Anwar billah

Anwar billah Assalamulaikum.
তারা বলেছিল যেখানে তোমার মূল্য আছে সেখানে ফিরে যাও।তাই আমি আমার রবের কাছে ফিরে গেলাম।

06/12/2024

টিউশনির মতো জঘন্য কাজ হয় না। টাকার বিনিময়ে মানসম্মান বিকিয়ে দেওয়া ছাড়া কিছুই না।

আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ি। আমি আমার এক কলেজ শিক্ষকের ৩য় শ্রেণি পড়ুয়া ছেলেকে পড়াতাম। স্যারের ক্লাস টেনে পড়ুয়া মেয়ে আছে। আমি মেয়েদের ব্যাপারে খুবই সেন্সেটিভ। আমি সবসময় মেয়েদের অতিরিক্ত ঢলে পড়া অপছন্দ করি। যেদিন থেকে স্যারের বাসায় পড়াতে গেছি, স্যারের মেয়ে কারণে অকারণে কথা বলার চেষ্টা করেছে। সালাম দেওয়া, হাই হ্যালো করে কথা বাড়াতে চেয়েছে। আমি তার দিকে তাকিয়েও কথা বলিনি, যাতে স্যার খারাপভাবে নিতে পারেন না। আমি সালামের উত্তর দিয়ে ভালো আছি ছাড়া, সে কেমন আছে জিজ্ঞেস পর্যন্ত করিনি। বলা যায় আমি তাকে প্রতিনিয়ত ইগনোর করেছি। সে মাঝে মাঝে ঘরোয়া পোশাকেও সামনে আসত দৃষ্টি আকর্ষণের জন্য, কিন্তু আমি বরাবরই তাকে প্রত্যাখ্যান করেছি।

কিছুদিন আগে, তার পরীক্ষার ফল বেরিয়েছে। সে বাংলায় একটু খারাপ করেছে, মানে ৩০ টা এমসিকিউতে ২৮ পেয়েছে। আমার হিসেবে এটা খারাপ বলা যায় না। যা হোক, সে তার মাকে বলেছে তার বাংলার টিচার লাগবে। বাংলার একজন স্কুল শিক্ষককে তাকে পড়ানোর জন্য ঠিক করা হয়, যিনি বাসায় এসে পড়াবেন। কিন্তু সে রাজি হয়নি, বরং সে তার মাকে বলেছে, সে ইয়ং, রানিং স্টুডেন্ট ছাড়া পড়বে না। তার মা উপায় না পেয়ে আমাকে জোর করেছিলেন পড়ানোর জন্য। বলা যায়, অনেক অনুরোধ করেছেন পড়ানোর জন্য। আমি স্যারের মেয়ের আচরণ দেখে ভেবে চিন্তে রাজি হইনি। আমি পড়াতে রাজি না হওয়ায়, ইগনোর করায় সে এটাকে ভালোভাবে নেয়নি। সে প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবা-মাকে বলেছে আমি নাকি তাকে চুরি করে দেখি। তার শরীরের দিকে চেয়ে থাকি, আস্তাগফিরুল্লাহ! এসব শুনে আমি পুরো কাঠ হয়ে গেছি। শুধু মনে হচ্ছে, বাবার আর্থিক সঙ্গতি থাকলে আমি কস্মিনকালেও এই টিউশনের পথে পা বাড়াতাম না। আল্লাহ সমস্ত টিউটরের আয়ে বরকত দেন এবং সম্মানের হেফাজত করুন।

সংগৃহীত পোস্ট।

সবাইকে সঠিক বুঝ দান করো।

04/12/2024

💕মরণ পযর্ন্ত আমি তোমাকে ভালোবেসে যাবো।
I will love you till my death.

💕শেষ নিঃশ্বাস পযর্ন্ত আমি তোমাকে ভালোবাসবো।
I will love you till my last breath.

💕তুমি আমার জীবনের ভালোবাসা।
You are the love of my life.

