18/04/2023
#আমরা বস্তায় কিভাবে আদা চাষ করবো?
#বস্তায় আদা চাষ পদ্ধতি:
#বস্তায় আদা চাষের সময়:
চৈত্র থেকে বৈশাখ মাসে আদা চাষে জন্য উপযুক্ত সময়।
#মাটি প্রস্তুত:
বস্তায় আদা চাষের জন্য আদার কন্দ রোপনের ১৫ দিন আগে মাটি ও সার প্রস্তুত করতে হবে।
#প্রতি বস্তার জন্য ঝুর ঝুরে পরিস্কার
#মাটি ১৫ কেজি
#পঁচা গোবর ও ছাই ৫-৭ কেজি
#টিএসপি ২০ গ্রাম
#এমওপি (পটাশ) ১০ গ্রাম
#জিংক ৫ গ্রাম
#বোরন ৫ গ্রাম
#দানাদার কীটনাশক ১০ গ্রাম
একত্রে মিশিয়ে নিয়ে মাটি ঢেকে রাখতে হবে।
#বীজ শোধন:
আদার কন্দ লাগানোর আগে কার্বোডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে নিয়ে এক কেজি আদার কন্দ শোধন করে নিতে হবে। শোধনের পর কন্দগুলো সাথে সাথে রোপন করা যাবে না কমপক্ষে একঘণ্টা ছায়ায় রেখে শুকিয়ে নিতে হবে।
#বস্তায় সার মিশ্রিত মাটি ভরাট:
বস্তায় সার মিশ্রিত মাটি এমন ভাবে ভর্তি করতে হবে যাতে বস্তার উপরের অংশ ২ ইঞ্চি ফাঁকা থাকে।
#আদার কন্দের সাইজ/আকার:
মাটি তৈরি হয়ে গেলে বস্তায় রোপনের জন্যে ৪০-৫০ গ্রাম সাইজেট আদার কন্দ প্রয়োজন।
#আদার কন্দ রোপনের গভীরতা:
বস্তায় একটি কন্দ ৪-৫ ইঞ্চি গভীরতায় রোপন করতে হবে।
#আগাছা:
বস্তায় আদা চাষে তমন কোন আগাছা হয় না। যদি আগাছা দেখা যায় তাহলে হাত দিয়ে নিড়ানি দিয়ে গোড়া পরিস্কার রাখতে হবে।
#সেচ প্রয়োগ:
বৃষ্টি না হলে হালকা ছিটানো পানি দিতে হবে।
#সার প্রয়োগ:
চারা লাগানোর দুই মাস পরে পরিমান মতো সরিষার খোল, ইউরিয়া টিএসপি, এমওপি সার মাটিতে প্রয়োগ করতে হবে।
#আদা উত্তোলন:
জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে তোলা যায়। আদার পাতা হলুদ হয়ে আসলে আদার পরিপক্ক হয়ে যায়।
#ফলন:
উপযুক্ত পরিচর্যায় প্রতি বস্তায় ১-৩ কেজি পর্যন্ত আদা পাওয়া যায়।
এছাড়াও রোগবালাইয়ের আক্রমণ দেখা গেলে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা /উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
মো: ফরিদুল ইসলাম
উপসহকারী কৃষি অফিসার
ব্লক: ভোটমারী, কালিগঞ্জ, লালমনিরহাট।
সংগৃহীত