মহম্মদপুর উপজেলা সদর, মাগুরা

  • Home
  • Magura
  • মহম্মদপুর উপজেলা সদর, মাগুরা

মহম্মদপুর উপজেলা সদর, মাগুরা For check in the place
(75)

"সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি "আসুন সবাই রাস্তায় যানবাহন চালতে সচেতন হই। প্রতিবারই ঈদ আসলে মহাম্মদপুরের মধুমতি নদীর...
26/06/2024

"সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি "
আসুন সবাই রাস্তায় যানবাহন চালতে সচেতন হই।
প্রতিবারই ঈদ আসলে মহাম্মদপুরের মধুমতি নদীর উপরে নির্মিত শেখ হাসিনা ব্রিজে দু একটি দুর্ঘটনার কথা শোনা যায়। সকলকে সচেতনতা লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস।
সবাই নিরাপদে থাকুন, পরিবার পরিজন ভাল রাখুন।

সহযোগিতায়: HOPE OF MOHAMMADPUR, MAGURA এবং শেখ নিজাম উদ্দিন নেছার ফাউন্ডেশন

আর্থিক সহযোগিতায়:
BRIDGE BANGLADESH
LUMEN Lighting & Engineering

25/06/2024

সারা দেশের পোষ্ট অফিসে রাখা ডাকঘর সঞ্চয়পত্রের ৫৫ কোটি টাকা উধাও!
বিস্তারিত কমেন্টসে...

অভিনন্দন মহম্মদপুরের কৃতিমুখ সিনিয়র সহকারী সচিব জনাব সালমা খাতুন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি হয়েছেন।
25/06/2024

অভিনন্দন
মহম্মদপুরের কৃতিমুখ সিনিয়র সহকারী সচিব জনাব সালমা খাতুন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি হয়েছেন।

24/06/2024

#চোর শনাক্ত করতে পারলেই ৩০ হাজার টাকা পুরস্কার, গোপনীয়তা বজায় থাকবে।
===================================
ছবির এই ছেলেটাকে সনাক্ত করতে পারলে মহম্মদপুর উপজেলা প্রবাসী অনলাইন সংগঠনের পক্ষ থেকে আপনি পাবেন ৩০ হাজার টাকা পুরস্কার।

মহম্মদপুর উপজেলার মহম্মদপুর সদর বাজারে (এ আর মোবাইল গ্যালারী) শোরুমে গত ০৫/০৬/২০২৪ তারিখ রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়। শোরুম থেকে ডাকাতি হয় তিনশত একুশ পিচ দামি মোবাইল যার বাজার মুল্য আট থেকে দশ লক্ষ টাকা। একজন প্রবাসীর তিলে তিলে গড়া স্বপ্ন ডাকাতি হয়, দীর্ঘ দিন হলেও দৃশ্যমান কোনও পদক্ষেপ নেই বাজার বণিক সমিতি বা মহম্মদপুর থানা পুলিশের,জিডিতে সীমাবদ্ধ।
এতবড় একটি ডাকাতি হওয়ার পরও বাজার বণিক সমিতি রাতের পাহারা থাকলেও কোনও পাহাদারদের কোনো জবাব দিহীতা নেই। ব্যবসায়ীরা ব্যবসায়ীক নিরাপত্তা হীনতায় থাকলেও বলার কোনও জায়গা নেই।
রোম শহর যখন পুড়ছিল নিরু তখন বাশি বাজায়।

আপনাদের একটি শেয়ার আমাদের বড় উপকারে আসবে, তাই একটি শেয়ার আশা করছি।

চোর শনাক্ত করতে পারলে যোগাযোগ করুন (এ আর মোবাইল গ্যালারী শোরুমে) মহম্মদপুর বাজার বাসস্ট্যান্ডে। এ আর মোবাইল গ্যালারী Salim Raza

মহম্মদপুর টু গুলিস্তান (পদ্মাসেতু হয়ে) বিআরটিসি বাস সার্ভিস। প্রতিদিন ভোর ০৫:১৫, সকাল ০৮:০০ এবং বিকাল ০৪:৩০ মিনিটে ছেড়ে ...
24/06/2024