💕তুমি আমার সবকিছু।
You are all to me.

💕তুমি ছাড়া আমার জীবন অর্থহীন।
My life is meaningless without you.

💕আমি তোমার জন্য পাগল।
I'm crazy for you.

💕তুমি কি আমার জীবন সঙ্গি হবে?
Will you be my life partner?

💕আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি।
I'm living only for you.

💕মরণ পযর্ন্ত আমার সঙ্গে থেকো।
Stay with me till my death.

💕প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসেছিলাম।
I loved you at first sight.

💕আমি সবসময় তোমার কাথাই ভাবি।
I think of you all the time.

💕তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না।
My love for you will never end.

💕আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই।
I want to see your smile forever.

💕তুমি ছাড়া আমি শেষ।
I'm lost without you.

💕তোমাকে আমার অনেক দরকার।
I need you very much.

💕আমি তোমার প্রেমে পড়েছি।
I am in love with you.

💕সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না।
True love is not easy to find.

💕আমি তোমায় মন থেকে ভালোবাসি।
I love you with my heart.

💕আমার জীবনে তোমায় প্রয়োজন।
I need you in my life.

ধন্যবাদ সবাইকে।

01/12/2024

You have many friends.
তোমার অনেক বন্ধু আছে।

You don’t have many friends.
তোমার অনেক বন্ধু নেই।

Do you have many friends?
তোমার কি অনেক বন্ধু আছে?

Don’t you have many friends?
তোমার কি অনেক বন্ধু নেই?

Yes, I have many friends.
হ্যাঁ, আমার অনেক বন্ধু আছে।

No, I don’t have many friends.
না, আমার অনেক বন্ধু নেই

25/11/2024

Lawyer. (লইয়ার) – আইনজীবি।
Journalist. (জার্নালিষ্ট) – সাংবাদিক।
Blacksmith. (ব্ল্যাকস্মিথ) – কামার।
Scientist. (সাইন্টিষ্ট) – বিজ্ঞানী।
Cobbler. (কবলার) – মুচি।
Barber. (বারবার) – নাপিত।
Pilot. (পাইলট) – বিমানচালক।
Shop-keeper. (শপকিপার) – দোকানদার।
Hawker. (হকার) – ফেরিওয়ালা।
Jeweler. (জুয়েলার) – জহুরী।
Politician. (পলিটিশিয়ান) – রাজনীতিবিদ।
Fisherman. (ফিশারম্যান) – জেলে।
Editor. (এডিটর) – সম্পাদক।
Tailor. (টেইলর) – দর্জি।
Boatman. (বোটম্যান) – মাঝি।
Examiner. (এক্সামিনার) – পরীক্ষক।
Butcher. (বুচার) – কসাই

নতুন কিছু শেখার সহজ কৌশলগতিশীল পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন নতুন বিষয় শেখার বিকল্প নেই।কিন্তু যেকোনো বিষয় শ...
24/11/2024

নতুন কিছু শেখার সহজ কৌশল
গতিশীল পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন নতুন বিষয় শেখার বিকল্প নেই।

