High School Short Stories

  • Home
  • High School Short Stories

High School Short Stories Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from High School Short Stories, Newspaper, Torabgonj, .

03/11/2024

বহুকাল নিজেরে খোঁজা হয় না—
ছোটবেলার গোল্লাছুট, সাদা জামা, টিফিন ফাঁকি, পাঁচ টাকার ঝালমুড়ি, বইয়ের ভেতর লুকিয়ে রাখা ময়ূরের পালকের মত নিজেকে হারানোর এই খেলায়। তারপর এই বড় হয়ে উঠা, বুকজুড়ে যান্ত্রিক কলরব। কংক্রিটের দেওয়ালে বন্দী সবুজ লতা আমারে নিয়ে পালাতে চায় কোন এক নির্জন দ্বীপ অথবা পাহাড়ে। যেখানে গাঢ় সবুজ, যেখানে ছোট্ট শিশুর মনের মত স্বচ্ছতা।

02/11/2024

আজ ঐতিহাসিক JSC দিবস।
প্রাচীন কালে এই দিনে JSC এক্সাম শুরু হতো।😊

02/11/2024

৩৬ জুলাই ২০২৪, গণভবনের অভিমুখে লক্ষ জনতা।
আমরা বিপ্লব ঘটিয়েছি ঠিকই, কিন্তু ফরাসি বিপ্লবের মতো ফল পাচ্ছি না।🥹

12/09/2024

জ্ঞান এমন একটি আলো, যা অন্ধকারকে দূর করে এবং মানুষের মনকে মুক্তির পথে পরিচালিত করে।

11/09/2024

শিক্ষা এমন এক শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবীকে বদলে দিতে পারো।
— নেলসন ম্যান্ডেলা

18/08/2024

ছোটবেলায় হাতের লেখা টা শেখা হয়েছিল অন্য ভাবে, সবাই যখন ছক দিয়ে কিংবা পেন্সিল দিয়ে শিখতো, তখন আমার আম্মু আমাকে মাটিতে লিখে শেখাতো। খোলা আকাশের নিচে উঠোনে বসে থাকতাম, আর চারপাশে যা পেতাম, গাছের ডালপালা কিংবা ভাঙা ছোট ইটের টুকরো, ওগুলো দিয়ে লিখতাম।

হাইস্কুলে পড়াকালীন, একবার এক শিক্ষক আমাকে ব্ল্যাকবোর্ডে লিখতে বলেন, এরপর প্রায় প্রতিদিন ই লিখতে বলতেন। আমার ও ভালো ই লাগতো। সত্যি বলতে, নিজেকে অনেক জিনিয়াস ই মনে হতো। একদিন তো স্যার আমাকে, আমার ছোটভাই এর ক্লাসে ও নিয়ে যায়, এবং সবার সামনে বলেন, ওর লেখা টা একটা আর্ট, ঐদিন এর আনন্দ টা ভুলবার মতো নয়।

আমি প্রায় সময় ই অনেক জায়গায় অনেক লেখালেখি করেছি, অনেক প্রশংসা ও কুড়িয়েছি। মনে হতো, এটাই হয়তো স্বার্থকতা। কিন্তু বাস্তবে তা ছিলো, সামান্য সময়ের প্রাপ্তি।

কিন্তু গত ৫ ই আগষ্ট, যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়, তখন সাথে সাথে আমি বিজয় মিছিলে চলে যাই। বাসায় ফিরে দেখি, ইনবক্স ভর্তি মেসেজ, না এগুলো কোনো প্রেমের প্রস্তাব ছিলো না, কোনো জব এর অফার ও ছিলো না।

সব মেসেজ ই ছিলো আন্দোলন ও আমার লেখালেখি নিয়ে প্রশংসা। একটা মেসেজ আমার চিন্তাভাবনা পাল্টে দিলো, এক ছোট্ট বোন লিখলো,

ভাইয়া এই আন্দোলনে যাওয়ার সাহস ছিলো না, কিন্তু আপনার প্রতিবাদী লেখাগুলো দেখে ভালো লাগতো, একদিন বাসায় কাউকে না বলেই তাই চলে যাই আন্দোলনে। বাংলাদেশ তো আজ স্বাধীন। এরপর এর বার যদি আবার আন্দোলন হয়, আপনি লিখবেন তো?

আমি তখন বুঝতে পারলাম, লেখার ক্ষমতা ও সৌন্দর্য কতটুকু, এবং ঐ একটি মেসেজ আমার জন্য সবচেয়ে দামী মেসেজ, আমার লেখালেখির জীবনে।

আমি মেয়েটিকে বললাম, অবশ্যই অবশ্যই লিখবো। ভয় পেলে হবে?