মহম্মদপুর টু গুলিস্তান (পদ্মাসেতু হয়ে) বিআরটিসি বাস সার্ভিস। প্রতিদিন ভোর ০৫:১৫, সকাল ০৮:০০ এবং বিকাল ০৪:৩০ মিনিটে ছেড়ে যাচ্ছে। ভাড়া ৪৫০/-
যোগাযোগ : বাদশা শিকদার
মোবাইল : 01911-137951

22/06/2024

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাততঃ
রাসেলস ভাইপারসহ বিষাক্ত সাপের অ্যান্টিভেনম সরবরাহ নেই।

21/06/2024

মহম্মদপুর বিনোদপুর চরপাড়া গ্রামে সংঘর্ষ চলমান।

20/06/2024

🚫সাবধান রাসেল ভাইপার হতে 🛑

কৃষি জমি এবং বাড়ির আঙ্গিনায় এরা বসবাস করার উপযুক্ত স্থান, সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ রইলো 👍🛑
Video🛟 - Collected করে সবাইকে দেওয়া সচেতন হওয়ার জন্য।

07/06/2024

বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী তিনটি মোবাইল ফোন আনতে পারবেন : দুইটি বিনা শুল্কে ও একটির শুল্ক-কর পরিশোধ করতে হবে

প্রিয় কাফি ভাই আপনার এই উন্নয়নের তালা খুলবে কে? যেভাবে তালাবদ্ধ ছিলেন আপনি, আজ একই ভাবে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে মহম...
05/06/2024

প্রিয় কাফি ভাই আপনার এই উন্নয়নের তালা খুলবে কে? যেভাবে তালাবদ্ধ ছিলেন আপনি, আজ একই ভাবে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে মহম্মদপুরের পাবলিক টয়লেট।
মহম্মদপুর বাজারে একটা পাবলিক টয়লেট কতটা প্রয়োজন, সেটা হয়তো এমন বিড়ম্বনায় যে পড়েছে সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমরা যারা পুরুষ আছি তারা হয়তো এদিক-ওদিক গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারি, কিন্তু মহিলারা যারা প্রয়োজনে বাজারে আসতে বাধ্য হয় তাদের অবস্থা কি হয় তা একবার ভেবে দেখা উচিত আমাদের সচেতন সমাজের মানুষদের।
আমার বিশ্বাস মহম্মদপুরের অভিভাবক সমাজে যারা আছেন তাদের মধ্যে যেকোনো একজন চাইলেই ১ ঘন্টার ভিতরে এই পাবলিক টয়লেট চালু হতে পারে।
প্রয়োজনটা শুধু একটা উদ্যোগের_____

বাংলাদেশ সরকার ও জাইকা র ২০২০-২১ অর্থবছরের কাজ ছিল এটা। বরাদ্দকৃত টাকার পরিমান ১৬ লক্ষ ২৮ হাজার ২৯১ টাকা। অযত্নে অবহেলায় হয়তো একদিন এই পাবলিক টয়লেট ব্যবহারের উপযোগিতা হারাবে____

03/06/2024

বিদ্যুৎ অফিসের লোক বাড়ি বাড়ি যেয়ে বিদ্যুৎ বিল নিচ্ছে। এর আগেও কয়েকজন এলাকা থেকে টাকা নিয়ে জমা না দিয়ে ট্রান্সফার হয়ে গেছে।
সাবধান!

ভিটামিন 'এ' প্লাস ক্যামপেইন।৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা দিন।
01/06/2024

ভিটামিন 'এ' প্লাস ক্যামপেইন।

৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা দিন।

31/05/2024

মহম্মদপুর উপজেলাতে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, প্রতিটি মিটারে (মে মাস) বিল করা হয়েছে দ্বিগুণ।
আপনার কত আসছে এখনই দেখে নিন৷

??
31/05/2024

??

