Rasel Hossain Howlader

Rasel Hossain Howlader "সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না,সুখের বাস আত্মার গহীনে"

"আপনি যাকে আঘাত করছেন""তার চুপ থাকাকে ভয় করুন"" সে যদি চুপ করে সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়,তাহলে আপনার পরিনতি ...
27/12/2022

"আপনি যাকে আঘাত করছেন"
"তার চুপ থাকাকে ভয় করুন"
" সে যদি চুপ করে সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়,তাহলে আপনার পরিনতি ভয়াবহ হবে"
" মনে রাখবেন দুনিয়াতে এমন মানুষ আছে যার দীর্ঘশ্বাস টুকু আল্লাহ কবুল করে নেন "

আমি একদিন নিখোঁজ হবো, উধাও হবো রাত প্রহরে,সড়কবাতির আবছা আলোয়, খুঁজবে না কেউ এই শহরে।ভাববে না কেউ, কাঁপবে না কেউ, কাঁদবে ...
17/12/2022

আমি একদিন নিখোঁজ হবো, উধাও হবো রাত প্রহরে,
সড়কবাতির আবছা আলোয়, খুঁজবে না কেউ এই শহরে।
ভাববে না কেউ, কাঁপবে না কেউ, কাঁদবে না কেউ একলা একা,
এই শহরের দেয়ালগুলোয়— প্রেমহীনতার গল্প লেখা।

~ সাদাত হোসাইন

তুমিই বস দেখিয়ে দিলে 🇦🇷🇦🇷🇦🇷❤️
09/12/2022

তুমিই বস দেখিয়ে দিলে 🇦🇷🇦🇷🇦🇷❤️

25/11/2022
★★ অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।★★
20/11/2022

★★ অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।★★

“আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো,দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর,পক্ষ হতে রহমত মনে হবে।”
30/10/2022

“আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো,দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর,পক্ষ হতে রহমত মনে হবে।”

সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্যাংকিং সেবা নেয়ার সময় লেনদেন শেষ করার পর মোবাইলে এসএমএস অথবা কম্পিউটার জেনারেটেড স্লিপ  প...
03/03/2022

সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্যাংকিং সেবা নেয়ার সময় লেনদেন শেষ করার পর মোবাইলে এসএমএস অথবা কম্পিউটার জেনারেটেড স্লিপ পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসএমএস অথবা স্লিপ পাওয়ার আগে আউটলেট ত্যাগ করবেন না।

বিস্তারিত ১৬২৩৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা । ুশে সিটি ব্যাংক লিমিটেডসাহেব রামপুর বাজার আউটলেট শাখা
20/02/2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা ।

ুশে সিটি ব্যাংক লিমিটেড
সাহেব রামপুর বাজার আউটলেট শাখা

City Bank Saheb Rampur Bazar Outlet
16/02/2022

City Bank Saheb Rampur Bazar Outlet

19/12/2021

#ব্যাংকের_সম্মানিত_একাউন্ট_হোল্ডারদের_জ্ঞাতার্থেঃ

আপনার ব্যাংক একাউন্টে(লোন বা সঞ্চয়ী বা ডিপিএস) যদি বছরের কোনো একদিন এক মিনিটের জন্যও ব্যালান্স ১ লাখের ওপর হয়, ১৫০ টাকা আবগারি শুল্ক কেটে নেবে ব্যাংক।
তদ্রূপ
✅ব্যালান্স ৫ লাখ+ এর জন্য ৫০০ টাকা
✅ব্যালান্স ১০ লাখ + এর জন্য ৩,০০০ টাকা
✅ব্যালান্স ১ কোটি+ এর জন্য ১৫,০০০ টাকা
✅ব্যালান্স ৫কোটি+ এর জন্য ৪০,০০০ টাকা
✅আবগারি শুল্ক কাটা হবে। অবশ্যই এই শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
আপনার ব্যাংক একাউন্ট যদি মুনাফা যোগ হয়ে থাকে তবে মুনাফার ১০%(With TIN number ) উৎস কর এবং ১৫%(Without TIN number ) উৎস কর কাটা হবে। অবশ্যই এই উৎস কর সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
দয়া করে এই ব্যাপারে ব্যাংকারদের অভিসম্পাত দেবেন না।কারণ এই নিয়ম বাংলাদেশ সরকার করছে,এখানে ব্যাংকের কোনো হাত নেই।ব্যাংক শুধু শুল্ক টা কেটে সরকারি কোষাগারে জমা করে ।..
আবগারি শুল্কের পাশাপাশি বিবিধ প্রকার চার্জও কাটবে ব্যাংক। যেমন ধরেনঃ সার্ভিস চার্জ, এসএমএস চার্জ, অনলাইন চার্জ, আরো নানা নামীয় চার্জ এবং প্রতিটি চার্জের সাথে ১৫% ভ্যাট।
এই চার্জ কাটার ব্যাপারে ব্যাংকারদের কিঞ্চিৎ গালাগালি করতে পারেন।..
ব্যাংকে একাউন্ট রাখতে হলে এই চার্জ দিতেই হবে, ভাইয়া/আপু
অবশ্য, আপনি যদি মোবাইলে একাউন্ট মেইনটেইন করতে চান, সেইটা আপনার ইচ্ছা বা খুশ খেয়াল।
(আর যদি মাটির ব্যাংকে টাকা রাখেন তবে উপরের অনুরোধ গুলি আপনার জন্য না)