কিন্তু যেকোনো বিষয় শেখা ও আয়ত্ত করা সহজ নয়। তবে কিছু জিনিস মাথায় রাখলে নতুন যেকোনো কিছু শেখা সহজ হয়। লিখেছেন এনাম-উজ-জামান
লক্ষ্য নির্ধারণ করুন
শেখার কোনো শেষ নেই। কিন্তু আমাদের জীবনের ব্যাপ্তি ও সামর্থ্য অফুরন্ত নয়। সে কারণে প্রথমেই আমাদের লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে, আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে কোথায় পৌঁছতে চাই। পেশাগত জীবনে কোথায় পৌঁছতে চাই সে অনুযায়ী ছাত্রজীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন কেমন চাই তাও নির্ধারণ করতে হবে। এই লক্ষ্য নির্ধারণই ঠিক করে দেবে জীবনে চলার পথে আপনাকে কী কী বিষয়ে দক্ষ হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রয়োজন লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য নির্ধারিত থাকলে কাজে বেশি মনোযোগ দেওয়া সম্ভব হয়।
দায়িত্বশীলদের দৈ নি কা
দেশ রূপান্তর
প্রয়োজনীয়তা অনুভব করুন যে বিষয়টি শিখতে চাচ্ছেন সেটি আপনার জন্য কতটুকু প্রয়োজনীয় তা ভাবুন। এটি কি নেহাত শখের বশে শিখছেন নাকি এই দক্ষতা অর্জন করলে আপনার লক্ষ্য অর্জনে তা কাজে লাগবে তা সময় নিয়ে ভাবুন। নাকি নেহাত ট্রেন্ডে গা ভাসিয়ে দিচ্ছেন? যদি আপনি চলমান ট্রেন্ড অনুসরণ করতে এটি শিখতে চান তাহলে নতুন শিখতে চাওয়ার বিষয়ে আপনার আগ্রহ স্থায়ী না হওয়ার সম্ভাবনা বেশি। যতদিন ট্রেন্ড থাকবে ততদিন আগ্রহ থাকবে। আর এটি শিখেও আপনি খুব বেশি লাভবান হতে পারবেন না। উপরন্তু ভেতর থেকে আগ্রহবোধ না করায় আপনার সেই বিষয়টি শিখতেও সময় লাগবে বেশি, শ্রম দিতে হবে বেশি। তাই কোনো বিষয় শিখতে চাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সে বিষয়টি আপনার কতটুকু প্রয়োজন তা পরিষ্কার হয়ে নিন। যখন বিষয়টির প্রয়োজনীয়তা অনুভব করবেন তখন শেখার আগ্রহ বাড়বে, শেখা সহজ হবে।
সফলদের পরামর্শ গ্রহণ করুন
আপনি যে বিষয় শিখতে চাচ্ছেন সে বিষয়ে যারা সফলতা লাভ করেছেন তাদের পরামর্শ গ্রহণ করুন। আপনি কোথায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা তাদের সঙ্গে আলোচনা করুন। তারা তাদের অভিজ্ঞতার আলোকে আপনাকে সুপরামর্শ দিতে পারবেন। আপনি যে পথ পাড়ি দিতে শুরু করেছেন তারা
THE GREAT BANGLADESH
FOLLOW US
যেহেতু সেই পথ আগেই চলেছেন তাই কীভাবে চলতে হবে সে সম্পর্কে তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। ঠকে শেখার থেকে দেখে শেখা অর্থাৎ অন্যের কাছ থেকে দেখে, জেনে, শুনে শেখা সবসময়ই নিরাপদ। তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। তাদের অভিজ্ঞতা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি পথ চলতে আপনাকে সাহায্য করবে।
তত্ত্বীয় জ্ঞান ঝালাই করুন
কোনো বিষয়ে শিখতে হলে সে সম্পর্কে পড়া খুব গুরুত্বপূর্ণ অভ্যাস। তবে পড়ার পাশাপাশি পাঠ থেকে লাভ করা জ্ঞান বাস্তবে প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ। তবেই কোনো জিনিস পুরোপুরি আয়ত্ত হয়। এটি সবসময়ের ক্ষেত্রেই সত্য। শিক্ষাজীবন শেষ হলেও শেখার কোনো শেষ নেই। পেশাজীবনেও তত্ত্বীয় জ্ঞান আপনার বিশ্বস্ত বন্ধুর ন্যায়
কাজ করবে।

সোর্স দেশ রুপান্তর

23/11/2024

বাংলাদেশের অনেক বড় আলেম তাদের ছেলেমেয়েদের মাদ্রাসায় পড়ান না। এবং তাদের মত আলেম বানান না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক শীর্ষ আলেম আল্লামা গিয়াস উদ্দিন তালুকদারের ছেলে ঢাকা মেডিকেলে পড়েন। যিনি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হয়েছেন। একই বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমাদ আলী স্যারের সন্তানরাও জেনারেল লাইনের।