মেয়েটি বললো, না ভাইয়া।

ইনকিলাব জিন্দাবাদ। ❤️

© Sayef Sajnul H Syed 💝

02/08/2024
02/08/2024

হয় ন্যায়ের পক্ষে কথা বলুন, নাহয় চুপ থাকুন! অন্যায়ের পক্ষে কথা বলে প্রিয় ভাই থেকে চু/দি/র ভাই হইয়েন না! ধন্যবাদ ❤️

02/08/2024

প্রধানমন্ত্রীকে স্পষ্ট বার্তা

'দায় এড়ানোর সুযোগ আপনার নেই, আপনাকে অবশ্যই হ'ত্যাকান্ডের দায় নিতে হবে'

'এবার ইন্টারনেট বন্ধ করে যদি আর একটিও গু'লি চালানো হয়, আপনি গণভবনে থাকার অধিকার হারাবেন, ছাত্রসমাজ প্রতিরোধ করবেই'

আব্দুল হান্নান মাসুদ
কেন্দ্রীয় সমন্বয়ক

10/05/2024

আমাদের সবার স্কুলেই সম্ভবত একজন 'কড়া' টিচার ছিলো—
যিনি স্কুলের বারান্দা দিয়ে হেঁটে গেলেও ক্লাস পুরা চুপচাপ হয়ে যেতো, পোলাপান অন্য কোনো স্যার রে কম ভয় পেলেও ওই স্যার কে দূর থেকে দেখলেই ভয় পেতো!
স্যার একটা 'আলাদা ভাব' নিয়েই থাকতো!

ক্লাসে ঢুকেই জিজ্ঞেস করতো 'এই চিল্লাচিল্লি কেনো হচ্ছে? কার ক্লাস? স্যার আসতেছে, চুপ থাকো৷ কেউ কথা বললেই শাস্তি পাবা কিন্তু!'

আহা! স্কুল লাইফ, স্কুলের কড়া স্যার! ❤️

25/02/2024

স্কুলের রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কত স্মৃতি মনে ভেসে ওঠে। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের দিনগুলোর স্মৃতি বারবার আমার মধ্যে স্কুল জীবনে ফিরে যাওয়ার ইচ্ছে জাগায়। 😶

আগে স্কুলের জানালা দিয়ে রাস্তা দেখতাম, এখন রাস্তা থেকে স্কুলের বারান্দা দেখি! 💔🌸
06/12/2023

আগে স্কুলের জানালা দিয়ে রাস্তা দেখতাম, এখন রাস্তা থেকে স্কুলের বারান্দা দেখি! 💔🌸

একটি  গল্প নং- ২৩গল্প পাঠিয়েছেন: রবিউল হাওলাদারভবানিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়এসএসসি ব্যাচ- ১৭
05/12/2023

একটি
গল্প নং- ২৩

গল্প পাঠিয়েছেন: রবিউল হাওলাদার
ভবানিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়
এসএসসি ব্যাচ- ১৭

22/11/2023

একসাথে পড়লেই সবাই বন্ধু হয়ে যায় না!😊

12/11/2023

আমাদের পৌর শহীদ স্মৃতী একাডেমীতে দুটি হাজিরা খাতা ছিলো ।
একটা হচ্ছে বিদ্যালয়ে উপস্থিতির জন্য ।
অন্যটি যোহরের নামাজের সময় মসজিদে উপস্থিতির জন্য ।
প্রতি ক্লাসে হুজুর স্যার একজনকে দায়িত্ব দিতেন ।
নামাজ শেষে সে হাজিরা খাতা নিয়ে মসজিদের সামনে দাঁড়াতো ।
সে রোল ১ থেকে শেষ পর্যান্ত ডাকতো ।
আমরা সবাই দাঁড়িয়ে হাজিরা দিতাম ।
টিফিনের পরের ক্লাস হতো ৬ষ্ঠ তম ।
একদিন ঐই ক্লাসের স্যার ছিলেন না ।
ক্লাসে আতঙ্ক সৃষ্টি করে হাজির হলেন আজম স্যার ।
তিনি প্রথমে বিদ্যালয়ের হাজিরা খাতা ডাকলেন ।
তারপর নামাজের হাজিরা খাতা তলব করলেন ।
সেদিন আমরা চার পাঁচজন নামাজে যাইনি ।
আমিও ছিলাম সেই দলে ।
স্যার নির্দেশ দিলেন , যাও নামাজ পড়ে আসো ।

