ইতনার সময়

ইতনার সময় তথ্য প্রকাশে মানুষের পাশে ইতনার সময়.
সব সময় সবার আগে সত্যে ও ন্যায়ের পক্ষে অবহেলিত মানুষের কথা বলে।

ইতনার সময় পেইজে আপনাকে স্বাগতম, আমি এই পেইজের মাধ্যমে মানুষ ও মানবতার বিভিন্ন পোস্ট করে থাকি। প্রতিদিনের কক্সবাজার নিউজপেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ইতনার সময় মূল উদ্দেশ্য সত্য সবার সামনে তুলে ধরা। ইতনার সময় মূল উদ্দেশ্য সব সময় সত্যকে তুলে ধরা। এবং সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যকে সবার সামনে প্রকাশ করা।ইতনার সময় সব সময় ন্যায় সততা সত্যি সবার সামনে তুলে ধরা। ইতনার সময় সারা বিশ্বের খবরা খবর

আপনার কাছে পৌঁছে দিবে মুহূর্তের মধ্যে। সত্যি ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার সত্যি ঘটনা কি তুলে ধরব সবার সামনে ইতনার সময় আপনার বিশ্বস্ত টিভি চ্যানেল। ইতনার সময় যে সকল নিউজ তুলে ধরবে আপনার সামনে রাজনৈতিক খবর খেলার খবর সাংস্কৃতিক খবর দেশ ও জনপদের খবর কৃষি খবর সত্যি ঘটনা সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর। সবাই ইতনার সময় পেজটিকে লাইক হ্যালো করে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

28/10/2023
কথাটা 100% সত্য
08/07/2023

কথাটা 100% সত্য

26/06/2023

এতো ভাষন সবাই চালায়...
কিন্তু এটা কেন চালায় না!🤔

24/06/2023
লোহাগড়ায় প্রেমিকের সাথে অন্য মেয়ের সম্পর্ক দেখে অভিমানে প্রেমিকার আত্মহত্যা, মোঃ ইয়াসিন আরাফাত রিপোর্টার।নড়াইলের লোহ...
23/06/2023

লোহাগড়ায় প্রেমিকের সাথে অন্য মেয়ের সম্পর্ক দেখে অভিমানে প্রেমিকার আত্মহত্যা,

মোঃ ইয়াসিন আরাফাত রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্ৰামের শেখ রিয়াজুল ইসলামের মেয়ে জান্নাতুল (অন্তি ) (১৫) ও এক ই গ্ৰামের লিপু সরদারের ছেলে সোয়াইব সরদার(১৭) উভয়ের মধ্যে সুনিবিড় ভালো বাসার জন্ম হয়। এবং এই ভালোবাসার এক বছরের মধ্যে অন্য মেয়ের সাথে সোয়াইব এর সম্পর্কের কারণে দাড়িয়ে আত্মহত্যা দিয়ে শেষ হলো অন্তির, প্রেমিককে অন্য মেয়েদের সঙ্গে দেখে আত্মহত্যা করতে বাধ্য হলো অন্তি,

জানা যায় গত ২২ জুন রাতে তার ভালোবাসার মানুষ সোয়াইব সরদার কে মুক্ত করে দিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন।

সরেজমিনে গিয়ে, জান্নাতুল মেওয়া অন্তির মার সাথে কথা হলে তিনি বলেন, আমার মেয়ে জান্নাতুল মেওয়া ( অন্তি) ও সোয়াইব সরদারের মধ্যে ভালো বাসার সম্পর্ক হয়। বেশকিছু দিন আগে তাদের সম্পর্কের মধ্যে কিছু টা অবনতি ঘটলে আমার মেয়ে আত্মহত্যার জন্য চেষ্টা করে খুলনা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে প্রানে বেঁচে যায়।

তিনি আরও বলেন সোয়াইব একজন মাদকাসক্ত ছেলে সে আমার মেয়েকে ছাড়া ও অন্য মেয়েদের কে উত্ত্যক্ত করে।

তখন বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়,

এছাড়া কিছু দিন পর আমার মেয়ে কে ভালো না লাগাই অন্য মেয়ের সাথে প্রেম করতে দেখেছে আমার মেয়ে সোয়াইব কে


