Furqan - ফুরকান

Furqan - ফুরকান ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’

29/01/2025
সোজা হিসেব..
10/10/2024

সোজা হিসেব..

24/09/2024

'ইস্তেগফার' একটা অনেক হাই পাওয়ারের এন্টিবায়োটিক।

নির্দিষ্ট ডোজের পর কাজ শুরু করে।

সন্তানকে বিশাল চাকুরীজীবি নয় বরং একজন দায়িত্বশীল, বিবেকবান, সহানুভূতিশীল মানুষ হিসাবে গড়ে তুলুন
15/09/2024

সন্তানকে বিশাল চাকুরীজীবি নয় বরং একজন দায়িত্বশীল, বিবেকবান, সহানুভূতিশীল মানুষ হিসাবে গড়ে তুলুন

14/09/2024

কেনিয়ার ছোট্ট হাফেজ মুসা আব্দুল্লাহর কন্ঠে অসাধারণ হৃদয়স্পর্শী তিলাওয়াত।

14/09/2024

একজন সাহাবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে!

তিনি ছিলেন সৎ, আমানতদার একজন গভর্নর। তাঁর আমলে লোকজন দুর্নীতি করতে পারতো না। ফলে, তাঁকে ফাঁসানোর জন্য তারাই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে।

এক লোক উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে, আপনি যাকে আমাদের গভর্নর নিয়োগ করেছেন, তিনি তো দুর্নীতি করেন। এই দেখুন, তিনি বায়তুল মাল থেকে অর্থ আত্মসাৎ করে ১ লক্ষ দিরহাম আমার কাছে রেখেছেন।

উমর রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীকে তলব করেন।

তিনি অভিযোগ শুনলেন। অভিযোগদাতা শুধু একা আসেনি, আরো লোকজন নিয়ে এসেছে।

নিজেকে নির্দোষ প্রমাণ করাটা সেই সাহাবীর জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ালো।

তিনি ছিলেন খুবই চালাক। বলা হয়ে থাকে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান চারজন সাহাবীর মধ্যে তিনি একজন।

তিনি ঐ লোককে পাল্টা জিজ্ঞেস করলেন, “১ লক্ষ দিরহাম কেনো? আমি তো তোমার কাছে ২ লক্ষ দিরহাম দিয়েছিলাম। বাকিটা কোথায়?”

সেই যুগে ১ লক্ষ দিরহাম বর্তমান সময়ের কয়েকশো কোটি টাকা!

অর্থাৎ, আমি তো দুর্নীতির টাকা ১ লক্ষ না, ২ লক্ষ তোমার কাছে দিয়েছিলাম। তুমি ১ লক্ষের হিসাব দিচ্ছো। বাকিটা কই?

সেই সাহাবী এমনভাবে বললেন, লোকটি উল্টো ফেঁসে গেলো! একপর্যায়ে সে স্বীকার করলো যে, সেই সাহাবী এমনটা করেননি বরং তাঁকে ফাঁসানোর জন্যই তারা এমন পরিকল্পনা করেছিলো।

উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি এমনটা বললে কেনো?

তিনি জবাব দিলেন, তাঁকে ফাঁসিয়ে কথা বের করার জন্য।

বুদ্ধিমান সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু।

- আরিফুল ইসলাম

আল্লাহ তাঁর বান্দাদের কোন একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না..
13/09/2024

আল্লাহ তাঁর বান্দাদের কোন একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না..

13/09/2024

জান্নাতের মনোরম বৈশিষ্ট - মিজানুর রহমান আজহারি (হাফিঃ)

12/09/2024

ইসলামিক কুইজ -০১

প্রশ্নঃ যে ফেরেশতা জান কবজ করেন তাঁকে আল-কুরআনে কি নামে উল্লেখ করা হয়েছে?

০১. সাখরাতুল মাউত। ০২. মালাকুল মাউত।
০৩. আজরাইল। ০৪. ইজরাইল।

25/05/2024

একজন মানুষ যদি আত্মসম্মান নিয়ে না বাঁচে, আত্মমর্যাদার সুরক্ষায় বুক চেতিয়ে না দাঁড়াতে পারে, তবে সে তার সন্তানদেরকে কীভাবে বলবে, ‘বুকে সাহস রেখে চলবে, ন্যায়ের পথে থাকবে!’

আদম সন্তানকে যদি ধন-সম্পদে পরিপূর্ণ দু’টি উপত্যকা দেয়া হয়, তবু সে তৃতীয়টি আরেকটি আকাঙ্ক্ষা করবে। আদম সন্তানের পেট মাটি ছ...
22/05/2024

আদম সন্তানকে যদি ধন-সম্পদে পরিপূর্ণ দু’টি উপত্যকা দেয়া হয়, তবু সে তৃতীয়টি আরেকটি আকাঙ্ক্ষা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু পূর্ণ করতে পারবে না’।

[বুখারী, ৬৪৩৬]

18/05/2024

দুনিয়ায় সব চাওয়া পুরণ হবেনা বলেই আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন।

জগতে কত সুখি, আত্মপ্রবঞ্চিত মানুষ আছে...যারা খায়, পান করে, প্রাণ  খুলে হাসে; অথচ তাদের নাম জাহান্নামীদের তালিকায় লিপিবদ্...
16/05/2024

জগতে কত সুখি, আত্মপ্রবঞ্চিত মানুষ আছে...
যারা খায়, পান করে, প্রাণ খুলে হাসে; অথচ তাদের নাম
জাহান্নামীদের তালিকায় লিপিবদ্ধ হয়ে আছে।
- বিলাল ইবনু সাদ রাহিমাহুল্লাহ

Address

Keraniganj
Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Furqan - ফুরকান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share