একথা শুনে ভাবলাম , যাক মাইর থেকে রক্ষা পেলাম ।
নামাজে সেদিন একটাই দোয়া করেছিলাম , আল্লাহ আজম স্যারের হাত থেকে রক্ষা করো ।
নামাজ শেষে ক্লাসে আসলাম ।
আমাদের উপর একটা ঝড় বয়ে গেলো ।
দোয়া কবুল হইলোনা ।

হুজুর স্যার অনেক আগেই মারা গিয়েছেন ।
কিন্তু উনি আমাদের নামাজী করার যে চেষ্টা করেছিলেন।
এটাই হয়তো হাশরের ময়দান ওনার জন্য সহঝ করে দিবে ।
আযম স্যারের প্রতি তখন ভয় যেমন ছিলো , শ্রদ্ধাবোধও ছিলো ।
আমাদের স্যারদের প্রতি আমাদের এখনো একটা আবেগ রয়েছে ।
আমাদের কাছে ওনারা শুধু স্যার ছিলেন না ।
ওনার ছিলেন আমাদের পিতা সমতুল্য ।
আমি এখনো আমার শিক্ষকদের দেখলে বাইক থেকে নেমে , হেঁটে হেঁটে ওনাদের অতিক্রম করি ।

এই আদবগুলো আমরা আমাদের স্কুলের বড় ভাইদের কাছ থেকে শিখেছি ।

জানিনা বর্তমান প্রজন্ম শিক্ষকদের এমন করে ধারন করে কিনা !

Credit: Shahadat zubaer - বাবু ❤️‍🩹

28/10/2023

এসএসসি পরীক্ষার পর সবার জীবন ভিন্ন হয়ে যাবে। কেউ ইন্টারে পড়ার প্রস্তুতি নিবে। কেউ দেশ ছেড়ে চলে যাবে। কেউবা বিয়ে করে সংসারে ব্যস্ত হয়ে পড়বে। কেউ সংসারের জন্য নিজ স্বপ্ন ত্যাগ করে কাজে লেগে পড়বে।
আসলে স্কুল পর্যন্তই জীবন সুন্দর! অতঃপর সবকিছু এলোমেলো হয়ে যায়!😊

23/10/2023

বন্ধুত্বের কিংবা ভালোবাসার সম্পর্ক হোক, যেই সম্পর্কই হোক না কেনো, সম্পর্কে সবকিছুই সমান সমান থাকা লাগে।
'ভালোবাসা, সম্মান, আবদার, অধিকার, আগ্রহ, আন্তরিকতা, মূল্য' — এই সবকিছু যদি সমান সমান না থাকে এমন সম্পর্ক রাখার কোনো মানে হয় না!

20/10/2023

স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হবার দিন খাতা জমা দিয়ে ক্লাস থেকে বের হবার পর যেই একটা 'শান্তি' পাইতাম, ঠিক ওই রকম একটা 'শান্তি' দরকার জীবনে!🖤

17/10/2023

সবাই কেমন আছেন ???
আপনাদের মাঝে অনেক দিন থাকতে না পারায় আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

24/05/2023

'শিক্ষিত' মানুষজন আমার খুব ভাল্লাগে! এদের সাথে মেলামেশা করতে ভাল্লাগে, এদের পাশে বসে থাকতে ভাল্লাগে, এরা যখন কথা বলে তখন এদের মুখের দিকে দেখে থাকতে ভাল্লাগে! এদেরকে দূর থেকে দেখতেও আমার প্রচন্ড ভাল্লাগে!

এরমানে এই না যে, আমি কাউকে অশিক্ষিত বলতেছি! আমার কাছে শিক্ষিত তারাই 'যারা জায়গা বুঝে কথা বলতে জানে, মানুষকে সম্মান দিতে জানে,যেকোনো সিসুয়েশন স্মার্টলি হ্যান্ডেল করতে জানে,নিজেকে পরিপাটি রাখতে জানে,অপমান করার সুযোগ থেকেও যারা চুপ থাকে, আর সুন্দর আচরণ করতে জানে!'

এমন শিক্ষাগুলো আসোলে 'পরিবার হতে আসে,পরিবেশ হতে আসে,নিজের মানসিকতা হতে আসে' প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুটা ম্যাটার করে জাস্ট! আমার কাছে শিক্ষিত মানুষজন সবচেয়ে বেশি সুন্দর! ❤️

23/05/2023

তারপর একদিন স্কুলের ইউনিফর্ম'টা বাড়িতে এসে খুললাম, আর কোনোদিন পরা হয়ে উঠেনি.!!😔

Address

Torabgonj

3700

Telephone

+8801742810229

Website

Alerts

Be the first to know and let us send you an email when High School Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to High School Short Stories:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share