Rasel Hossain Howlader

Rasel Hossain Howlader "সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না,সুখের বাস আত্মার গহীনে"

"আপনি যাকে আঘাত করছেন""তার চুপ থাকাকে ভয় করুন"" সে যদি চুপ করে সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়,তাহলে আপনার পরিনতি ...
27/12/2022

"আপনি যাকে আঘাত করছেন"
"তার চুপ থাকাকে ভয় করুন"
" সে যদি চুপ করে সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়,তাহলে আপনার পরিনতি ভয়াবহ হবে"
" মনে রাখবেন দুনিয়াতে এমন মানুষ আছে যার দীর্ঘশ্বাস টুকু আল্লাহ কবুল করে নেন "

আমি একদিন নিখোঁজ হবো, উধাও হবো রাত প্রহরে,সড়কবাতির আবছা আলোয়, খুঁজবে না কেউ এই শহরে।ভাববে না কেউ, কাঁপবে না কেউ, কাঁদবে ...
17/12/2022

আমি একদিন নিখোঁজ হবো, উধাও হবো রাত প্রহরে,
সড়কবাতির আবছা আলোয়, খুঁজবে না কেউ এই শহরে।
ভাববে না কেউ, কাঁপবে না কেউ, কাঁদবে না কেউ একলা একা,
এই শহরের দেয়ালগুলোয়— প্রেমহীনতার গল্প লেখা।

~ সাদাত হোসাইন

তুমিই বস দেখিয়ে দিলে 🇦🇷🇦🇷🇦🇷❤️
09/12/2022

তুমিই বস দেখিয়ে দিলে 🇦🇷🇦🇷🇦🇷❤️

25/11/2022
★★ অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।★★
20/11/2022

★★ অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।★★

“আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো,দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর,পক্ষ হতে রহমত মনে হবে।”
30/10/2022

“আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো,দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর,পক্ষ হতে রহমত মনে হবে।”

সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্যাংকিং সেবা নেয়ার সময় লেনদেন শেষ করার পর মোবাইলে এসএমএস অথবা কম্পিউটার জেনারেটেড স্লিপ  প...
03/03/2022

সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্যাংকিং সেবা নেয়ার সময় লেনদেন শেষ করার পর মোবাইলে এসএমএস অথবা কম্পিউটার জেনারেটেড স্লিপ পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসএমএস অথবা স্লিপ পাওয়ার আগে আউটলেট ত্যাগ করবেন না।

বিস্তারিত ১৬২৩৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা । ুশে সিটি ব্যাংক লিমিটেডসাহেব রামপুর বাজার আউটলেট শাখা
20/02/2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা ।

ুশে সিটি ব্যাংক লিমিটেড
সাহেব রামপুর বাজার আউটলেট শাখা

City Bank Saheb Rampur Bazar Outlet
16/02/2022

City Bank Saheb Rampur Bazar Outlet

19/12/2021

#ব্যাংকের_সম্মানিত_একাউন্ট_হোল্ডারদের_জ্ঞাতার্থেঃ

আপনার ব্যাংক একাউন্টে(লোন বা সঞ্চয়ী বা ডিপিএস) যদি বছরের কোনো একদিন এক মিনিটের জন্যও ব্যালান্স ১ লাখের ওপর হয়, ১৫০ টাকা আবগারি শুল্ক কেটে নেবে ব্যাংক।
তদ্রূপ
✅ব্যালান্স ৫ লাখ+ এর জন্য ৫০০ টাকা
✅ব্যালান্স ১০ লাখ + এর জন্য ৩,০০০ টাকা
✅ব্যালান্স ১ কোটি+ এর জন্য ১৫,০০০ টাকা
✅ব্যালান্স ৫কোটি+ এর জন্য ৪০,০০০ টাকা
✅আবগারি শুল্ক কাটা হবে। অবশ্যই এই শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
আপনার ব্যাংক একাউন্ট যদি মুনাফা যোগ হয়ে থাকে তবে মুনাফার ১০%(With TIN number ) উৎস কর এবং ১৫%(Without TIN number ) উৎস কর কাটা হবে। অবশ্যই এই উৎস কর সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
দয়া করে এই ব্যাপারে ব্যাংকারদের অভিসম্পাত দেবেন না।কারণ এই নিয়ম বাংলাদেশ সরকার করছে,এখানে ব্যাংকের কোনো হাত নেই।ব্যাংক শুধু শুল্ক টা কেটে সরকারি কোষাগারে জমা করে ।..
আবগারি শুল্কের পাশাপাশি বিবিধ প্রকার চার্জও কাটবে ব্যাংক। যেমন ধরেনঃ সার্ভিস চার্জ, এসএমএস চার্জ, অনলাইন চার্জ, আরো নানা নামীয় চার্জ এবং প্রতিটি চার্জের সাথে ১৫% ভ্যাট।
এই চার্জ কাটার ব্যাপারে ব্যাংকারদের কিঞ্চিৎ গালাগালি করতে পারেন।..
ব্যাংকে একাউন্ট রাখতে হলে এই চার্জ দিতেই হবে, ভাইয়া/আপু
অবশ্য, আপনি যদি মোবাইলে একাউন্ট মেইনটেইন করতে চান, সেইটা আপনার ইচ্ছা বা খুশ খেয়াল।
(আর যদি মাটির ব্যাংকে টাকা রাখেন তবে উপরের অনুরোধ গুলি আপনার জন্য না)

জনগণের আর্থিক অন্তর্ভুক্তির জায়গাটিতে এক যুগান্তকারী নতুন সম্ভাবনা নিয়ে এলো সিটি ব্যাংক, বিকাশ-এর সাথে। এখন বিকাশ গ্রাহক...
16/12/2021

