Yasin tv

Yasin tv ইসলামীক মিডিয়া

আগামী  ২৭, ২৮, ২৯ নভেম্বর-২০২৪ ঈসায়ী,মোতাবেক ১২, ১৩, ১৪ অগ্রহায়ণ-১৪৩১ বাংলা ঐতিহাসিক চরমোনাই'র অগ্রহায়ণের মাহফিল অনুষ্...
22/11/2024

আগামী ২৭, ২৮, ২৯ নভেম্বর-২০২৪ ঈসায়ী,
মোতাবেক ১২, ১৩, ১৪ অগ্রহায়ণ-১৪৩১ বাংলা ঐতিহাসিক চরমোনাই'র অগ্রহায়ণের মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আল্লাহ তা'য়ালা ভরপুর কামিয়াব করুন। দ্বীন, ঈমান, আমল ও শুদ্ধতার বার্তা পৌঁছে যাক সর্বত্র।

আত্মশুদ্ধির ময়দানে সকলের নিমন্ত্রণ রইল।

21/11/2024
বরিশাল ঐতিহাসিক হেমায়েত উদ্দিন ঈদ গাহ ময়দানে হক্কানি পীর মাশায়েখদের মিলন মেলা সফল হোক
21/11/2024

বরিশাল ঐতিহাসিক হেমায়েত উদ্দিন ঈদ গাহ ময়দানে হক্কানি পীর মাশায়েখদের মিলন মেলা সফল হোক

অন্তর্বর্তী সরকারের একশত দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত সাংবাদিক সম্...
16/11/2024

অন্তর্বর্তী সরকারের একশত দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য।

(১৬ নভেম্বর’২৪ইং, শনিবার, বেলা ১২.৩০মি:, স্থান: আইএবি মিলনায়তন, পুরানা পল্টন, ঢাকা-১০০০)

নাহমাদুহু ওয়ানুসল্লি আলা রাসুলিহিল কারীম, আম্মাবাদ।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ!
দেশের সকল স্তর ও সকল ধারার মানুষের স্বতস্ফুর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের অবসানের পর গণমানুষের বিপুল আশা-আকাঙ্খা ও সমর্থন নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের একশত দিন পূর্ণ হয়েছে। দীর্ঘকালীন প্রতিষ্ঠিত স্বৈরাচারী শাসনের উৎখাতের পরে গঠিত সরকারের সার্বিক মূল্যায়নের জন্য একশদিন যথেষ্ট নয় কিন্তু একশত দিন একটি মাইলফলক।
রাজনৈতিক অভিজ্ঞতাহীন এই সরকারের জন্য আনুষ্ঠানিক কোন বিরোধীদল নাই। এই সরকার জনতার, জনতাই এই সরকারের শক্তি ও এই সরকারের দর্পন। স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী বিলোপ নিশ্চিত করতে এই সরকারকে সফল হতেই হবে। আর সেজন্য দরকার তাদের কাজের নির্মোহ পর্যালোচনা। যা তাদের ভালো কাজে উৎসাহ দেবে, ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে সতর্ক করবে।
এই সরকারের শীর্ষ ব্যক্তিগণও বারংবার তাদের কর্মকাণ্ডের নির্মোহ পর্যালোচনা করার আহবান করেছেন। সেই আহবানে সাড়া দিতে এবং জনতার বোঝাপড়া মিডিয়ার মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করতেই আজকের এই সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।
আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই জুলাই-২৪ অভ্যুত্থানে জীবন দেওয়া ও আহত হওয়া সকল বিপ্লবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দোয়া জ্ঞাপন করছি। অভ্যুত্থানে অংশ নেয়া সকলের প্রতি আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ!
প্রথমেই স্বৈরশাসনে পিষ্ট ও বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব নেয়ার সাহস করার জন্য এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্রমাবনতির দিকে ধাবমান অর্থনীতি, রাজনীতি ও আইনশৃংখলা পরিস্থিতির বিপর্যয় রোধ করা, মানুষের মনে আশার সঞ্চার করা, বৈশ্বিক পরিমণ্ডলে আস্থা তৈরি করা, ব্যাংক খাতের নৈরাজ্য দুর করা, রিজার্ভের পতন রোধ করাসহ অর্থনীতিকে ইতিবাচক ধারায় প্রবাহিত করা, স্বৈরশাসনের হোতাদের একাংশকে আটক করে বিচার কার্যক্রম শুরু করা, প্রশাসনে ধীরগতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো, সংস্কার কমিশন গঠন করা, বিচার বিভাগকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে

আল্লাহু আকবর!!যিনি বক্তা তিনিই শ্রোতা।মাওলানা উবায়দুর রহমান মাহবুব হাফিঃ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা।ও পীর সাহে...
08/11/2024

আল্লাহু আকবর!!
যিনি বক্তা তিনিই শ্রোতা।
মাওলানা উবায়দুর রহমান মাহবুব হাফিঃ
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা।ও পীর সাহেব চরমোনাই হুজুর এর বেয়াই, এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আদর্শ
তিনি আজকের প্রোগ্রামে প্রথমে সাধারন মুসুল্লিদের সাথে গামছা বিছিয়ে বসে গিয়েছিলেন।
বিনয়ের এক দৃষ্টান্ত।

আসুন, সবাই প্রচারণায় অংশগ্রহণ করি।
06/11/2024

আসুন, সবাই প্রচারণায় অংশগ্রহণ করি।

আলহামদুলিল্লাহ তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীম প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্...
01/11/2024

আলহামদুলিল্লাহ তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীম প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ ছাদখোলা বাসে সংবর্ধনা পাচ্ছে...
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা !

এয়ারপোর্ট চত্বরে কুরআন প্রেমিদের উপস্থিতির চিত্র মনমুগ্ধকর।

১৬ বছরেও বেকারত্ব নিরসন করতে পারেনি বিগত আওয়ামী লীগ সরকারদেশে বেকারত্ব ও শ্রমবাজার পরিস্থিতি তথ্যসূত্র: বিবিএস ও জাতীয়...
31/10/2024

১৬ বছরেও বেকারত্ব নিরসন করতে পারেনি বিগত আওয়ামী লীগ সরকার
দেশে বেকারত্ব ও শ্রমবাজার পরিস্থিতি

তথ্যসূত্র: বিবিএস ও জাতীয় দৈনিক সংবাদ সমূহ
প্রকাশকাল: ৩১ অক্টোবর ২০২৪ ঈসায়ী

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কেন্দ্রীয় তথ্য-গবেষণা বিভাগ

৬ দিনের সফরে মালয়েশিয়া গেলেন পীর সাহেব হুজুর চরমোনাই (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা ও চরমোনাই জামিয়ার নির্বাহী পরিচালক।আল...
31/10/2024

৬ দিনের সফরে মালয়েশিয়া গেলেন
পীর সাহেব হুজুর চরমোনাই (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা ও চরমোনাই জামিয়ার নির্বাহী পরিচালক।
আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের হুজুর চরমোনাই(দাঃবাঃ

খুব সুন্দর একটা অ্যালবাম,,,,,
30/10/2024

খুব সুন্দর একটা অ্যালবাম,,,,,

অনেকদিন পর মধুতে বসেছি! ইশার ঢাবি শাখার নেতৃবৃন্দের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ হয়েছে।উপস্থিত নেতৃবৃন্দের অনেকে জুলা...
29/10/2024

অনেকদিন পর মধুতে বসেছি! ইশার ঢাবি শাখার নেতৃবৃন্দের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ হয়েছে।

উপস্থিত নেতৃবৃন্দের অনেকে জুলাই বিপ্লবের সামনের সারির নেতা ছিলো। ভবিষ্যতে দেশের যে কোন সংকটে এভাবে বুক চিতিয়ে লড়াই করার কথা আমি তাদের বলেছি। তারাও দেশের প্রয়োজনে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ধন্যবাদ! ঢাবি শাখা। বোঝাপড়ার মাধ্যম খোঁজা হোক আগামীর পথচলা।
শরীফুল ইসলাম রিয়াদ

মাদ্রাসায় পড়ুয়া ছোট্ট একটা ছেলে পীর সাহেব চরমোনাই'র সাথে মুসাফা করার জন্য দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে।তাঁর বুকে আকাঙ্খা...
28/10/2024

মাদ্রাসায় পড়ুয়া ছোট্ট একটা ছেলে পীর সাহেব চরমোনাই'র সাথে মুসাফা করার জন্য দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে।
তাঁর বুকে আকাঙ্খা,লালিত সপ্ন যে, আজ পীর সাহেব চরমোনাই'র হাত ধরবো।একটু ছোঁয়া লাগাবো নিজের দু'হাতে।মুহতারাম পীর সাহেব চরমোনাই আসলেন।
দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে হাত বাড়ালেন মুচকি হেঁসে।
আহ কত সুন্দর দৃশ্য এটা। কত সুন্দর এই মুহূর্ত।
মুহতারাম পীর সাহেব চরমোনাই'র বড় একটি আদর্শ হলো তিনার মাঝে বিনয় ও নিরহংকারী একটা সুন্দর মন আছে।

কলমেঃ মুহাম্মদ শেখ সাদী খাঁন.

আজ বাদ যোহর আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম  মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা দা.বা.) এর সাথে সাক...
28/10/2024

আজ বাদ যোহর আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা দা.বা.) এর সাথে সাক্ষাৎ শেষে জামিয়া বরুণার ছাত্রদের উদ্দেশ্যে মসজিদে আবু বকর (রা.) এ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) হাফিজাহুল্লাহ।

আল্লাহ আমাদের পরম প্রিয় উভয় শায়খকে সিহহাত ও আফিয়াতের সাথে দেশ ধর্ম ও মানবতার কল্যাণে বৃহত্তর খেদমত আঞ্জাম দানের তাওফিক দিন। আমীন।

😥😥😥😥নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহতনরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন...
27/10/2024

😥😥😥😥
নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১২টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হো

- নয়া দিগন্ত

27/10/2024

Address

Luxmichari

Alerts

Be the first to know and let us send you an email when Yasin tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category