Iqra Islamic Academy

Iqra Islamic Academy প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ।
তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে ইলম শিখে এবং শেখায়।
(1)

17/06/2024

আজকের দিনে গরু খাওয়ার পর শেখ বুরহানুদ্দিনের জন্য অন্তর থেকে দুআ করুন। তাঁর কারণেই রাজা গৌর গোবিন্দকে সিলেটের মাটি থেকে বিতাড়িত করে গরু খাওয়ার স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন শাহ জালাল ইয়েমেনী রাহ.।

আয়িশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,কুরবানির দিন মানুষ যেসব কাজ করে ত...
17/06/2024

আয়িশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

কুরবানির দিন মানুষ যেসব কাজ করে তন্মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা (কুরবানি করা)। কিয়ামাতের দিন তা (কুরবানির পশু) নিজের শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত হবে। তার রক্ত যমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকটে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। তাই তোমরা আনন্দিত মনে কুরবানি করো।

[সুনানুত তিরমিযি : হাদিস ক্রম ১৪৯৩ ; সুনানু ইবনি মাজাহ : হাদিস ক্রম ৩১২৬]

17/06/2024

সন্তান আর মা-বাবাকে সাথে নিয়ে কুরবানীর কাটিকুটি করার যেই প্রশান্তি তা ভাষায় প্রকাশ করার মত না।

আল্লাহ সকলকে এই নিয়ামত উপভোগ করার তাওফিক দান করুন।

16/06/2024

ঈদ মুবারক

কুরবানীর ঈদের আদব১।ঈদের রাতে ইবাদতের প্রতি যত্নবান হওয়া।  ২। মিসওয়াক করা।  ৩। গোসল করা।  ৪। সুগন্ধি ব্যবহার করা।  ৫। উত্...
16/06/2024

কুরবানীর ঈদের আদব
১।ঈদের রাতে ইবাদতের প্রতি যত্নবান হওয়া।
২। মিসওয়াক করা।
৩। গোসল করা।
৪। সুগন্ধি ব্যবহার করা।
৫। উত্তম কাপড় পরিধান করা।
৬। ঈদের নামাজের পূর্বে কোন নফল নামাজ না পড়া।
৭। ঈদুল আযহাতে কুরবানির পূর্বে কিছু না খাওয়া।
৮। ঈদের দিন ঈদগাহে সকাল সকাল চলে যাওয়া।
৯। (সম্ভব হলে) ঈদের নামাজে পায়ে হেঁটে যাওয়া।
১০। ঈদ্গাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবির দেওয়া।
১১। ঈদগাহ থেকে ফেরার সময় ভিন্ন রাস্তা দিয়ে ফেরা।
১২। ঈদুল আযহার নামাজ একটু আগে পড়া।
১৩। ঈদের নামাজের জন্য আযান ও ইকামাত না দেওয়া।
১৪। খুতবার সময় মুসল্লিদের জন্য ইমামের দিকে মনোযোগি হওয়া এবং নিজ নিজ স্থানে বসে থাকা।
১৫। ইমামের জন্য খুতবায় মুসল্লিদের উদ্দেশ্যে কুরবানির মাসায়েল বর্ণনা করা।
১৬। সম্ভব হলে ঈদগাহেই কুরবানির প্রাণী যবেহ করা।

16/06/2024

কুরবানী ঈদের দিনে কিছু সুন্নাহ বিস্তারিত আসছে একটু পরেই।

ঈদ মোবারকহাম্বা মোবারক
16/06/2024

ঈদ মোবারক
হাম্বা মোবারক

ময়দানে আরাফার অপূর্ব দৃশ্য।আজ থেকে প্রায় ১৪৫৫ বছর আগে,মক্কার এক পাহাড়ে দাঁড়িয়ে একজন মানুষ ঘোষণা দিয়েছিলেন,‘আল্লাহ ছাড়া আ...
16/06/2024

ময়দানে আরাফার অপূর্ব দৃশ্য।
আজ থেকে প্রায় ১৪৫৫ বছর আগে,
মক্কার এক পাহাড়ে দাঁড়িয়ে একজন মানুষ ঘোষণা দিয়েছিলেন,
‘আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আল্লাহর প্রেরিত রাসুল।
সেদিনের একজন থেকে আজ দুই বিলিয়নের বেশি মানুষ ইসলামের অনুসারী। সেই মহান মানুষটির উদাত্ত আহ্বান আজ বিশ্বের দিকে দিকে পৌঁছে গেছে।
بأبي أنت وأمي يا سيدي يا رسول الله ﷺ
হাবীবী ইয়া রাসুলাল্লাহ।
আমার বাবা-মা আপনার জন্য কুরবান হোক।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