জনগণের আর্থিক অন্তর্ভুক্তির জায়গাটিতে এক যুগান্তকারী নতুন সম্ভাবনা নিয়ে এলো সিটি ব্যাংক, বিকাশ-এর সাথে। এখন বিকাশ গ্রাহকেরা তাদের বিকাশ অ্যাপের মাধ্যমে আবেদন করে লোন প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে মুহূর্তেই পেয়ে যাবেন সিটি ব্যাংক-এর ইনস্ট্যান্ট ন্যানো লোন; আবার বিকাশ অ্যাপ থেকেই সেই লোন তারা পরিশোধও করতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকদের বিকাশ অ্যাপ আপডেট করতে হবে।

• ৫০০টাকা থেকে ২০,০০০টাকা পর্যন্ত ৩ মাস মেয়াদী জামানতবিহীন লোন
• কোন ঝামেলা ছাড়াই তাৎক্ষনিক লোন পাওয়ার সুবিধা, অনেক কম ইন্টারেস্টে
• বিকাশ একাউন্ট ব্যালেন্স থেকেই অটো-কিস্তি পরিশোধের সুবিধা

বিস্তারিত জানুন এখানে: https://www.bkash.com/bn/loan
বিকাশ অ্যাপঃ https://bka.sh/apploan
কিভাবে লোন নিবেন ও পরিশোধ করবেন জেনে নিন: https://youtu.be/j2MjgAai4_I

বিস্তারিত জানতেঃ🍂 আমাদের আউটলেটের ঠিকানাঃ🏦 সিটি ব্যাংক,সাহেব রামপুর বাজার, আউটলেট।🏢 হাসপাতাল রোড (২য় তলায়)।🏘️ সাহেব রামপ...
22/11/2021

বিস্তারিত জানতেঃ
🍂 আমাদের আউটলেটের ঠিকানাঃ
🏦 সিটি ব্যাংক,সাহেব রামপুর বাজার, আউটলেট।
🏢 হাসপাতাল রোড (২য় তলায়)।
🏘️ সাহেব রামপুর বাজার,কালকিনি,মাদারীপুর।
✅ 01820-000567,01670-100004.

16/11/2021

আমাদের সিটি এজেন্ট ব্যাংকিং চ্যানেল থেকে এখন পার্সোনাল লোন প্রসেস করা যায়। যা আমাদের সহযোগীতায় আপনার আউটলেট থেকে লোনের আবেদন গ্রহন করতে পারবেন।

কিছু সাধারন প্রশ্নঃ
🌐কে কে লোনের আবেদন করতে পারেন?
উত্তরঃ
১। সরকারী চাকুরীজিবি যার বেতন ১৮ হাজার +
২। বেসরকারি চাকুরীজিবি যার বেতন ২০ হাজার +
৩। চাকুরী পারমানেন্ট হতে হবে
৪। চাকুরীর বয়স মিনিমাম ১ বছর হতে হবে
৫। মাসিক বেতন যে কোন ব্যাংকে ডুকতে হবে।

🌐লোন কত মাস মেয়াদি হবে?
উত্তরঃ ১২ মাস থেকে ৬০ মাস

🌐 কত পারসেন্ট লাভ দিতে হবে?
উত্তরঃ ৯ পারসেন্ট

🌐কত টাকা লোন নিতে পারে
উত্তরঃ ব্যাসিক সেলারীর ১২ থেকে ১৫ গুন পাবেন যাহা ব্যাংক সিদ্ধান্ত নিবে।

সব কিছু ঠিক থাকলে কিছু ডকুমেন্টস দিতে হবে যা নিচের ছবিতে দেয়া হলো।

যে কোন প্রয়োজনে কল করুনঃ
সাহেব রামপুর সিটি এজেন্ট ব্যাংক এ
01670-100004

সিটি ব্যাংক সাহেব রামপুর বাজার আউটলেটে শাখা
18/10/2021

সিটি ব্যাংক
সাহেব রামপুর বাজার আউটলেটে শাখা

সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দ্রুত এবং নিরাপদে রেমি...
18/10/2021

সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দ্রুত এবং নিরাপদে রেমিটেন্স পাঠানোর সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম সিটি এজেন্ট ব্যাংকিং। আমাদের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে নিশ্চিন্ত থাকুন

সিটি ব্যাংক
সাহেব রামপুর বাজার আউটলেটে শাখা
কালকিনি,মাদারীপুর।
☎️ 01820000567
📧 [email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ট্রফিটা আসুক বাংলার ঘরে, এই প্রত্যাশায় ১ম রাউন্ডে খেলা শুরু করছে বাংলাদেশ টিম। মিস করতে না ...
18/10/2021

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ট্রফিটা আসুক বাংলার ঘরে, এই প্রত্যাশায় ১ম রাউন্ডে খেলা শুরু করছে বাংলাদেশ টিম। মিস করতে না চাইলে খেলার সময়সূচী দেখে নিন এক নজরে আর কমেন্টে শুভেচ্ছা জানিয়ে দিন বাংলার টাইগারদের।

সিটি ব্যাংকসাহেব রামপুর বাজার আউটলেট।যোগাযোগঃ 01820-000567.আমাদের ডিপিএস রেট : ৮%আমাদের ফিক্সড ডিপোজিট রেট: ৬%
23/09/2021

সিটি ব্যাংক
সাহেব রামপুর বাজার আউটলেট।
যোগাযোগঃ 01820-000567.

