Abdul Mohsin Jabed

Abdul Mohsin Jabed বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র
নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।

11/03/2024

আমি আল্লামা সাইদী সাহেবের কণ্ঠ হবো,,,
জিহাদী গজল
শিল্পী আবু সাদেক নোমান

জান্নাত এমন গুনাহগার মানুষ দ্বারা পূর্ণ থাকবে,যারা গুনাহ করার পর তাওবা করে নিয়েছে।আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।- লে...
09/03/2024

জান্নাত এমন গুনাহগার মানুষ দ্বারা পূর্ণ থাকবে,
যারা গুনাহ করার পর তাওবা করে নিয়েছে।
আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।

- লেখা || শাইখ আতিক উল্লাহ হাফি.

27/01/2024

খ্রিষ্টান মিশনারিদের তৎপরতা সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য!

17/01/2024

উপশাখা প্রতিনিধি সম্মেলন'২৩ এর থিম সং
''উপশাখায় আমাদের কাজ"

কথা : আবু তাহের বেলাল
সুর : মশিউর রহমান

আলোকিত কাফেলার রাহাবার যারা
মনখুলে কানখুলে শুনে রাখো তারা,
প্রতিদিন আমাদের অবিরত কাজ-
গড়া চাই খোলাফায়ে রাশেদার রাজ।

বুকগুলো ভরে নিয়ে কোরানের ঘ্রাণে
দাওয়াতী কাজ করা চাই মনেপ্রাণে,
চোখে মুখে মেখে নিয়ে আরশের রঙ-
পরোপারে পরা চাই শোহাদার সাজ।

আয়োজন করা চাই যতো বৈঠকাদি
তোলা চাই নিয়মিত দান ইয়ানাত,
যার যতো দায়ভার জেনে অন্ত‍্যআদি
করবো না এতোটুকু তার খিয়ানাত।

আঁধারের পথে কেউ যাবো নাতো ভুলে
আমলের খাতা চাই ভরা নেকিফুলে,
আলোকিত বই দিয়ে গড়ে পাঠাগার-
জ্ঞান সাধনার পথে তুলবো আওয়াজ।


16/01/2024

নেদারল্যান্ডসের আর্নহেম শহরে কুর'আনুল কারিম পোড়া'নোর চেষ্টা করেছিল ক!ফিরেরা। পুরোটা সময়ই সেখানের পুলিশ বাহিনী নিরাপত্তা দিয়ে রেখেছিল। এত নিরাপত্তার মাঝেই, সেখানে উপস্থিত এক মুসলিম ভাই হঠাৎ দৌড়ে এসে ওদের মুখে লাথি মারেন.. ফলে ওরা কাপুরুষের মতো পালিয়ে যায়। দু'বার কুর'আনুল কারিম পোড়ানোর চেষ্টা করেও ওরা ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর্নহে*মের মুসলিম ভাইদের প্রতি সালাম এবং বিশেষ করে সেই ভাইকে অভিনন্দন তার কার্যকরী 'ফ্লাইং কিকের' জন্য……

©️

সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা,,,,,,,,, 🥰❤️
16/12/2023

সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা,,,,,,,,, 🥰❤️

যে তার রবের উপর ভরসা করে,,, তার জন্য তিনিই যথেষ্ট!
02/12/2023

যে তার রবের উপর ভরসা করে,,,
তার জন্য তিনিই যথেষ্ট!

01/11/2023

~ মাওলানা তারিক জামিল💖😍

01/11/2023

২ আল-বাক্বারাহ, আয়াত: ২

ذٰلِكَ الْكِتٰبُ لَا رَیْبَ١ۛۖۚ فِیْهِ١ۛۚ هُدًى لِّلْمُتَّقِیْنَۙ

এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোন সন্দেহ নেই। এটি হিদায়াত সেই ‘মুত্তাকী’দের জন্য

31/10/2023

বদরের বিজয় : আমাদের প্রেরণা ও প্রস্তুতি।

~ ড. শফিকুল ইসলাম মাসুদ

✅ জলন্ত ইতিহাস।মুসলমান কোনদিনও সংখ্যায় বেশি ছিল না।আল্লাহর অপরিসীম কুদরতের অন‍্যতম একটি নিদর্শন হলো, তিনি তাঁর কিতাবে ...
31/10/2023

✅ জলন্ত ইতিহাস।

মুসলমান কোনদিনও সংখ্যায় বেশি ছিল না।

আল্লাহর অপরিসীম কুদরতের অন‍্যতম একটি নিদর্শন হলো, তিনি তাঁর কিতাবে তাঁর প্রিয় বান্দাদেরকে যুগে যুগে শত্রুর মোকাবিলায় সাহায্য করেছেন, বিজয় দান করেছেন; যদিও শত্রুরা সংখ্যায় ছিল অনেক এবং তাদের সমর প্রস্তুতিও ছিল ব্যাপক, আর মুমিনরা সংখ্যায় অতি নগণ্য ছিল। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿كَم مِّن فِئَةٖ قَلِيلَةٍ غَلَبَتۡ فِئَةٗ كَثِيرَةَۢ بِإِذۡنِ ٱللَّهِ٢٤٩﴾ [البقرة: ٢٤٩]

“কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে!” [সূরা আল-বাকারা, আয়াত: ২৪৯]

29/10/2023

আসসালামু আলাইকুম
😍💖

৫৫  আর-রহমান, আয়াত: ১৩فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ۠সুতরাং, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে ...
29/10/2023

৫৫ আর-রহমান, আয়াত: ১৩

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ۠

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদানআজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ...
28/10/2023

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা,
দিবে কোন বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?

আপনার তকদিরে যা লিখা আছে - সেটা দেরীতে হলেও আপনার হবে,সুতরাং ধৈর্য ধরেন।
04/10/2023

আপনার তকদিরে যা লিখা আছে - সেটা দেরীতে হলেও আপনার হবে,সুতরাং ধৈর্য ধরেন।

04/07/2023

Assalamoalikom
Welcome to my personal page
🥰💘😍

Address

Lohagara
Lohagar

Telephone

+8801853989686

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Mohsin Jabed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Mohsin Jabed:

Videos

Share