16/06/2024

অতীতে যে পরিমাণ ভালো কাজের সুযোগ হাতছাড়া হয়েছে— এটা ভেবে হতাশায় ভুগবে না। কারণ, দীর্ঘ সময় ঘুমানোর পরও বহু মানুষ জেগে উঠেছে।
— ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ
[ লাফতাতুল কাবিদ, ৭৩ ]

ঈদের উপহার হিসেবে সন্তানকে বই দিন। বই সন্তানের উজ্জল ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। মোবাইল আসক্তি সন্তানের ভবিষ্যৎ হুমকির মূখ...
16/06/2024

ঈদের উপহার হিসেবে সন্তানকে বই দিন।
বই সন্তানের উজ্জল ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। মোবাইল আসক্তি সন্তানের ভবিষ্যৎ হুমকির মূখে ফেলবে।

16/06/2024

আপনার সন্তান বাইক কিভাবে চালাচ্ছে সে সম্পর্কে নজর রাখুন। নিচের পোস্টটি একজন ডাক্তারের।

বাইকাররা সাবধান। ফাকা ঢাকায় স্পিড ম্যানিয়া দেখাবেন না। গতকাল রাতে তিনজন বাইকার আসছে আইসিইউতে। একজন লাইফ সাপোর্টে। ঈদের দিন আর ঈদের পরের দিন আমরা সবচেয়ে বেশি এক্সিডেন্টের পেসেন্ট পাই।

চিল করতে গিয়ে নিজেকে কিল করবেন না।

ড. মেহেদী হাসান
আইসিউ বিভাগ, পপুলার হসপিটাল ঢাকা

16/06/2024
15/06/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি অবস্থা দুর্ভাগ্যজনক!

১। চোখে অশ্রু না আসা।
২। অন্তর কঠিন হয়ে যাওয়া।
৩। আকাঙ্ক্ষা অধিক হওয়া।
৪। ভোগ-বিলাসের প্রতি লোভ হওয়া।

[ তাফসিরে ইবনে কাসির, ইঃফা, খন্ড-১ ]

14/06/2024

সবচেয়ে বড় ধোঁকায় আছে সেই ব্যক্তি, যে কিনা আল্লাহর ঘৃণিত কাজে লিপ্ত থেকেও তাঁর কাছে পছন্দের জিনিস চায়।
— ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ
[ সাইদুল খাত্বির: ৬৮ ]

14/06/2024

হালাল যদি সামান্য পরিমাণও হয়, আল্লাহ তাতে বরকত দেন। অন্যদিকে হারাম যদি পাহাড়সম, সেটা থাকে না। আল্লাহ তা’য়ালা তা ধ্বংস করে দেন।

— ইমাম ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ
[ মাজমুউল ফাতাওয়া: ২৮/৬৪৬ ]

13/06/2024

চোখ দিয়ে পাপ বেশি করে দেখলে এবং হৃদয়ে পাপ বারবার জায়গা দিলে একটু একটু করে হৃদয় থেকে পাপের ভয়াবহতা দূর হয়ে যায়। একটা সময়ে এসে মানুষ পাপ দেখে, কিন্তু তার মনেই হয় না এগুলো পাপ। কারণ বারবার দেখতে দেখতে তার হৃদয় তাতে অভ্যস্ত হয়ে গেছে।

~ ইবনুন নাহ্‌হাস রাহিমাহুল্লাহ
[ তাম্বীহুল গাফিলীন: পৃ. ৯৩ ]

জিলহজ মাসের প্রথম দশ দিনের ১০টি আমল:
11/06/2024

জিলহজ মাসের প্রথম দশ দিনের ১০টি আমল:

আপনি আপনার স্ত্রীকে সম্মান করুন।আপনি আপনার স্ত্রীকে সম্মান করুন। কারণ সে আপনার সন্তানের মা। আপনি তার উপর সন্তুষ্ট থাকুন ...
09/06/2024