আমাদের ডিপিএস রেট : ৮%
আমাদের ফিক্সড ডিপোজিট রেট: ৬%

13/02/2021

সিটি ব্যাংক পার্সোনাল লোন ★যখন তখন★

এখন ৯% এ

📝ঋণ প্রদানের উদ্দেশ্যে:

🚩বিভিন্ন ভোগ্য পণ্য ক্রয়, চিকিৎসা,শিক্ষা, ভ্রমণ, বিবাহ, উৎসব ব্যয় নির্বাহ, পেশাজীবীদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, অফিস সাজসজ্জা এবং অন্য যেকোনো প্রাসঙ্গিক এবং বৈধ ব্যয় নির্বাহের জন্য

📗আবেদনপ্রার্থীর যোগ্যতা

💸আয়ের উৎসঃ

♦চাকুরীজীবি
♦পেশাজীবি ( ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক স্থপতি, চাটার্ড একাউন্টেন্ট ইত্যাদি)
♦বাড়ি ভাড়া

📝চাকরির অভিজ্ঞতাঃ

✅বর্তমান প্রতিষ্ঠান এর সাথে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বমোট ১-২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

💰ন্যূনতম আয় প্রয়োজনঃ
BDT ৩০,০০০/- (ব্যাংকে ঢুকে)

❌Hand Cash (হাতে স্যালারি) গ্রহনযোগ্য নয়

✅সর্বনিম্ন BDT 2,00,000 (দুই লক্ষ টাকা)
✅সর্বোচ্চ BDT 20,00,000 ( বিশ লক্ষ টাকা)
📌বিঃদ্র -মাসিক আয়ের পরিমাণ এবং অন্যান্য দিক বিবেচনা করে মাসিক আয়ের এর সর্বোচ্চ ১০-১৫ গুন ঋণ দেওয়া যায়।

🕚ঋণের মেয়াদঃ
✅সর্বনিম্ন ১ বছর
✅সর্বোচ্চ ৫ বছর
জাতীয়তাঃ 🇧🇩 বাংলাদেশি

📍 প্রক্রিয়াকরণ ফী ২% (মঞ্জুরকৃত লোনের উপর এককালীন ) ।
📍 স্ট্যাম্প শুল্ক ১২৫০ টাকা ।

🚸দ্রুত নিষ্পত্তি ২% (অপরিশোধিত লোনের উপর)।

✅ব্যাংক একাউন্ট থাকতে হবে।
✅যৌথ আবেদনের সুবিধা আছে ।
✅Mortgage (বন্ধক) এর প্রয়োজন নেই।

📌বিলম্বে পরিশোধ ফিঃ সর্বোচ্চ তিনটি কিস্তি দেরিতে পরিশোধ করা যাবে,বাকি কিস্তিগুলোর জন্য জরিমানা আরোপ করা হবে ।

❌আপনার খারাপ কর্পোরেট & ইনভেস্টম্যান্ট ব্যাংকিং(সিআইবি) রেকর্ড থাকলে আবেদন প্রত্যাখ্যাত হবে।

📚প্রয়োজনীয় কাগজপত্রঃ

1⃣ স্যালারি সার্টিফিকেট/বেতন সনদ/পে-স্লিপ/ নিয়োগপত্র।
2⃣ অফিস আইডি কার্ডের ফটোকপি।
3⃣ ভোটার আইডি কার্ড/বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
4⃣ ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
5⃣ সর্বশেষ ৬ বছরের Bank Statement
6⃣ E-Tin (ই-টিন) ট্যাক্স সার্টিফিকেট।
7⃣ পেশাজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রির সনদ এর ফটোকপি।
8⃣ বাড়ির মালিকদের ক্ষেত্রে দলিলাদি এবং ভাড়া প্রাপ্তির রশিদ/ ভাড়াটিয়ার সাথে চুক্তিপত্র।
9⃣ টি&টি/মোবাইল ফোন/অন্যান্য ইউটিলিটি (বিদ্যুৎ বিল) এর কপি।
🔟 গ্যারান্টার ১ জন।

✅লোন এর আবেদন মঞ্জুর হতে ১৫-২০ দিন সময় লাগে।

☎যোগাযোগঃ 01820000567
সিটি এজেন্ট ব্যাংক
সাহেব রামপুর বাজার আউটলেট

In life, unanticipated financial crisis may arise at any time.Now, you can apply for an emergency loan against your fixe...
13/02/2021

In life, unanticipated financial crisis may arise at any time.

Now, you can apply for an emergency loan against your fixed deposit account in City Bank whenever you need quick financial support. Apply from anywhere, anytime using Citytouch.
Life is made simpler!

To know more → http://cbl.fyi/ct

উদ্যোক্তা হিসেবে শক্তিশালী হয়ে ওঠার ৩টি ধাপ দক্ষ ও অদক্ষ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? দক্ষ মানুষেরা নিজের সাফল্যের দায়ি...
11/02/2021

উদ্যোক্তা হিসেবে শক্তিশালী হয়ে ওঠার ৩টি ধাপ

দক্ষ ও অদক্ষ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? দক্ষ মানুষেরা নিজের সাফল্যের দায়িত্ব নিজেরাই নিয়ে থাকেন।

দক্ষ লোকেরা, বিশেষ করে উদ্যোক্তারা, কোনো কাজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। প্রয়োজনের সময় তারা সহযোগিতা চান এবং সাহায্য না পেলেও সে কাজটা অন্য আর কীভাবে করা যাবে সে পথ খুঁজে বের করেন।

কারণ দক্ষ মানুষেরা ক্ষমতায়িতও বটে।

ক্ষমতায়িত হওয়ার অর্থ হচ্ছে নিজের দক্ষতার ওপর ভরসা রাখা এবং সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুর সুযোগ আছে তা জানা। অর্থাৎ নিজের ওপর একটি নির্দিষ্ট লেভেলের নিয়ন্ত্রণ থাকা। নিজের নিয়ন্ত্রণের বাইরে যা কিছু আছে তা নিয়ে দুশ্চিন্তা না করা।

