Ebrahim

Ebrahim Here area vocational videos are uploaded

02/09/2024

আন্দোলনরত শিক্ষার্থী
মোত্তাকিন এর সহজসরল সৃতিচারণ
মোত্তাকিন এর সুস্থতা নেক হায়াত কামনা করি।

27/08/2024

সবাই একদর টা বুঝে-না আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুক।

আলহামদুলিল্লাহ, আজকে মুন্সিগঞ্জ বাজার হযরতের আগমনে, আপনারা সবাই আমন্ত্রিত, সফল হোক।
23/10/2023

আলহামদুলিল্লাহ, আজকে মুন্সিগঞ্জ বাজার হযরতের আগমনে, আপনারা সবাই আমন্ত্রিত, সফল হোক।

21/10/2023

কি বলবো ভাষা পাচ্ছি না
মাফ করে দাও আমাদের

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ✅কৃতজ্ঞতার ভাষা কেমন জানিনা, ভালোবাসা কি সেটা আমি হারে হারে বুঝতে পারছি, ✅আমার বিপদের সম...
03/10/2023

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

✅কৃতজ্ঞতার ভাষা কেমন জানিনা, ভালোবাসা কি সেটা আমি হারে হারে বুঝতে পারছি,
✅আমার বিপদের সময় পারিবারিক সদস্যদের পাশাপাশি আমার এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা আন্তরিকতার, কোন কমতি ছিলো না। প্রথমে আলহামদুলিল্লাহ।
আমি কৃতজ্ঞতা জানাই, ছোটবেলা থেকে পরিবারের সাথে সম্পর্কে জড়িয়ে থাকা এ মানুষটাকে যে আমার দুঃসংবাদ পাওয়ার সাথে সাথে নিজের সব কিছু ফেলে রেখে সারাক্ষণ আমার বিষয়ে সময় দিয়েছে বাড়ি আসা পর্যন্ত মামা- রকি সওদাগর কে সেই সাথে আমার আত্মীয় স্বজনসহ বন্ধু বান্ধব আমার বাজার ব্যাবসায়ী পাড়াপ্রতিবেশি অগনিত ফেইসবুক বন্ধু সহ যারা আমার জন্য রাত জেগে নামাজ পড়ে চোখের পানি জড়াতে পারে তারাই তো আমার আপনজন আমি দেখেছি আমার প্রয়োজনে একজনের পকেটে যা ছিলো তাই দিয়ে দিছে এ ভালোবাসা আমি কিভাবে ফিরত দিবো জানিনা আমার জানামতে যে যেভাবে পেরেছে আমার জন্য, শারীরিক, মানসিক,আর্থিক, কোন কমতি রাখে নাই আমি কাউকে বলিনি কিন্তু যার যার নিজের ইচ্ছে থেকে ছুটে গিয়েছে, এসেছে আমার পাশে দাড়াতে চেষ্টা করছে আমার পরিবার কে হাজার হাজার মহিলা বাড়িতে এসে সান্ত্বনা দিয়েছে জানিনা কি করবো। তবে দোয়া করি আল্লাহ তাদের কে ও তাদের পরিবার কে সুস্থ রাখুক বিপদ মুক্ত রাখুক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কারো জীবনে না ঘটে। ধন্যবাদ সাংবাদিক Yousuf Ali Mithu ভাইকে যিনি খবর পাওয়া মাত্র বাবুল মুন্সী থেকে সকল তথ্য নিয়ে রিপোর্ট করেছেন মানব জমিন পত্রিকায়।
ধন্যবাদ জানাই,পুলিশ প্রসাশন সহ ঐ এলাকার দুজন সচেতন ব্যাক্তি একজনের নাম- মামুন -আরেক ভাইর নাম আমার মনে নেই যারা আমাকে- জিম্মি কারিদের কাছ থেকে মুক্ত করে আবার আমার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করছেন। ✅ ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার জন্য অফুরন্ত ভালোবাসা দোয়া

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দিয়ে অনুভূতি প্রকাশ করবো জানিনা শুক্রিয়া মহান আল্লাহর দরবারে। অবশেষে আইন...
02/10/2023

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
কি দিয়ে অনুভূতি প্রকাশ করবো জানিনা শুক্রিয়া মহান আল্লাহর দরবারে। অবশেষে আইনি সকল কারুকাজ শেষে বাড়ির পথে।

22/08/2023

জনগণ, গনতন্ত্র, সংবিধান, বিদেশের
মোরল!
কোনটার গুরুত্ব পাচ্ছে বর্তমান রাজনীতি তে?

12/08/2023

🇧🇩🇧🇩দেশের পরিস্থিতি কেমন জানি লাগছে🇧🇩🇧🇩
বিএনপি, জামাত, চর মোনাই, হেফাজত, বাম ও জনগণের কোন শ্রেণী পেশার মানুষ কাউকে না ডেকে। শুধু পিটার হাস কে আমন্ত্রণ জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা দিচ্ছে, আবার কেউ কেউ আমেরিকা যাবেনা বলে বিষা ফুরিয়ে দিচ্ছে কিন্তু তারাই আবার বলছে জনগণ তাদের পাশে আছে 🥀🇧🇩🇧🇩

14/07/2023

জুম্মা মোবারক।

14/07/2023

তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে কাকে ডাকবো।

07/07/2023

হিরো তুমি এগিয়ে যাও জনগণ আছে তোমার সাথে।

07/07/2023

দেশকে নিয়ে ভাবতেই উনাদের স্বরণ হয়।

06/07/2023

সৃতির পাতা থেকে

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদষ্টা কিংবদন্তি সিরাজুল আলম খান দাদা ভাই সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে,ইন্না লিল্লাহি ও...
09/06/2023

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদষ্টা কিংবদন্তি সিরাজুল আলম খান দাদা ভাই সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,তাহার রুহের মাগফেরাত কামনা করছি।

Address

Munshiganj, Kamalnagar, Lakshmipur
Lakshmipur
3731

Alerts

Be the first to know and let us send you an email when Ebrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share