শিরখাড়া নিউজ 24

শিরখাড়া নিউজ 24 মাদারীপুর জেলার শিরখাড়া ইউনিয়নের যাবতীয় তথ্য পেয়ে থাকবেন এইখানে।
(3)

14/12/2024

শাখারপাড় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল ম্যাচ

খেলা অনুষ্ঠিত হয় লুন্দি ফুটবল একাদশ বনাম ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি-এর মধ্যে। টানটান উত্তেজনায় ভরা ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে পারেনি। ফলস্বরূপ, খেলা গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত, লুন্দি ফুটবল একাদশ ট্রাইবেকারে জয়লাভ করে এবং শিরোপা নিজেদের করে নেয়।

স্থান: শাখারপাড় হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, রাজৈর, মাদারীপুর।
তারিখ: ১৪-১২-২০২৪।

এই ম্যাচটি ছিল দর্শকদের জন্য এক অসাধারণ ফুটবল অভিজ্ঞতা।

28/11/2024

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্লাবের সামনে।

উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিরাজ তালুকদার এবং মাদারীপুর জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রফিকুল সিকদার। এছাড়াও বিভিন্ন স্তরের নেতা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

সভাটি প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

22/11/2024

শাখারপাড় হাই স্কুল মাঠ ফুটবল টুনামেন্ট ২০২৪ এর সেমিফাইনাল ম্যাচ খেলায় অংশগ্রহণ করেন, সমাদ্দার কিংস একাদশ বনাম লুন্দি একাদশ। কাঙ্ক্ষিত সময় কোনো দলের গোল না হওয়ায়, খেলার নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। পরে লুন্দি একাদশ বিজয় লাভ করে।

ইশিবপুর ইউনিয়ন, রাজৈর, মাদারীপুর।

21/11/2024

বাংলাদেশের গর্ব: আহমাদাবাদ (চন্ডীবর্দীর) পীর সাহেব মাওলানা আলী আহমেদ চৌধুরী সাহেব

একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি শুধু ধর্মীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকেননি, বরং সমাজের জন্য অসামান্য অবদান রেখেছেন।

✔ তার উদ্যোগে মাদারীপুর শহরের পতিতা-পল্লী উচ্ছেদ হয়।
✔ জীবনের ঝুঁকি নিয়ে অনৈতিক কার্যকলাপ দমন করেছেন।
✔ ৫৩টি জেলায় তার ভক্তবৃন্দ যারা প্রতিবছর মাহফিলে এসে ইসলামের আলো শোনেন।

পূর্বপুরুষ জমিদার হওয়া সত্ত্বেও তিনি বেছে নিয়েছেন সাধারণ জীবনযাপন। তার নেতৃত্ব, আদর্শ, ও কর্ম সমাজে এক অনুকরণীয় উদাহরণ হয়ে আছে।

মাদারীপুরের এই আলোকিত মানুষের জীবন ও অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

17/11/2024

মাদারীপুরে ইসলামের আলোয় আলোকিত এক মাহফিল: জেনে নিন বিস্তারিত

১৬, ১৭ এবং ১৮ নভেম্বর তিনদিনব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করেছে জামিয়া ইসলামিয়া আরাবিয়া আহমেদাবাদ চন্ডিবরদী মাদ্রাসা।

এটি একটি অনন্য আয়োজন যেখানে ইসলামের জ্ঞান, তাকওয়া এবং আত্মশুদ্ধির দীক্ষা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেম-ওলামারা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো মুসলিম ভাই একত্রিত হয়ে এই মাহফিলে অংশগ্রহণ করবেন।

কুরআন ও সুন্নাহর আলোকে উপস্থাপিত হবে দুনিয়া ও আখিরাতের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। মাহফিলটি আত্মার প্রশান্তি এবং ঈমানের দৃঢ়তা অর্জনের এক অনন্য সুযোগ।

আপনিও এই মাহফিলে অংশ নিয়ে সওয়াব অর্জন করুন এবং ইসলামের সুমহান শিক্ষা গ্রহণ করুন।

স্থান: জামিয়া ইসলামিয়া আরাবিয়া আহমেদাবাদ চন্ডিবরদী মাদ্রাসা।
তারিখ: ১৬-১৮ নভেম্বর ২০২৪।

#ইসলাম #মাহফিল #আত্মশুদ্ধি #ঈমান #বাংলাদেশ

 িখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুচিয়ামোড়া গ্রামের রিপন সন্য...
16/11/2024

িখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ

মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুচিয়ামোড়া গ্রামের রিপন সন্যমাতের ছেলে আব্দুল আহাদ (রিমন) ১৪ কে গতকাল ১৫-১১-২০২৪ইং দুপুর বিকেল ৩ ঘটিকায় সময় হতে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রিমন মাদারীপুর সদর পৌর এলাকার ধনু গ্রাম মাদ্রাসার শিক্ষার্থী, গতকাল বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরনে ছিল সাদা পাঞ্জাবি টুপি।

কোন সহৃদয়বান ব্যক্তি যদি রিমনের সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রয়োজনে মোবাইল নম্বরঃ 01740-861381 (বিল্লাল হাওলাদার)
‌‌‌‌~~~~ 01753-760284

Update: পাওয়া গেছে

07/11/2024

মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ টাইগার ক্লাব ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলতে আসা বিদেশি ফুটবল খেলোয়াড় এবং বাংলাদেশী ফুটবল খেলোয়াড় যা বললেন।

খেলায় অংশগ্রহণ করেছে উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব একাদশ বনাম চর ঘুনসী একাদশ। শেষে ৩-২ গোলে খেলার নিষ্পত্তি হলে, বিজয়ী হয় উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব।

05/11/2024

স্ট্রোকের কারণে অকালে ঝরে যায় তাজা প্রাণ। স্ট্রোক কি? এর লক্ষণ কী? অথবা এর কারণই বা কী?

আমাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দুই পর্বের আজকের বিষয় স্ট্রোক। এ বিষয়ে কথা বলবেন শিরখাড়া ইউনিয়নের কৃতি সন্তান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইউসুফ আলী।

04/11/2024

মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ টাইগার ক্লাব ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

যে খেলায় অংশগ্রহণ করেছে উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব একাদশ বনাম চর ঘুনসী একাদশ।

খেলার ফলাফলঃ উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব একাদশ (৩) গোল বনাম চর ঘুনসী একাদশ (২) গোলে হারিয়ে বিজয় হয় উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব।

03/11/2024

পশ্চিম মাঠ টাইগার ক্লাব ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ

উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব একাদশের চ্যাম্পিয়নশিপ বিজয় ও উল্লাস!

03/11/2024

পশ্চিম মাঠ টাইগার ক্লাব ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ

খেলাটি অনুষ্ঠিত হয়েছে পশ্চিম মাঠ বাঘা বাড়ির মাঠে।

খেলায় অংশগ্রহণ করেছে উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব একাদশ বনাম চর ঘুনসী একাদশ।

আয়োজনে: পশ্চিম মাঠ টাইগার ক্লাব
সার্বিক সহযোগিতায়: তোতা বাঘা (সবুজ)

স্থান: শিরখাড়া ইউনিয়ন, মাদারীপুর সদর।

02/11/2024

পশ্চিম মাঠ টাইগার ক্লাব ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল রোববার ০৩/১১/২০২৪ ইং অনুষ্ঠিত হবে।

খেলাটি অনুষ্ঠিত হয় পশ্চিম মাঠ বাঘা বাড়ির মাঠে,,

খেলায় অংশগ্রহণ করবেন, উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব একাদশ বনাম চর ঘুনসী একাদশ ।

আয়োজনে - পশ্চিম মাঠ টাইগার ক্লাব
সার্বিক সহযোগিতায় - তোতা বাঘা ( সবুজ)

29/10/2024

পিতা মাতা গুরুত্ব ও নবী রাসুল নিয়ে বয়ান করলেন হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদী।

স্হানঃ হবিগঞ্জ মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানা ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলে, হবিগঞ্জ, বাহাদুরপুর ইউনিয়ন, মাদারীপুর সদর।

27/10/2024

"মাদারীপুরের এই চা বিক্রেতার গল্প আপনাকে মুগ্ধ করবে! ছোট্ট স্টল, কিন্তু তার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। জানুন তাঁর সাফল্যের অনুপ্রেরণামূলক যাত্রা!"

#মাদারীপুর
#চাবিক্রেতা
#বাংলারগল্প
#অনুপ্রেরণা
#বাংলাদেশ
#সফলতারগল্প
#ভালোলাগা
#বাংলারমানুষ

25/10/2024

মাদ্রাসাতুল কুরআন আল-ইসলামিয়া ও এতিমখানা এর উদ্যোগে পূর্ব বল্লভদী (মুন্সী বাড়ি), শিরখাড়া, মাদারীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল।

এই মাহফিল সরাসরি সম্প্রচার হচ্ছে শিরখাড়া নিউজ 24 থেকে।

25/10/2024

শিরখাড়া নিউজ২৪ এ পোস্টের ১ ঘন্টার মধ্যেই প্রবাসী সজিব সরদারের অতি গুরুত্বপূর্ণ কাগজ প্রাপ্তি!! আনন্দে আত্নহারা সজিব যেন অনুভূতি প্রকাশ করতেই ভূলে গেছে। উল্লেখ সজীবের বাড়ি কেন্দুয়া ইউনিয়নে।

ধন্যবাদ সজিবকে।

একটি প্রাপ্তি সংবাদ । নিম্নে প্রদর্শিত ব্যক্তি  সজিব সরদার,  কেন্দুয়া ইউনিয়ন  এর এনআইডি ((NID) কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজ...
25/10/2024

একটি প্রাপ্তি সংবাদ ।

নিম্নে প্রদর্শিত ব্যক্তি সজিব সরদার, কেন্দুয়া ইউনিয়ন এর এনআইডি ((NID) কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজ এবং টাকা পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ সহ নিচের নাম্বারে যোগাযোগের আনুরোধ করা হচ্ছে।

01717366923
অথবা
Shirkhara news24 এর নাম্বারে ।

Address

শিরখাড়া ইউনিয়ন
Madaripur
7901

Alerts

Be the first to know and let us send you an email when শিরখাড়া নিউজ 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শিরখাড়া নিউজ 24:

Share

Category