এভাবে প্রায় বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলাম শিক্ষার আলেমদের সন্তানরা ৯০ ভাগ জেনারেল শিক্ষায় পড়েন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হওয়া শীর্ষ আলেমের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে পড়ার খবর বের হয়েছে। একটা প্রখ্যাত মাদ্রাসার প্রিন্সিপালের মেয়ে নাকি মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুল হলি ক্রসে পড়ে।

জামায়াত চরমোনাই এবং অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের মেয়েদের বিয়ে দেয়ার ক্ষেত্রে দুনিয়ার লাইনে প্রতিষ্ঠিত ছেলে খোঁজেন। অথবা কমপক্ষে দুনিয়া আখেরাত দুই লাইনে এগিয়ে থাকা প্রতিষ্ঠিত ছেলে। মানে দ্বীনদার বিল গেটস আরকি। এক্ষেত্রে আখেরাত একটু কম থাকলেও তারা মাইনে নেন। নিজ দলের ডেডিকেটেড এবং নিরেট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ক্যারিয়ার সেক্রিফাইস করে তাদের পিছে জান কোরবান করা বিপ্লবী ছেলেদের পাত্র হিসেবে তারা যোগ্য মনে করেন না। এই বিষয়টার ব্যাখ্যা কী? অথচ রসুলের সুন্নত হচ্ছে তার বিপ্লবের এবং আন্দোলনের একনিষ্ঠ অনুসারী আলী ওসমানের কাছে কন্যাকে বিয়ে দেয়া। ইসলামী দলগুলোর নেতাদের ভিতর এই সুন্নতের আমল নাই কেন?

ইসলামি শিক্ষার জন্য আজীবন সংগ্রাম করা মাওলানা সাঈদি রহিমাহুল্লার ৪ ছেলের তিনজনই সম্ভবত স্কুল কলেজ শিক্ষিত। জামাত নেতাদের অধিকাংশ ছেলে মেয়েরা স্কুল কলেজ ও বিদেশে শিক্ষিত। আর চরমোনাই পীরের জামাই , এমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে ৯০ পারসেন্ট মার্ক পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন সেখানে ই বছরে ১ কোটি ২০ লাখ টাকা দামের জব করেন। এটা তিনি বেশ গর্ব সহকারে সংবাদ সম্মেলন করে জাতিকে জানান যে তার জামাই এমন এমন।

মাদ্রাসা শিক্ষা এবং ইসলাম শিক্ষার প্রতি খোদ শীর্ষ আলেমদের অনীহা এবং অনাস্থা? তাহলে এই শিক্ষাকে অন্তর্ভুক্তিমূলক কর্মমুখী এবং দুনিয়ায় প্রতিষ্ঠা হওয়ার মত গড়ে না তোলার ব্যর্থতা কি তাদের কাঁধে বর্তায় না? তারাই তো মাদ্রাসা শিক্ষার হর্তাকর্তা। তাহলে কি তারা এটা বুঝাতে চাচ্ছেন যে মাদ্রাসা শিক্ষা অকার্যকর এবং দুনিয়াতে কাজে লাগে না? এবং তারা আলেম হয়ে মাদ্রাসায় পড়ে ঠকে গেছেন। নিজের ছেলে মেয়েদের আর ঠকাতে চান না?

সারাদিন যারা মানুষকে ইসলাম মার্কেটিং করে ; ইসলাম যাদের ধ্যান জ্ঞান, আমেরিকা ইউরোপ পশ্চিমকে যারা গালি দেয়, ব্লেইম দেয়, এটা কি তাদের পশ্চিম অনুসরণ নয়? এটাকে কি আমরা দ্বিমুখী নীতি বললে ভুল হবে? হুজুরদের এই প্রবণতার কারণ কি হুজুরী বিদ্যার প্রতি অবিশ্বাস?