জান্নাতুল মেওয়া অন্তি ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীতে পড়ে, এবং সোয়াইব সরদার পাশাপাশি ইতনা কলেজে এইচএসসির ১ম বর্ষের ছাত্র।

ইতনা কলেজের প্রিন্সিপাল অনিন্দ্য কুমারের সাথে কথা হলে তিনি বলেন, সোয়াইব ও জান্নাতুল মেওয়া (অন্তি) ওদের ২ জনের মধ্যে কলেজ ক্যাম্পাসে এলোমেলো অঙ্গ ভঙ্গিতে দেখেছি। আমি ২ জনের গার্জিয়ান কে বিষয়টি অবহিত করেছি।

এ বিষয় নিয়ে সোয়াইব সর্দারের বাবা লিপু সরদারের সাথে কথা হলে তিনি বলেন, ওদের প্রেম প্রীতির বিয়য় আমি কিছু ই জানি না বলে এড়িয়ে যায়,

এসময় তার কাছে সোয়াইব এর বিষয়ে জানতে চাইছে তিনি তার ছেলে ঢাকায় আছে বলে জানান, কিন্তু সে এলাকায় আছে বলে জানান স্থানীয় লোকজন, এবং তাকে গত কাল ও দেখেছে তারা,

নাম প্রকাশে কয়েকজন জানান,সোয়াইব এর চাচা বাংলাদেশ পুলিশের একজন উদ্ধতম অফিসার সেই প্রভাবে সোয়াইব এলাকায় বিভিন্ন প্রভাব বিস্তার করে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন জানান আত্মহত্যার খবর শুনে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা রয়েছে, এবং একটি ইউ, ডি মামলা হয়েছে,এরপর মেয়েদের পক্ষ থেকে অন্য কোন মামলা করলে মাঠে পুলিশ নামবে সত্য উদঘাটনের জন্য।

মোঃ ইয়াসিন আরাফাত রিপোর্টার।

মোবাইল ঃ০১৩০২৩২৫২৬৬

 # **ইলন মাস্ক-এর সফল হবার পেছনের গল্প...**> **❒ ইলন মাস্ক- পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যাক্তি। কিছুদিন আগে বিল গেটস এবং জেফ ...
07/06/2023

# **ইলন মাস্ক-এর সফল হবার পেছনের গল্প...**

> **❒ ইলন মাস্ক- পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যাক্তি। কিছুদিন আগে বিল গেটস এবং জেফ বোজেস-কে পিছনে ফেলে দিয়ে তিনি এই অবস্থানে পৌছেন।**

ইলন মাস্ক-কে পৃথিবীর সবচেয়ে বেশী প্রোডাক্টিভ ব্যক্তিও বলা হয়। আর বলা হবে নাই বা কেনো, বৈদ্যুতিক গাড়ি টেসলা, মহাকাশ ভ্রমণে রকেট নির্মান প্রতিষ্ঠান স্পেসএক্স, চেয়ারম্যান হলেন সোলারসিটি'র, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংক এর সহ-প্রতিষ্ঠাতা এবং পেপাল এরও সহ-প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও তিনি হাইপারলুপ নামক প্রজেক্ট নিয়েও কাজ করছেন।

দক্ষিন আফ্রিকান বাবা ও কানাডিয়ান মা এর সন্তান ইলনের পুরো নাম “ইলন রিভ মাস্ক,” জন্ম ১৯৭১ সালে, দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ায়। স্কুল জীবনে অনেকটাই চুপচাপ ছিলেন তিনি, যাকে আমরা বলি ইন্ট্রোভার্ট। একারণে স্কুল পড়ুয়াবস্থায় প্রচন্ড বুলির শিকার হতেন। এমনকি একবার তাকে সিড়ি দিয়ে নীচে ফেলে দেয়া হয়েছিল। তাঁর বাবা-মা'র বিচ্ছেদের পর ইলন দক্ষিন আফ্রিকায় তাঁর বাবার সাথে থাকতেন। কিন্তু পরে মাস্ক কানাডা পাড়ি দেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়া থেকে তিনি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি পদার্থবিজ্ঞানের উপর দ্বিতীয় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এরপর এনার্জি ফিজিক্সে পিএইডি করার উদ্দ্যেশ্যে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার মাত্র ২ দিনের মাথায় তিনি পড়ালেখা ছেড়ে দেন উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে।

