Em On

Em On lam Em On. my official page.please Like Follow and Share. ✔️ [email protected]
(4)

The pain of not getting the loved one is more than the neglect seems to be more painful than always trying to avoid it. ...
15/11/2023

The pain of not getting the loved one is more than the neglect seems to be more painful than always trying to avoid it. People make mistakes. Why can't they be forgiven once in a while? I love you. I believe in you, dear man.
I can't remember you with tears in my eyes I trusted you a lot You cheated me and left One day you will be judged when you stand in the woods That day you will understand what is the benefit of cheating people like me On that day you will understand your own mistake How painful neglect is I curse you
I will not give you wherever you are, be good, always take care of yourself, dear people 😔😔😔😔

রাঙ্গামাটি শহরের ভেদভেদিতে বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত😭😭 চারজন আহত😭😭😭😭
04/11/2023

রাঙ্গামাটি শহরের ভেদভেদিতে বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত😭😭 চারজন আহত😭😭😭😭

 #মহলছড়ি  #খাগড়াছড়ি Em On
03/10/2023

#মহলছড়ি #খাগড়াছড়ি Em On

 #শুভ_মধু_পূর্ণিমা.!🌺🙏সবাইকে জানাই শুভ মধূ পূর্ণিমারমৈত্রীময় শুভেচ্ছা.!💐হিংসা,প্রতিহিংসা,বিরোধ,বিভাজন,বিদ্বেষমোহ প্রশান্...
28/09/2023

#শুভ_মধু_পূর্ণিমা.!🌺🙏

সবাইকে জানাই শুভ মধূ পূর্ণিমার
মৈত্রীময় শুভেচ্ছা.!💐

হিংসা,প্রতিহিংসা,বিরোধ,বিভাজন,বিদ্বেষ
মোহ প্রশান্তি হোক।

সর্বস্তরে ছড়িয়ে পড়ুক মৈত্রীপূর্ণ সম্প্রীতিময়
সুসম্পর্ক।

সকলের সর্বপ্রকার জয়মঙ্গল ও নীরোগ দীর্ঘায়ু
জীবন কামনা করছি।🙏

মধুদানের পুণ্যফলঃ-
--------------------------
(১) যেখানে গমন করে ভাত পানী খানাপিনা অভাব থাকে না।
(২) যেখানে গমন করে লাভ সৎকার অভাব হয় না।
(৩) সম্রাট অশোকের মত ক্ষমতা সম্পন্ন ধার্মিক রাজা হয়।
(৪) সীবলি স্থবির মত লাভী শ্রেষ্ঠ হয়।
(৫) পালিলেয্যক বানর 'মক্কট' দেবপুত্রের মত সুগতি সদ্গতিলোকে দিব্যসুখ লাভ করে।
(৬) অন্তিমে মার্গফল ও নির্বান প্রাপ্ত হয়।

সকলের সর্বপ্রকার জয়মঙ্গল ও নীরোগ দীর্ঘায়ু
জীবন কামনা করছি।🙏

-অনিক বড়ুয়া (রাজ) Em On

Happy birthday 🥳 🎂 🥳Monika Chakma
27/09/2023

Happy birthday 🥳 🎂 🥳Monika Chakma

24/09/2023

Kire Sheloy Roy😂😆😂😆🤣😂 Em On

22/09/2023

#মহলছড়ি #কাপ্তাই পাড়া পানে অনেক কমে গেছে Em On

অনেক চেষ্টার পরেও তা দিয়ে কিছুই হলো না। টাকার অভাবে ঝরে গেলো আরেকটি তাজা প্রাণ, চেনা মুখ আর দেখা হবে না।
12/05/2023

অনেক চেষ্টার পরেও তা দিয়ে কিছুই হলো না।

টাকার অভাবে ঝরে গেলো আরেকটি তাজা প্রাণ, চেনা মুখ আর দেখা হবে না।

29/04/2023

🙏🙏🙏প্রথমে মুই বেক্কুনোরে অশেষ কৃতজ্ঞতা জানাঙর🥰🥰🥰। মুই হেল্লে যে পোস্ট আন দোং সিয়ান তুমি শেয়ার গুরি দিও 🥰🥰🥰 এবং অনেকেই আর্থিক সহযোগিতা গোচ্ছো🥰🥰🥰 তে আমি অলদে হয়েকজনে সামনে মাজো ৫ তারিখ(শুক্রবার) নানু দাগি সিদু যেবং। জাত্তুন জাত্তুন যেবার মনে হয় আমা লগে নিজ দায়িত্বে যেই পারিবা,,,,,,
আর যারা যেই নয়ারিবাক তারাত্তুন জুনি মনে হয় নিচের নাম্বারত আর্থিক সহযোগিতাও গুরি পারিবা🥰01873779634 (বিকাশ) ইমন চাকমা

