Ya Ummati

Ya Ummati আল্লাহর এক নগন্য বান্দা। ❤️

Follow Ummah Net
Follow Sūnnah

আমাদের গ্রুপে Ya Ummati ✅️
(8)

গা**যাকে ভূলে যাবেন না! অন্ততপক্ষে দুয়ায়!Join Ya Ummati    #
16/12/2024

গা**যাকে ভূলে যাবেন না! অন্ততপক্ষে দুয়ায়!

Join Ya Ummati

#

16/12/2024

আরিফ আজাদ

Join Ya Ummati

"মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়ে...
16/12/2024

"মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছে।

জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, চাপ ও মানসিক ক্লান্তির সময় একজন স্ত্রী তার সঙ্গীকে যে সমর্থন, সহানুভূতি ও ভালোবাসা দেন, তা অনন্য। স্ত্রী সঙ্গীর মানসিক ও আবেগগত প্রয়োজন গুলো বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন, যা জীবনের কঠিন সময়গুলো সহজ করে তোলে।

একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মমতা ও মানসিক সমর্থন, আসলে আর কেউ দিতে পারে না। জীবনের প্রতিটি চড়াই -উতরাইয়ে যখন মানসিকভাবে ক্লান্তি অনুভব হয়।

তখন একজন স্ত্রীর স্নেহময় স্পর্শ ও আন্তরিক সহানুভূতি সঙ্গীকে নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। স্ত্রী তার সঙ্গীর অনুভূতি বোঝে।

সব ব্যথা ভাগাভাগি করে নেয়, এমনকি না বললেও অনেক কিছু অনুভব করতে পারে।

জীবনের প্রতিটি ধাপে পাশে থাকা এই মানুষটি যেন এক সজীব ছায়া, যার কোমল ও মায়াবী উপস্থিতি সঙ্গীকে সব বাধা পার করার প্রেরণা জোগায়।
Follow Halal Book Heaven

16/12/2024

Assalamu alaikum, কেমন আছেন সবাই?

আমার প্রিয় একটি Sūnnah ❤️
16/12/2024

আমার প্রিয় একটি Sūnnah ❤️

প্রেমরোগ সিরিজ (পর্বঃ১১)এই যৌবন যেন তোমার জাহান্নামের কারণ না হয়...সময়ের পরিক্রমায় বয়সের ভারে নুয়ে পড়বে তোমার এই গর্জিয়া...
16/12/2024

প্রেমরোগ সিরিজ (পর্বঃ১১)

এই যৌবন যেন তোমার জাহান্নামের কারণ না হয়...

সময়ের পরিক্রমায় বয়সের ভারে নুয়ে পড়বে তোমার এই গর্জিয়াস দেহ। হ্যাঁ ভাই, কোনো এক সময় এতো যত্নে রাখা মসৃন শরীরও রুগ্ন দেহে পরিণত হতে শুরু করবে। থাকবেনা যৌবনের এই বুনো জৈবিক চাহিদা, যার জন্য তুমি হারাম হালাল বিবেচনা না করে নফসের চাহিদা চরিতার্থ করতে পাগলপ্রায় হয়ে যাচ্ছো।
এই অশ্লীলতা আর নষ্টামির সময়গুলো নিয়ে তোমাকে পারি জমাতে হবে আকাশের ওপারে অনন্ত এক জীবনের দিকে। খুব বেশী দেরী নেই ভাই। খুব শীঘ্রই আমরা ওপারের একটি সমতল ভূমিতে একত্রিত হতে যাচ্ছি। আমরা মিলিত হতে যাচ্ছি আমাদের রবের সাথে একাকি, সম্পূর্ণ একাকি! আমাদের প্রশ্ন করা হবে-

যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করেছো?
জীবন কোন পথে ব্যয় করেছো?

যৌবনের পুরোটা সময় হারামে ডুবে থেকে, কি উত্তর হবে সেদিন?

"সুতরাং কী অবস্থা হবে? যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব, যাতে কোন সন্দেহ নেই। আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে এবং তাদেরকে যুলম করা হবে না।"
(সূরা আল ইমরান : ২৫)

চলবে....

