Umme Tasassum

Umme Tasassum Hi, this is Umme Tasassum. Welcome to my Daily Life.
(1)

লোভ মানুষ কে ধংস করে। এইটা জানার পরেও কিছু মানুষ লোভ বর্জন করতে পারে না। তবে হ্যা,পরের জিনিস নিয়ে ভালো থাকার লোভ না করে ...
24/06/2024

লোভ মানুষ কে ধংস করে। এইটা জানার পরেও কিছু মানুষ লোভ বর্জন করতে পারে না।
তবে হ্যা,পরের জিনিস নিয়ে ভালো থাকার লোভ না করে নিজের যা আছে তাই নিয়ে ভালো থাকায় শ্রেষ্ট।
ছবি: কাঠিমন আম(হলুদ),আমরুপালি, ড্রাগন, পেয়ারা সুদূর দর্শনা থেকে এসেছে।

কি ঈদ শেষ হলো সবার?ব্যাস্ততা আর অসুস্থতার কারণে বেশ কিছুদিন পেইজে নিয়মিত ছিলাম না। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন।
22/06/2024

কি ঈদ শেষ হলো সবার?
ব্যাস্ততা আর অসুস্থতার কারণে বেশ কিছুদিন পেইজে নিয়মিত ছিলাম না।
সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন।

মাগুরার মধুমতি নদীর তরতাজা চিংড়ি। কোন সবজী দিয়ে রান্না করলে ভালো হয়, কমেন্ট করে জানান। #নদীর-চিংড়ি
19/06/2024

মাগুরার মধুমতি নদীর তরতাজা চিংড়ি। কোন সবজী দিয়ে রান্না করলে ভালো হয়, কমেন্ট করে জানান।
#নদীর-চিংড়ি

আম……
14/06/2024

আম……

13/06/2024

আব্বুর পাঠানো এইবারের প্রথম আম।হিমসাগর আর কাচামিঠা আম।

11/06/2024

আজকে আমাদের কোরবানির ছাগল কিনলাম। #২০২৪কোরবানি #কোরবানিরছাগল

এই ফল কার কার কাছে পরিচিত আর কি নামে পরিচিত কমেন্ট করে জানাতে পারেন।আমি এই ফলের দুইটি নাম জানি ডেউয়া আর বনকাঁঠাল। দেখতে ...
10/06/2024

এই ফল কার কার কাছে পরিচিত আর কি নামে পরিচিত কমেন্ট করে জানাতে পারেন।

আমি এই ফলের দুইটি নাম জানি ডেউয়া আর বনকাঁঠাল। দেখতে অসমান হলেও ভেতরে রয়েছে কাঁঠালের মতো ছোট ছোট রুয়া। স্বাদ- টক মিষ্টি।

09/06/2024

জিয়ানের আবদার রাখতে, রান্না করলাম কাচকি মাছের চচ্চড়ি।

লালশাক ভাজি।ছোট বেলায় লালশাক ভাজি দিয়ে ভাত মাখলে, ভাত একদম লাল হয়ে যেত। কিন্তু এখন আর সেই রকম লাল ও হয় না আর স্বাদ ও নেই...
07/06/2024

লালশাক ভাজি।
ছোট বেলায় লালশাক ভাজি দিয়ে ভাত মাখলে, ভাত একদম লাল হয়ে যেত। কিন্তু এখন আর সেই রকম লাল ও হয় না আর স্বাদ ও নেই।
তবে আমার ভাই আগে যেমন পছন্দ করতো এখনও ঠিক তেমনি পছন্দ করে। লালশাক ভাজি পেলে নিমিষেই প্লেটের ভাত শেষ করে ফেলে।

সহজ আর সাধারণ ভাবে জীবন যাপন করার মধ্যে একটা অন্য রকম আনন্দ আছে। এই জন্য কখনও কোন অভিনয় রকার দরকার পরে না।ছবিতে :  আব্বু...
05/06/2024

সহজ আর সাধারণ ভাবে জীবন যাপন করার মধ্যে একটা অন্য রকম আনন্দ আছে। এই জন্য কখনও কোন অভিনয় রকার দরকার পরে না।
ছবিতে : আব্বুর পাঠানো (কাচামিঠা) আম।

04/06/2024

যাদের কচুর ডগা খেলে গলা ধরে, আজকের রেসিপি শুধু মাত্র তাদের জন্য। #রান্না

🥭আম আম আম🥭একটা সময় ছিল আমার মা আম কেটে সামনে এইভাবে না দিলে খেতাম না। আর এখন আমি নিজের জন্য আর আমার পরিবারের সদস্যদের জন...
02/06/2024

🥭আম আম আম🥭
একটা সময় ছিল আমার মা আম কেটে সামনে এইভাবে না দিলে খেতাম না। আর এখন আমি নিজের জন্য আর আমার পরিবারের সদস্যদের জন্যও আম কাটি।
সময়ের সাথে সাথে প্রায় সব কিছুই বদলায়। কেবল মাত্র বদলায় না কিছু মানুষের মিথ্যাচারিতা।