শুরু করেন "জিপ টু" সফটওয়্যারের মাধ্যমে। নানা জটিলতায় এর সিইও তিনি হতে পারেন নি। টেক কোম্পানি কমপ্যাক "জিপ টু" এর মালিকানা কিনে নেয় এবং মাস্ক ২২ মিলিয়ন ডলার লাভ করেন।

এরপর তিনি শুরু করলেন এক্স ডট কম। যেটাই পরবর্তীতে রুপে নেয় "পেপাল" এ। ২০০২ সালে ই-কমার্স প্রতিষ্ঠান ইবে পেপ্যালকে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয় যা তখনকার সময়ে সবচেয়ে বড় ব্যবসায়িক অধিগ্রহণ ছিল। পেপ্যালের ১১.৭ শতাংশ শেয়ার ইলন মাস্কের ব্যাংক একাউন্টে জমা করে প্রায় ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

এরপরই ২০০২ সালের ৬ই মে তিনি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যাক্তিমালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেসএক্স। কিন্তু সাফল্য আসে নি খুব সহজেই। পর পর তিনটি ব্যার্থ চেষ্টার পর যখন সবাই স্পেসএক্স এর ভরাডুবি দেখে ফেলেছিলো তখনও ইলন হার মানেন নি। তিনি চেষ্টা চালিয়ে গেছেন এবং সকলকে অবাক করে দিয়ে ফ্যালকন-১ এর সফল উৎক্ষেপণ করলেন তিনি। তাঁর ইচ্ছে তিনি মঙ্গল গ্রহে মৃত্যুবরণ করবেন। সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন যখন মানবজাতি পৃথিবী অতিক্রম করে মঙ্গল গ্রহে বসবাস আরম্ভ করবে।

স্পেসএক্স প্রতিষ্ঠার দু'বছর পর ইলন মাস্ক ঠিক করলেন, পৃথিবীর জ্বালানির ঘাটতি কমানোর জন্য বৈদ্যুতিক শক্তিচালিত গাড়ির কোনো বিকল্প নেই। তাই তিনি প্রতিষ্ঠা করলেন টেসলা ইনকর্পোরেটেড, সৌর ও বৈদ্যুতিক জ্বালানি শক্তিচালিত মোটরগাড়ির অনন্য এক প্রতিষ্ঠান।যা আবার ১০০% পরিবেশবান্ধব।

> **❒ পৃথিবীর দুরত্বকে কমিয়ে আনার জন্য তিনি কাজ করে যাচ্ছেন হাইপারলুপ নামক প্রজেক্টে। এ প্রজেক্ট বাস্তব হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সাধারণ মানুষ যেতে পারবে মাত্র কয়েক ঘন্টায়।**

ইলন মাস্কের নানান উদ্যোগের মধ্যে আরো রয়েছে সোলার সিটি যেখানে মাস্ক পুরো পৃথিবীকে সৌর শক্তির নিচে আনতে চান, ওপেন এআই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ নিশ্চিত করার কাজ করা হয়, নিউরালিংক, গিগাফ্যাক্টরির মত আরো অনেক উদ্ভাবনী ধারনা।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে টনি স্টার্ক হলেন আয়রন ম্যান। কিন্তু সত্যিকারের আয়রন ম্যান কিন্ত এই ইলন মাস্ক। মজার বিষয় হলো, স্পেসএক্স এর অফিসে শুটিং স্পট হিসেবে ব্যাবহার হয় যা আমরা টনি স্টার্ক এর অফিস হিসেবে দেখেছি। এছাড়াও আয়রন ম্যান চলচ্চিত্রে একটি ক্যামিও রোলে দেখা গেছে ইলন মাস্ক কে। বর্তমান পৃথিবীর এই আয়রন ম্যান এর সাফল্য কামনা করছি।