নানু দাগির ঘর অলদে : দীঘিনালা কাঙেরিমাছড়া( জোড়া ব্রিজ)
নানু নামান অলদে: রম্মাপুদি চাকমা ( ডাকনাম: বড়হুলি মা)
তা পোবো নামান: কল্প রঞ্জন চাকমা( একমাত্র ঘরত তে হামেয়েবো )
তা পুদোবো বো নামান: বিজয় লক্ষী চাকমা( বর্তমানে শারীরিক প্রতিবন্ধী)
তা নাদিন্নো নামান: জসীম চাকমা ( বর্তমানে ডিগ্রি পড়ের )

বেক্কুনোরে ভালেদি হোচপানা🥰🥰🥰 Em On

একটি মানবিক সাহায্যের আবেদন এড়িয়ে যাবেন না শেয়ার প্লিজ🙏🥺রোগীর নাম: কালাইয়া চাকমা, গ্রাম: মানিক ডাক্তার পাড়া, মহালছড...
17/04/2023

একটি মানবিক সাহায্যের আবেদন এড়িয়ে যাবেন না শেয়ার প্লিজ🙏🥺

রোগীর নাম: কালাইয়া চাকমা, গ্রাম: মানিক ডাক্তার পাড়া, মহালছড়ি। লিভারে টিউমার, কিডনিতে পাথর। বর্তমানে খাগড়াছড়ি সরকারি হাসপাতালে ভর্তি, দ্রুত চট্টগ্রাম নেওয়ার জন্য ডাক্তার বললে টাকার অভাবে নিতে পারছেন না। শুধু কৈয়াং মন্দির মসজিদে দান করলে পূর্ন হয়না গরীব মানুষদের সাহায্য করলেও পূর্ন হয়। আপনার একটু সাহায্যের কারনে বেচেঁ যেতে পারে একটা গরীব মানুষের জীবন🙏 কোনো হৃদয়বান ব্যাক্তি সাহায্য করতে চাইলে- রোগির বিকাশ নাম্বার: 01829645730 রোগির ছেলের নগদ নাম্বার: 01885345310

12/04/2023

#পরিস্থিতি জেক্কে ওদসাট এ বছর ও বিজুবোট নাজা পুরিবো🙂 Em On 🤪😜🫡🤪😜

🌺Bekkunore ful bizur valedi🌺Jedok din baji agi sedok din ama jador ridi-sudom ekkin guri duri rage pari para💗 🌺সবাইকে ফু...
12/04/2023

🌺Bekkunore ful bizur valedi🌺
Jedok din baji agi sedok din ama jador ridi-sudom ekkin guri duri rage pari para💗
🌺সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা 🌺
যতদিন বেঁচে আছি ততদিন আমাদের জাতির সংস্কৃতি-ঐতিহ্য যেন এভাবে ধরে রাখতে পারি💗

07/04/2023

Bappi Moni Khisa Bijoy Barua তোরার দুই সুদানির পোয়াই নো ত্তুন আর হাই দাই কাম নেই ফানল্লার 🥴💦🤭

04/04/2023

#গত এই ভাবেও যে ফিরিয়ে আসা যায় লিটন কুমার দাস তা দেখে দিয়েছেন
Love u Boss 🖤😇 On

ছোটকাল থেকেই তাদের দেখে এসেছি। তারা পাগলও নন, আবার অন্যদের মত স্বাভাবিকও নন। কেবল ভবে এসেছি আর চলেছি এটাই তাদের জীবন। মা...
01/04/2023

