Azizul media

Azizul media Is the page created especially for islamic song and waj lover. Here you will find the lates.

14/08/2024

আগামীকাল ১৫ আগোস্ট, মানে বলতেছি যে , মেজর ডালিমের অসমাপ্ত কাজটি সমাপ্ত করার মত কেউ কি নেই।

14/08/2024

যদি রাত পোহালে শোনা যেত, খুনি হাসিনা আর বেচে নাই। তবে আওয়ামী জালিম পেত ভিশোন ব্যাথা
স্বস্তিতে আমরা করতাম নিরাবতা।

আমি মনে করি আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও যারা নেত্রীত্ব দিয়ে মূলত আন্দোলন করে আমরা ...
06/08/2024

আমি মনে করি আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও যারা নেত্রীত্ব দিয়ে মূলত আন্দোলন করে আমরা দেশটা স্বাধীন করলাম তাদের কে অনুরোধ করছি আগে আগাছা পরিষ্কার করুন। না করা পর্যন্ত দেশ স্বাধীন হয়নি। আপনারা আমাদের কে আবার রাজ পথে ডাকদেন।
কারণ , আন্দোলন ও স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য যে সংঘর্ষ শুরু করেছে তা স্বৈরাচারের চেয়ে কম নয়। তাদের কে দমন করা না গেলে নিজেদের কে আরও অপরাধী মনে হচ্ছে। সে যেই হোন না কেন। স্বৈরাচারের রেখে যাওয়া জানয়ার গুলো হোক কিংবা অতিউৎসাহী কোন রাজনৈতিক দল। তাদের কে আগে শেষ না করা পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় সম্ভব নয়।
বি এন পি ভাইদের উদেশ্যে বলছি স্বাধীন হয়েছে মানে যে আপনারা ক্ষমাতাই চলেগেছেন ব্যাপার টা এরকম না। আমরা আপনাদের বিগতদিনের ইতিহাস ভুলে যায়নি।

মানুষের শান্তির জন্য, জনগনের সুখের জন্য, মাজলুমের পক্ষে আর জালিমের বিপক্ষে, আগামী প্রজন্মের জন্য একটি সুষ্ঠ সমাজ রেখে যাওয়ার জন্য আন্দোলন করেছি।
উত্তর বাড্ডা নিজের সামনে হেলিকাপ্টার থেকে ছুড়া টিয়ার শেলের মুখ মুখি হয়েছি। ঢাকা মেডিকেলে ৪ আগস্ট কারওয়ান বাজার থেকে ফার্ম গেট থেকে আসা সহযোদ্ধা ভাইয়ের রক্তাত্তদেহের গরম রক্ত ধরে শ্লোগান দিয়ে আন্দোলন করেছি এই হত্যা যোগ্য দেখার জন্য নয়।

আমি নিজেও আওয়ামী লীগ দ্বারা অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। ছাত্র লীগ দ্বারা হয়েছি অলামা লীগ দ্বারা হয়েছি, ৪ আগোস্ট পল্টন যাওয়ার পথে ৪জন যুবলীগ আমাকে দেখে আচকরতে পারে যে আমি হয়তো আন্দোলনে যাচ্ছি আমাকে সেখানেই মারবে, আমার ব্যাগ , পকেট, মানিব্যাগ ‍ও মোবাইল চেক করে হুমকি ধামকি দিয়ে ছাড়ে। এমনকি মাগুরা জেলা ও উপজেলা মডেল মসজিদের চূড়ান্ত নিয়োগ পাওয়ার পরও শুধু মাত্র আওয়ামী লীগ কোটা না থাকার করণে আমার নিয়োগ পত্র দেওয়া হয়না পরে আমি ঝামেলা না করে সাচ্চায় পদ ত্যাগ করি । কৈ আমি তো কোন লীগের সাথে খারাপ আচারণ তো দুরের কথা আর তাদের সহানুভূতি দেখাচ্ছি। কিন্তু তার পরেও কেন দেশের সংখ্যা লঘু , আদিবাসি ও অন্যান্য সম্প্রদায় আর উপসনালয়ে আক্রমণ , ভাংচুর? কেন তারা কি এ আন্দোলনে সহযোগীতা করে নাই? মনে রাখতে হবে আমাদের কার একার চেষ্টা হয় নাই বরং সকল দল মত শ্রেনী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা স্বাধীনতা পেয়েছি। তা হলে বুঝতে হবে যারা এই ন্যাকার জনক কাজের সাথে জড়িত তারা কখনও জনগনের না। তারা দেশ জাতির শত্রু। মনে রাখবেন জনগণের নির্বাচন সামনে কিন্তু । নির্বাচন আগের মত রাতে হবে না । ছাত্রদের তত্বাবধনেই হবে ইংশা আল্লাহ । তাই সবাই সতর্ক হন।