২০১৮ সালের নির্বাচনের রিটার্নিং অফিসারদের নাম পরিচয় বিস্তারিত:- ব্যাপক জনদাবী আছে একটি বিষয়ে- মানুষ জানতে চায় ২০১৮ সালে ...
07/06/2023

২০১৮ সালের নির্বাচনের রিটার্নিং অফিসারদের নাম পরিচয় বিস্তারিত:-

ব্যাপক জনদাবী আছে একটি বিষয়ে- মানুষ জানতে চায় ২০১৮ সালে কারা ১১ কোটি ভোটারের ভোট কেটেছিল? তাদের পরিচয় জানতে চায়। নিচে যাদের নাম লেখা হয়েছে, এরা কিন্তু গুণী মানুষ, খুব মেধাবী ছাত্রও ছিল, রীতিমত কম্পিটিশন করে নানান পরীক্ষার ভেতর দিয়ে বিসিএস পাশ করে জাতির জন্য সর্বোচ্চ সার্ভিস দিতে প্রশাসন ক্যাডারে ঢুকেছিল। কিন্তু ২০১৮ সালের ডিসেম্বরে এসে তারা তাদের পদ পদবী, দায়িত্ব কর্তব্য, মেধা, বুদ্ধি, সাহস, সার্টিফিকেট, ও ঈমানের প্রতি সদ্ব্যবহার করতে পারেননি। তখন প্রত্যেকে ছিল বাংলাদেশের একেকটি জেলার দায়িত্বপ্রাপ্ত জেলাপ্রশাসক। ৩০ ডিসেম্বরের নির্বাচনে তাদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছিল। তাদের তাছে ফোন গিয়েছিল তখনকার সরকারের উঁচু মহল থেকে, আর তাতেই তারা কর্তব্যে ঠিক থাকতে পারেনি। অনেকে আবার দলবাজি করতে গিয়ে খুব আগ্রহভরে ঐ কম্ম করেছিল। দেশের ১১ কোটি ভোটারের ভোট কাটার বন্দোবস্ত করেছিল, অনেকেই রাতে ব্যালট ভরার অনুমতি দিয়েছিল, অবশেষে বিনাভোটের সেই প্রধানমন্ত্রী ও তার দলকে আবার নির্বাচিত ঘোষণা করা হয়। দেশের মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেনি- লুট হয়ে গেছে গণতন্ত্র। জাতি চিনে রাখুক ’বস অব ভোট ডাকাত’দের:

