Fashion For Life

Fashion For Life Better days are coming soon In Sha Allah �

আলেয়াকে বিয়ে করার ২৫ দিনের মাথায় বাহরাইন চলে যাই। বাহরাইনে থাকা অবস্থায় শুনি আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে। আলে...
20/01/2025

আলেয়াকে বিয়ে করার ২৫ দিনের মাথায় বাহরাইন চলে যাই। বাহরাইনে থাকা অবস্থায় শুনি আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে।

আলেয়াকে আমার মা-বাবা পছন্দ করেছিল। পারিবারিকভাবে বিয়ে হলেও আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। সে-ই ছিল আমার জীবনের প্রথম নারী, আমার প্রথম ভালোবাসা।

আলেয়ার চলে যাওয়ার বিষয়টা আমি মেনে নিতে পারি নি। সেই কষ্টে দীর্ঘ ২২ বছর আর দেশে ফিরি নি। পরবর্তীতে মেডিক্যালে আনফিট হয়ে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়।

দেশে ফিরে দেখি আমার দীর্ঘ প্রবাসজীবনের অর্জিত অর্থের সব কিছুই মা-বোন-ভাইয়েরা শেষ করে দিয়েছে। চার মাস বাড়ি থাকার পর রাগে-কষ্টে এক কাপড়ে বাড়ি থেকে বের হই।

বাড়ি থেকে বের হয়েছি আজ সাড়ে পাঁচ বছর। তারপর থেকে মাজারে থাকি শুধু দুই বেলা ভাত খাওয়ার লোভে। এখন যাচ্ছি চট্টগ্রাম আমানত শাহ মাজারে, শুনেছি এই মাজারে নাকি খাবার পাওয়া যায়।

আজ একুশ দিনে হেটে হেটে চাঁদপুর হাজীগঞ্জ থেকে কুমিল্লা স্টেশনে এসেছি। যাব চট্টগ্রাম আমানত শাহ-এর মাজারে। জীবনের কাছে আমার কোনো চাওয়া নেই, শুধু দুই বেলা ভাত খেতে পারলেই সুখী।

চোখ মুছতে মুছতে কথাগুলো বললেন কাশেম আলী।

#জীবন_চক্র

হাত ভাঙ্গা( Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচল ...
20/01/2025

হাত ভাঙ্গা( Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচল বন্ধ হয়ে Gangrene (পচে যাওয়া) গিয়েছে। এবার হাত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকলো না।

যারা ডাক্তারদের গালি দিয়ে কবিরাজ ভালোবাসেন। তাদের জন্য এটা।

কবিরাজের কাছে কখনো কোন চিকিৎসা নিতে যাবেন না। তারা অনেক Hocus Pocus জেনে থাকলেও চিকিৎসার চ ও জানে না।

শীতের বিকেল আর গরম ভাপা পিঠা সাথে এত্তো সুন্দর প্রকৃতি 💛অসাধারণ ছিলো দিনগুলো! 🍃
20/01/2025

শীতের বিকেল আর গরম ভাপা পিঠা সাথে এত্তো সুন্দর প্রকৃতি 💛
অসাধারণ ছিলো দিনগুলো! 🍃

❤️‍🩹
20/01/2025

❤️‍🩹

19/01/2025
Congratulations Singer Darshan Raval ❤️🌸He married his best friend Dharal Surelia ❤️✨
18/01/2025

Congratulations Singer Darshan Raval ❤️🌸
He married his best friend Dharal Surelia ❤️✨

ফল দিয়ে সহজ কিছু ডেকোরেশন আইডিয়া! 🍊🔥বিয়ে বাড়ির ডালা সাজানোর জন্য সহজ সমাধান 😁                     ゚
17/01/2025

ফল দিয়ে সহজ কিছু ডেকোরেশন আইডিয়া! 🍊🔥
বিয়ে বাড়ির ডালা সাজানোর জন্য সহজ সমাধান 😁

রিযক আসলে কী!🖤
17/01/2025

রিযক আসলে কী!🖤

ছবিটা দেখছি আর ভাবছি, যে ভদ্রলোক ইলিশ কিনে বাড়ি ফেরার পথে এই মরার দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তার পরিবারের লোকজনেরা কি...
17/01/2025

ছবিটা দেখছি আর ভাবছি, যে ভদ্রলোক ইলিশ কিনে বাড়ি ফেরার পথে এই মরার দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তার পরিবারের লোকজনেরা কি কোনোদিন ইলিশ পাতে তুলতে পারবে? মনে হচ্ছে লোকটার শোকে পাঁচটা মরা ইলিশও জিন্দা হয়ে উঠবে এই এক্ষুণি৷

শীতের দিনের প্রধান আকর্ষণ😁🍊
14/01/2025

শীতের দিনের প্রধান আকর্ষণ😁🍊

🖤🖤
13/01/2025

🖤🖤

Recent Favourite couple ❤️‍🩹
12/01/2025

Recent Favourite couple ❤️‍🩹

কবুতরের গলার কাছে একটি গ্রন্থি রয়েছে। পুষ্টিকর দুধজাতীয় তরল উৎপন্ন হয় সেখানে। নাম ক্রপ মিল্ক। তাতে রয়েছে প্রোটিন, ফ্যাট,...
10/01/2025

কবুতরের গলার কাছে একটি গ্রন্থি রয়েছে। পুষ্টিকর দুধজাতীয় তরল উৎপন্ন হয় সেখানে। নাম ক্রপ মিল্ক। তাতে রয়েছে প্রোটিন, ফ্যাট, অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ পদার্থ। স্ত্রী পুরুষ দুই কবুতরই এই দুধ উৎপন্ন করে। বাচ্চা ফুটে বের হওয়ার কিছুদিন আগে থেকেই দুধ চলে আসে বাবা-মায়ের দেহে।

বাচ্চাকে প্রথম দশ দিন এই দুধ পান করায় মা ও বাবা কবুতর। কবুতর ছাড়াও পেঙ্গুইন ও ফ্লেমিঙ্গোরাও এই দুধ উৎপন্ন করে।

Source - Deakin University, Australia..

পুরনো দেয়ালগুলোকেও কত সুন্দর ভাবে সাজানো যায়!❤️‍🩹
11/12/2024

পুরনো দেয়ালগুলোকেও কত সুন্দর ভাবে সাজানো যায়!❤️‍🩹

Address

1604 Madhabdi Narshingdi
Madhabdi
1604

Telephone

+8801724347175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fashion For Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share