আমার কোন এ্যান্ড্রয়েড ফোন নেই তাই আন্দোলনের কোন ছবিও তুলি নাই। আর ছবি তোলার জন্য রাত দিন জীবন বাজি রেখে উত্তর বাড্ডা থেকে শুরু করে পল্টন, মৎস ভবন, শাহাবাগ, রাজু ভাস্কর্য এবং জাতিয় শহিদ মিনারে হাজার বাধা উপেক্ষা করে মসজেদের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে রাত ১২ / ১ টা পর্যন আন্দোলন করি নাই।
এক ভাই ৪ আগোস্ট শহিদমিনারে একটা ছবি তুলে আমার এক আত্মিয়র কাছে পাঠায়ছিল সেই ছবি আর ভিডিও থেকে কেটে ছবি গুলো এজন্য দিলাম যে তুমি কি আন্দোলন করেছ নাকি তুমি উল্লাস করবা? তারা আমার এই বুক ভরা ব্যাথার কথা গুলো বিশ্বাস করবে না তাই।

গতকালকের গণ আন্দোলনের সময় এক ভাইয়ের তুলে দেওয়া জাতিয় শহিদমিনারের  একটি ছবি।
05/08/2024

গতকালকের গণ আন্দোলনের সময় এক ভাইয়ের তুলে দেওয়া জাতিয় শহিদমিনারের একটি ছবি।

04/08/2024

টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া, সুন্দর থেকে বান্দরবান পর্যন্ত বুকের তাজা খুন ঢেলে যদি বাংলার স্বাধীনতা স্বার্মভৌমত্ব ও ইসলাম কায়েম করতে হয়। রাজি আছেন কারা কারা ঘর ছেড়ে বেরিয়ে আসুন। হে বীরেরজাতী হ্যালায় কাটায়ও না বেলা।

04/08/2024

সুযোগ বার বার আসে। হে তারণ্য মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে।পেতে ন্যায্য অধিকার পতন করতে শৈরাচার জেহাদে শহিদ হওয়ার সুবর্ণ সুযোগ।

17/07/2024

ইসলাম জিন্দা হোতা হে, হার কারবালা কে বাদ।
ইসলাম প্রতিটি কারবালার পর পুনরুজ্জীবিত হয়। দেশ প্রতিটি মুক্তিযুদ্ধের পর পুনরুজ্জীবিত হয়।

17/06/2024

নাস্তিক, হিন্দু দাদা ও ‍দিদি ভাইদের গরুর গস্তের শুভেচ্ছা , আজ আমরা সবাই গরু জবেই এর উৎসবে আনন্দ করব। ধর্ম যার যার উৎসব সবার।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
16/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

প্রতিটি মুমিনের হৃদয়ের আকাঙ্খা বাইতুল্লাহ। এই হজের মাহিনায় বাইতুল্লাই যেতে পারিনাই। তাই তো মনের ক্যানভাসে আজ কাবার ছবি আ...
06/06/2024