কোন জেলায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন- নাম ও পরিচিতি নম্বর- বর্তমানে কোথায় আছেন:
------------------------------------
নারায়নগঞ্জ- রাব্বী মিয়া (৬৩৯৫) অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রনালয়
মৌলভীবাজার- তোফায়েল ইসলাম (৬০৬৩)- অতিরিক্ত সচিব, পরিচালক, সিএমডিএস
ময়মনসিংহ- ড. সুবাস চন্দ্র বিশ্বাস (৬৪৫২) অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
বাগেরহাট- তপন কুমার বিশ্বাস (৬৪৪২)- অতিরিক্ত সচিব, এনজিও ব্যুরো
গাজীপুর- ড. দেওয়ান মুহম্ম হুমায়ুন কবির (৬৪০৭)- অতিরিক্ত সচিব, পিডি, এটুআই-৩ প্রোগ্রাম
রংপুর- এনামুল হাবিব- অতিরিক্ত সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়
সিরাজগঞ্জ- কামরুন নাহার সিদ্দিকা (৬৪১১)- অতিরিক্ত সচিব, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-প্রধানমন্ত্রীর কার্যালয়
মুন্সিগঞ্জ- সায়লা ফারজানা (৬৪১৪) অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
ফরিদপুর- উম্মে সালমা তানজিয়া (৬৪০৫) অতিরিক্ত সচিব, পাসপোর্ট অধিদপ্তর
গোপালগঞ্জ- মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার(৬৪০১) অতিরিক্ত সচিব, বিসিএস প্রশাসন একাডেমি
যশোর- মো. আবদুল আউয়াল (৬৪৫৬)- অতিরিক্ত সচিব, মিনিস্টার, বাংলাদেশে দূতাবাস আবুধাবী
রাজবাড়ি- মো. শওকত আলী (৬৪৩১)- অতিরিক্ত সচিব, গৃহায়ন মন্ত্রণালয়
বরিশাল- এস এম আজিয়র রহমান (৬৮০৩)- যুগ্মসচিব (এডিজি, পানি উন্নয়ন বোর্ড)
পটুয়াখালী- মো. মতিউল ইসলাম চৌধুরি (৬৮৭১)- যুগ্মসচিব (পরিচালক বিমান)
বান্দরবন- মো. দাউদুল ইসলাম (৬৬৮১)- যুগ্মসচিব (বানিজ্য মন্ত্রনালয়)
চাঁদপুর- মো. মাজেদুর রহমান খান (৬৬৩৯)-যুগ্মসচিব (মন্ত্রিপরিষদ বিভাগ)
কক্সবাজার- মো. কামাল হোসেন (৬৮০১)- যুগ্মসচিব (স্থানীয় সরকার বিভাগ)
কুমিল্লা- মো. আবুল ফজল মীর (৬৬৪০)- যুগ্মসচিব (জননিরাপত্তা বিভাগ)
ফেনী- মো. ওয়াহেদুজ্জামান (৬৮৫৮)- যুগ্মসচিব (পরিচালক বিসিক)
খাগড়াছড়ি- মো. সাহেদুল ইসলাম (৬৮৫০)-যুগ্মসচিব (পরিচালক সমাজকল্যান পরিষদ)
কিশোরগঞ্জ- মো. সায়োরার মোর্শেদ চৌধুরি (৬৮৯৬)- যুগ্মসচিব (স্বাস্থ্য শিক্ষা বিভাগ)
মানিকগঞ্জ- এস এম ফেরদৌস (৬৮১৯)- যুগ্মসচিব (জননিরাপত্তা বিভাগ)
নরসিংদি- সৈয়দা ফারহানা কাওনাইন (৬৮৯৪)- যুগ্মসচিব (সড়ক পরিবহন বিভাগ)
শরীয়তপুর- কাজী আবু তাহের (৬৭৩১)- যুগ্মসচিব (এডিজি পরিবেশ অধিদপ্তর)
চুয়াডাঙ্গা- গোপাল চন্দ্র দাস (৬৯২৩)- যুগ্মসচিব (পাট ও বস্ত্র মন্ত্রনালয়)
ঝিনাইদহ- সরোজ কুমার নাথ (৬৮৪১)- যুগ্মসচিব (শিক্ষা মন্ত্রনালয়)
কুষ্টিয়া- মো. আসলাম হোসেন (৬৬৪৪)- যুগ্মসচিব (পরিকল্পনা মন্ত্রনালয়)
মাগুড়া- মো. আলী আকবর (৬৯১২)- যুগ্মসচিব (কৃষি মন্ত্রনালয়)
নেত্রকোনা- ময়নুল ইসলাম (৬৬৪৬) উপসচিব (স্বাস্থ্য শিক্ষা বিভাগ)
শেরপুর- আনারকলি মাহবুব (৬৮৮৬)- যুগ্মসচিব (মন্ত্রিপরিষদ বিভাগ)
চাপাইনবাবগঞ্জ- এ জেড এম নুরুল হক (৬৭৩৩) যুগ্মসচিব (অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা)
