, তাহলে আপনার বিবেক কোথায়? যদি কারো জীবনের উপর কেউ আঘাত আনে তার বিরোধিতা করতে পারেন, তবে জীবনহীন ভাস্কর্য বা মূর্তির প্রতি আবেগি হয়েন নাহ।
যে সম্মানের যোগ্য তাদের আমরা মন থেকে সম্মান করবো, তবে আমরা ভাস্কর্য বা কারো মূর্তির পক্ষে না।
কিন্তু হিন্দুদেরকে এখন আমাদের রক্ষা করা দরকার, যেন কোন সুবিধাবাদী লোক হিন্দু-মুসলিম এর মধ্যে ঝামেলা তৈরি করতে না পারে।

সবাই ইব্রাহিম (আ:) এর সুন্নাহ চর্চা পালন করুন।
"তুমি যেখানেই প্রতিমা ও ভাস্কার্য দেখবে ভেঙ্গে ফেলবে এবং যেখানেই উঁচু কবর দেখবে সেটা ভেঙ্গে মাটির সাথে সমান করে দেবে।" [সহীহ মুসলিমঃ ২২১৫]

06/08/2024

সবাই ইব্রাহিম (আ:) এর সুন্নাহ চর্চা পালন করুন।

"তুমি যেখানেই প্রতিমা ও ভাস্কার্য দেখবে ভেঙ্গে ফেলবে এবং যেখানেই উঁচু কবর দেখবে সেটা ভেঙ্গে মাটির সাথে সমান করে দেবে।" [সহীহ মুসলিমঃ ২২১৫]

(কিন্তু হিন্দুদের মুর্তি রক্ষা করি, কারন হিন্দু - মুসলিম দাংগা বানাতে চাচ্ছে কাফেররা।)

06/08/2024

Make new Bangladesh 🥰

আজ আনন্দ মিছিলের পরিবর্তে সবাই জায়গায় জায়গায় মিশন ক্লিনে নেমেছে।শিক্ষার্থীরা সংসদ ভবন,রাস্তা পরিস্কারের কাজে লেগে গে...
06/08/2024

আজ আনন্দ মিছিলের পরিবর্তে সবাই জায়গায় জায়গায় মিশন ক্লিনে নেমেছে।শিক্ষার্থীরা সংসদ ভবন,রাস্তা পরিস্কারের কাজে লেগে গেছে। ❤️

04/08/2024

-নাটক কম করো প্রিয়
-কথার সাথে কাজের মিল😂

আরও বলেন, ‘হে ঈমানদাররা! তোমরা ওয়াদাগুলো পূরণ করো।’(সুরা মায়েদা:১)
-ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত।
।কুরআন দিয়ে মানুষ চেনা অনেক সহজ।
#2024

04/08/2024

:আমার মতামত:

আওয়ামীলীগ বলতেছে "যে জামাত /শিবির মানুষ হত্যা করে, আগুন দেয়, ভাংচুর করে ইত্যাদি"
🤔🤫একটু আমাদের মধ্যে চিন্তা আসলো তাই তো অন্যরাও খারাপ।
-😁কিন্তু তাই বলে কি নিজের দোষ মাফ?

-প্রশ্ন উঠলো- সরকার ন্যায্য দাবী নাহ মেনে উল্টো শিশু/ছাত্র/জনগণ পাখির মতো হত্যা করছে কেনো?
-একইভাবে আওয়ামীলীগ সরকার/তার লোকরা বলে- জামাত/শিবির রগ কাটে, হত্যা করে, আগুন, ভাংচুর ইত্যাদি করে। আর তাদের দমন করতে এই কাজ করেছে।
-তারা বলে এই কোটা আনদোলনের মধ্যে ঢুকে জামাত/শিবির ভাংচুর, আগুন, হত্যা ইত্যাদি করছে আর তাদের কে পুলিশ ধরে রিমান্ডে নিচ্ছে😄

🔴সত্যি কি জামাত/ শিবির এতো খারাপ🔴
ধরি, রহিমের বিরুদ্ধে চুরির মামলা হলো, রহিম যদি মেহেদীর উপর উল্টো চুরির দোষ দেই তাহলে কেমন হলো????
রহিমের শত্রু মেহেদী কারণ রহিমের অপরাধ প্রকাশ করছেন এবং রহিম যদি বলে মেহেদী চোর তাহলে হবে???
চোর নিজে বাচার জন্য অন্যকে দোষ দিচ্ছে। চোরের কথা কি বিশ্বাস করা উচিত? এই দোষ দিলে লাভ কার? সুবিধা কার?
একই ভাবে রহিম(হাসিনা) দোষ দিচ্ছে মেহেদীকে(শিবির) কে।

🤔এইবার ভাবেন আপনি আপনার জীবনের কয়বার জামাত, শিবের জামেলা দেখছেন? নেশা করেতে? মানুষ মারতে? অন্যায় করতে কয়বার? আগুন লাগাতে কয়বার? ভাংচুর কয়বার? তাদের কোনো ভিডিও, প্রমাণ নাই কেন?
তবে তারা সত্যের পথে লড়াই করে।

আপনিও মিলাবেন/আমার দেখা- আওয়ামীলীগ / বিএমপি অনেক মানুষ নেশা করে, নিজের ক্ষমতা দিয়ে নিজের দোষ লুকায়, মানুষকে ধরে মারে, ইত্যাদি যা হাজার হাজার প্রমাণ আছে।

বাকিটা আপনার উপর- নিজের কথা শুনুন, মুখের কথা বিশ্বাস করে বোকার পরিচয় দিবেন নাহ।

👤যে অন্যায়, জুলুম, হত্যা, অপরাধ করে সে যেই হোক সে মানুষ নাহ হোক সে জামাত/শিবির/বিএমপি/আওয়ামীলীগ।

(আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাহ)

11/07/2024

রিযিকের মালিক আল্লাহ 🥰

29/05/2024
 #হাদিস_৩৬০
12/01/2024

#হাদিস_৩৬০

 #হাদিস৩৬০
31/08/2023

#হাদিস৩৬০

09/07/2023

আপনি রিজিক নিয়ে চিন্তিত? শুনুন রিজিক কি ভাবে আসে। খান ফয়সাল রহিমুল্লাহ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when হাদিস ৩৬০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share