RooMmet Technology

RooMmet Technology আপনাদের অনুপ্রেরনায় আমাদের আগামীর যাত্রা 🥰
(1)

22/05/2025

পুরানো সমস্যার নতুন সমাধান! কনটেন্টে ফিরলাম নতুন ভয়েসে Okkbd.com থেকে কেনা BM800 Mic & V8 Sound Card ব্যবহার করে আমার অভিজ্ঞতা”

নতুন মাইক্রোফোন, নতুন আশার শুরু – BM800 & V8 Honest Review,
সাউন্ড সমস্যা নিয়ে অনেকদিন ঝামেলায় ভুগেছি। একটা সময় এমন হয়েছিল যে আর কখনো ভিডিও তৈরি করব না কনটেন্ট ক্রিয়েশনই বাদ দিয়ে দিবো। নতুন মাইক্রোফোন কেনার পর আশার আলো দেখতেছি। এই ভিডিওতে আমি শেয়ার করেছি আমার নতুন কনটেন্ট যাত্রার গল্প, এবং রিভিউ করেছি BM800 মাইক্রোফোন ও V8 সাউন্ড কার্ড, যেগুলো কিনেছি okkbd.com ফেসবুক পেজ থেকে।

আগে সাউন্ড কোয়ালিটি ভালো না থাকায় ভিডিও করা সম্ভব হয়নি, কিন্তু এখন এই সেটআপ দিয়ে আমার অডিওর মান অনেক উন্নত হয়েছে।
ভিডিওতে আমি বলেছি –
✔️ BM800 মাইক্রোফোনের পারফরম্যান্স
✔️ V8 সাউন্ড কার্ডের সুবিধা
✔️ সাথে পাওয়া এক্সেসরিজ
✔️ এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা

---

প্রোডাক্ট সোর্স:
ফেসবুকে ভিজিট করুন – facebook.com/okkbdcom

---

যারা কনটেন্ট তৈরি শুরু করতে চাইছো:
সরাসরি ব্যয়বহুল যন্ত্রপাতি দিয়ে না শুরু করেও ভালো মানের ভিডিও বানানো সম্ভব।
এই ভিডিও তোমার জন্য অনুপ্রেরণা হতে পারে।

---

ভিডিও ভালো লাগলে:
লাইক দিও, কমেন্ট করে মতামত জানাও আর চ্যানেল/পেজ সাবস্ক্রাইব করতে ভুলো না!

ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ!

07/03/2025

WhatsApp এ যেভাবেartificial intelligent chat GPT useকরতে পারবেন।

06/03/2025

রমাদান,নামাজ,কুরআন,হাদীস,মাসআলা ইত্যাদি ও মুসলিমদের জন্য একটি খুবেই গুরুত্বপূর্ণ App।

আসসালামু আলাইকুম। পবিত্র জুম্মা ও শবে বরাতের শুভেচ্ছা রইলো।আজকের রাতটি হবে সত্যি মহিমান্বিত !এই অচিলায়  মহান আল্লাহ যেনো...
14/02/2025

আসসালামু আলাইকুম। পবিত্র জুম্মা ও শবে বরাতের শুভেচ্ছা রইলো।আজকের রাতটি হবে সত্যি মহিমান্বিত !এই অচিলায় মহান আল্লাহ যেনো আমাদের ক্ষমা করে দেন। আমিন

২০২৪এর শেষ মুহুর্তে ;সৃষ্টিকর্তা যেনো সকলের মনের আশা পুরোন করে 🤲
27/12/2024

২০২৪এর শেষ মুহুর্তে ;সৃষ্টিকর্তা যেনো সকলের মনের আশা পুরোন করে 🤲

25/12/2024

(Story)আজকের গল্পটায় মায়ের ভালোবাসা ও আত্মত্যাগের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। আশা করি শেষ পর্যন্ত শুনবেন

24/12/2024

একজন বয়স্ক রাজমিস্ত্রী তার কাজ থেকে অবসর নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললো, 'বস, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।'

তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারন সে ছিলো সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রী। সে বললো, 'ঠিক আছে, কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে?' বয়স্ক রাজমিস্ত্রী এই প্রস্তাবে স্বানন্দে রাজী হয়ে গেল।

কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সবসময় সে বাড়ির চিন্তা করতো। তাই এর আগে যত কাজ সে করেছিলো এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল।

যখন সে বাড়িটি তৈরী করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললো,'এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার।'

এই কথা শুনে বুদ্ধ আফসোস করে উঠলো!

সে মনে মনে ভাবলো, 'হায় হায়! যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি! তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো!'

বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতই তৈরী করে চলেছি। কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই। আর তাই সব কাজে আমাদের বেস্ট টার চেয়ে অনেক কম চেষ্টাটা করি, অনেক কম পরিশ্রমটা দেই। আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারবো।mark(this sound make by:

23/12/2024

আসসালামু আলাইকুম।নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। ইনশাআল্লাহ আজকে থেকে আপনাদের সাথে নিয়মিত দেখা হবে আমার।আমার পরীক্ষা প্রায় শেষ। আশা করি গল্পটি অনেক ভালো লাগবে তাহলে শেষ পর্যন্ত শুনুন। ইনশাল্লাহ এখান থেকে বাস্তব কিছুই শিখতে পারবেন।
mark:(this sound copyright free, you can also use this music and sound.this one is my own voice from edit Banlab)

11/12/2024

বিপদে নিরাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে //সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।

লোকটি চিৎকার করে উঠলো,

'হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!'

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,

'তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!'

জাহাজের ক্যাপ্টেন জানালো, 'তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'
Mark:background sound make by

03/12/2024

দুনিয়ার অল্প খুশিতেই আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য গুলো ভুলে যাই।
বিপদে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে অনেকেরই জীবন ধ্বংস হয়ে যায়।
সচেতনতা এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে একটি জীবন গড়ে উঠুক। ধ্বংস হয়ে যাক মনের।
আবাসে বসে থাকা সেই কালো মেঘ।
Mark:This background sound make by

26/11/2024

আমাদের জীবনটা ঠিক ১০০টাকার মত।কখনো আনন্দ, কখনো বেদনা। আবার কখনো হতাশা। কিন্তু দিনশেষে ১০০টাকা-১০০টাকাই থেকে যায়।এর দাম কমেনা।সুতরাং বিপদে হাল ছেড়ে দিলে হবে না। কারন জীবনে ভালো কিছু করতে হলে ১০০টাকার মত থাকতে হবে।
Mark:no copyright sound.this sound make by:rifat of the unknown

25/11/2024

রাগ এবং ভালবাসার কোন সীমা নেই। মানুষ রাগের বসে অনেক কিছুই করে ফেলে। সকল কাজে একটাই শর্ত থাক(ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না)
দীর্ঘ চার দিন পর আবার অনলাইনে চলে আসলাম।
Mark:no copyright sound -background sound make by:rifat of the unknown

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when RooMmet Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RooMmet Technology:

Share