Magura District

Magura District মাগুরার কথা বলে

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তাঁর চার বছরের শিশু বুলবুল যে রাতে মা*রা গিয়েছিল, সে রাতে তাঁর পকেটে একটা ...
22/06/2024

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তাঁর চার বছরের শিশু বুলবুল যে রাতে মা*রা গিয়েছিল, সে রাতে তাঁর পকেটে একটা কানাকড়িও ছিল না।

অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবেন। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।

ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল- এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা......💔

কবি মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়.....

"ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে
সাঝের ঝরা ফুলগুলি।।

ফুল ফুটিয়ে ভোর বেলা কে গান গেয়ে,
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে,
বনের কোলে বিলাপ করে সন্ধ্যারাণী চুল খুলি।।

কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।

গানের পাখি গেছে উড়ে শূণ্য নীড়,
কন্ঠে আমার নেই যে আগের কথার ভিড়,
আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি।।

একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন....। দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে...। কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়..., একেবারে ভুলে যায়....., যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন....💔

তিনি আমাদের জাতীয় কবি। বিদ্রোহী কবি।

বিনম্র শ্রদ্ধা।

-সংগৃহীত

কইয়াজাল (কারেন্ট জাল)রেডী রাখেন। বাড়ির আশপাশে বসায়ে দেই।  ঝোপঝাড় পরিষ্কার রাখুন।  রাতে টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেট...
21/06/2024

কইয়াজাল (কারেন্ট জাল)রেডী রাখেন। বাড়ির আশপাশে বসায়ে দেই। ঝোপঝাড় পরিষ্কার রাখুন। রাতে টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেটা, চোল দিয়ে মাছ শিকার পরিহার করুন। অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন।

সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে রাসেল ভাইপার সাপ কুমিল্লায় আসার সম্ভাবনা খুব বেশি।।

রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে এন্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র ২০%।এন্টিভেনম এটার বাংলাদেশে নাই ।
আর এই দেশের জলবায়ুর প্রকৃতিতে এদের কোন অবদান নাই।

আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।

অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি ---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।

সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকারের জন্য শেয়ার করতে পারেন।

""আমি বেজি ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি বিষধর রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ আমি ভক্ষ...
19/06/2024

""আমি বেজি ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি বিষধর রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ আমি ভক্ষণ করি কৃষকদের মাঠে আমি থাকি ফসলি জমিতে, বিষধর রাসেল ভাইপার ও অন্যান্য বিষধর সাপগুলো ফসলি জমিতে থাকে তাদেরকে আমি ধরি ও ভক্ষণ করি,তাই আপনারা আমাকে রক্ষা করুন আমি আপনাদেরকে রক্ষা করব, জনস্বার্থে প্রচার করুন,

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক - ২০২৩ উপলক্ষে দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মাগুরার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ আবু...
16/06/2024

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক - ২০২৩ উপলক্ষে দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মাগুরার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। প্রিয় স্যারের এ কৃতিত্বে আমরা মাগুরাবাসী গর্বিত । তাঁর এ সাফল্যে অনুপ্রাণিত হবে আগামী প্রজন্ম । অশেষ প্রীতি আপনার জন্য ।

সাব্বাস শেখের বেটি সাব্বাস, রাখে আল্লাহ মারে কে।আগামী জুলাইয়ে চালু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা- নড়াইল, খুলনা, যশোর, বেনাপ...
09/06/2024

সাব্বাস শেখের বেটি সাব্বাস, রাখে আল্লাহ মারে কে।

আগামী জুলাইয়ে চালু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা- নড়াইল, খুলনা, যশোর, বেনাপোল রেললাইন।
ইতোমধ্যেই এই রুটের ট্রেনের সম্ভাব্য টাইম শিডিউল প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। যেখানে ঢাকা থেকে খুলনার দূরত্বের সময় রাখা হয়েছে মাত্র ৩ ঘন্টা। ফলে ঢাকা থেকে নড়াইল ২ঘন্টা এবং নড়াইল থেকে খুলনায় যাওয়া যাবে মাত্র ১ ঘন্টায়।

এই প্রস্তাবনায় নড়াইলবাসী হেভিওয়েট ৫ টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন পেতে যাচ্ছে। এছাড়া ঢাকা→কলকাতা "মৈত্রী এক্সপ্রেস" ট্রেনও চলবে নড়াইলের বুক দিয়ে। আর লোকাল ট্রেন তো থাকছেই।

প্রস্তাবিত_টাইম_শিডিউল:

খুলনা → নড়াইল→ ঢাকা
আপ ট্রেনসমূহ:

১. সুন্দরবন এক্সপ্রেস (প্রভাতি)-
খুলনা সকাল ৬.০০ → নড়াইল ৭.০০ → ঢাকা ৯.০০ টা।
২. চিত্রা এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা দুপুর ১২.৩০ →নড়াইল ১.৩০ →ঢাকা ৩.৩০
৩. সুন্দরবন এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা দুপুর ২.৩০ → নড়াইল ৩.৩০ →ঢাকা ৫.৩০
৪. বেনাপোল এক্সপ্রেস -
বেনাপোল বিকাল ৩.০০ → নড়াইল ৪.৩০ →ঢাকা ৬.৩০
৫. চিত্রা এক্সপ্রেস (গোধূলি)-
খুলনা সন্ধ্যা ৭.৩০ → নড়াইল ৮.৩০ →ঢাকা ১০.৩০

ঢাকা →নড়াইল →খুলনা
ডাউন ট্রেনসমূহ:

১. চিত্রা এক্সপ্রেস (প্রভাতি)-
ঢাকা সকাল ৬.০০ → নড়াইল ৮.০০ → খুলনা ৯.০০ টা।
২. সুন্দরবন এক্সপ্রেস (প্রভাতি)-
ঢাকা সকাল ৯.৩০ → নড়াইল ১১.৩০ → খুলনা ১২.৩০ টা।
৩. বেনাপোল এক্সপ্রেস -
ঢাকা সকাল ১০.০০ → নড়াইল ১২.০০ → বেনাপোল ১.৩০
৪. চিত্রা এক্সপ্রেস গোধূলি-
ঢাকা দুপুর ১.০০ → নড়াইল ৩.০০ → খুলনা ৪.০০
৫. সুন্দরবন এক্সপ্রেস গোধূলি-
ঢাকা সন্ধ্যা ৭.০০ → নড়াইল ৯.০০ → খুলনা ১০.০০ টা

Old is gold 🪙
23/05/2024

Old is gold 🪙

Address

Magura
7600

Telephone

+8801912743367

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magura District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share