Solution Technology

Solution Technology Hi there I am a professional online marketer we provide product services online and Facebook marketing thank you.

খুব সুন্দর  লাগে বাড়ি টা মাশাআল্লাহ।
05/12/2023

খুব সুন্দর লাগে বাড়ি টা মাশাআল্লাহ।

22/09/2023
পাইলসের মহা ওষুধ সাত দিনে মুক্তি পাবেন ইংশাআল্লাহ।  গাছ টি সকালে বাসি পেটে সাত দিন খান
17/09/2023

পাইলসের মহা ওষুধ সাত দিনে মুক্তি পাবেন ইংশাআল্লাহ। গাছ টি সকালে বাসি পেটে সাত দিন খান

আল্লাহ চাইলে কি না করতে পারে
12/09/2023

আল্লাহ চাইলে কি না করতে পারে

কুরআনের ভালোবাসায় অন্ধ হাফেজ ছুটে আসলেন ইন্ডিয়া থেকে বিশ্বজয় যাদের স্বপ্ন, আমরা আছি তাদের জন্য, সার্বক্ষনিক সিস...

আমি ফলো করি তাই মানুষ আমাকে ফলো করে ব্যাপার একদম সোজা
23/05/2023

আমি ফলো করি তাই মানুষ আমাকে ফলো করে ব্যাপার একদম সোজা

26/04/2023

Active আছি ফলো দিন ব্যাক টু ব্যাক ফলো বুঝে
নিন নোটিফিকেশন দেখে
ফলো দিয়া হয়

11/04/2023

Active আছি ফলো দিন ব্যাক ফলো বুঝে নিন
রকেটের গতিতে ফলো দিন নোটিফিকেশন দেখে ব্যাক ফলো দিয়া হয়।

10/04/2023

Active আছি Please Follow দিন ব্যাক ফলো ❤️ 💯বুঝে নিন💯 ❤️
নোটিফিকেশন দেখে ব্যাক ফলো দিয়া হয়
Back to back

09/04/2023

অভিনন্দন ভাই মোহাম্মদ তাকরিম তোমাকে। এই রমজান মাসে আমাদের আবার দুবাই হিফজুল কুরআন প্রতিযোগিতা ১ম স্থান অর্জন করাই। দোয়া রইলো সামনে আরো এগিয়ে যাও।
• Today's the best Photo 𝐒𝐰𝐚𝐝𝐡𝐢𝐧 𝐍𝐞𝐰𝐬-স্বাধীন নিউজ
• beautiful









09/04/2023

কুরআন আগুনে পোড়েনা, কারন কুরআনের উপর চামড়া বা মোটা লেদার জাতীয় হার্ড পেপার থাকে, এবং কাগজের ভাজের ভিতরে অক্সিজেন পৌঁছাতে পারেনা, এজন্য কোথাও কোথাও আমরা দেখতে পাই সব পুড়ে ছাই হয়ে গেলেও কুরআন অক্ষত অবস্থায় থাকে। এটা কোনো অলৌকিকতা নয়। এটা সকল ধরণের বইয়ের বেলায়ও হতে পারে। যারা এসব নিয়ে প্রচুর পরিমানে উচ্ছাস দেখাচ্ছেন, কুরআনকে সত্যগ্রন্থ প্রমান করার জন্য এমন সিম্পল একটা বিষয়কে হাইলাইট করতে চান, আপনাদের লজ্জা করে না এসব আবেগ দেখাতে?

কুরআন সত্য গ্রন্থ এটা প্রমান করার জন্য এতো সস্তা আবেগ কেন দেখান? কুরআনের মিরাকল প্রমান করার জন্য হাজার হাজার শত শত মোজেজা রয়েছে সেগুলার ধারে কাছেও আপনাদের দেখা যায়না৷ শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ ঠিকই বলেছেন, এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম৷ বঙ্গবাজারসহ অন্যান্য সকল যায়গায় আমরা এমনটি দেখতে পাই যে সেখানে অক্ষত অবস্থায় অথবা কিছু অংশ পোড়া কুরআন পাওয়া যায়, গীতা পাওয়া যায়, মোটা ডায়রিও পাওয়া যায়। অন্য কোনো ধর্মের লোকেরা এসব নিয়ে উচ্ছ্বসিত না হলেও বাংগালী মুসলমানরা বরাবরই এসব নিয়ে এতো পরিমাণ উচ্ছ্বসিত হয় যে না*স্তিক ও অমুসলিমদের কাছে এসব হাসির পাত্র হয়ে দাঁড়ায়।

দেখলেন তো, এখন ঠিকই প্রমান হলো বঙ্গবাজারে যেটিকে কুরআন বলে দাবী করা হয়েছিল সেটি মুলত কুরআন ছিল না, এটি ছিল একটি হাদিসের কিতাব।

কুরআন আগুনে পোড়েনা, একথা কে বললো? বরং কুরআনের মুসহাফ পুরোনো হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটিকে আগুনে পুড়িয়ে ছাইগুলো মাটিতে পুঁতে ফেলা সুন্নাহসম্মত পদ্ধতি। এমনটি সাহাবায়ে কেরাম করেছেন, উসমান রাঃও এমনটিই করেছেন।

এছাড়াও আমরা দেখতে পাই কা/ফে/র, মু/শরি/ক, মুর/তাদ বা ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন জায়গায় কোরআন পুড়িয়েছে। এবং আমরাও সেগুলার প্রতিবাদ করেছি। সুতরাং এসব নিয়ে যারা আবেগ ছড়াচ্ছেন তারা প্লিজ থামুন, ইসলামটাকে, মুসলিমদের আর নিচে নামাবেন না৷

কুরআনকে মহান আল্লাহ সংরক্ষণ করছেন কোটি কোটি হাফেজে কুরআনদের হৃদয়ে কুরআনকে সংরক্ষিত করার মাধ্যমে, লাওহে মাহফুজে সংরক্ষিত রাখার মাধ্যমে। ফলে পৃথিবীর সকল কুরআনের মুসহাফ পুড়ে গেলেও আবার নতুন করে বিন্দুমাত্র পরিবর্তন ছাড়া মহাগ্রন্থ আল কুরআনকে পুনরুদ্ধার করা সম্ভব। এটিই কুরআনের মুজিযা।

09/04/2023

Active আছি দ্রুত ফলো দিন Back to Back বুঝে নিন রকেটের গতিতে ফলো দিন। নোটিফিকেশন দেখে ব্যাক ফলো করি।

Address

Sreepur Magura
Magura
7611

Alerts

Be the first to know and let us send you an email when Solution Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Solution Technology:

Share



You may also like