Drama - Queen

Drama - Queen পাশে থাকলেই সবাই আপন হয় না,কারণ নবাবের পাশেও মীর জাফর ছিলো 😷🥀

02/02/2025

মানুষ যারে ভালোবাসে, তার সব কিছু সারাজীবন মনে থাকে 🌸🥀

01/02/2025

"মনের কথা ফুরিয়ে যায়নি
শুধু প্রকাশ করার আগ্রহ নেই।😊💔

01/02/2025

আজকের তাজা খবর বিকাশ থেকে 475 টাকা দিচ্ছে একদম ফ্রি এখনি বেলেন্স চেক করুন 🌸

31/01/2025

পুরুষ মানুষের চেহারা বডি - ফিটনেস বয়স কোন বিষয় না, বিষয় হইলো টাহা যার দারে যত টাহা আছে হে তত বেশি সুন্দার🌸🥀

31/01/2025

আমি শিওর, আমার মতো আপনিও হাসি ধরে রাখতে পারেন নাই 😁

রিপন মিয়া / রিপন ভিডিওর পুনরুত্থান ও আমার কিছু কথারিপন মিয়ার নাম আমি প্রথম শুনি The Ajaira LTD. এর 'আমায় দিও কল' গানের ম...
30/01/2025

রিপন মিয়া / রিপন ভিডিওর পুনরুত্থান ও আমার কিছু কথা

রিপন মিয়ার নাম আমি প্রথম শুনি The Ajaira LTD. এর 'আমায় দিও কল' গানের মাধ্যমে। আজ থেকে প্রায় ৫ বছর আগের ২০২০ সালের এই গান তখন ট্রেন্ডে ফাটিয়ে দিচ্ছিল, এখন পর্যন্ত ভিউ প্রায় ৩০ মিলিয়ন।

আম গাছে আম ধরে
কুমড়ো ফলে চালে
দূর থেকে কিস দিলাম
তুলে নাও গালে
বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত।
আই লাবিউ।

এই দুই এক লাইনের কবিতাগুলো ছিল রিপন মিয়ার মূল হাতিয়ার তখনকার সময়ে।

২০২৪-২৫ এ এসে রিপন মিয়ার পুনরুত্থান হয়েছে। এতো ভালো মানের কামব্যাক বোধ হয় বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে নাই।

কেন এটা এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাস দেখলেই বুঝবেন। কেউ একজন ট্রেন্ড থেকে সরে ইরেলেভেন্ট হয়ে গেছে আর এর পর এইরকম দূর্দান্তভাবে ফেরত এসেছে এমন ঘটনা খুবই কম, তাও সেইম জনরার ভিডিওতে।

রিপন মিয়া নিজেকে অ্যাডাপ্ট করেছেন। এবার তাঁর মূল শক্তি ছিল শর্টস বা রিলস। উনার মাধ্যমেই বুঝেছি বাংলাদেশের মানুষ যেমন ল্যাম্বরগিনির পাশে দাঁড়িয়ে ভিডিও, দামি হোটেল বা রিসোর্টে দুই রাতের ভিডিও, এইরকম চাকচিক্যময় ভিডিও দেখে, তেমনি একদম সাধারণ একজন মানুষ শীতের সকালে উঠে দাঁত মাজছে ছাই দিয়ে, পিঠা খাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে বরইয়ের ভর্তা খাচ্ছে, এসব ভিডিও করেও যে ভিউজ আনা সম্ভব এটা রিপন মিয়া দেখিয়ে দিয়েছেন। তার সাথে এবার তিনি কোল্যাব করছেন অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। এস পি ক্রিয়েশন, রাফসান দ্য ছোটোভাই ইতোমধ্যে তার সাথে ভিডিও বানিয়ে ফেলেছে। শুধু শর্ট বা রিলেই থেমে থাকেন নি। ইউটিউবে লং ফরম্যাট ভিডিও ব্লগ বা ভ্লগও ছাড়ছেন খুবই প্রফেশনালি। বোঝা যায়, হয় তার সোশাল মিডিয়াকে বোঝার ব্রেন টা খুব ভালো অথবা তার আশে পাশে যারা আছেন তারা তাকে খুব ভালোভাবে গাইড করছেন।

যেসব কন্টেন্ট ক্রিয়েটর ক্রস ক্লাস পেনেট্রেশান করতে পারে তাদের আমি একটু আলাদা চোখে দেখি। ক্রস ক্লাস বলতে আপনি খুবই সাধারণ লোয়ার ক্লাস সিটিজেন কিন্তু আপনি যা করেন, আপনার কন্টেন্ট আপার ক্লাসের মানুষজনও দেখছে। তেমনি উল্টাটাও হতে পারে, আপার ক্লাসের মানুষের দৈনন্দিন জীবনের ভিডিও লোয়ার ক্লাসের মানুষজন দেখছে, যেটাই আসলে বেশী হয়, তবে রিপন মিয়া স্রোতের বিপরীতে খেলে দেখিয়ে দিয়েছেন।

রিপন মিয়ার পুনরুত্থান বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে একটা বিপ্লব হয়তো নাও হতে পারেন, তবে তিনি যা করে দেখিয়েছেন, সেটা সবার পক্ষে সম্ভব না।

এটাই বাস্তব। হা হা হা।

হাজারো বখাটের মাঝে এক কিশোরী!
29/01/2025

হাজারো বখাটের মাঝে এক কিশোরী!

