Nihan Plays

Nihan Plays Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nihan Plays, Gaming Video Creator, Lakshmipur, Lakshmipur.

Gaming video creator · Personal blog · Video creator, Reels Videos, Funny Videos, Shorts video, Natok, movie review, Technology, Computer Tip's, life style, Crazy gaming, A1eSports Fan, Sports News, CRISTIANO RONALDO 🪭

🥰🥰🥰             ゚
25/12/2024

🥰🥰🥰










25/12/2024

বিবিরহাট হাট বাজার উপলক্ষে অনেক নতুন সবজি নতুন কাপড় এবং রকমারি দোকান বসেছে 💞 #বিবিরহাট

25/12/2024

মোটরসাইকেল রিপেয়ার 😥😥 🏍️🏍️🏍️🏍️

25/12/2024

A1 esports তো lan ইভেন্ট এ চ্যাম্পিয়ন হয়ে গেল 💞💞💞

King Is BACK   [LAN] PUBGM PPS PRO HUB S3 GRAND FINAL Ft               ❤️
25/12/2024

King Is BACK
[LAN] PUBGM PPS PRO HUB S3 GRAND FINAL Ft

❤️




25/12/2024
Chicken with 14 kills🔥💜K9ine op🔥😭❤️ Solo 8 kills🥹🔥      @topfansports
25/12/2024

Chicken with 14 kills🔥💜

K9ine op🔥😭❤️
Solo 8 kills🥹🔥
@topfansports

25/12/2024

360 UC CHALLENGING STREAM 💞☕️ SUIIIIII

মেট্রোকে ৬২ রানে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন রংপুরমুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা ম...
25/12/2024

মেট্রোকে ৬২ রানে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন রংপুর
মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা মেট্রোকে আসরের সর্বনিম্ন রানে অলআউট করে শিরোপা জিতল রংপুর।
রৌদ্রজ্জ্বল দুপুরে দুই অধিনায়কই আশায় ছিলেন অন্তত দেড়শ রান হবে ম্যাচে। কিন্তু রংপুর বোলারদের ছিল পুরোপুরি ভিন্ন ভাবনা। মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবুদের আগুনঝরা বোলিংয়ে এর অর্ধেক রানও করতে পারল না ঢাকা মেট্রো। ম্যাচ কার্যত তখনই শেষ।

তবে ছোট লক্ষ্যে শুরুতে হোঁচট খায় রংপুর। কিছুটা আশাও হয়তো দেখতে পায় মেট্রো। কিন্তু তাদের হতাশায় ডুবিয়ে দারুণ জয়ে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি নিজেদের করে নেয় রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের ফাইনালে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় মেট্রো। রান তাড়ায় ৫ উইকেট হারালেও ৫২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আকবর আলির নেতৃত্বাধীন দল।

ব্যাটিং ব্যর্থতায় জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণের মতো টি-টোয়েন্টিতেও রানার্স-আপ হল মেট্রো।

স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে আর মাত্র দুটি। গত মার্চে জিম্বাবুয়ের ঘরোয়া প্রতিযোগিতায় ডারহামের ২২৯ রানের জবাবে মাত্র ১৬ রানে গুটিয়ে যায় মাশোনাল্যান্ড ঈগলস। আর জুনে শ্রীলঙ্কার মেজর ক্লাব টি-টোয়েন্টিতে নন্দেস্ক্রিপ্টসের বিপক্ষে ব্লুমফিল্ড ৫৪ রানে হারায় সবকটি উইকেট।

বাংলাদেশের মাঠে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে একশর কম রানে অলআউট হওয়ার ঘটনা এটিই প্রথম। ২০১৬ সালের বিপিএলে শিরোপা নির্ধারণী ম্যাচে ১০৩ রানে গুটিয়ে গিয়েছিল রাজশাহী কিংস।

মেট্রোর বিব্রতকর সমাপ্তির কারিগর মুকিদুল ও আলাউদ্দিন। সবুজের ছোঁয়া থাকা উইকেটে দারুণ সিম বোলিং করে ৩টি করে উইকেট নেন রংপুরের দুই পেসার। ১২ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের সেরা মুকিদুল।