30/05/2024

ডিজেলে ৭৫ পয়সা
পেট্রল-অকটেনে লিটারে দাম বাড়ল আড়াই টাকা

জামানত হারিয়েছে যারা একনজরে দেখি৷ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
24/05/2024

জামানত হারিয়েছে যারা একনজরে দেখি৷

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪

মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কে কত ভোট পাইছে পরিসংখ্যান।
23/05/2024

মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কে কত ভোট পাইছে পরিসংখ্যান।

22/05/2024

উৎসবের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে বেথুলিয়া 🍍🍍🍍 আনারসের বিজয় উল্লাসে।

22/05/2024
শুভ কামনা রইলো। এডভোকেট আব্দুল মান্নান নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাগুরা।
21/05/2024

শুভ কামনা রইলো।
এডভোকেট আব্দুল মান্নান

নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাগুরা।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কে কত ভোট পাইলো চলেন দেখি?  উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন ২০২৪।
21/05/2024

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কে কত ভোট পাইলো চলেন দেখি?

উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন ২০২৪।

উপজেলা চেয়ারম্যান পদে কে কত ভোট পাইলো চলেন দেখি??  উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন ২০২৪।
21/05/2024

উপজেলা চেয়ারম্যান পদে কে কত ভোট পাইলো চলেন দেখি??

উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন ২০২৪।

21/05/2024

অভিনন্দন 🍍🍍🍍

অভিনন্দনউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহম্মদপুর মাগুরা।
21/05/2024

অভিনন্দন
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহম্মদপুর মাগুরা।

অভিনন্দনউপজেলা ভাইস চেয়ারম্যান মহম্মদপুর মাগুরা।
21/05/2024

অভিনন্দন
উপজেলা ভাইস চেয়ারম্যান মহম্মদপুর মাগুরা।

21/05/2024

ফেসবুক থেকে পাওয়া
বিনোদপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র
আনারস-১৬০০
শালিক -১৭০
পানিঘাটা সেন্টার (নোহাটা)
আনারস -১৬১০
শালিক- ১৩০
মহম্মদপুর, ডুসরাইল
আনারস ৩৫২🍍
শালিক ১২৫
রাড়ীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
আনারস-৫৯৮
শালিক -১২০
বিনোদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
আনারস-৭৬০
শালিক -৪৪২
নহাটা
মোবারেকপুর,
আনারস, ৭১১🍍
শালিক ৬৬৫
ফেসবুক তথ্য।।
যশপুর কেন্দ্র৷
আনারস,525,
শালিক,'''291
রাজাপুর বোনগ্রাম,
আনারস ৫৮৮🍍
শালিক, ২৮৭
বড়রিয়া কেন্দ্র
আনারস-১৭০০
শালিক -১৭৫
গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
আনারস-৫১৭
শালিক -৫৪৬
চৌবাড়িয়া
শালিক ১৭০০
আনার ৭৩ টা
খর্দ্দফুলবাড়ি সেন্টার
আনারস ৪৬৮
শালিক ৩৫৭
নহাটা রানি পতিত
আনারস৬৭৩
শালিক ৬২৩

যশপুর
চশমা৪৭২
তালা১১৫

ধুলজুড়ি সেন্টার
চশমা-৯৯৭
তালা-২২৯

ডাঙ্গাপাড়া বনগ্রাম সেন্টার
চশমা ৮৭০
তালা ৫০৬

হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার
চশমা ১১১৬
তালা ১৬০

বাসে মোবারকপুর
চশমা-৯৮৫
তালা-২১৩

নিত্যানন্দপুর কেন্দ্র
চশমা ৫২৩
তালা ৩৮১

অভিনন্দন 🍍🍍🍍উপজেলা চেয়ারম্যান মহম্মদপুর মাগুরা।
21/05/2024

অভিনন্দন 🍍🍍🍍
উপজেলা চেয়ারম্যান মহম্মদপুর মাগুরা।

21/05/2024

মহম্মদপুরের আকাশে বাতাসে আনারসের সুবাস বইছে। সন্ধা নামার আগে সবাই চশমা চোঁখে দিয়ে দেইখেন। oK

???
21/05/2024

???

Address

Mohammadpur
Magura
7630

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহম্মদপুর উপজেলা সদর, মাগুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Magura

Show All

You may also like