Risan Mahmud Chowdhury

Risan Mahmud Chowdhury Travelling information and Sharing enjoy moment.

23/06/2023
বন্দর নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট,কলম্বো,শ্রীলঙ্কা।
04/06/2023

বন্দর নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট,কলম্বো,শ্রীলঙ্কা।

25/05/2023

বাংলাদেশের বৃহৎ পর্যটন নগরী সিলেট ও প্রকৃতির কন্যা জাফলংয়ের কিছু নয়নাভিরাম দৃশ্য।

20/05/2023

ঢাকা থেকে সিলেটের অভ্যন্তরিন ফ্লাইট এর সময় বিমানের ভেতর এবং বাহিরের কিছু দৃশ্য।

কলকাতা এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল লাউঞ্জের ভেতর ট্টানজিকের সময়।
03/05/2023

কলকাতা এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল লাউঞ্জের ভেতর ট্টানজিকের সময়।

in UAE
02/05/2023

in UAE

01/05/2023

নেপাল চন্দ্রগিরি যাওয়ার সময় পাঠাও দিয়ে। ট্রাফিক সিগনাল মানার দৃশ্য।

21/04/2023

ত্যাগ,
মহিমা,শান্তি, সৌহার্দ্য আর আনন্দের
বার্তা নিয়েই এলো ঈদুল ফিতর।তাই এই ঈদ আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সূখ আর শান্তি।

সকলকে জানাই "ঈদ মোবারক"
- রিসান মাহমুদ চৌধুরী

২০১৯ সাল ৪ বছর পূর্বের ছবি।পাংথুমাই ঝর্ণা, সিলেটের সীমান্তবর্তী অন্ঞ্চল বিসনাকান্দির কুল ঘেসে বয়ে চলা বহমান ঝর্ণা। যা ভা...
09/04/2023

২০১৯ সাল ৪ বছর পূর্বের ছবি।পাংথুমাই ঝর্ণা, সিলেটের সীমান্তবর্তী অন্ঞ্চল বিসনাকান্দির কুল ঘেসে বয়ে চলা বহমান ঝর্ণা। যা ভারতে অবস্থিত।

টাকার নেশায় ভোরে উঠা খুব সহজকিন্তু নামাজের নেশায়ভোরে উঠা খুব কঠিনআল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন
06/04/2023

টাকার নেশায় ভোরে উঠা খুব সহজ
কিন্তু নামাজের নেশায়
ভোরে উঠা খুব কঠিন
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন

01/04/2023

থাইল্যান্ড থেকে দুবাই যাওয়ার মাঝে দিল্লি এয়ারপোর্টে হাফ এন আওয়ার ট্রানজিট এর সময়।

23/12/2022

নেপালে হোটেল খরচ কেমন..? এই হোটেলের ভিডিওটা দেখে আইডিয়া করতে পারবেন।

ইটভাটার জালানি দ্রব্য ইন্ডিয়ান ভালো কয়লা। ভালো পাথর কিনুন,টেকসই স্থাপনা নির্মাণ করুন।কনস্ট্রাকশন স্থাপনা নির্মাণে আস্থায়...
17/12/2022

ইটভাটার জালানি দ্রব্য ইন্ডিয়ান ভালো কয়লা।
ভালো পাথর কিনুন,টেকসই স্থাপনা নির্মাণ করুন।
কনস্ট্রাকশন স্থাপনা নির্মাণে আস্থায় অবিচল অগ্রপথিক মেসার্স ফাতেমা ট্রেডার্স
সুতারকান্দি, ভোলাগঞ্জ, জাফলং ও তামাবিলের সকল প্রকার ভাঙ্গা পাথর,মেঘালয়ের হাই সুপার কয়লা,এলসি পাথর,কাল এবং ধূসর সাদা এলসি পাথর আমদানীকারক ক্রয়-বিক্রয় কারী বিশ্বস্ত প্রতিষ্ঠান।
☎️ রিসান মাহমুদ
01712-104292 Whtsapp
01812-503050
🏞.অফিসঃ চালিবন্দর,সোবহানীঘাট,সিলেট।
সেবা নিন সুন্দর থাকুন।ধন্যবাদ

09/12/2022

রাতের থাইল্যান্ডের নবভূমি এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময়।

ভ্রমণের জন্য বিনিয়োগ হচ্ছে নিজের জন্য বিনিয়োগ। — ম্যা্থু কার্স্টেন
09/12/2022

ভ্রমণের জন্য বিনিয়োগ হচ্ছে নিজের জন্য বিনিয়োগ। — ম্যা্থু কার্স্টেন

08/12/2022

থাউল্যান্ডের নামি-দামি শপিংমল।

04/12/2022

ভুটানে মর্নিং ওয়াকে দেখলাম, তাদের বৈদ্ধ ধর্মের নিয়ম অনুযায়ী সাধন করছে।
লোকেশনঃ পুনসলিং,ভুটান।

03/12/2022

থাইল্যান্ডের যান বাহনের সুন্দর পদ্ধতি।

24/11/2022

থাইল্যান্ডের রাস্তাগুলো এবং ওদের গাড়িগুলো চলার নিয়ম কানুন এবং যে ডিসিপ্লিন বজায় রেখে চলছে,তা খুবই সুন্দর এবং প্রশংসার দাবিদার। বাংলাদেশের অনেক শেখার আছে এদের থেকে।