নতুন উদ্যোক্তাদের কাছে অনেক ভালো আইডিয়া থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা জানেন না কীভাবে নিজ উদ্যোগে আইডিয়াগুলি বাস্তবায়ন করতে হবে। তাদের জন্যই নিচের টিপসগুলি:

#১. যা শেখা প্রয়োজন, তা নিজ দায়িত্বে শিখে নিন; অন্য কেউ শেখার সুযোগ করে দেবে এই আশা করে সময় নষ্ট করবেন না

সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে পারদর্শী হওয়া যায় বয়োজ্যেষ্ঠ উদ্যোক্তাদের তা তেমন ভাবে শেখা হয়ে ওঠে না। তরুণ উদ্যোক্তাদের আবার যোগাযোগ তৈরি ও মানুষকে বুঝতে পারার দক্ষতা তুলনায় কম থাকে।

আপনার যেটা শেখা প্রয়োজন তাড়াতাড়ি শিখে ফেলুন এবং কাজ করার পাশাপাশিই শিখুন। আপনি হয়তো টাকা দিয়ে কোর্স করে শিখতে পারছেন না, সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ফ্রি সোর্স থেকে শিখুন।

#২. প্রথম পদক্ষেপটা নিজেই নিন; কারো নির্দেশনার জন্য অপেক্ষা করবেন না

যে সময়টা আপনি কারো নির্দেশনার আশায় বসে থাকবেন, সেই সময়টাকে বরং কাজে লাগিয়ে অন্যেরা সামনে এগিয়ে যাবে। উদ্যোক্তা হিসেবে আমাদের হাতে সেই সময়টুকু নেই। আমাদের দ্রুত ও কার্যকারিতার সাথে কাজ করতে হবে এবং প্রতিযোগিতায় নিজের অবস্থান শক্ত করতে হবে।

প্রথম ধাপ নিজে থেকে নেয়া কিছুটা ঝুঁকিপূর্ণ। ব্যর্থতা, টাকা হারানো, সময় নষ্ট হওয়া ইত্যাদি। অর্থাৎ, নিজ থেকে কাজ শুরু করার পূর্বশর্ত হচ্ছে ঝুঁকিটা কী হতে পারে, ক্ষতির পরিমাণ ও ত সামলাবেন কীভাবে তা বিশ্লেষণ করা।

#৩. সামনে এগিয়ে যেতে থাকুন, কোনো বাধার কাছে হার মানবেন না

যেকোনো বাধা বিপত্তি পেরিয়ে সামনে এগিয়ে যেতে উদ্ভাবনী শক্তি ও সহনশীলতা খুব প্রয়োজন। ইতিবাচকতা ও নিজের শক্তি সামর্থ্য বজায় রাখতে আপনাকে সহনশীল হতে হবে। উদ্যোক্তারা প্রায়ই ব্যর্থতার সম্মুখীন হন। সফল উদ্যোক্তারা সেই ব্যর্থতাগুলিকে তাদের পথ আটকে দিতে দেন না। তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেন এবং সফল না হওয়া পর্যন্ত বার বার চেষ্টা করতে থাকেন।

উদ্ভাবনী শক্তি বাড়াতে, সবকিছুকে ভিন্ন আঙ্গিকে দেখুন ও প্রশ্ন করুন। অনুমানের ওপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তাকে কতটা সীমাবদ্ধ করে রাখি তা দেখে আপনি অবাক হয়ে যাবেন।

তাই এগিয়ে যান ও নিজেকে শক্তিশালী ও ক্ষমতায়িত করে তুলুন।

অপেক্ষা না করে পদক্ষেপ নিন, কাজ করুন। ভুল করুন ও তা থেকে শিক্ষা নিন। কীভাবে কাজ শেষ করতে হবে তা ভেবে রাখুন। এভাবেই দক্ষ উদ্যোক্তারা সফল হয়ে থাকেন।

#নারী #উদ্যোক্তা #শক্তি

ইন্টারনেট ব্যাংকিং ও সিটিটাচ অ্যাপ ছাড়াও মোবাইলে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে সিটি ব্যাংক। বিস্তারিত দেখুন ভিডিওতে।র...
02/02/2021

ইন্টারনেট ব্যাংকিং ও সিটিটাচ অ্যাপ ছাড়াও মোবাইলে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছে সিটি ব্যাংক। বিস্তারিত দেখুন ভিডিওতে।

রিভিউ ভিডিও লিংক: https://youtu.be/emI9Py2aZI8

কাগজের নোট বানানো হয় যেভাবেকখনো কি ভেবেছেন কারখানা থেকে তৈরি হয়ে টাকা প্রথমে আমাদের ওয়ালেটে আসে, তারপর সেই টাকা দুনিয়া ঘ...
26/01/2021

কাগজের নোট বানানো হয় যেভাবে

কখনো কি ভেবেছেন কারখানা থেকে তৈরি হয়ে টাকা প্রথমে আমাদের ওয়ালেটে আসে, তারপর সেই টাকা দুনিয়া ঘুরে আবারো আমাদের পকেটে কীভাবে পৌঁছায়?