জনগণের আর্থিক অন্তর্ভুক্তির জায়গাটিতে এক যুগান্তকারী নতুন সম্ভাবনা নিয়ে এলো সিটি ব্যাংক, বিকাশ-এর সাথে। এখন বিকাশ গ্রাহক...
16/12/2021

জনগণের আর্থিক অন্তর্ভুক্তির জায়গাটিতে এক যুগান্তকারী নতুন সম্ভাবনা নিয়ে এলো সিটি ব্যাংক, বিকাশ-এর সাথে। এখন বিকাশ গ্রাহকেরা তাদের বিকাশ অ্যাপের মাধ্যমে আবেদন করে লোন প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে মুহূর্তেই পেয়ে যাবেন সিটি ব্যাংক-এর ইনস্ট্যান্ট ন্যানো লোন; আবার বিকাশ অ্যাপ থেকেই সেই লোন তারা পরিশোধও করতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকদের বিকাশ অ্যাপ আপডেট করতে হবে।

• ৫০০টাকা থেকে ২০,০০০টাকা পর্যন্ত ৩ মাস মেয়াদী জামানতবিহীন লোন
• কোন ঝামেলা ছাড়াই তাৎক্ষনিক লোন পাওয়ার সুবিধা, অনেক কম ইন্টারেস্টে
• বিকাশ একাউন্ট ব্যালেন্স থেকেই অটো-কিস্তি পরিশোধের সুবিধা

বিস্তারিত জানুন এখানে: https://www.bkash.com/bn/loan
বিকাশ অ্যাপঃ https://bka.sh/apploan
কিভাবে লোন নিবেন ও পরিশোধ করবেন জেনে নিন: https://youtu.be/j2MjgAai4_I

বিস্তারিত জানতেঃ🍂 আমাদের আউটলেটের ঠিকানাঃ🏦 সিটি ব্যাংক,সাহেব রামপুর বাজার, আউটলেট।🏢 হাসপাতাল রোড (২য় তলায়)।🏘️ সাহেব রামপ...
22/11/2021

বিস্তারিত জানতেঃ
🍂 আমাদের আউটলেটের ঠিকানাঃ
🏦 সিটি ব্যাংক,সাহেব রামপুর বাজার, আউটলেট।
🏢 হাসপাতাল রোড (২য় তলায়)।
🏘️ সাহেব রামপুর বাজার,কালকিনি,মাদারীপুর।
✅ 01820-000567,01670-100004.

16/11/2021

আমাদের সিটি এজেন্ট ব্যাংকিং চ্যানেল থেকে এখন পার্সোনাল লোন প্রসেস করা যায়। যা আমাদের সহযোগীতায় আপনার আউটলেট থেকে লোনের আবেদন গ্রহন করতে পারবেন।

কিছু সাধারন প্রশ্নঃ
🌐কে কে লোনের আবেদন করতে পারেন?
উত্তরঃ
১। সরকারী চাকুরীজিবি যার বেতন ১৮ হাজার +
২। বেসরকারি চাকুরীজিবি যার বেতন ২০ হাজার +
৩। চাকুরী পারমানেন্ট হতে হবে
৪। চাকুরীর বয়স মিনিমাম ১ বছর হতে হবে
৫। মাসিক বেতন যে কোন ব্যাংকে ডুকতে হবে।

🌐লোন কত মাস মেয়াদি হবে?
উত্তরঃ ১২ মাস থেকে ৬০ মাস

🌐 কত পারসেন্ট লাভ দিতে হবে?
উত্তরঃ ৯ পারসেন্ট

🌐কত টাকা লোন নিতে পারে
উত্তরঃ ব্যাসিক সেলারীর ১২ থেকে ১৫ গুন পাবেন যাহা ব্যাংক সিদ্ধান্ত নিবে।

সব কিছু ঠিক থাকলে কিছু ডকুমেন্টস দিতে হবে যা নিচের ছবিতে দেয়া হলো।

যে কোন প্রয়োজনে কল করুনঃ
সাহেব রামপুর সিটি এজেন্ট ব্যাংক এ
01670-100004

Address

Sahebrampur
Madaripur
7929

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Hossain Howlader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Hossain Howlader:

Videos

Share