20/12/2022
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং একটি পেশা। এখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
দেখা গেলো আপনি এখন কাজ করতে চাইছেন না; আপনি করবেন না। আপনার যখন ইচ্ছা করবে তখন আবার করতে পারবেন। এখানে ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সেই আপনার ইমপ্লয়ার।
সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট কোনো অফিস নেই। আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।
ঘরে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে খুব সহজেই সরকারি, বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন। আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।
আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না, কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেইসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ অর্থ উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
যারা ফ্রিল্যান্সিং নিয়ে স্বপ্ন দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখেন।
Digital creator