( কচুর মুখী )কচুর মুখীর আগমন হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত চলবে।
02/06/2024

( কচুর মুখী )
কচুর মুখীর আগমন হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত চলবে।

31/05/2024

এই বীভৎস গরমে, বরফ কুচি আর লেবুর পাতা দিয়ে তৈরি এক গ্লাস আখের রস।
30/05/2024

এই বীভৎস গরমে, বরফ কুচি আর লেবুর পাতা দিয়ে তৈরি এক গ্লাস আখের রস।

29/05/2024
সকাল টা শুরু হোক এক কাপ চা দিয়ে।শুভ সকাল।
28/05/2024

সকাল টা শুরু হোক এক কাপ চা দিয়ে।
শুভ সকাল।

27/05/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

(ঘূর্ণিঝড় রিমাল)কার কী অবস্থা ???
27/05/2024

(ঘূর্ণিঝড় রিমাল)
কার কী অবস্থা ???

26/05/2024

#কৃষ্ণচূড়া
সংসারের ব্যস্ততা নিজের শখ গুলোকে একটা সময় ভুলিয়ে দেয়।
-you

টোটকা : গ্যাসের সমস্যায় ( গোলমরিচ ) ব্যবহার।আমাদের সবার ঘরে এইরকম একটা মসলার কৌটা থাকে। মসলা যে শুধু রান্না করার সময় ব্...
25/05/2024

টোটকা : গ্যাসের সমস্যায় ( গোলমরিচ ) ব্যবহার।
আমাদের সবার ঘরে এইরকম একটা মসলার কৌটা থাকে। মসলা যে শুধু রান্না করার সময় ব্যবহার করতে হবে তার কি মানে আছে বলেন তো?
অতিরিক্ত গ্যাস ফর্ম করলে দ্রুত তিন থেকে চারটি কালো গোলমরিচ চিবিয়ে খেয়ে নিন। তারপরে খেয়ে নিন কিছু বরফ ঠান্ডা পানি।
ব্যাস, আপনার গ্যাসের সমস্যা দ্রুত নেই হয়ে যাবে।
টোটকা পেয়েছি : আমার বড় মামার কাছ থেকে।

এতো গরমে ও কিছু প্রশান্তি আছে। তা হলো পাঁকা আম,কাঁঠাল,লিচু আর তালশাঁস।আপনাদের পছন্দের তালিকায় কোনটা প্রথমে?আমার তো সবগুল...
22/05/2024

এতো গরমে ও কিছু প্রশান্তি আছে। তা হলো পাঁকা আম,কাঁঠাল,লিচু আর তালশাঁস।
আপনাদের পছন্দের তালিকায় কোনটা প্রথমে?
আমার তো সবগুলো ফলই খুব পছন্দের।
এইটা এই বছরের প্রথম গাছ পাঁকা আম। যদিও বা আঁটির আম তাও মন্দ না।

21/05/2024

জীবনের প্রথম সামুদ্রিক কাকিলা (কাকলে) মাছ খেলাম। অসাধারণ খেতে। #রান্না

19/05/2024
শুভ সন্ধ্যা।মুখরোচক খাবার এবং মন ভোলানো কথা দুইটাই কিন্তু অস্বাস্থ্যকর। আর তাইতো মুখরচোক খাবার রোজ খাওয়া ঠিক নয় আর মন ...
16/05/2024

শুভ সন্ধ্যা।
মুখরোচক খাবার এবং মন ভোলানো কথা দুইটাই কিন্তু অস্বাস্থ্যকর।
আর তাইতো মুখরচোক খাবার রোজ খাওয়া ঠিক নয় আর মন ভোলানো কথা ও রোজ শোনা উচিত নয়।

15/05/2024

এক ভয়ংকর সুন্দর পরিবেশ ছিল।

ডিমের ঝোল ইজ বেটার দেন সিঙ্গারা।( স্বামী স্ত্রীর কথোপকথন )স্ত্রী- সপ্তাহের সাত দিনই রান্না করতে ভালো লাগেনা। আজকে যদি আম...
14/05/2024

ডিমের ঝোল ইজ বেটার দেন সিঙ্গারা।
( স্বামী স্ত্রীর কথোপকথন )
স্ত্রী- সপ্তাহের সাত দিনই রান্না করতে ভালো লাগেনা। আজকে যদি আমি দুপুরে কিছু রান্না না করি তাহলে তুমি কি খাবারের আয়োজন করবা?
স্বামী- সিঙ্গারা।
স্ত্রী- 🙄।
(শেষ পরিণতি ডিমের ঝোল)

Address

Magura
7600

Alerts

Be the first to know and let us send you an email when Umme Tasassum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umme Tasassum:

Videos

Share

Category



You may also like