BD News 10tv

BD News 10tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD News 10tv, Media/News Company, Lakshmipur.

আসসালামু আলাইকুম
প্রিয় শ্রোতা আমাদের পেজ লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সকল ভিডিও আপডেট পেতে ফলোআপ করে রাখুন
প্রিয় ভাইয়েরা আমাদের ভালো ভালো নিউজগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন

20/01/2025

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوا الۡیَہُوۡدَ وَ النَّصٰرٰۤی اَوۡلِیَآءَ ۘؔ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاِنَّہٗ مِنۡہُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۵۱﴾
হে মু’মিনগণ! তোমরা ইয়াহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করনা, তারা পরস্পর বন্ধু; আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই মধ্যে গণ্য হবে; নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেননা।

19/01/2025
14/01/2025

যেই মানুষ গুলা রাজাকার শব্দের অর্থ বুঝেনা তাদেরকে জুতা পিটা করা উচিত
1 নাম্বারে লীগ

11/01/2025

বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিএনপির ছাত্রসমাজ বিএনপির জনশক্তি গুলা ।এরা সবাই মিলে যমুনা টিভির পিছনে লাগছে যমুনা টিভির পিছনে লেগে,
এরা যমুনা টিভির প্রত্যেকটা পোস্ট এডিট করে জমায়েতে ইসলামের নামে অপপ্রচার করতেছে।। এদের মত একটা বেয়াদব এদের মধ্যে একটা ছোট লোক আমার মনে হয় বাংলার জমিনে আছ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার দলীয় পদ ...
06/01/2025

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার দলীয় পদ স্থগিত ও শোকজ করা হয়েছে।

শুক্রবার রাতে সংগঠনটির জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুমনের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত তিন নেতা হলেন- শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, দুই সদস্য রনি হোসেন ও ফারুক হোসেন পাটোয়ারি। এই তিন নেতাকে আগামি তিন দিনের মধ্যে স্বশরীরে লিখিত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়াও দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম জানান, ‘সম্প্রতি শার্শা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতার নামে গণমাধ্যমে চাল ছিনতাইয়ের সংবাদ প্রকাশ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি আরও জানান, দলীয়ভাবে কঠোর বার্তা দেওয়া আছে, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নাম ব্যবহার করে সুবিধা নিতে চাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার। স্বেচ্ছাসেবক দল সুশৃঙ্খল। এখানে বিশৃঙ্খলাকারীদের জায়গা নেই; যিনি যেই হোক না কেন।’

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরও কয়েকজন গরিব অসহায় নারী। পতিমধ্যে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের তিন নেতাসহ কয়েকজন তাদের মারপিট করে ভ্যান থেকে ২০ বস্তা চাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তিভোগীরা বৃহস্পতিবার রাতে চাল ছিনতাইয়ের অভিযোগে ৫জনের নামে শার্শা থানাতে মামলা করেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও বাদি তার নাম উল্লেখ করেননি এজাহারে।

03/01/2025

প্রিয় দেশভাষী আসসালামু আলাইকুম
আমার একটা কথা যারা ইসলামিক দলগুলোকে অপছন্দ করে তাদেরকে বলতে চাই তাদের মৃত্যুর পরে তারা যেন কোনভাবেই তাদের জানাজায় জন্য। মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনদের কে অনুরোধ না করে কারণ তারাও কোন একটা ইসলামিক দল এর সাথে ঐক্যবদ্ধ আছে এবং কোনো ইসলামিক দলের লোকদেরকে ও অংশগ্রহণ করার জন্য অনুরোধ না করে

10/12/2024
07/12/2024

গরুর পর্চাব কি ভাবে খাই সালা দেখুন

কি চমৎকার খবর
05/12/2024

কি চমৎকার খবর

15/11/2024

গোটা দেশে বিএন‌পির কে‌ন্দ্রীয় নেতাসহ জেলার নেতারা যখন আওয়ামী লী‌গ ও তাদের অনুসারীদের বিরুদ্ধে সোচ্চার। এবিষয়...

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when BD News 10tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD News 10tv:

Videos

Share