Uttor Bangla Entertainment

Uttor Bangla Entertainment Entertainment
comedy
Fun
Social Drama

19/03/2025

তারা আমাদেরকে ছবক দেয় কারও অধিকার হরণ না করার। একসাথে সুখে-শান্তিতে বসবাস করার। আমরা মেনে নেই।

একটা হোলির দিন অতিক্রান্ত হওয়ার পর...

তাদের দেওয়া ছবক তাদেরকেই ফিরিয়ে দিতে হয়।

"এটাই উত্তর প্রদেশ"

18/03/2025

সে আমাকে জিজ্ঞেস করল, 'কই যাস?'
আমি তখন বাড়ির গেটে। বাড়িতে ঢুকছি।

"একটি অপ্রয়োজনীয় প্রশ্ন"

16/03/2025

সুযোগ পেয়ে মানুষ তাকে ন/গ্ন করে ফেলে। মারিনার জীবনের শ্বাসরুদ্ধকর ৬ ঘন্টা।

15/03/2025

পুলিশ আবার স্বরূপে ফিরছে। আ/ট/কের সময় অপ/দস্ত কবে বন্ধ হবে?

14/03/2025

এই ৩ জন বন্ধু, আসলে বন্ধু নয়। লিমন কবির।

মিশন মোড়, লালমনিরহাট।অনেক দিন আগে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ এই চত্বরে ঘুরে ঘুরে আপন মনে বক্তব্য দিত। তার বক্তৃতা ছিল...
13/03/2025

মিশন মোড়, লালমনিরহাট।

অনেক দিন আগে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ এই চত্বরে ঘুরে ঘুরে আপন মনে বক্তব্য দিত। তার বক্তৃতা ছিল অতি দীর্ঘ। কি বিষয়ে কথা বলত জানি না। প্রচন্ড শব্দদূষণে তার কথা কান পর্যন্ত আসত না। কিন্তু দেখতাম, আঙ্গুল উঁচিয়ে প্রবীণ রাজনীতিবিদের মত বলিষ্ঠ ভঙ্গীমায় বক্তৃতা করছে।
সেই মানুষটি এখন বেঁচে আছে কিনা জানি না।

আজ অনেকদিন পর তার কথা মনে পরে গেল।

12/03/2025

বাসনা পূরণ হবেই হবে। জীবনের সাধ যেভাবে পূরণ হয়। লিমন কবির।

26/02/2025

আমার একটা ভিডিওতে ফেইক কপিরাইট স্ট্রাইক মেরে ২০ হাজার টাকা দাবি করেছে।

26/02/2025

বাড়িওয়ালাদের দুঃশাসন আর কত? এবার আইন করা হোক। লিমন কবির।

25/02/2025

অকর্মার ঢেঁকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে কী লাভ?

21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক।

21/02/2025

হায়রে কুয়েট।

19/02/2025

Alhamdulillah
14k done.

18/02/2025

চলছে অপারেশন ডেভিল হান্ট। অথচ ডেভিলরা প্রকাশ্য রাস্তায় ঘুরছে।

সূর্য তখন চলেই যাচ্ছে, গোধুল বেলাঅন্য কোথাও, অন্য কোনোখানেআমি শুধুই তাকিয়ে আছি, মায়ার খেলাকি মায়ায় ধরেছে আমায়, হিয়াই শুধ...
17/02/2025

সূর্য তখন চলেই যাচ্ছে, গোধুল বেলা
অন্য কোথাও, অন্য কোনোখানে
আমি শুধুই তাকিয়ে আছি, মায়ার খেলা
কি মায়ায় ধরেছে আমায়, হিয়াই শুধু জানে।

স্থানঃ এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট।

16/02/2025

বাশার ভাই।

15/02/2025

বাশার ভাইয়ের নাটক।

ঘুরি-ফিরি, ছবি তুলি, ভিডিও বানাই। অ্যাভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট।
14/02/2025

ঘুরি-ফিরি, ছবি তুলি, ভিডিও বানাই। অ্যাভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট।

Address

Lalmonirhat
Lalmonirhat
5502

Telephone

+8801793813681

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttor Bangla Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttor Bangla Entertainment:

Share