Sumaiya Jahan Fatema

Sumaiya Jahan Fatema ShehRaj's Mom
(2)

রোনালদো একটা কোকের বোতল সরিয়ে এক রাতে ৩৫ হাজার কোটি টাকা লস করিয়ে দিয়েছিলো । কোম্পানিকে পথে বসিয়ে দিয়েছিলো। অথচ সে এক...
11/06/2024

রোনালদো একটা কোকের বোতল সরিয়ে এক রাতে ৩৫ হাজার কোটি টাকা লস করিয়ে দিয়েছিলো । কোম্পানিকে পথে বসিয়ে দিয়েছিলো। অথচ সে একজন খ্রিস্টান, সে চাইলে পশ্চিমা আর ফিফার দালালী করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো।
আর আমাদের দেশে যেখানে ৯০% মানুষ মুসলিম সেখানে কয়েকটা বস্তির মডেল ২ টাকার জন্য কোকের বিজ্ঞাপন করছে।
তারা হয়তো ভুলে গেছে যে এত জনপ্রিয়তা দর্শকদের জন্যই । আর যারা এত উপরে তুলতে পারে তারা টেনে নিচেও নামানোর ক্ষমতাও রাখে।
Collected

11/06/2024
09/06/2024

Alhamdulillah!❣️🥰

07/06/2024
31/05/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Najmul, Rj Ahmeed Saymul, মো সাব্বির হোসেন, Md Ripon

28/05/2024

ঝড়ের বাতাসের শব্দে
শুনি মানুষের আর্তনাদ। 😭
আল্লাহ সকলকে হেফাজতে রাখুন। (আমিন)

27/05/2024

তোমাকে ও ধরতে মানা! 😮

বৃষ্টিভেজা নয়নতারা 🤍🤍🤍
27/05/2024

বৃষ্টিভেজা নয়নতারা 🤍🤍🤍

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!!😭😭মুসলিম বিশ্ব আরেক বীরযোদ্ধাকে হারিয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মা...
20/05/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!!😭😭

মুসলিম বিশ্ব আরেক বীরযোদ্ধাকে হারিয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমীন। 🤲

17/05/2024

শুভ সকাল 🥰🥰

16/05/2024

মাশা-আল্লাহ 🖤 আল্লাহুম্মা বারিক লাহু 🥰
শেহরাজ বাবা তার বাবার সাথে প্রথম টিকা দিতে গিয়েছে 🥰 প্রচন্ড গরম আর ভীড়ের জন্য তার বাবা বাসা থেকে ফ্যান নিয়ে বাতাস খাওয়াচ্ছে 🖤

জুম্মা মোবারক সবাইকে   🤍 গোসল করতে যাচ্ছি 🥰মাশা-আল্লাহ 🥰 আল্লাহুম্মা বারিক লাহু 🤍
10/05/2024

জুম্মা মোবারক সবাইকে 🤍 গোসল করতে যাচ্ছি 🥰
মাশা-আল্লাহ 🥰 আল্লাহুম্মা বারিক লাহু 🤍

মাশা-আল্লাহ 🥰 আল্লাহুম্মা বারিক লাহু 🤍আলহামদুলিল্লাহ,,,, আমার রাজপুত্রের ১ মাস পূর্ণ হলো 🤍🤍🤍
10/05/2024

মাশা-আল্লাহ 🥰 আল্লাহুম্মা বারিক লাহু 🤍
আলহামদুলিল্লাহ,,,, আমার রাজপুত্রের ১ মাস পূর্ণ হলো 🤍🤍🤍

03/05/2024

জুম্মা মোবারক
🤍🤍🤍

11/04/2024

ঈদের শপিং, খাওয়া-দাওয়া বা ঘোরাঘুরি না করা সত্ত্বেও, এই ছোট জীবনের সবচেয়ে বেশি আনন্দময় ঈদ, আজকের ঈদ।আলহামদুলিল্লাহ 🤍🤍🤍

05/04/2024

সালামি একটি সুন্দর রেওয়াজ।
সবাই সাধ্যমতো সালামি দিন,
ঈদের আনন্দ বাঁচিয়ে রাখুন।
🥰🥰🥰

31/03/2024

১ম ১০ দিন খেজুর,লেবু আর তরমুজ ব্যবসায়ীদের।
২য় ১০ দিন পোশাক ব্যবসায়ীদের ৷
আর শেষ ১০ দিন পরিবহন ব্যবসায়ীদের।