Credit: Tasawuf ✅️

Join Ya Ummati

আমাদের পেইজ ভালো লাগলে রিভিউ দিয়ে যাবেন ইনশাআল্লাহ ✅️
15/12/2024

আমাদের পেইজ ভালো লাগলে রিভিউ দিয়ে যাবেন ইনশাআল্লাহ ✅️

প্রেমরোগ সিরিজ ( পর্ব ১০ ) প্রেম-ভালোবাসার স্মৃতিকে পুরোপুরি নষ্ট করা যায় না, দমিয়ে রাখতে হয়। দমিয়ে রাখতে হয় অতীতের টুকর...
15/12/2024

প্রেমরোগ সিরিজ ( পর্ব ১০ )

প্রেম-ভালোবাসার স্মৃতিকে পুরোপুরি নষ্ট করা যায় না, দমিয়ে রাখতে হয়। দমিয়ে রাখতে হয় অতীতের টুকরো টুকরো গল্পগুলো। যে গল্পগুলো এখন মনে পড়লে আতংক আর প্রশান্তির এক অদ্ভুত অনুভুতি যোগায়। আতংক এই অর্থে যে, তার সাথে কাটানো মুহুর্তগুলো, শিহরণ জাগানো স্পর্শ, আহ্লাদভরা কণ্ঠ, চোখের ভাষায় পড়ে ফেলা অভিমান–সবকিছুই স্রেফ রবের আক্রোশ আর অসন্তুষ্টিই এনেছে। কী করেছি আমি? ছিঃ! ভয় ঘিরে ধরে যখন মনে পড়ে, আমিও তো ওই যিনাকারীদের একজন হতে পারতাম যাদেরকে কবরে আগুনের খনিতে পুড়ানো হচ্ছে শাস্তিস্বরূপ। ঠিক এরপরই আসে প্রশান্তি। আল্লাহ্‌ আমাকে রক্ষা করেছেন! আমি তাওবা করে ফিরে এসেছি, ফিরে এসেছি এমন এক বাহুডোর থেকে যেখান থেকে ফিরে আসা অসম্ভব মনে হচ্ছিল। এই অনুভূতির পর আসে শুকরিয়া। আসতাগফিরুল্লাহ…আলহামদুলিল্লাহ…
তো যা বলছিলাম, ফেলে আসা প্রেমের মুহূর্তগুলোকে এত সহজে ভুলা যায় না, কিন্তু দমিয়ে রাখা যায়। রাখা যায় বললে হবে না, আসলে দমিয়ে রাখতেই হবে, কবরচাপা দিতে হবে। শয়তান যেন সে কবর খুড়তে না পারে। সে যদি এক মুঠ মাটি সরায়, তোমাকে আরও দশ মুঠ ঠেসে দিতে হবে। আমি এখানে কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব, কিছু সিনারিও বা শয়তানের ফাঁদ এবং নিজেকে সে ফাঁদ থেকে ডিফেন্ড করার কিছু কৌশল। হয়তো কিছু ফাঁদ বাদ পড়ে যেতে পারে, তুমি ফিরতি চিঠিতে আমাকে জানিয়ো ইনশাআল্লাহ।