আপনি আপনার স্ত্রীকে সম্মান করুন।
আপনি আপনার স্ত্রীকে সম্মান করুন। কারণ সে আপনার সন্তানের মা। আপনি তার উপর সন্তুষ্ট থাকুন বা অসন্তুষ্ট থাকুন। পরিবারে কখনো কখনো একটু আকটু মনমালিন্য হতেই পারে। ঝগড়ার সময় দুজনেই একটি জিনিস খুব করে খেয়াল রাখবেন, যেই মানুষটার সাথে এখন আপনি ঝগড়া করছেন, একটু পরেই কিন্তু তার সাথেই আবার একই ছাদের নিচে বসবাস করবেন। একই রুমে থাকবেন। তো ঝগড়ার সময় এমন কোন আচরণ করবেন না যাতে পরবর্তীত এই আচরণের জন্য অনুশোচনায় পড়তে হয়। সুতরাং ঝগড়া করলেও সম্মান বজায় রাখুন। দেখবেন দুজনের ভালোবাসা বাড়বেই কখনো কমবে না।
আর একটি বিষয় হলো, সন্তান যখন দেখবে যে তার আম্মুকে আপনি যথেষ্ট সম্মান দিচ্ছেন, সেই সন্তান কোনদিন তার মায়ের অসম্মান করবে না। কারণ সে তার বাবাকে কোনদিন দেখেনি তার মাকে অপমান করতে। সে যা দেখে বড় হবে সেটার প্রভাব তার উপর পড়বেই। এই স্ত্রীকে সম্মান করার বিষয়টা খুব করে খেয়াল রাখবেন। আল্লাহ পবিত্র ভালোবাসা বাড়িয়ে দিবেন। বারাকাহ দান করবেন।

🔴মাত্র-৯৯৯ টাকায় ৩৫টি বই
🔴৪-১২ বছরের সন্তানদের জন্য ইসলামিক গাইডলাইন সিরিজ
📕“জীবন সাজাবো নবিজির মত” সিরিজটির বৈশিষ্ট্য :
✅শিশুর আদব-আখলাক যেন সুন্দর হয় সে উদ্দেশ্যেই সাজানো হয়েছে প্রতিটি বই।
✅একটি সুন্দর গল্পই বদলে দিতে পারে আপনার শিশুর ভাবনার জগৎ।
✅ছোটরা বইগুলো পড়তে পড়তেই জেনে যাবে শত শত আয়াত ও হাদীস।
✅ ২৭টি বইয়ে আছে ৮ করে পৃষ্ঠা। আর ৭টি বইয়ে রয়েছে ১৬টি করে পৃষ্ঠা।
✅প্রতিটি বই খুবই ছোট তাই শিশুরা বিরক্ত হবে না। এক বসাতেই একটি বই শেষ হয়ে যাবে।
✅৩৫টি বইয়ের মোট 328 পৃষ্ঠায় পাবেন শত শত শিক্ষণীয় গল্প ও ঘটনা, আয়াত ও হাদিস।
✅প্রতিটি বই‘ই সংকলন করা হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে।
✅ ফলে আপনার শিশু অনুপ্রাণিত হবে বিশুদ্ধ ইসলামি শিক্ষার আলোকে।
✅পুরো সিরিজটি সাজানো হয়েছে শিশুতোষ মন-মানসিকতার কথা মাথায় রেখে। তাই কোথাও জটিল শব্দ বা বড় বাক্য ব্যবহার করা হয়নি। সহজ সাবলীল করার চেষ্টা করা হয়েছে।
✅আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যে শিশুরা নিজে থেকে এখনো বই পড়তে পারে না, মানে যাদের বয়স ছয় বছরের কম
✅তারাও এই বইগুলো শুনতে খুব পছন্দ করবে।
📕আমাদের সিরিজে যে বইগুলো রাখা হয়েছে :
১. ছোটদের প্রিয় নবি (৯ টি বই)
২. আদব সিরিজ (৮ টি বই)
৩. আখলাক সিরিজ (৬ টি বই)
৪. ইসলামের বিধি-বিধান সিরিজ (৬ টি বই)
৫. পরিচয় জানি সিরিজ (৫ টি বই)
৬. পিতা-মাতার জন্য : সন্তান প্রতিপালনের গাইডলাইন বই
📕 ৪-১২ বছরের সন্তানদের জন্য ইসলামি গাইডলাইন সিরিজ
⚫ সর্বমোট : ৩৫টি বইয়ের বিশাল প্যাকেজ
⚫ ২০টি দু‘আ স্টিকার হাদিয়া
💰 মুদ্রিত মূল্য : 1500৳
🏵️ অফার মূল্য : 999৳
✅আরো বিস্তারিত জানতে ও সিরিজটি সংগ্রহ করতে ভিজিট করুন: https://iqraislamicacademy.xyz/
✅অর্ডার করতে মেসেজ করুন : m.me/216367241555344
☎কল করুন - 01951-844822

সন্তানের হাতে বই তুলে দিন, বই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে।
07/06/2024

সন্তানের হাতে বই তুলে দিন, বই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে।