আহলান সাহলান মাহে রমাদান,,,,, 🌟🌟🌟আল্লাহর কাছে এই কামনা করি,পবিত্র এই মাস টি যেন অবহেলা কাটিয়ে  যেতে না দেই।রমজানের মহিমা...
11/03/2024

আহলান সাহলান মাহে রমাদান,,,,, 🌟🌟🌟
আল্লাহর কাছে এই কামনা করি,
পবিত্র এই মাস টি যেন অবহেলা কাটিয়ে যেতে না দেই।
রমজানের মহিমান্বিত দিন গুলো যেন আমাদের দুনিয়া ও আখিরাতের সম্বল হয়ে ওঠে । আমিন।
🖤🖤🖤

01/03/2024

জুম্মা মোবারক
🤍🤍🤍

কিভাবে কথা বলতে হবে পবিত্র কোরআনের  কাছ থেকে শিখিঃ১. কথা বলার পূর্বে সালাম দেয়া। (নূর, ৬১)২. সতর্কতার সাথে কথা বলা (কেন...
07/11/2022

কিভাবে কথা বলতে হবে পবিত্র কোরআনের কাছ থেকে শিখিঃ

১. কথা বলার পূর্বে সালাম দেয়া। (নূর, ৬১)

২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (ক্বফ, ১৮)

৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (বাক্বারাহ, ৮৩)

৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (নূর, ৩)

৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (সূরা লুকমান, ১৯ ও হুজুরাত, ২ - ৩)

৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (নামল, ১২৫)

৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা। (আহযাব, ৭১ - ৭২)

৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। (লুকমান, ১৯)

৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। (হা- মীম সাজদাহ, ৩৪)

১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। (হা- মীম সাজদাহ, ৩৪)

১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (ছফ, ২)

১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা। (আ'রাফ, ১৯৯)

১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা। (আহযাব, ৩২)

১৪. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (ফুরকান, ৬৩)

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদেরকে তার নির্দেশ মোতাবেক চলার তাউফিক দান করুন, আমিন।

বুড়ি মরে গেল।😭বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...'ল...
18/09/2022

বুড়ি মরে গেল।😭
বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...
কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...

'লোক দেখানো শোক'
চললো কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো...

তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চললো।
কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে,
কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া......

যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল...

বুড়ো একা বসে বসে দেখে তাদের কান্ডকারখানা...

মনের বাজারে স্মৃতির দর'কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিকের কোন এক ফাঁক ফোকরে...

যে যার কাজে ব্যস্ত হয়ে যায়,
বুড়ো একা হয়ে পড়ে,
হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারী করে...

সেদিন ছোট নাতনী এসে বলে গেল
"দাদু দাদু, তুমি মরে গেলে কিন্ত এই লাঠিখানা আমার, আমি খেলবো.!"

এদিক থেকে বৌমা দৌড়ে আসে
"দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো।
এসব কথা বলতে নেই, বলেছি না.?

বুড়ো হাসে...
যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশির কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে...

সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে
"দাদুর অবস্থাও বেশি ভাল না।
কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার,
তখন জমিয়ে আড্ডা হবে.!"

বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে...

দুই ছেলের মাঝে তো প্রায়দিন ঝগড়া লেগেই থাকে,
বুড়ো কার কাছে ক'দিন খাবে এই নিয়ে...

বুড়োটা আজ কারো বাবা নয়,
আজ কারো শ্বশুর নয়,
কারো দাদুও নয়,
সে আজ শুধুই এক বোঝা...

আজ বুড়োর জন্মদিন।
গত বছর বুড়িটা বেঁচে ছিল,
তাও একটু পায়েশ রেঁধে খাইয়েছিলো...
আজ সারাটা দিন গেল,
কেউ কিছুই বললো না...

কিই বা বলবে.!
যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে,
কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার.!

অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনীর জন্মদিন পালন করা হলো...

বুড়োর হিসেব টা জমা পড়ে আছে,
কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে...

সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে...

বুড়িটার বেলা তে তো তাই হয়েছিল...

বুড়ো ভাবে, কিসের এ জীবন.?
কাদের জন্য এতকিছু.!

বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়।
কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে...

আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো,
মনে মনে এটাই বললো
"পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়...!

03/07/2022

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Jahan Fatema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumaiya Jahan Fatema:

Videos

Share

Category



You may also like