নাটোর- মোহাম্মদ গোলামুর রহমান- উপ সচিব (মারা গেছেন)
পাবনা- মো. জসিম উদ্দিন (৬৮১১)- উপসচিব (স্থানীয় সরকার বিভাগ)
রাজশাহী- এস এম আবদুল কাদের (৬৯১৬)- যুগ্মসচিব (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ)
গাইবান্ধা- সেবাস্তিন রেমা (৬৮৪১)- যুগ্মসচিব (ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়)
গাইবান্ধা- আব্দুল মতিন (সোবাস্তিনের স্থলে) যুগ্মসচিব (জননিরাপত্তা বিভাগ)
কুড়িগ্রাম- মোছা সুলতানা পারভীন (৬৮৮৪)- যুগ্মসচিব (ওএসডি-এনডিসি কোর্সের জন্য)
নীলফামারী- নাজিয়া শিরিন (৬৮৭৪)- যুগ্মসচিব (কৃষি মন্ত্রণালয়)
হবিগঞ্জ- মাহমুদুল কবির মুরাদ (৬৮৯৯)- যুগ্মসচিব (মেম্বার পিডিবি)
সুনামগঞ্জ- মোহাম্মদ আবদুল আহাদ (৬৮০৬)- যুগ্মসচিব (ওএসডি-এনডিসি কোর্সের জন্য)
ভোলা- মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক (৬৮০৫)- যুগ্মসচিব (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন)
চট্টগ্রাম- মোহামাম্দ ইলিয়াস হোসেন (৬৭৫০)- যুগ্মসচিব (জ্বালানী মন্ত্রণালয়)
জয়পুরহাট- মোহাম্মদ জাকের হোসেইন (৬৭২৯) যুগ্মসচিব (পরিচালক বিসিক)
খুলনা- মোহাম্মদ হেলার হোসেন (৬৮৮৯) যুগ্মসচিব (স্বাস্থ্যসেবা বিভাগ)
লক্ষীপুর- অঞ্জন চন্দ্র পাল (৬৭৭৮) যুগ্মসচিব (ত্রান মন্ত্রণালয়)
নওগাঁ- মো. মিজানুর রহমান (৬৭৩৭)- যুগ্মসচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়)
রাঙ্গামাটি- এ কে এম মামুনুর রশিদ (৬৭৮২)- যুগ্মসচিব (খাদ্য মন্ত্রণালয়)
ঝালকাঠি- মো. হামিদুল হক (৬৫৭৩)- যুগ্মসচিব (মন্ত্রিপরিষদ বিভাগ)
নোয়াখালী- তন্ময় দাস (৬৫৩৭)- যুগ্মসচিব (সদস্য রাজউক)
ঢাকা- আবু সালেহ মো. ফেরদৌস খান (৬৫১৫)- যুগ্মসচিব (পিডি আশ্রায়ন প্রকল্প)
মাদারীপুর- মো. ওয়াহেদুল ইসলাম (৬৪৯০)- যুগ্মসচিব (ফায়ার সার্ভিস )
জামালপুর- আহমেদ কবির (৬৫০২)- উপসচিব, ওএসডি
লালমনিরহাট- মোহাম্মদ শফিউল আরিফ (৬৫৫০) যুগ্মসচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়)
বগুড়া- ফয়েজ আহমদ (৬৪৯৩)- যুগ্মসচিব (কৃষি মন্ত্রণালয়)
ঠাকুরগাঁও- ড. কে এম কামরুজ্জামান সেলিম (১৫০১০)- যুগ্মসচিব (কৃষি মন্ত্রণালয়)
বরগুনা- কবির মাহমুদ (১৫০১৫)- যুগ্মসচিব (স্থানীয় সরকার বিভাগ)
পিরোজপুর- আবু আলী মে. সাজ্জাদ হোসেন (১৫০৬৭)- যুগ্মসচিব (শিক্ষামন্ত্রীর পিএস)
ব্রাক্ষ্মনবাড়িয়া- হায়াত-উদ-দৌলা খান (১৫১২৫)- যুগ্মসচিব (জননিরাপত্তা বিভাগ)
টাঙ্গাইল- মো. শহিদুল ইসলাম (১৫০৩২) যুগ্মসচিব (মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়)
শেরপুর- মো. আতাউল গনি (১৫০৬৪)- যুগ্মসচিব (রাষ্ট্রপতির কার্যালয়)
নড়াইল- আঞ্জুমান আরা (১৫১৭৭) যুগ্মসচিব (স্বাস্থ্য সেবা বিভাগ)
সাতক্ষীরা- এস এম মোস্তফা কামাল (১৫১৪৫) উপসচিব শিপিং মিনিস্ট্রি
দিনাজপুর- মো. মাহমুদুল আলম (১৫০২৮) যুগ্মসচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)
পঞ্চগড়- সাবিনা ইয়ামিন (১৫০৫৭) যুগ্মসচিব (কৃষি মন্ত্রণালয়)
সিলেট- এম এমদাদুল ইসলাম (১৫১০২) যুগ্মসচিব (মিনিস্টার বাংলাদেশ দূতাবাস সৌদিআরব)