আলাউদ্দিনও ১২ রান খরচায় নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৯ ইনিংসে ১৯ শিকার ধরে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।

ফাইনালে বেশি কিছু করতে না পারলেও আসরজুড়ে ব্যাটে-বলে আলো ছড়ান আবু হায়দার। ৯ ম্যাচে ১৩ উইকেট ও ব্যাট হাতে ১৬৪ স্ট্রাইক রেটে ১২৩ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মেট্রো অলরাউন্ডার।

টস জিতে মেট্রোকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক। মুকিদুলের প্রথম বলে পয়েন্টে ক্যাচ দিয়ে বেঁচে যান ইমরানউজ্জামান। তবে এক বল পর একই জায়গায় ক্যাচ দেন উইকেটরখক-ব্যাটসম্যান।

পরের ওভারে নাঈম শেখকে কট বিহাইন্ড করেন আলাউদ্দিন। রানের খাতা খুলতে পারেননি মেট্রো অধিনায়ক। তবে ৯ ম্যাচে তিন ফিফটিসহ ৩১৬ রান করে বাঁহাতি ওপেনারই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।









এনসিএল টি-টোয়েন্টিউদ্বোধনী ম্যাচে সিলেটের হয়ে জিসান আলমের সেঞ্চুরি। পরে আরিফুল ইসলামের বিধ্বংসী সেঞ্চুরিতে দুইশর বেশি রা...
25/12/2024

এনসিএল টি-টোয়েন্টি
উদ্বোধনী ম্যাচে সিলেটের হয়ে জিসান আলমের সেঞ্চুরি। পরে আরিফুল ইসলামের বিধ্বংসী সেঞ্চুরিতে দুইশর বেশি রান তাড়া করে ঢাকার জয়। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরু যতটা উড়ন্ত ছিল, শেষটা যেন ততই অনুজ্জ্বল। ফাইনালে ঢাকা মেট্রোকে মাত্র ৬২ রানে গুটিয়ে ট্রফি ঘরে তোলে রংপুর।

শুরু ও শেষের এই বৈপরীত্যের মাঝেই শেষ হলো স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দেশের নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে দলীয় সাফল্যে সবাইকে ছাড়িয়ে গেল রংপুর। ব্যাটে-বলে আলো ছড়ালেন মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, আলাউদ্দিন বাবু, আবু হায়দাররা। প্রথমবার স্বীকৃত ক্রিকেট খেলতে নেমে চমক দেখালেন আজিজুল হক তামিম।

স্থানীয় ক্রিকেটারদের যথাযথ চর্চায় রাখা, টি-টোয়েন্টির প্রতিভা তুলে আনার লক্ষ্যে জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণের আট দল নিয়েই হয়েছে এনসিএল টি-টোয়েন্টি। যেখানে ব্যাট-বলের দাপট দেখা গেছে সমান তালে।

টুর্নামেন্টের ৩২ ম্যাচের মধ্যে ২১ ইনিংসে ১৬০ ছুঁয়েছে দলগুলো। ১৮০ রানের বেশি তাড়ায় জয়ের ঘটনা দেখা গেছে ৪টি। প্রথম ইনিংসে ১৩০ বা তার রানের কমে আটকে যাওয়ার নজির ছিল ১০টি। এর দুইটিতে আবার আগে ব্যাট করা দলই পেয়েছে জয়ের স্বাদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার মাঠে কুয়াশার প্রভাবও কিছুটা পড়েছে উইকেটে। কুয়াশার মাত্রা বেশি থাকা দিনগুলোতে স্বাভাবিকভাবেই তেমন রানের দেখা মেলেনি। এর বাইরে ব্যাট-বলের দারুণ সমন্বয়ই দেখা গেছে আসরজুড়ে।

টুর্নামেন্টের পর্দা নামার পর একনজরে দেখে নেওয়া যাক এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের পর্যালোচনা