অনলাইন ব্যাংকিং আর কন্ট্যাক্টলেস কার্ডের ব্যবহার এখন এত বেড়ে গেছে, একসময় হয়তো কাগজের টাকার আর দরকার পড়বে না। যদিও ব্যাংক অফ ইংল্যান্ডকে ৩.৬ বিলিয়ন নোট সার্কুলার করতে হয়। মানে বোঝা যাচ্ছে কাগজের টাকার ব্যবহার এখনো শেষ হয়ে যায়নি।

সভ্যতার শুরুর দিকে প্রায় ৯০০০ খ্রিস্টপূর্বে কেনাবেচা চলতো বিনিময় প্রথার মাধ্যমে (একই দামের বিভিন্ন পণ্যের মধ্যে বিনিময়)। তারপর খ্রীস্টপূর্ব ৬০০ সালে সর্বপ্রথম প্রাচীন লিডিয়া সভ্যতায় (যা এখন তুরস্কের অংশ) মুদ্রা প্রচলন শুরু হয়। এই মুদ্রা ইলেক্ট্রাম নামের স্বর্ণ ও রুপার একটি শংকর ধাতু দিয়ে তৈরি ছিল।

মুদ্রা ব্যবহার চালু হওয়ার পর এক সময় কাগজের নোটের ব্যবহার শুরু হয়। এগুলিকে ‘কাগজের নোট’ বলা হলেও, সাধারণত এই নোটগুলি কোনো কাঠের মণ্ড দিয়ে তৈরি করা হয় না। বরং এগুলি তৈরিতে ব্যবহার করা হয় তূলা। তূলা ও লিনেনের মিশ্রণও ব্যবহার করা হয়। এভাবে ইউএস ডলারও বানানো হয়।

প্রথমে বড় বড় মেশিন দিয়ে তুলার বেইলগুলিকে ওঠানো হয়। তারপর ফিল্টার আর ব্লিচ করে পরিষ্কার করা হয়। ফাইবারগুলিতে চাপ প্রয়োগ করা হয় যাতে ভেতরের পানি বের হয়ে আসে। তারপর রোলারে দিয়ে শিট বের করা হয়। শিটে জলছাপ আর সিকিউরিটি সুতা দেয়ার পর নোট প্রিন্ট দেয়া হয়। সবশেষে কাটা হয়।

এখনকার পলিমারের ব্যাংক নোট ধূলা ময়লা আর আর্দ্রতা প্রতিরোধে কাগজের টাকার চেয়ে ভালো। এগুলি বানানো হয় লং লাস্টিং প্ল্যাস্টিক যেমন পলিইথিলিন টেরেপথ্যালেট (PET) অথবা বাই এক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রপিলিন (BOPP) এর পেলেট দিয়ে। পেলেটগুলিকে গলানোর পর টেনে একটি ৫ তলা উঁচু বিল্ডিং এর সমান বাবল বানিয়ে ঠান্ডা করতে হয়। যখন বাবলের নিচের অংশ ঠাণ্ডা হয়ে যায়, এটিকে শিট বানানোর জন্য রোলারে দেয়া হয়। শিটটিকে একটি ইনফ্রারেড গজের মধ্যে দিয়ে নেয়া হয় পুরুত্ব ঠিক আছে কিনা দেখতে। সব ঠিক থাকলে প্ল্যাস্টিকের শিটগুলিকে রোল করে, প্যাকেট করে ডিজাইনের জন্য পাঠানো হয়।

২০১৮ এর কেবল প্রথম ছয় মাসে প্রায় ২২৩০০০টি নকল নোট উদ্ধার করা হয়। এতে বোঝা যায় টাকা বানানোর সময় নিরাপত্তার জন্য বিভিন্ন কৌশল নেয়া কত প্রয়োজন। প্রত্যেকটি দেশই তাদের ব্যাংক নোটে একাধিক সিকিউরিটি ফিচার দেয় নকল নোট থেকে আসল আলাদা করার জন্য।

সবচেয়ে কঠিন হচ্ছে পলিমার নোট জাল করা। এগুলিতে ট্রান্সপারেন্ট অংশ, ফয়েল, হলোগ্রাম আর আলট্রা ভায়োলেট সেনসিটিভ মার্কিং থাকে সিরিউরিটি নিশ্চিত করার জন্য। এমনকি অলংকরণ, লুকানো ডিজাইন, টেক্সট, উঁচু করে প্রিন্ট (ইন্ট্যাগ্লিও) ব্যবহার করা হয় নোট জাল হওয়া ঠেকাতে।

(লেখা ও ছবি সৌজন্য: হাউ ইট ওয়ার্কস)

#টাকা #নোট #কীভাবে

ব্যাংকিং ব্যবস্থায় স্থায়ী প্রভাব রাখতে যাচ্ছে করোনাকালীন যে ৪টি ট্রেন্ড মানুষ সংকটে পড়লে সেখান থেকে উত্তরণের জন্যে নতুন ...
23/01/2021

ব্যাংকিং ব্যবস্থায় স্থায়ী প্রভাব রাখতে যাচ্ছে করোনাকালীন যে ৪টি ট্রেন্ড

মানুষ সংকটে পড়লে সেখান থেকে উত্তরণের জন্যে নতুন নতুন কৌশল উদ্ভাবন করে থাকে। চলমান মহামারিতেও একই চিত্র দেখা গেছে।

এখন পৃথিবী জুড়ে প্রতিটি দেশের সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান কোভিড-১৯ মহামারির সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। ফলে ছোট-বড় প্রায় সব ধরনের প্রতিষ্ঠানেই নতুন অনেক কিছুর প্রচলন শুরু হয়েছে।

বহুজাতিক সার্ভিস কোম্পানি ‘অ্যাকসেনচার’-এর মতে, এবারের মহামারির সুদূরপ্রসারী প্রভাব ব্যাংকিং খাতেও এসে পড়েছে। ফলে ব্যাংকিং-এর ব্যাপারে মানুষের মনে থাকা অনেক ধারণাতেই পরিবর্তন আসছে। এতে করে ব্যাংকের কর্মী এবং গ্রাহক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার অভ্যাস ও আচরণে কিছু পরিবর্তন এসেছে।