ছোটকাল থেকেই তাদের দেখে এসেছি। তারা পাগলও নন, আবার অন্যদের মত স্বাভাবিকও নন। কেবল ভবে এসেছি আর চলেছি এটাই তাদের জীবন। মায়ের কাছে শুনেছি গ্রামের কোনো এক ব্যক্তি তাদের বিয়ে দিয়ে দিয়েছিলেন। এই যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখন থেকেই তারা একসাথে। বয়সকালে কারো বাসা বাড়িতে কাজ করতেন এবং আশ্রিত থাকতেন। নিজেদের কোনোদিন বাসা বাড়ি ছিলো না। খেয়ে দেয়ে বাড়ির কর্তা যা দিতেন সব তার স্ত্রীর পিছনে খরচ হত, জমা বলতে কিছুই ছিলো না। যা টাকা পেতেন সব তার স্ত্রীর সাজ-গোজ ও জামা কাপড়ে খরচ হয়ে যেত। ঘঁড়ির কাটা চিনতেন না, কিন্তু হাতে ঘঁড়ি পড়তেন। অনেক সময় দেখেছি লেহেঙ্গা পরতে। সোনার পরিবর্তে পুরো শরীর সিটি গোল্ডের (স্থানীয় ভাষায় সুত্তি দোগান) অলঙ্কারে পুরিপূর্ণ পুরো শরীর। হাতে বালা, পায়ে নুপুর, মুখে লিপিস্টিক, গলায় হাড়, নাকে ফুল, কানে দুল। এদিকে পুরুষ ব্যক্তি জীবনটাই এভাবে কাটিয়েছে, হার্বাজ্জে (ডাকনাম) সারাজীবন লাজ্জাস্থানে ধুতি বা তিন্নে হানি আর গায়ে শার্ট পড়ে কাটিয়েছেন । স্ত্রীর দ্বারা সব সময় মানসিক ও শারিরিক লাঞ্চিত হতেন। তাদের কোনো সন্তান নেই। যতদিন দেখেছি তার স্ত্রী সবসময় রাগ রাগ করে কথা বলতেন। জীবনের এক মূহুর্তও স্ত্রী হিসেবে আদর সোহাগে কাছে পেয়েছেন বলে আমার মনে হয় না। রাস্তা-ঘাটে, পথে-বাজারে জনসম্মুখে স্ত্রীর কাছে অত্যাচারিত হতেন এবং মার খেতেন। তারা কখনো স্থায়ী জায়গায় থাকেন নি। কখনো কারো বাড়িতে, কখনো রাস্তা ঘাটে। কখনো দেখা যেত রাঙ্গামাটির প্রধান শহরে। যদিও বা সব সময় তাদের ঝগড়া লেগে থাকত। বলা যায় এক তরফা ঝগড়া। তবে বিধাতার যে লেখন অখন্ডনীয়। জীবনের এক মুহুর্তও তারা আলাদা হননি। সম্ভবত এটাই লক্ষী-নারায়ণের সুতোয় বেধে দেওয়া। খোদায় করা প্রতিবিম্বের মত, এটা এক উজ্জ্বল উদাহরণ। দীর্ঘ পথ চলা এই যুগলের পরিসমাপ্তি ঘটে গেল। হারবাজ্জের জন্য খারাপ লাগছে, তিনি নিজ অর্ধাঙ্গিনীর হাতে লাঞ্চিত হতে হতে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত পার করলেন। শুনেছি গতকাল রাস্তায় চলার সময় গাড়ি ধাক্কা দিয়ে যায়। আহত অবস্থায় স্থায়ীয় ফার্মেসিস্ট দ্বারা প্রাথমিক চিকিৎসা করালেও গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমার বিশ্বাস সাড়ে হার্বাজ্জে স্বর্গে যাবেন। যতদিন দেখেছি তিনি নিরামিষ ভোগী ছিলেন, মাছ-মাংস খেতেন না। জীবনে কাউকে ক্ষতি করেন নি, সদায় সরলতায় জীবন পার করেছেন। হার্বারনীর জন্য নিরোগ কামনা করি।

😁😁😍😍😍Biju ajer aro sulibu jodobode guri😁😂
31/03/2023

😁😁😍😍😍Biju ajer aro sulibu jodobode guri😁😂

31/03/2023

চায়ের দোকানে হঠাৎ 'বকুল ফুল'🙂🥀🙂

ইন্না-লিল্লাহ হে ওয়া ইন্না ইলাইহি রাজিউন,রাসেল,নোয়াখালী ,সেনবাগ ,ভূইয়ার দীঘী,মালেক কসাই এর নাতী,গত  রবিবার সৌদি আরব উমরা...
30/03/2023

ইন্না-লিল্লাহ হে ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
রাসেল,নোয়াখালী ,সেনবাগ ,ভূইয়ার দীঘী,মালেক কসাই এর নাতী,গত রবিবার সৌদি আরব উমরা করতে যাওয়ার সময় বাস এক্সিডেন করে ইন্তেকাল করেন,আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুক,তার পরবার কে দৈয্য দরার তৌফিক দান করুক।উত্তম ফয়সালা দান করুক,