সিটির দুর্দশার দায় হলান্ডকে দিতে নারাজ গুয়ার্দিওলাইংলিশ ফুটবলইংলিশ ক্লাবটির কোচের মতে, তাদের এমন ছন্দপতনের কারণ পুরো দল,...
25/12/2024

সিটির দুর্দশার দায় হলান্ডকে দিতে নারাজ গুয়ার্দিওলা
ইংলিশ ফুটবল
ইংলিশ ক্লাবটির কোচের মতে, তাদের এমন ছন্দপতনের কারণ পুরো দল, কেবল একজন নয়।
মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হলান্ড হুট করে নিজেকে হারিয়ে ফেলেছেন। গোল করতেই যেন ভুলে গেছেন প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে ওঠা এই স্ট্রাইকার। তার নিষ্প্রভ পারফরম্যান্সের বিরূপ প্রভাব পড়েছে ম্যানচেস্টার সিটির ওপরও। তবে যে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি, সেটার দায় কেবল হলান্ডকে দিতে চান না কোচ পেপ গুয়ার্দিওলা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে স্রেফ একটি জিততে পেরেছে সিটি। ড্র করেছে দুই ম্যাচে। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে তারা পিছিয়ে পড়েছে অনেকটা।

লিগে ১৭ ম্যাচ খেলে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সিটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ১২ পয়েন্টে।

সিটির এই দুঃস্বপ্নের পথচলায় প্রভাব ফেলেছে হলান্ডের পারফরম্যান্সও। লিগে প্রথম পাঁচ ম্যাচে ১০ গোল করা নরওয়ের এই ফুটবলার পরের ১২ ম্যাচে করতে পেরেছেন কেবল তিনটি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল ১৮টি।

লিগ ম্যাচে বৃহস্পতিবার এভারটনের মুখোমুখি হবে সিটি। এক দিন আগে সংবাদ সম্মেলনে এসে গুয়ার্দিওলা বললেন, এই দুরবস্থার জন্য একজন নয়, পুরো দল দায়ী।

“পুরো বিষয়টি (দলের বাজে অবস্থার দায়) আমাদের, কেবল একজন খেলোয়াড়ের নয়। অতীতে যখন আমরা গোল করেছি এবং আমাদের সাহায্য করার ক্ষেত্রে আর্লিং এতটা কার্যকর ছিল দলের কারণে। আর যখন রক্ষণ, মাঝমাঠে সমস্যা থাকে, সেটা পুরো দলের জন্যই সমস্যা।”

“যদি এটা শুধু একজন খেলোয়াড়ের কারণে হতো, তাহলে কাজটা সহজ হতো। ব্যাপারটা এমন নয়। আর্লিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আছে এবং থাকবে। আমরা কাজগুলো আরও ভালো করার চেষ্টা করছি। তাকে আরও ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি।”









চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপবিন্যাস এবং সূচী 👇
24/12/2024

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপবিন্যাস এবং সূচী 👇

24/12/2024

রকমারি খাবারের দোকান #ইসলামিক #মেলা

24/12/2024

হাফেজ আবু সুফিয়ান এর বিহিরহাট মধ্য বাজারে ওয়াজ মাহফিল #ইসলামিক

ব্রাজিলে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, এক পরিবারের ১০ জন নিহতব্যবসায়ী লুইজ ক্লদিও গালিয়াজ্জি নিজেই উড়োজাহাজ চালিয়ে পরিব...
24/12/2024

ব্রাজিলে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, এক পরিবারের ১০ জন নিহত
ব্যবসায়ী লুইজ ক্লদিও গালিয়াজ্জি নিজেই উড়োজাহাজ চালিয়ে পরিবার নিয়ে গিয়েছিলেন বেড়াতে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় ব্রাজিলিয়ান ব্যবসায়ী লুইজ ক্লদিও গালিয়াজ্জি, তার স্ত্রী, তিন মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা নিহত হন বলে তার কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে। ঘটনার সময় গালিয়াজ্জিই উড়োজাহাজটি চালাচ্ছিলেন।