অ্যাকসেনচার ‘ব্যাংকিং টেকনোলজি ভিশন ২০২০’ শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনেক ক্ষেত্রেই কয়েক মাসের মধ্যে এমন অনেক পরিবর্তন এসেছে, যেসব পরিবর্তন আসতে বছর খানেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছিল।

পরিবর্তিত পরিস্থিতিতর কারণে সেসব পরিবর্তন ও উদ্ভাবন অনেক দ্রুত সামনে এসে পড়েছে। বাসা থেকে কাজ করা, হাতের স্পর্শ ছাড়াই পেমেন্ট পদ্ধতি কিংবা অনলাইনে কার্যক্রম পরিচালনার মতো বিষয়গুলির প্রচলন মহামারির পরেও থেকে যাবে। অর্থাৎ, বর্তমানের প্রয়োজন মেটানোর সাথে সাথে ভবিষ্যতের জন্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করাটাই এখন সব ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ।

অবশ্য, এবারের মহামারির ফলে গ্রাহকদের প্রত্যাশা এবং আচরণে পরিবর্তন আনার ক্ষেত্রে নতুন উদ্ভাবিত প্রযুক্তির সংখ্যা খুব বেশি না। বরং সংকটের এই সময়ে পূর্ব থেকে প্রত্যাশিত পরিবর্তনগুলিই খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হয়েছে।

প্রতিবেদন প্রকাশের আগে অ্যাকসেনচার যে গবেষণা পরিচালনা করেছে, সেজন্যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানের মোট ৬৭০ জন কার্যনির্বাহী সদস্যের উপরে জরিপ চালানো হয়েছে। জরিপ অনুসারে, মহামারির ফলে প্রযুক্তি খাতে শুরু হওয়া ৪টি ট্রেন্ড সামনের দিনগুলিতে ব্যাংকিং ব্যবস্থায় স্থায়ীভাবে প্রভাব ফেলতে যাচ্ছে। এই ট্রেন্ডগুলি সম্পর্কেই একে একে জেনে নেয়া যাক এবার।

#১. গ্রাহকদেরকে পার্টনার হিসেবে বিবেচনা করা

ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি সাধারণত তাদের গ্রাহকদের সেবা দেয়ার ক্ষেত্রে অনেক বিষয়ই নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রাখে। গবেষণা প্রতিবেদন অনুসারে ব্যাংকিং-এর ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাহকের সুবিধা এবং পছন্দ অনুসারে সেবা দেয়ার জন্যে প্রোডাক্ট পার্সোনালাইজ করার প্রচলন থাকলেও সেই সম্পর্কে গ্রাহকদেরকে তেমন কিছু জানানো হয় না। এর ফলে গ্রাহকদের নিজেদের হাতে তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। অথচ প্রোডাক্ট বা সার্ভিস পার্সোনালাইজ করার জন্য ঠিক এর বিপরীতটাই করা দরকার। পার্সোনালাইজেশনের জন্যে গ্রাহকদের অংশগ্রহণ ব্যাপক হারে বাড়ানো প্রয়োজন।

জরিপে অংশ নেয়া ব্যাংক কর্মকর্তাদের অধিকাংশই গ্রাহকদের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন। কর্মকর্তাদের মধ্যে ৮৬ শতাংশের মতে, পার্সোনালাইজেশন-এর ক্ষেত্রে গ্রাহকদের অভিজ্ঞতা বিবেচনা করাটা গুরুত্বপূর্ণ। আবার, জরিপে অংশ নেয়া ৮৩ শতাংশ কর্মকর্তা মনে করেন, ডিজিটাল এই যুগে সব ব্যাংকেরই উচিৎ তাদের গ্রাহকদেরকে পার্টনার হিসেবে বিবেচনা করা।

অ্যাকসেনচার-এর সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যালান ম্যাকইন্টায়ার-এর মতে, সফলভাবে পার্সোনালাইজেশন-এর জন্যে ব্যাংকগুলির দুটি কাজ করা উচিৎ।

এক, গ্রাহকদের কাছ থেকে পাওয়া তথ্যই তাদেরকে জানানোর মাধ্যমে প্রোডাক্ট বাছাইয়ে সাহায্য করা। এবং দ্বিতীয়ত, ব্যাংকিং প্রতিষ্ঠানের বেঁধে দেয়া শর্তের মধ্যে থেকেই গ্রাহকদের নিজেদের প্রোডাক্ট কাস্টোমাইজ করার সুযোগ খোলা রাখা।

#২. ব্যাংকিং খাতে মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর একযোগে কাজ করার সম্ভাবনা

সম্প্রতি অনেক ব্যাংকিং প্রতিষ্ঠানই তাদের বিভিন্ন কাজ সহজে করার জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করছে। ক্রেডিট রিস্ক মডেলিং, গ্রাহদের সাথে যোগাযোগের জন্যে চ্যাটবট কিংবা জালিয়াতি শনাক্তকরণের মতো বিভিন্ন ক্ষেত্রেই এআই ব্যবহৃত হচ্ছে। ব্যাংকিং খাতের প্রভাবশালী কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাথে মানুষের কাজের সমন্বয় আনার ব্যাপারে প্রতিনিয়তই নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছেন। পরিবর্তন আনার ক্ষেত্রে এআই প্রযুক্তিকে সম্ভাবনা হিসেবেই দেখছেন তারা।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৭ শতাংশ কর্মকর্তা জানান, ইতিমধ্যেই তাদের প্রতিষ্ঠানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে কাজ করা হচ্ছে। ২৯ শতাংশ জানান, আগামি এক বছরের মধ্যেই তারা নিজেদের প্রতিষ্ঠানে এআই প্রযুক্তি কাজে লাগাবেন।

#৩. গ্রাহকদের অভিজ্ঞতায় পরিবর্তন আনার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ

ব্যাংক অফ আমেরিকার একজন কার্যনির্বাহী সদস্যের মতে, ২০২০ সালে মাত্র ৮ মাসের মধ্যেই ব্যাংকটি তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে ৮০০টিরও বেশি পরিবর্তন এনেছে। বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় ব্যাংকগুলিও এক্ষেত্রে পিছিয়ে নেই। জরিপে অংশ নেয়া ৭৭ শতাংশ কর্মকর্তা জানান, ডিজিটাল প্লাটফর্মে তারা যেসব প্রোডাক্ট বা সেবা দিয়ে থাকেন, আগামি ৩ বছরের মধ্যেই সেগুলি উল্লেখযোগ্য হারে আপডেট করা হবে। এবং ৭১ শতাংশের মতে, নতুন নতুন সফটওয়্যার আপডেট নিয়ে এলে তাদের গ্রাহকরা কোনো ধরনের অভিযোগ করেন না। বরং অনেকে আপডেটকে ইতিবাচক হিসেবেই ধরে নেন।

# ৪. সবসময়ই নতুন নতুন উদ্ভাবন সামনে নিয়ে আসা

নতুন সব আবিষ্কার এবং উদ্ভাবনই একটা সময় পুরাতন হয়ে যায়। তাই মহামারির ফলে প্রযুক্তি ক্ষেত্রে যেই গতিতে উদ্ভাবন এবং আবিষ্কারের প্রচলন শুরু হয়েছে, সেটা ধরে রাখার কোনো বিকল্প নেই। প্রতিবেদন অনুসারে, এই প্রচলন ধরে রাখার জন্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ।

প্রথমত, ক্লাউড-ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির দিকে মনোযোগ বাড়াতে হবে। এবং দ্বিতীয়ত, ব্যাংকিং খাতে সবচেয়ে সম্ভাবনাময় ৪টি প্রযুক্তি পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। এই ৪টি প্রযুক্তিকে একসাথে DARQ বলা হয়। ডিসট্রিবিউটেড লেজার, এআই, এক্সটেন্ডেড রিয়ালিটি এবং কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি একসাথে বোঝানোর জন্যে DARQ শব্দটি ব্যবহার করা হয়।

আলোচিত ৪টি ট্রেন্ডই মহামারি পরবর্তী সময়ে ব্যাংকিং ব্যবস্থার গতিপথ নিয়ন্ত্রণ করবে। এগুলির মধ্যে কোন ট্রেন্ডটি এদেশের ব্যাংকিং ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাব রাখবে বলে আপনার ধারণা?

#ব্যাংকিং #করোনা #ট্রেন্ড

A new year begins, and with it comes new hope and happiness. So, celebrate the new year and make it even better with up ...
21/01/2021

A new year begins, and with it comes new hope and happiness. So, celebrate the new year and make it even better with up to 50% Super Savings from City Bank American Express.

ব্যাংকের সাথে কীভাবে ভালো সম্পর্ক বজায় রাখবেনছোট ও মাঝারি ব্যবসায়ীরা জানেন ব্যাংকিং পার্টনার বেছে নেওয়াটা ব্যবসার আর্থিক...
20/01/2021

ব্যাংকের সাথে কীভাবে ভালো সম্পর্ক বজায় রাখবেন

ছোট ও মাঝারি ব্যবসায়ীরা জানেন ব্যাংকিং পার্টনার বেছে নেওয়াটা ব্যবসার আর্থিক অবস্থা ভালো রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অন্য সব সম্পর্কের মত এই সম্পর্কেরও ভিত্তি মজবুত করা গেলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায়। কিন্তু তা করার উপায় কী কী?

# আগন্তকের মতো আচরণ নয়

ব্যাংকের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য প্রথমেই মনে রাখতে হবে, ব্যাংকের সাথে আগন্তকের মত আচরণ না করা ভালো। এখন যেহেতু সকল ব্যাংকিং কাজ অনলাইনে করা যায়, তাই অনেকে ঘরে বসে ব্যাংকের কাজ সেরে ফেলেন। কিন্ত ব্যবসার ক্ষেত্রে ভালো হয় যদি ব্যাংকে নিজে গিয়ে ম্যানেজার, লোন অফিসার, স্টাফদের সাথে দেখা করা যায়। মানে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। যখন আপনার ও আপনার প্রতিষ্ঠানের পরিচয় তাদের জানা থাকবে তখন এই মানুষেরা আপনার কোম্পানির প্রতিনিধির মত কাজ করবে।

# প্ল্যানের কথা পরিষ্কারভাবে জানানো

ব্যাংক আপনার ও আপনার ব্যবসার ব্যাপারে যত বেশি জানবে ততই ভালো। নিশ্চিত করুন ব্যাংক যাতে আপনার ব্যবসার প্ল্যান বোঝে এবং আপনার ইন্ডাস্ট্রির চাহিদা ও ঝুঁকি সমন্ধে তাদের ধারণা থাকে। ব্যবসার প্ল্যানে কোনো পরিবর্তন আনলে সে ব্যাপারে ব্যাংককে জানানো খুবই দরকার। কারণ ব্যাংকের কাছ থেকে কোম্পানির আর্থিক সক্ষমতা ভালো করার জন্য ভালো গাইডলাইন পাওয়া যায়।

# লক্ষ্য ঠিক করা ও তা বলা

বিজনেস ওনাররা চান উন্নতি করতে। ব্যাংকের কাছ থেকে এ ব্যাপারে বুদ্ধি-পরামর্শ পাওয়া যেতে পারে। ধরুন, আপনি যদি নগদ টাকা থেকে ক্রেডিট বা ডেবিট কার্ডে আপনার ব্যবসা নিয়ে যেতে চান, ব্যাংক আপনাকে সেরা মার্চেন্ট সার্ভিস প্রোভাইডার খুঁজে দিতে পারবে। তার চেয়ে ভালো যখন ব্যাংক নিজে আপনাকে এই সার্ভিস দেয়। তখন অ্যাকাউন্টিং হিসাব সহজ হয়ে যায়, আর পেমেন্টও দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়।