ভাই, আমি শুরুতে ধরে নিচ্ছি তুমি সবরকম গুনাহ থেকে আল্লাহ্‌র কাছে তাওবা করে নিয়েছ। তার মানে প্রেমকে বিদায় বলেছ ঠিকই, পাশাপাশি তুমি আর গান শুনো না, দিনকে রাত বানিয়ে আর মুভি-সিরিজ দেখো না, ফ্রি-মিক্সিং থেকে দূরে থাকো, চোখের পর্দা করে চলো। যদি এগুলো না করে থাকো, তাহলে তুমি অনেক বড় বিপদে আছ। তোমাকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব না।
ভোগবাদীদের ব্যবসার মূল কেন্দ্রই হচ্ছে ফাহেশাত, অশ্লীলতা, হারাম প্রেম। তুমি কখনোই ভেবো না শুধু ভালোবাসার মায়া ত্যাগ করা মানেই ফিরে আসা। তোমাকে সবরকম মেয়েঘটিত মায়া (যা হারাম) ত্যাগ করতে হবে। তা না হলে হলিউড-বলিউড-ঢালিউড, আইটেম সং, সিরিজ হাতছানি তোমাকে পাগল করে দিবে। বন্ধু বেশে সান্ত্বনা দিতে আসা জাস্ট ফ্রেন্ডদের সাথে মেলামেশায় তুমি হয়ে পড়বে স্মৃতিকাতর, তোমার প্রেমিকার কথা মনে করিয়ে দিবে। নেক সুরতে শয়তানের ধোঁকায় পড়ে হিজাবি-নিকাবিদের সাথে কমিউনিকেট করাকে ‘তেমন কিছু না’ মনে হবে। এভাবে আস্তে আস্তে তুমি আবার শয়তানের আঙ্গুল নাচানো পুতুলে পরিণত হবে। তুমি হয়ে পড়বে দুর্বল। অপরাধকে জাস্টিফাই করে বসবে। এভাবে আবার হারিয়ে যাবে! হারিয়ে যাবে সেই অন্ধকার গলিতে যা থেকে তোমায় বের করে এনেছিলেন আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলা।
এখন মুল আলোচনা শুরু করা যাক। প্রেমিকার স্মৃতিগুলো ভুলে থাকার জন্য তোমাকে আগে চৌকশ গোয়েন্দার মতো আইডেন্টিফাই করতে হবে, কেন স্মৃতিগুলো বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। ঠান্ডা মাথায় ভেবে দেখো কী কী তোমাকে ট্রিগার করছে, হারাম মুহূর্তগুলোকে মনে করিয়ে দিচ্ছে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিবে। আমি তেমনই শয়তানের কিছু কৌশলের কথা উল্লেখ করছি যা কম-বেশি সবাইকেই পীড়া দেয়।
তাহারেই পড়ে মনে…
প্রেমিকার দেওয়া গিফট, চিঠি, খুদে বার্তা–আল্লাহ্‌র নামে চিঠিগুলা পুড়িয়ে বা বাথরুমে নিয়ে ফ্লাশ করে দাও। প্রেমিকার নাম্বার, তার বাপ-মা-ভাই-বোনের নাম্বার সব ব্লক করে দিতে হবে, দরকার হলে সিম বদলে ফেলো। গিফটগুলা নষ্ট করে ফেলো বা কাউকে দান করে দাও। যত দামিই হোক না কেন। টি-শার্ট/ঘড়ি/মানিব্যাগ/নোটবুক যাই হোক না কেন, কোনোটাই আর নিজের কাছে রাখবে না, ব্যবহার করবে না। আইডিয়া বুঝলে তো? তাতেই হবে।
সোশ্যাল মিডিয়ায়- তাকে ব্লক করে দিতে হবে, ম্যাসেজগুলা ডিলিট করে দিতে হবে। নিজের পুরোনো পোস্টগুলা ডিলিট দিয়ে দিয়ো। দরকার হলে আইডিই ডিলিট দিয়ে নতুন করে খুলো। পুরোনো আইডিতে প্রেমিকার সাথে কত কথা, কত ছবি, কত স্মৃতি! এখন তো তাওবা করেছ, কী দরকার পুরোনো পাপগুলাকে ওপেন প্লেসে ছড়িয়ে রাখার?
স্মৃতিময় জায়গাগুলো- যতটুকু সম্ভব ওই গলি, রাস্তা, ফাস্ট ফুড বা কফিশপের দোকানগুলা এভয়েড করতে হবে যা তোমাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দিবে। একান্তই এভয়েড করতে না পারলে তাওবা করো, আল্লাহ্‌র নিয়ামাতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করো। আর ভুলেও ভালেন্টাইন্স ডে, নববর্ষ, নিউ ইয়ার বা হাবিজাবি যত দিন আছে এসব দিনে কাজ না থাকলে বাহিরে বের হবে না, কাপলদের আড্ডাখানায় যাবে না, স্কুল বা কলেজের ক্লাস শেষেই চলে আসবে। হারামকে ঘৃণা করতে শেখো। আফসোস নিজের জন্য না, তাদের জন্য করো যারা এখনো আল্লাহ্‌কে চিনতে পারল না, উনাকে ভালোবেসে ফিরে আসতে পারল না।

চলবে ইনশাআল্লাহ...

Credit: Tasawuf ✅️

Join Ya Ummati

Winter morning in Kashmir 🌺Join Ya Ummati
15/12/2024

Winter morning in Kashmir 🌺

Join Ya Ummati

14/12/2024

এজন্য বলি বোরখা দেখলাই লাফ মাইরেন না, সব বোরখাতে পর্দা থাকেনা।
এক কোরিয়ান ভদ্রলোক (Bts এর মেম্বার না) এই দেশে এসেছে কোন ব্যবসায়ীক কাজে! যেহেতু কোরিয়ান, তাই প্রচুর কোরিয়ান ছেলে ভক্ত (ধারণা করছি Bts ভক্ত) বাঙ্গালী ললনা তাকে দেখতে ভীড় করে। সেখানে এই দুই পর্দানশীন "ভদ্রমহিলা" ও ছিলেন। কোরিয়ান ছেলে চোখের সামনে দেখে তাদের অনূভুতি কেমন ছিলো, তা না-হয় তাদের মুখেই শুনে নিন!🙂🙂- কপি পোস্ট