বিবিসি লিখেছে, ছোট উড়োজাহাজটি একটি ভবনের চিমনির সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাড়ি ও দোকানের ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিচে থাকা ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী গালিয়াজ্জি তার পরিবারকে নিয়ে সাও পাওলো রাজ্যের জুনদিয়াই বেড়াতে গিয়েছিলেন।

প্রতিকূল আবহাওয়ার মধ্যে উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল বলে জানিয়েছেন রিও গ্রান্ডে দো সুল রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইতে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় নিহত ১০ জনই গালিয়াজ্জির পরিবারের সদস্য।

রোববার সকালে উড্ডয়নের কয়েক মিনিট বাদে উড়োজাহাজটি তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরাঞ্চলে বিধ্বস্ত হয়।

নাদিয়া হ্যানসেন নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ঘটনার সময় উড়োজাহাজটির গতি বাড়ছিল।
এরপর ভবনের চিমনিতে আঘাত হানার সময় একটি বিস্ফোরণ ঘটে এবং তারপর সেটি আমার বাড়ির কাছাকাছি চলে আসে এবং তারপর সেটি পড়ে যায় এবং আমি ভেবেছিলাম আমার বাড়ির সামনে পড়েছে।”

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, জরুরি বিভাগের কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের ধোঁয়ার মধ্যে কাজ করছেন।

সাও পাওলোভিত্তিক কর্পোরেট পুনর্গঠন ও সংকট ব্যবস্থাপনা ফার্ম গালিয়াজ্জি অ্যান্ড অ্যাসোসিয়াদোসের প্রধান নির্বাহী ছিলেন গালিয়াজ্জি।

৬১ বছর বয়সী এই প্রবীণকে শ্রদ্ধা জানিয়ে লিংকডইনে একটি বিবৃতি দিয়েছে ফার্মটি।

“পরিবারের প্রতি নিজেকে উৎসর্গ করা এবং গালিয়াজ্জি ও অ্যাসোসিয়াদোসের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকার জন্য লুইজ গালিয়াজ্জি চির স্মরণীয় হয়ে থাকবেন। দুর্ঘটনায় ওই অঞ্চলের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও আমরা সহানুভূতি প্রকাশ করছি।"

দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করার কথাও বলেছে ওই কোম্পানি।

ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রামাদোর কেন্দ্রস্থলের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে একটি বাড়ি, আসবাবপত্রের দোকান ও একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়।

রাজ্যের গভর্নর লেইতে বলেছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।









বিশ্বের প্রথম উড়ুক্কু ট্যাক্সি সার্ভিস আসছে আবুধাবিতেচারজন যাত্রী নিয়ে পরিবহন করবে এসব উড়ুক্কু ট্যাক্সি, যা যাত্রার সময়...
24/12/2024

বিশ্বের প্রথম উড়ুক্কু ট্যাক্সি সার্ভিস আসছে আবুধাবিতে
চারজন যাত্রী নিয়ে পরিবহন করবে এসব উড়ুক্কু ট্যাক্সি, যা যাত্রার সময় কমিয়ে দেবে ৮০ শতাংশ পর্যন্ত।
বিশ্বে প্রথমবারের মতো উড়ুক্কু ট্যাক্সি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৫ সালের শেষের দিকে প্রথম শহর হিসেবে আবুধাবিতে এ পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে দেশটির।

এ পরিষেবার আওতায় যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারক্রাফট কোম্পানি ‘আর্চার এভিয়েশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নির্মিত বিদ্যুচ্চালিত ‘টেকঅফ-অ্যান্ড-ল্যান্ডিং বা ইভিটিওএল’ উড়ুক্কু ট্যাক্সির বহর দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

পরিকল্পনা সফল হলে কোম্পানিটির ‘মিডনাইট’ নামের উড়ুক্কু ট্যাক্সি আবুধাবির আশপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন ‘ভার্টিপোর্ট’ থেকে উড্ডয়ন বা অবতরণ করবে। ‘ভার্টিপোর্ট’ হচ্ছে এ ধরনের ট্যাক্সির এয়ারপোর্ট। চারজন যাত্রী নিয়ে পরিবহন করবে এসব উড়ুক্কু ট্যাক্সি, যা যাত্রার সময় কমিয়ে দেবে ৮০ শতাংশ পর্যন্ত।