# সততা ও কর্মতৎপরতা

অর্থনীতি আবারো ঠিকঠাক হচ্ছে। তবে কিছু কোম্পানির জন্য শেষ কয়েক বছর অনেক কঠিন ছিল। আবার কেউ এখনো চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে। ব্যাংক হলো ফিনান্সিয়াল পার্টনার। যারা ভালো-খারাপ সকল দিনে আপনার সাথে থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয়, সব কিছু ব্যাংককে জানানো। কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

# অর্থনৈতিক অবস্থা দৃঢ় করার জন্য একসাথে কাজ করা

ব্যাংকের সাথে আপনার সম্পর্ক দুইমুখী। ছোট বা মাঝারি প্রতিষ্ঠানগুলি তাদের ফিনান্সিয়াল সাপোর্টের জন্য ব্যাংকের ওপর নির্ভর করে। আর ব্যাংকগুলি ডিপোজিট ও সময়মত লোন পেমেন্টের জন্য তার কাস্টোমারদের ওপর নির্ভর করে। ব্যাংক চায় তাদের নতুন প্রোডাক্ট কাস্টোমাররা ব্যবহার করুক। এজন্য কিছু দিন পর পর ব্যাংকের কাছে আপনার আর্থিক সক্ষমতা দেখানো ও ব্যাংকের প্রোডাক্টগুলির ব্যাপারে মতামত জানানো ব্যাংকের সাথে সম্পর্ক ভালো করার সহজ উপায়।

#ব্যাংক #সম্পর্ক

আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং ভিসা কার্ড এর জন্য চলে আসুন সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রামপুর বাজার শাখায়।
30/12/2020

আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং ভিসা কার্ড এর জন্য চলে আসুন সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রামপুর বাজার শাখায়।

আপনার ব্যবসায়িক লেনদেনকে আরেকটু সহজ করতে সঙ্গী হয়ে পাশে আছে— সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড। নিয়মিত কর্ম...
03/12/2020

আপনার ব্যবসায়িক লেনদেনকে আরেকটু সহজ করতে সঙ্গী হয়ে পাশে আছে— সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড। নিয়মিত কর্মীদের বেতন প্রদান ও অফিশিয়াল ভ্রমনের পেমেন্টসহ ব্যবসায়িক সকল লেনদেনে সাথে থাকুক এই কার্ড।

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ডটি পেতে যোগাযোগ করুন সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রামপুর শাখায়।

বিস্তারিত → www.cbl.fyi/aepc

The all-new Smart IVR from City Bank enables you to carry out more than 20 banking services without having to depend on ...
03/12/2020

The all-new Smart IVR from City Bank enables you to carry out more than 20 banking services without having to depend on anyone anymore. All you need to do is simply call our Call Center at 16234 to receive the link and avail these interactive services right away.

To know more, please visit → www.cbl.fyi/smart-ivr

City Bank এখন সাহেব রামপুর বাজারে।              🏦 সাহেব রামপুর বাজার 🏦হাসপাতাল রোড,কালকিনি, মাদারীপুর।মোবাইল: 0182000033...
03/12/2020

City Bank এখন সাহেব রামপুর বাজারে।
🏦 সাহেব রামপুর বাজার 🏦
হাসপাতাল রোড,কালকিনি, মাদারীপুর।
মোবাইল: 01820000336

বিদেশ থেকে গোপন নম্বরের মাধ্যমে পাঠানো টাকা ২% বোনাস সহ দ্রুততম সময়ের মধ্যে  উত্তোলন  করতে চলে আসুন সিটি এজেন্ট ব্যাংক ...
24/11/2020

বিদেশ থেকে গোপন নম্বরের মাধ্যমে পাঠানো টাকা ২% বোনাস সহ দ্রুততম সময়ের মধ্যে উত্তোলন করতে চলে আসুন সিটি এজেন্ট ব্যাংক সাহেব রামপুর বাজার শাখায়।
🏦🔛সাহেব রামপুর বাজার হাসপাতাল রোড,কলকিনি, মাদারীপুর।

ভিসা কার্ড,আমেরিকান এক্সপ্রেস কার্ড ডুয়েল কারেন্সি ও ক্রেডিট কার্ড এর জন্য চলে আসুন সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রা...
16/11/2020

ভিসা কার্ড,আমেরিকান এক্সপ্রেস কার্ড ডুয়েল কারেন্সি ও ক্রেডিট কার্ড এর জন্য চলে আসুন সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রামপুর বাজার শাখা।

সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রামপুর বাজার শাখায় ভিসা কার্ড ,ক্রেডিট কার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ড প্রধান করা হয...
12/11/2020

সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রামপুর বাজার শাখায় ভিসা কার্ড ,ক্রেডিট কার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ড প্রধান করা হয়।

City Bank Sahebrampur. আজই চলে আসুন।
06/11/2020

City Bank Sahebrampur. আজই চলে আসুন।

শীগ্রই শুভ উদ্বোধন সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রামপুর বাজার।
04/11/2020

শীগ্রই শুভ উদ্বোধন
সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সাহেব রামপুর বাজার।

শীগ্রই শুভ উদ্বোধন
02/11/2020

শীগ্রই শুভ উদ্বোধন

Address

Sahebrampur
Madaripur
7929

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Hossain Howlader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Hossain Howlader:

Videos

Share