আপনি শুরুতে যেটা পড়ছেন আমিও ঐটাই পড়ছিলাম!!🙂
28/01/2025

আপনি শুরুতে যেটা পড়ছেন আমিও ঐটাই পড়ছিলাম!!🙂

একটি গোলাপের পিক দিয়ে যান ফোন থেকে ! 🙂
27/01/2025

একটি গোলাপের পিক দিয়ে যান ফোন থেকে ! 🙂

26/01/2025

ছোটবেলায় আঙুল দিয়ে কবর দেখানোর পর আঙুলে কা!মড় দেওয়া মানুষগুলো কই..🙂

গতকাল অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনার ভিডিও দেখে ভাবতেছি, পড়াশোনা কি আসলেই লস প্রজেক্ট! 🙂 না, মোটেও না। অপুর কাছে বা ...
25/01/2025

গতকাল অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনার ভিডিও দেখে ভাবতেছি, পড়াশোনা কি আসলেই লস প্রজেক্ট! 🙂
না, মোটেও না।
অপুর কাছে বা টিকটকারদের কাছে ওর লাইফটা ডেফিনিটলি সাকসেসফুল।
কিন্তু আপনার কি একটাবার অপুর মতো টিকটকে ভিডিও করার মতো মানসিকতা আছে? বা কখনো ইচ্ছে হইছে?
আশা করি হয়নাই। এইটাই আপনার রুচিবোধ যা আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করছেন।
এই রুচিবোধের স্যাটিসফেকশন লেভেল ল্যাম্বরগিনি গাড়ির চাইতেও দামি। ❤️

24/01/2025

লালন ফকির ভেবে বলে সদায়,,ওই প্রেম যে করে সে যানে 🙂🌸

24/01/2025

আমি হাল ছাড়বো না, তোমাকে আমার লাগবেই 🙂💔

৩মাস পর ছিড়ে যাবে জেনেও বিছানার চাদর গোছাও। অথচ ৩০ বছর যার সাথে ঘুমাবা, তারে একটু গোছাইয়া লইতে পারোনা।
22/01/2025

৩মাস পর ছিড়ে যাবে জেনেও বিছানার চাদর গোছাও। অথচ ৩০ বছর যার সাথে ঘুমাবা, তারে একটু গোছাইয়া লইতে পারোনা।

পাঁচ বছর রিলেশনশিপ এভাবে ভুলে গিয়েছে যেন জীবনে কিছুই ছিল না আমাদের ছেলেদের  সাথে কিছু মেয়েরা সব পারে এটাই বাস্তব আমার ...
22/01/2025

পাঁচ বছর রিলেশনশিপ এভাবে ভুলে গিয়েছে যেন জীবনে কিছুই ছিল না আমাদের ছেলেদের সাথে কিছু মেয়েরা সব পারে এটাই বাস্তব আমার জীবনে শুধু এখন আছে ডিপ্রেশন চিন্তা আর রাতে ঘুমহীন সে আরেকজনের সাথে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিন্দু পরিমাণ আমার চিন্তা নাই এই ভালোবাসাটা পাঁচটা বছরের ভালোবাসা ৫ দিন লাগে নাই ভুলে যেতে

৩১ ডিসেম্বর। বছরের শেষ দিন। একটা সময় ছিল যখন এই দিনটা আমাদের জন্য ছিল বিশেষ। পাঁচ বছর আগে এই দিনে আমরা একে অপরকে চেয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো অবস্থাতেই একে অপরের হাত ছেড়ে দেব না। আজ সেই একই দিনে, তুমি আমাকে ছেড়ে অন্য কারও সঙ্গে জীবন শুরু করতে চাও।

আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তোমার সেই সিদ্ধান্তের সামনে। কোনো অভিযোগ নেই, কোনো তর্ক নেই। তোমার খুশির জন্য তোমাকে ছেড়ে দিয়েছি। কিন্তু জানি না, কেন বুকটা এত ভারী লাগছে। মনে হচ্ছে, এই কষ্টটা আমাকে কখনো ছেড়ে যাবে না।

তুমি বলেছিলে, আমি তোমার পৃথিবী। আজ বুঝলাম, সেই পৃথিবীর জন্য আমি যথেষ্ট ছিলাম না। তোমার খুশির জন্য যদি আমাকে ত্যাগ করতেই হয়, তাহলে আমি মেনে নিয়েছি। তবু একটা প্রশ্ন রয়ে গেল—এই পাঁচটা বছর কি শুধুই অভিনয় ছিল? নাকি এই সিদ্ধান্ত তোমার বাস্তব চাহিদার সামনে আমাদের ভালোবাসা হেরে গিয়েছে?

আমি জানি, সময় তোমাকে অনেক সুখ দিক। আমি কখনো চাইব না তুমি আমার মতো এই কষ্টটা অনুভব করো। তবু জীবন অদ্ভুত। কেউ কাউকে ঠকিয়ে সুখে থাকতে পারে না। আমি বলছি না তোমার খুশি নষ্ট হোক, কিন্তু একদিন এই জীবন তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবে—সেই দিন তুমি বুঝবে, আমি সত্যিই কতটা আপন ছিলাম।

আজকের এই শেষ দিনের গল্পটা এখানেই শেষ হলো। কাল ১ জানুয়ারি। নতুন বছরের শুরু। কিন্তু আমার জীবনে নতুন কোনো গল্প নেই। তুমি ছাড়া আমার পৃথিবী শূন্য। তবু আমি জেনে গেছি, জীবনের প্রতিটি অধ্যায়ে সবকিছু আমাদের হাতের মুঠোয় থাকে না।

শেষ কথা শুধু এতটুকুই—"তুমি খুশি থাকো। আর যদি কখনো মনে পড়ে, আমি এখানেই আছি।
কপি পোস্ট : Mohammad Shahid

21/01/2025

শুভ রাত্রি বন্ধুরা 🥱🥱

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
21/01/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

21/01/2025

ধাধা নু-নু কাটলে বড় হয় 🥵🥀

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drama - Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category