World's 50 Wealthiest Cities in 2023.Based on total number of Millionaires living, this is a list of 50 wealthiest citie...
06/06/2023

World's 50 Wealthiest Cities in 2023.

Based on total number of Millionaires living, this is a list of 50 wealthiest cities in the world.

মানবেতর জীবন যাপন করছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা গোলকিপার মহসীন।তিনি একজন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার। তিনি ...
06/06/2023

মানবেতর জীবন যাপন করছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা গোলকিপার মহসীন।

তিনি একজন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার। তিনি জাতীয় দল আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক।

দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি।

উল্লেখ্য, মহসীন আবাহনীর হয়ে তিনবার লিগ চ্যাম্পিয়ন, একবার ফেডারেশন কাপ এবং মোহামেডানের হয়ে দুইবার লিগ চ্যাম্পিয়ন, দুইবার ফেডারেশন কাপ জয় করেন। ভারতের কলকাতায় আশীষ জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, সালে স্বাধীনতা দিবস ফুটবল চ্যাম্পিয়ন, ভারতের নাগজি ট্রফিতে চ্যাম্পিয়ন, বিটিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন এবং কলকাতার চার্মস কাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান। ১৯৯৪ সালে তার অধিনায়কত্বে মুক্তিযোদ্ধা ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৩ সালের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। র‍্যাঙ্কিংয়ে দ...
03/06/2023

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৩ সালের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। র‍্যাঙ্কিংয়ে দেশের তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় ও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের ১১২টি দেশের ১৫৯১টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
টাইম হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওয়াল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এছাড়া তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চূড়ান্ত সিদ্ধান্ত : এখন থেকে ফেসবুকে মনিটাইজ করতে যে TIN নাম্বার প্রয়োজন হয়, সেটা থাকলে দিতে হবে ২০০০ টাকা কর। অনেকেই রয়...
02/06/2023

চূড়ান্ত সিদ্ধান্ত : এখন থেকে ফেসবুকে মনিটাইজ করতে যে TIN নাম্বার প্রয়োজন হয়, সেটা থাকলে দিতে হবে ২০০০ টাকা কর। অনেকেই রয়েছেন ফেসবুক স্টার মনিটাইজেশন করেছেন টিন নাম্বার দিয়ে তাদেরকেও প্রতিবছর ২ হাজার টাকা কর দিতে হবে।

বিঃদ্রঃ টিন সার্টিফিকেট বাতিলের নিয়ম অতি শীগ্রই আসবে, এবং জানানো হবে।

29/03/2023

গতকাল খুলনায় পুলিশে আবার একজকে মেরেছে

26/03/2023

গতকাল খুলনায় পুলিশ তিনজনকে রূপসা নদীর পাড়ে মেরে ফেলে
রাতে ১২.০০!!!
নিউজ কেন হলো না

12/03/2023

প্রিয় ভাই রাজপথের ত্যাগী নেতা, নড়াইলের লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি পৌর আওয়ামী লীগের সদস্য মোজাম ভাইকে অভিনন্দন।
লোহাগড়ার প্রকৃত রাজপথের ত্যাগী নেতা কর্মীদের বাস্তব চিত্রটা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। ,লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, সেচ্চাসেবক লীগ, সহ সকল সংগঠন এবং লোহাগড়াকে বাঁচাতে,ঐক্যবদ্ধ হন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে লোহাগড়া বাসির আকুল আবেদন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী ফ্যামিলি থেকে উঠে আসা রাজপথের ত্যাগী নেতা থেকে মনোনয়ন দেওয়া হোক।
লোহাগড়া প্রতিনিধি: খন্দকার সদরুরজ্জামান #ইতনা সময় #সময় নিউজ #একুশের নিউজ

Address

Itna, Lohagara
Narail

Alerts

Be the first to know and let us send you an email when ইতনার সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইতনার সময়:

Videos

Share