19/12/2021
#ব্যাংকের_সম্মানিত_একাউন্ট_হোল্ডারদের_জ্ঞাতার্থেঃ
আপনার ব্যাংক একাউন্টে(লোন বা সঞ্চয়ী বা ডিপিএস) যদি বছরের কোনো একদিন এক মিনিটের জন্যও ব্যালান্স ১ লাখের ওপর হয়, ১৫০ টাকা আবগারি শুল্ক কেটে নেবে ব্যাংক।
তদ্রূপ
✅ব্যালান্স ৫ লাখ+ এর জন্য ৫০০ টাকা
✅ব্যালান্স ১০ লাখ + এর জন্য ৩,০০০ টাকা
✅ব্যালান্স ১ কোটি+ এর জন্য ১৫,০০০ টাকা
✅ব্যালান্স ৫কোটি+ এর জন্য ৪০,০০০ টাকা
✅আবগারি শুল্ক কাটা হবে। অবশ্যই এই শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
আপনার ব্যাংক একাউন্ট যদি মুনাফা যোগ হয়ে থাকে তবে মুনাফার ১০%(With TIN number ) উৎস কর এবং ১৫%(Without TIN number ) উৎস কর কাটা হবে। অবশ্যই এই উৎস কর সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
দয়া করে এই ব্যাপারে ব্যাংকারদের অভিসম্পাত দেবেন না।কারণ এই নিয়ম বাংলাদেশ সরকার করছে,এখানে ব্যাংকের কোনো হাত নেই।ব্যাংক শুধু শুল্ক টা কেটে সরকারি কোষাগারে জমা করে ।..
আবগারি শুল্কের পাশাপাশি বিবিধ প্রকার চার্জও কাটবে ব্যাংক। যেমন ধরেনঃ সার্ভিস চার্জ, এসএমএস চার্জ, অনলাইন চার্জ, আরো নানা নামীয় চার্জ এবং প্রতিটি চার্জের সাথে ১৫% ভ্যাট।
এই চার্জ কাটার ব্যাপারে ব্যাংকারদের কিঞ্চিৎ গালাগালি করতে পারেন।..
ব্যাংকে একাউন্ট রাখতে হলে এই চার্জ দিতেই হবে, ভাইয়া/আপু
অবশ্য, আপনি যদি মোবাইলে একাউন্ট মেইনটেইন করতে চান, সেইটা আপনার ইচ্ছা বা খুশ খেয়াল।
(আর যদি মাটির ব্যাংকে টাকা রাখেন তবে উপরের অনুরোধ গুলি আপনার জন্য না)