এই রমজানের উছিলায় তোমার কাছে পাওয়ার উছিলায় আল্লাহ তুমি প্রিয় ভাইয়ের সকল গুনাহ মাফ করে দিয়ে,বিনা হিসেবে জান্নাত দান করিও আল্লাহ 😭😭😭

আজ আমার ছোট বোন (বয়স ১০ বছর) জীবনে প্রথম রোজা পালন করেছে…ভেবেছিলাম তাকে নিয়ে বাইরে কোথাও ইফতার করবো….বাইরে যাবো শুনে খুব...
30/03/2023

আজ আমার ছোট বোন (বয়স ১০ বছর) জীবনে প্রথম রোজা পালন করেছে…ভেবেছিলাম তাকে নিয়ে বাইরে কোথাও ইফতার করবো….বাইরে যাবো শুনে খুব খুশি হলেও তার একটি শর্ত পূরণের আবদারও ছিল

শর্ত ছিল তার বন্ধুকে নিয়েই সে ইফতারে যাবে…ধর্মের দিক থেকে ভিন্নতা থাকলেও তাদের কাছে এসব কোন ব্যাপার না….বয়সে ছোট হলেও তাদের মন মানসিকতা হয়তো বর্তমানের অনেক বড়দের চেয়ে এক ধাপ এগিয়ে আছে

যেখানে অনেকেই এখন অন্যের ধর্ম নিয়ে বিভিন্ন কটুক্তি করতে ভাবে না সেখানে তাদের সরল মন এগুলো চিন্তা করতে পারি না…আশা করি আমরাও তাদের মতো চিন্তা করতে পারবো এবং মানুষকে ধর্মের নয় কর্মের পরিচয়কে প্রাধান্য দিবো

হয়তো তাদের মতো প্রজন্ম থেকে মনুষত্ব্যের পাঠ আশা করা যায়

সবাই আমার বোন ও তার বন্ধুর জন্য দোয়া করবেন…আসসালামু আলাইকুম…ধন্যবাদ

(ছবিটা ইফতারের পূর্ব মূহূর্তে মোনাজাতের সময় তোলা)

কপি পোস্ট

30/03/2023

যারে ভালোবাসি তার কাছে যে ভালোবাসা না থাকে ভালোবাসা লাইফ টা কি🙂😜🙂

dear girls choose your future partner from heart and behaviour not face and money.
24/03/2023

dear girls choose your future partner from heart and behaviour not face and money.

24/03/2023

নতুন Boyfriend নিচ্ছেন না কেন?🙂

24/03/2023

আমি একটু সুখে থাকবো বলে যাকে চেয়েছিলাম,🌺🥀
সে সুখে থাকবে বলে আমাকে ছেড়ে গিয়েছে।😥💔
😅🥀💔

24/03/2023

Ex যদি আবার ফিরে আসতে চায় কি করবেন 🙂

24/03/2023

তুমি কাকে বেছে নিবে

তুমি যাকে ভালোবাসো,,, 😌🥀
নাকি তোমাকে যে ভালোবাসে..! 🙂😌

19/03/2023

কবে মরার ইচ্ছা পূরণ হবে আশায় বসে আছি সৃষ্টিকর্তার কাছে একটা প্রার্থনা করব যে আমার মনে হচ্ছে যেন পূরণ হয় 🙏🙏🙏

যে মানুষটা নিজেই অসুস্থ হয়ে আরেক মানুষের পাশে দাঁড়ায় Tasrif Khan 🙏🙏🙏
14/03/2023

যে মানুষটা নিজেই অসুস্থ হয়ে আরেক মানুষের পাশে দাঁড়ায় Tasrif Khan 🙏🙏🙏

মাত্র ১৮ ঘন্টায় 'সুমন' ভাইয়ের লিম্ফোমা ক্যান্সার চিকিৎসার জন্য ৮লক্ষ টাকা আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ । ❤️

মহান আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া।
আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানবেন ।🙏

জ্বি! আমরা বার বার একত্রিত হয়ে এটাই প্রমাণ করে দেখিয়েছি যে -
" আমরা চাইলেই সম্ভব "।

- Tasrif Khan

#আমরাচাইলেইসম্ভব

Address

Emonc7007@gmail. Com
Mahalchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Em On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Em On:

Videos

Share


Other Digital creator in Mahalchari

Show All