মাগুরায় এসেছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের সদস্য সাথী বিশ্বাস ও ইতি রানী মণ্ডল। কিভাবে তাঁদের বরণ করে নিল নিজ এলাকার লোকজন। দেখুন মাগুরার খবরের প্রতিবেদনে।
#শেয়ার
#safffootball
#football
#magura #champion #2022goals
মাগুরা মহম্মদপুর পলাশবাড়ীয়া স্কুল এন্ড কলেজ মাঠে খেলাকে কেন্দ্র করে বেথড়ী এবং পলাশবাড়ীয়া সংঘর্ষ।
বাংলাদেশের জাতীয় খেলা। হা ডু_ডু খেলা
আবালবৃদ্ধবনিতার বিপুল জনসমগম।
#জাতীয়
#খেলা
#বাংলাদেশ
নড়াইল জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ডিসির কনফারেন্স রুমে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ...
#নড়াইল
#ডিসি_অফিস
#আওয়ামীলীগ
#জেলা
#নির্বাচন
তিন কিলোমিটার কাঁচা রাস্তায় বছর জুড়েই ২০ গ্রামের মানুষের ভোগান্তি
মহম্মদপুরে তিন কিলোমিটার কাঁচা রাস্তায় উত্তর অঞ্চলের ২০ গ্রামের প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষের চরম ভোগান্তি। #বঙ্গেশ্বর গ্রামের মোজাম মোল্যার মোড় থেকে #দীঘা জোড়া ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার এই কাঁচা রাস্তার বেহাল অবস্থা।
পায়ে হেঁটে যাওয়াই দূস্কর ওই রাস্তা দিয়ে। অথচ এই রাস্তাটি পাকাকরণ করা হলে এ অঞ্চলের হাজারো মানুষের চলাচলে সুবিধা হবে। স্থানীয় যুব সমাজ নিজেদের উদ্যোগে কিছু কিছু জায়গায় ঠিক করলেও ভোগান্তি যেন শেষ হচ্ছে না।
ভিডিও সহযোগিতায় : খাইরুল ইসলাম
ফরিদপুর কানাইপুর গঙ্গাবদ্ধি স্হানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা!
বিদ্যুৎতিক খুটি বাসের সামনে দিয়ে ঢুকে পিছন পযর্ন্ত বের হয়। নিহতদের সংখ্যা পরে জানানো হবে।
আল্লাহ আহতদের দ্রুত সুস্থতা দান করুন,মৃতদের জান্নাতবাসী করুন, আমিন।
মহম্মদপুরে আলোচিত আতর লস্কর মার্ডার মামলার এক আসামি গ্রেফতার
মাগুরা মহম্মদপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী হাসিবুল খানকে (২৮) গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ সিপিসি-৩।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আতর লস্কর (৫৫) নামের এক ব্যক্তি সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে মারা গেছেন। এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।নিহত আতর লস্কর একই ইউনিয়নের উরুড়া গ্রামের মৃত যদন লস্করের ছেলে। এই হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত দায়ের করা হত্যা মামলার ২৯ নম্বর আসামী হাসিবুল খানকে মহম্মদপুর উপজেলার বনগ্রাম (ডাংগাপাড়া) এলাকা থেকে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর
মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় আহত একজন
মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পরমেশ্বরপুর প্রতিপক্ষের হামলায় ইমদাদুল মোল্যা (৩৭) নামের এক ব্যক্তি আহত হয়েছে।
ইমদাদুল একই গ্রামের পিতা মৃত ফটিক মোল্যা ছেলে। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
তথ্য ও ভিডিও : সাংবাদিক ওবায়দুর রহমান
মহম্মদপুর গ্রামে গ্রামে কেন মারামারি কাইজা হয় তার গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ------------------- ভিডিও টিকে সকলে দেখুন এবং শেয়ার করি।
আমরা অনেক সময় মনে করি গ্রামের মানুষ বোধহয় কিছুই বোঝে না।
তারা হুজুকে চলে,হুজুকেই মারামারি খুনোখুনিতে লিপ্ত হয়। কিন্তু একজন সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ মাগুরার গ্রামীণ কাইজা অথবা পরস্পরের প্রতি হামলা মামলার যে ব্যাখ্যা দিলেন । তাতে অবাক হয়ে গেলাম!
মাগুরার মহম্মদপুর প্রত্যেক গ্রামের গ্রামে প্রধান সমস্যাটিকে তিনি চমৎকার নির্মেোহ বিশ্লেষণ করেছেন.............
প্রতিবেদন ঃ রুপক এইচ
গ্রাম্য দলাদলিতে পুড়ছে মহম্মদপুর - এর শেষ কোথায়??
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার উরুরা গ্রামের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গত দুইদিন আগের মারামারি পরে আজ কানুটিয়া বাজার থেকে একজন কে কুপিয়ে মারাত্মক যখম করে এবং পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের ফেলে রেখে যায় এবং স্থানীয়রা #আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
বিনোদপুরে R15 বাইক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ - ভিডিও
ঘুল্লিয়া, মোহাম্মদ আক্তার -পুলিশ এর ছেলে নাম সঠিক জানা যায়নি।
আজ বেলা ১২ঃ৩০ এর দিকে আলোকদিয়া টু বিনোদপুর এর রাস্তায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
R15 চালকের অবস্থা গুরুতর তাকে হসপিটালে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে।
ষাট গুম্বজ মসজিদ বাগেরহাট 💞
এই খানে সবাই গাজা খেয়ে ক্রিকেট খেলে🤣
#ক্রিকেট
#বাংলাদেশ