“আর্চার-এর লক্ষ্য হচ্ছে শহরে ভ্রমণের চেহারা পাল্টে দেওয়া অর্থাৎ গাড়িতে যাতায়াতে যেখানে ৬০-৯০ মিনিটের মতো সময় লাগে, উড়ুক্কু ট্যাক্সির মাধ্যমে এই সময় কমিয়ে ১০-২০ মিনিটের মধ্যে নিয়ে আসা। যা একইসঙ্গে নিরাপদ, টেকসই, কম শব্দের ও অন্যান্য পরিবহন খরচের সঙ্গেও প্রাসঙ্গিক,” বলেছেন আর্চারের এক মুখপাত্র।

“বাণিজ্যিক এয়ারক্রাফটের মতো একই স্তরের সুরক্ষা ব্যবস্থা রয়েছে এসব উড়ুক্কু ট্যাক্সিতে। পাশাপাশি ক্রুজিং উচ্চতায় হেলিকপ্টারের শব্দ দূষণ ৯৯ শতাংশ কমিয়ে দেবে এসব ট্যাক্সি।”

পরিবহণের ভিন্ন ধারা হিসাবে ‘ইভিটিওএল’-এর ধারণাটি প্রথমবারে মতো ২০১৬ সালে নিজেদের ‘এলিভেট’ সম্মেলনে নিয়ে আসে আমেরিকান পরিবহন কোম্পানি উবার। ওই সময় বেশ জনপ্রিয়তা পায় ধারণাটি।

সে সময় এমন এক ভবিষ্যতের কল্পনা করেছিল জনপ্রিয় এই রাইড শেয়ারিং অ্যাপটি, যেখানে গ্রাহকরা গাড়ির রাইডের অর্ডার দেওয়ার মতোই উড়ুক্কু ট্যাক্সি অর্ডার করতে পারবেন। এরপর থেকে তৈরি হয়েছে ৩০০টিরও বেশি ‘ইভিটিওএল’ স্টার্টআপ।








বর্ণবাদী আচরণের অভিযোগে ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলারলেডিস কাপে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার ক্লা...
24/12/2024

বর্ণবাদী আচরণের অভিযোগে ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার
লেডিস কাপে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটকে।
ব্রাজিলে আটকা পড়েছেন আর্জেন্টিনার চার নারী ফুটবলার। লেডিস কাপ টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন বর্ণবাদী আচরণ করার অভিযোগে তাদেরকে দেশে ফিরতে দেয়নি ব্রাজিল কর্তৃপক্ষ।

সাও পাওলোতে গত সপ্তাহে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনার রিভার প্লেট। দলটির চান্দেলা দিয়াস, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো, মিলিয়াগ্রস দিয়াসের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য ও অঙ্গভঙ্গি করার অভিযোগ আনে গ্রেমিও।

সাও পাওলোর পাবলিক সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তারা এই চার খেলোয়াড়ের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চান্দেলা দিয়াস কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। গ্রেমিও তাদের বিবৃতিতে দাবি করেছে, বল বয়কে রক্ষা করতে এসে তাদের খেলোয়াড় বর্ণবাদী আচরণের শিকার হয়েছে।

বড় শাস্তি পেয়েছে রিভার প্লেট। নারী ফুটবলের প্রচারের জন্য আয়োজিত প্রীতি টুর্নামেন্ট লেডিস কাপের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগিতা থেকে রিভার প্লেটকে বাদ দেওয়া হয়েছে এবং দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

খেলোয়াড়দের এমন আচরণের নিন্দা জানিয়েছে রিভার প্লেট। যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টাইন ক্লাবটি এবং ‘এই ধরণের আচরণ নির্মূল করতে কাজ চালিয়ে যাবে’ বলে জানিয়েছে তারা।










Address

Lakshmipur
Lakshmipur
3732

Alerts

Be the first to know and let us send you an email when Nihan Plays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nihan Plays:

Videos

Share