প্রতিটি মুমিনের হৃদয়ের আকাঙ্খা বাইতুল্লাহ। এই হজের মাহিনায় বাইতুল্লাই যেতে পারিনাই। তাই তো মনের ক্যানভাসে আজ কাবার ছবি আকাঁয়। আলহামদুলিল্লাহ , মনের মাধুরি আর আবেগ মিশিয়ে কাবা শরিফের ছবি আকঁলাম। মালিক যেন কোন একদিন স্বপরিবারে ( আব্বা - আম্মা, স্ত্রী , সন্তান, বোন - ভগ্নীপতি, ভাগ্নে - ভাগ্নী) মালিকেল ঘর স্পর্শ
কারার তাউফিক দান করেন।

আলহামদুলিল্লাহ, ক্যানভাসে আমার করা ১ম ক্যালিগ্রাফি “ আল্লাহু আকবার“ এবং কাপল নেম। কেমন হয়েছে  এবং কে কোথা  থেকে দেখছেন দ...
03/06/2024

আলহামদুলিল্লাহ, ক্যানভাসে আমার করা ১ম ক্যালিগ্রাফি “ আল্লাহু আকবার“ এবং কাপল নেম। কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন।

20/05/2024

নামাজি ভরপুর কোন মসজিদের ইমামতি প্রয়োজন । বিষয় ভিত্তিক আলোচনার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। ০১৯২৩-৩২৭৫৬৮

আলহামদুলিল্লাহ, আমার মেয়ে এ বি এ ফাতেমার ( আবিদা বিনতে আজিজুল ফাতেমা) বয়স আজ ২ বছর ১ দিন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে...
17/05/2024

আলহামদুলিল্লাহ, আমার মেয়ে এ বি এ ফাতেমার ( আবিদা বিনতে আজিজুল ফাতেমা) বয়স আজ ২ বছর ১ দিন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করেন।

আমার কলিজার স্পন্দন রাসুলের নাম।
12/05/2024

আমার কলিজার স্পন্দন রাসুলের নাম।

06/05/2024
06/05/2024

আলহামদুলিল্লাহ, কয়েক দিনের চেষ্টায় রং- তুলি কিছুটা হাতের নিয়োন্ত্রনে এসেছে। কিন্তু ল্যাপটপের ক্যামেরায় রঙের সুন্দর্যটা ভালোভাবে ফুটে উঠে নাই। সবাই দোয়া করবেন মালিক যেন তার নাম, কথা, তথ্য ইত্যাদি সুন্দর্যের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরার তাউফিক দান করেন। আপনার কাছে কেমন লেগেছে দয়া করে জানাবেন।

জীবনের প্রথম পেইন্টিং , জানি মটেই সুন্দর হয়নি। তার পরেও পোস্ট করলাম। ভাইয়া বলছিলেন ক্যানভাস পেপারে না করে অন্য কোথাও প্র...
01/05/2024

জীবনের প্রথম পেইন্টিং , জানি মটেই সুন্দর হয়নি। তার পরেও পোস্ট করলাম। ভাইয়া বলছিলেন ক্যানভাস পেপারে না করে অন্য কোথাও প্রাক্টিস করতে তাই আর্ট পেপারে চেষ্টা করলাম মহান রবের নাম।

ওয়ালা যিকরুল্লাহী আকবার। আমার আজকের ক্যালিগ্রাফি। বাড়ি যাওয়ার আগে এটাই শেষ কাজ আলহামদুলিল্লাহ। আজকে জুমা শেষে গ্রামের বা...
19/04/2024

ওয়ালা যিকরুল্লাহী আকবার। আমার আজকের ক্যালিগ্রাফি। বাড়ি যাওয়ার আগে এটাই শেষ কাজ আলহামদুলিল্লাহ। আজকে জুমা শেষে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইংশা আল্লাহ বাইকে করে।

Address

Magura
7600

Telephone

+8801923327568

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizul media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizul media:

Videos

Share