জীবন সাজাবো নবিজির মত ছোটদের ইসলামিক গাইডলাইন প্যাকেজ সর্ম্পকেসম্মানিত গ্রাহকদের মতামত দেখুন।🔴মাত্র-৯৯৯ টাকায় ৩৫টি বই🔴৪-...
05/06/2024

জীবন সাজাবো নবিজির মত ছোটদের ইসলামিক গাইডলাইন প্যাকেজ সর্ম্পকে
সম্মানিত গ্রাহকদের মতামত দেখুন।

🔴মাত্র-৯৯৯ টাকায় ৩৫টি বই
🔴৪-১২ বছরের সন্তানদের জন্য ইসলামিক গাইডলাইন সিরিজ
📕“জীবন সাজাবো নবিজির মত” সিরিজটির বৈশিষ্ট্য :
✅শিশুর আদব-আখলাক যেন সুন্দর হয় সে উদ্দেশ্যেই সাজানো হয়েছে প্রতিটি বই।
✅একটি সুন্দর গল্পই বদলে দিতে পারে আপনার শিশুর ভাবনার জগৎ।
✅ছোটরা বইগুলো পড়তে পড়তেই জেনে যাবে শত শত আয়াত ও হাদীস।
✅ ২৭টি বইয়ে আছে ৮ করে পৃষ্ঠা। আর ৭টি বইয়ে রয়েছে ১৬টি করে পৃষ্ঠা।
✅প্রতিটি বই খুবই ছোট তাই শিশুরা বিরক্ত হবে না। এক বসাতেই একটি বই শেষ হয়ে যাবে।
✅৩৫টি বইয়ের মোট 328 পৃষ্ঠায় পাবেন শত শত শিক্ষণীয় গল্প ও ঘটনা, আয়াত ও হাদিস।
✅প্রতিটি বই‘ই সংকলন করা হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে।
✅ ফলে আপনার শিশু অনুপ্রাণিত হবে বিশুদ্ধ ইসলামি শিক্ষার আলোকে।
✅পুরো সিরিজটি সাজানো হয়েছে শিশুতোষ মন-মানসিকতার কথা মাথায় রেখে। তাই কোথাও জটিল শব্দ বা বড় বাক্য ব্যবহার করা হয়নি। সহজ সাবলীল করার চেষ্টা করা হয়েছে।
✅আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যে শিশুরা নিজে থেকে এখনো বই পড়তে পারে না, মানে যাদের বয়স ছয় বছরের কম
✅তারাও এই বইগুলো শুনতে খুব পছন্দ করবে।
📕আমাদের সিরিজে যে বইগুলো রাখা হয়েছে :
১. ছোটদের প্রিয় নবি (৯ টি বই)
২. আদব সিরিজ (৮ টি বই)
৩. আখলাক সিরিজ (৬ টি বই)
৪. ইসলামের বিধি-বিধান সিরিজ (৬ টি বই)
৫. পরিচয় জানি সিরিজ (৫ টি বই)
৬. পিতা-মাতার জন্য : সন্তান প্রতিপালনের গাইডলাইন বই
📕 ৪-১২ বছরের সন্তানদের জন্য ইসলামি গাইডলাইন সিরিজ
⚫ সর্বমোট : ৩৫টি বইয়ের বিশাল প্যাকেজ
⚫ ২০টি দু‘আ স্টিকার হাদিয়া
💰 মুদ্রিত মূল্য : 1500৳
🏵️ অফার মূল্য : 999৳
✅আরো বিস্তারিত জানতে ও সিরিজটি সংগ্রহ করতে ভিজিট করুন: https://iqraislamicacademy.xyz/
✅অর্ডার করতে মেসেজ করুন : m.me/216367241555344
☎কল করুন - 01951-844822

একনজরে দেখুন সিরিজের ৩৫টি বই।
03/06/2024

একনজরে দেখুন সিরিজের ৩৫টি বই।

সন্তানের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন।
29/05/2024

সন্তানের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন।

গতকাল সারাদিন বৃষ্টি থাকার কারণে আপনাদের সোনামনির জন্য অর্ডার করা স্পেশাল ইসলামিক গাইডলাইন প্যাকেজগুলো আজকে ডেলিভারি ম্য...
28/05/2024

গতকাল সারাদিন বৃষ্টি থাকার কারণে আপনাদের সোনামনির জন্য অর্ডার করা স্পেশাল ইসলামিক গাইডলাইন প্যাকেজগুলো আজকে ডেলিভারি ম্যান ব্যাগ ভর্তি করে নিয়ে গিয়েছে।

যারা অর্ডার করেছিলেন দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

Address

Shibchar
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqra Islamic Academy:

Videos

Share