✅এডমিন কমেন্ট: পোস্টটা শুধু মেয়েদেরকে নিয়েই নয়, বরং ছেলে মেয়ে উভয়ের জন্য। আজকাল দ্বীনের বিষয়গুলো দাড়ি আর বোরখাতে সীমাবদ্ধ নেই। তাই বিয়ের আগে খোজখবর নিন,মাহরাম এর উপস্থিতিতে কথা বলুন আর সবচেয়ে জরুরী অনেক বেশি দুআ করা। উত্তম জীবনসঙ্গীর জন্য কেন দুআ করবেন সেটা নিয়ে অন্য দিন লিখব ইন শা আল্লাহ

Join Ya Ummati

প্রেমরোগ সিরিজ (পর্বঃ ৯)ভাই তুমি হারাম রিলেশনে জড়িয়ে আছো মানে- পদে পদে তোমার রব্বের আদেশ অমান্য করে যাচ্ছো। গার্লফ্রেন্ড...
14/12/2024

প্রেমরোগ সিরিজ (পর্বঃ ৯)

ভাই তুমি হারাম রিলেশনে জড়িয়ে আছো মানে- পদে পদে তোমার রব্বের আদেশ অমান্য করে যাচ্ছো। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার মাধ্যমে, তার দিকে তাকানোর মাধ্যমে, ডেটিং করার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে, তার সাথে চ্যাটিং করার মাধ্যমে, এরপর আরো বেশি কিছু।

একটু ভেবে দেখো, তুমি একটার পর একটা আল্লাহর আদেশ অমান্য করে চলছো, এতে শয়তানকে আরো বেশি সুযোগ করে দিচ্ছো তোমার অন্তরের নিয়ন্ত্রণ নেওয়ার।

এভাবে পাপ করতে করতে একটা সময় এমন হবে, যখন পাপ কাজ করেও কোনো মজা খুঁজে পাবে না, আবার পাপ কাজ ছেড়েও থাকতে পারবে না। তোমার মাঝে আস্তে আস্তে হতাশা বাসা বাঁধতে শুরু করবে। তখন তোমার কিছুই আর ভালো লাগবে না। দুনিয়াতে বেঁচে থাকাটা তোমার কাছে অর্থহীন মনে হবে। এভাবেই তুমি কিছু সময়ের হারাম তৃপ্তি পাওয়ার বিনিময়ে তোমার পবিত্র আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিচ্ছো। শয়তান তোমাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ক্রমশ কাছে থেকে আরো কাছে...

"সে (শয়তান) বলল, হে রব্ব আপনার সম্মানের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব।"
[সূরা ছোয়াদ : ৮২]

এখনো কি সময় হয় নি, তাওবা করে ফিরে আসার??
এখন বলতে এখন ই... আর দেরী করো না ভাই আমার।

চলবে ইনশাআল্লাহ....

Credit: Tasawuf✅️

Join Ya Ummati

দামে*স্কে/র বিখ্যাত উমাইয়া মসজিদে প্রথম জুমা❤️‍🔥
13/12/2024

দামে*স্কে/র বিখ্যাত উমাইয়া মসজিদে প্রথম জুমা❤️‍🔥

13/12/2024

আল্লাহর ভয় মাগফিরাতের সবচেয়ে বড় মাধ্যম সমূহের একটি।

(শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যা রহ.
মিনহাজুস সুন্নাতিন নাওয়াউইয়্যাহ:৫/৪৮৪)

Join Ya Ummati

স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া যদি হয় "চলেন একসাথে শ*হি*দ হই’’ তাহলে কেমন হবে? Join Ya Ummati
13/12/2024

স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া যদি হয় "চলেন একসাথে শ*হি*দ হই’’
তাহলে কেমন হবে?

Join Ya Ummati

12/12/2024

📌 রিমাইন্ডার
– দরুদ পড়তেছেন তো ⁉️

জুম'আর দিনে এবং রাতে বেশি বেশি দরুদ পাঠ করুন। রাসূল (ﷺ) বলেন,
তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল জুম'আর দিন। এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ কর। যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে।

— [সুনানে আবু দাউদ, হাদিস নং - ১৫৩১]

না পেলে দুঃখ করো না |🤍🌸ছবি: Collected ✅
12/12/2024

না পেলে দুঃখ করো না |🤍🌸

ছবি: Collected ✅

12/12/2024

পাপের একটি শাস্তি হলো,
নেককাজের তাওফীক
ছিনিয়ে নেওয়া! তখন রাত জেগে থেকেও ইবাদতের সুযোগ হয় না! মসজিদের পাশে থেকেও সালাতের সৌভাগ্য হয় না!
আতিক উল্লাহ (হাফি.)

Design by Ariful Khan

Join Ya Ummati

Address

Magura

Alerts

Be the first to know and let us send you an email when Ya Ummati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share