14/09/2024
একজন সাহাবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে!
তিনি ছিলেন সৎ, আমানতদার একজন গভর্নর। তাঁর আমলে লোকজন দুর্নীতি করতে পারতো না। ফলে, তাঁকে ফাঁসানোর জন্য তারাই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে।
এক লোক উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে, আপনি যাকে আমাদের গভর্নর নিয়োগ করেছেন, তিনি তো দুর্নীতি করেন। এই দেখুন, তিনি বায়তুল মাল থেকে অর্থ আত্মসাৎ করে ১ লক্ষ দিরহাম আমার কাছে রেখেছেন।
উমর রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীকে তলব করেন।
তিনি অভিযোগ শুনলেন। অভিযোগদাতা শুধু একা আসেনি, আরো লোকজন নিয়ে এসেছে।
নিজেকে নির্দোষ প্রমাণ করাটা সেই সাহাবীর জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ালো।
তিনি ছিলেন খুবই চালাক। বলা হয়ে থাকে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান চারজন সাহাবীর মধ্যে তিনি একজন।
তিনি ঐ লোককে পাল্টা জিজ্ঞেস করলেন, “১ লক্ষ দিরহাম কেনো? আমি তো তোমার কাছে ২ লক্ষ দিরহাম দিয়েছিলাম। বাকিটা কোথায়?”
সেই যুগে ১ লক্ষ দিরহাম বর্তমান সময়ের কয়েকশো কোটি টাকা!
অর্থাৎ, আমি তো দুর্নীতির টাকা ১ লক্ষ না, ২ লক্ষ তোমার কাছে দিয়েছিলাম। তুমি ১ লক্ষের হিসাব দিচ্ছো। বাকিটা কই?
সেই সাহাবী এমনভাবে বললেন, লোকটি উল্টো ফেঁসে গেলো! একপর্যায়ে সে স্বীকার করলো যে, সেই সাহাবী এমনটা করেননি বরং তাঁকে ফাঁসানোর জন্যই তারা এমন পরিকল্পনা করেছিলো।
উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি এমনটা বললে কেনো?
তিনি জবাব দিলেন, তাঁকে ফাঁসিয়ে কথা বের করার জন্য।
বুদ্ধিমান সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু।
- আরিফুল ইসলাম