14/11/2022

শারজাহ, আরব সাগর পাড়ে।সচ্ছল আয়নার মত পরিষ্কার পানি।

13/11/2022

বাংলাদেশের পাথরের একটি বড় বাজার দখল করে আছে দুবাইর পাথর।যা এই পাহাড়ের রাজ্য ফুজায়রা ষ্টেট থেকে আসে।আছে বিস্তীর্ণ ও প্রশস্ত রাস্তা,উন্নত যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থা। বর্তমানে ডলার সঙ্কট,ব্যাংকে LC দিচ্ছেনা। তারপরেও বলে রাখি,কারো দুবাই পাথর দরকার হলে শিপে দেওয়া যাবে।যা চিটাগাং বন্দর এসে নামবে সেখান থেকে বিভিন্ন ঘাটে লাইটার,কার্গো ও ছোট নৌকার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তরে পাঠানো যাবে।
📞📠+8801712-104292

10/11/2022

আরবআমিরাতের ফুজায়রাতে সাজানো পরিপাটি একটি কিচেন রুম।
সাথে মেহমানদারী।

08/11/2022

"বুর্জ খলিফার" নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে। এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর বহিঃপ্রাঙ্গনে অবস্থিত ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এই ভবনে ১,০৪৪টি বাসা (এপার্টমেন্ট) আছে; ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল।

06/11/2022

দুবাই খুব বেশী কাজের সংকট।
খুব বেশী কাজের সংকট।

04/11/2022

একসময় সিলেট পুরনো কারাগারের পাশের দীঘিটিতে স্থানীয় ধোপারা কাপড় ধৌত করতেন। এ থেকেই দীঘিটির নাম ধোপাদিঘী আর এলাকার নাম হয় ধোপাদিঘীরপাড়। একপর্যায়ে দীঘির পাড় দখল করে প্রভাবশালীরা নির্মাণ করে স্থাপনা। নগরের ভেতরের গুরুত্বপূর্ণ এই দীঘিটি সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে ভারত সরকারের অর্থায়নে ‘বিউটিফিকেশন অব ধোপাদিঘী’ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। প্রকল্পের অধীনে দিঘী খনন, চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, রেলিং ও লাইটপোস্ট বসানোর উদ্যোগ নেয়া হয়।

প্রকল্প বাস্তবায়ন করতে ২০১৮ সালের শেষদিকে ধোপাদীঘি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সিটি করপোরেশন। ২০২০ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারনে কাজে ধীরগতি দেখা দেয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পুরোদমে শুরু হয় প্রকল্পের কাজ। প্রকল্পে ভারত সরকার ২১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা অর্থায়ন করে।

ধোপাদিঘীর পাড়ের সৌন্দর্য্যবর্ধনের জন্য গ্রহণ করা হয় ‘ধোপাদিঘী এরিয়া ফর বেটার এনভায়মেন্ট এন্ড বিউটিফিকেশন’ প্রকল্প। প্রকল্প বাস্তবায়নে কাজ করে ‘ডালি কনস্ট্রাকশন’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে শতভাগ কাজ শেষ করে প্রতিষ্ঠানটি। দীঘির চারদিকে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে। দর্শনার্থীদের বসার জন্য স্থাপন করা হয়েছে বেঞ্চ। পুকুরে নামার জন্য বসানো হয়েছে দৃষ্টিনন্দন ঘাট। পুকুরের নোংরা পানি পরিষ্কার করা হয়েছে। বৃক্ষপ্রেমীদের পরামর্শে সবুজ বৃক্ষ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। ওয়াকওয়ে ঘেঁষে নির্মাণ করা হয়েছে একাধিক টয়লেট। এসব টয়লেট ও বর্জ্যের ব্যবস্থাপনার জন্য রয়েছে আলাদা পাইপলাইন। নির্মিত টয়লেটের পাইপলাইনের সংযোগ পুকুর থেকে আলাদা রাখা হয়েছে। পুকুরপাড়ে সিটি কর্পোরেশন নির্মিত মসজিদের উত্তর পাশে রাখা হয়েছে প্রবেশ পথ। লোকজনের হাটাচলার জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে ওয়াকওয়েটি। দিঘীর চারদিকের ওয়াকওয়েতে রয়েছে আলোকসজ্জা। সবমিলিয়ে ধোপাদিঘীর পাড়ে একটি নান্দনিক ওয়াকওয়ে গড়ে উঠেছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, পরিবেশবাদীদের দাবী ছিল এখানে রেষ্টুরেন্ট না করতে। আমরা সেটা করিনি। পুকুরের তলদেশও পাকা করিনি। পরিত্যক্ত একটা পুকুরকে সুন্দর রুপ দিয়েছি। রক্ষণাবেক্ষনের স্বার্থেই ধোপাদিঘীর পাড় ওয়াকওয়ে লিজ দেয়া হতে পারে। লিজ দেয়া না হলে এর সৌন্দর্য্য ও পরিবেশ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়বে।

02/11/2022

নেপাল,হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র।নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।

01/11/2022

আমিরাতের ফুজায়রা প্রদেজের একটি মসজিদে।

01/11/2022

Address

Olim Uddin Hazi Bari, Titarkandi, Pakrampur
Lakshmipur
3705

Telephone

+8801712104292

Website

Alerts

Be the first to know and let us send you an email when Risan Mahmud Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Social Media Agencies in Lakshmipur

Show All

You may also like