দেখবেন হুজুরদের গর্ব হচ্ছে তাদের ছেলেপেলেরা জামাইরা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার কিংবা পশ্চিমে ইউরোপে এমেরিকায় কোথাও সুযোগ পেলে তা নিয়ে। জনগণকে ধর্ম ও মাদ্রাসার আফিম খাইয়ে , আখেরাতের দোহাই দিয়ে দুনিয়া ত্যাগের দিক্ষা দিয়ে তারা কিন্তু তলে তলে নিজেদের সন্তানদের ক্যাডেট কলেজ ইংলিশ মিডিয়ামে মেডিকেলে বুয়েটে চুয়েটে পাঠায় ‌। দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য। এটার ঠিক মাজেজা কী নিখিলেশ?

Anwar billah

23/11/2024

লাইফে খুশী থাকতে চান জিরো এক্সপেকটেশন রাখুন। আপনার সাথে কেউ কথা বলবে, সময় দিবেো সাপোর্ট দিবে এমন এক্সপেকটেশন রাখবেন না, আপনি তার জন্য অনেক করেছেন আপনার জন্য ১% হলে ও করবে এমন এক্সপেকটেশন রাখবেন না।
যেদিন সবকিছু থেকে জিরো এক্সপেকটেশন রাখতে পারবেন সেদিন লাইফে হ্যাপিনেস খুঁজে পাবেন।

Anwar billah

22/11/2024

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়?এই কেনোর উত্তর নেই।কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী।তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের? কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান।টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে।বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়।কি কঠিন সত্য তাই না!
.........✍️ সংগৃহিত

21/11/2024

Faatiha Aayat আমেরিকা ছেড়ে বাংলাদেশে কেন?

🎙Speaker:
𝗙𝗮𝗮𝘁𝗶𝗵𝗮 𝗔𝗮𝘆𝗮𝘁
Founder & CEO, CHIL&D
Child Rights Activist & Climate Campaigner.

21/11/2024

মাঝেমধ্যে মনে হয়, 'মেসেঞ্জার' ছাড়াও জীবন সুন্দর! কে মেসেজ দিলো সেটা দেখার আগ্রণ নাই, কে মেসেজ এখনো সীন করে নাই সেটা নিয়ে অস্থিরতার কিছু নাই, কে ব্লক করে দিয়েছে সেটা নিয়ে কোনো আফসোস নাই, বলা যায় কোনো প্রেশার ই নাই। কথা বললে বললাম, না বললে নাই!

ফেসবুকে এসে রিলস দেখা, ভিডিও দেখা, ইউটিউব এ মুভি দেখা বা প্রয়োজনীয় কাজ করা। 'মেসেঞ্জার' ছাড়াও, আসলেও জীবন সুন্দর ♥

Anwar Billah

21/11/2024

বই পড়া এবং জানা যাদের কাছে নেশা তারা হুট করে দুই-তিনটা বেস্ট বইয়ের নাম বলতে পারে না।
এতো এতো বই থেকে হুট করে দুই-চারটা ভালো বইয়ের নাম বলা সহজ না।

আমি অনেক বইয়ের তথ্য মনে রাখতে পারি। কিন্তু দেখা যায় সেই বই বা লেখকের নামই মনে নাই।

যারা বই ভালোবাসে তারা অনেকটা শিশুর মতো। শিশুরা যেমন খেতে না পারলেও প্লেটে অনেক খাবার নেয়, ঠিক তেমনি সব বই পড়া হবে না জেনেও তারা বই কিনতে পছন্দ করে। হাতের কাছে অনেক বই থাকলেই একটা প্রশান্তি লাভ করে।

এতো সহজে প্রশান্তি লাভের আর কোন অন্য উপায় আছে কি না বলে আমার জানা নেই। জীবনে প্রশান্তিটাই
তো সবচেয়ে বড়ো।♥



Anwar billah

20/11/2024

আপনারা কি দাবি করেন আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন!?
এটা ইসলামিক স্টেইট নয়, এটা একটা চরম সেক্যুলার স্টেইট।
যেখানে নামাজ, রোজা, হজ্জ, যাকাত, তাসবীহ, তাহলীলের দিকে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে।
অন্যদিকে শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেয়া হয়েছে।

এটাই এ জাতীর সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় দুর্দশা।

🎙️Abu Taw Haa Muhammad Adnan

20/11/2024

অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে, ভাল শিক্ষক:

বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে ৫ ডলার বকশিস দিল.....

বকসিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে হা করে তাকিয়ে রইল.... ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করল 'কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন?

ওয়েটার বলল 'স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে ১০০ ডলার বকসিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র ৫ ডলার দিলেন?"

বিল গেটস হেসে ওয়েটারকে বলল 'সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে"

কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক।✅🖤

Anwar billah

19/11/2024

কারো কাছে কখনোই আমি তার একান্ত প্রিয় মানুষ কিংবা একমাত্র কাছের বন্ধু হয়ে উঠতে পারিনি।
তৃতীয় পক্ষ বলতে যেই কথাটা বলে না মানুষ, সবার জীবনে আমি ঠিক সেটা হয়েই আটকে আছি।
সবার বেলাতে আমি থাকলেও দিনশেষে আমার বেলায় আমি কাউকেই খুঁজে পাইনি কোনোদিনই! দিন শেষে আমি একা! 😊

Anwar billah

পাকিস্তান থেকে যা এলপাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। প্র...
17/11/2024

পাকিস্তান থেকে যা এল

পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। প্রথমবার নতুন এই পরিবহনসেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কনটেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই সেবা চালুর আগে পাকিস্তানের কনটেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কনটেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ একক কনটেইনার। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ একক কনটেইনার।

প্রথমবার এই সেবায় ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ জাহাজে করে পাকিস্তান থেকে কনটেইনারে যা আনা হয়েছে:

শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কনটেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ছয় হাজার ৩৩৭ টন। পাকিস্তানের ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে।

তালিকা অনুযায়ী, পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি। মোট ১১৫ কনটেইনারে রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইট রয়েছে ৪৬ কনটেইনারে। মোট ৩৫ একক কনটেইনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেশিয়াম কার্বোনেট আনা হয়েছে ছয় কনটেইনারে।

এ ছাড়া কাচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ আনা হয়েছে ১০ কনটেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল কাপড়, রং ইত্যাদি রয়েছে ২৮ কনটেইনারে। একটি কনটেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিনস, এক্স সিরামিকস, স্কয়ার ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে ৪২ একক কনটেইনারে। এসব কনটেইনারে পেঁয়াজ রয়েছে ৬১১ টন। এর বাইরে ১৪ একক কনটেইনারে আলু আমদানি হয়েছে ২০৩ টন। এই দুটো পণ্য আনা হয়েছে হিমায়িত কনটেইনারে। ঢাকার হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর পেঁয়াজ-আলু এনেছে।

সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কি না, তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস। এরপরই আমদানিকারকেরা খালাস করে নেন।

17/11/2024

হেদায়েতের প্রথম দিকের দিনগুলো অসম্ভব সুন্দর হয়।

একটা পা ফেলতে গেলেও মনে ভয় কাজ করতো। চলতে, ফিরতে, কথা বলতে মনে হতো আমি ভুল কিছু করে ফেললাম না তো!! একটা নন মাহরাম এর সামনে পড়ে গেলে জায়নামাজে কত চোখের পানি ফেলেছি।
ছোট ছোট ভুল গুলো অনেক বড় লাগতো। অপ্রয়োজনে কারোর সাথে কথা বলতে গেলে ভিতর থেকে কে জানি বলতো " খবরদার অহেতুক কথা বলবি না, গিবত হয়ে যেতে পারে।" গানের আওয়াজ শুনলেই
দুইকান চেপে ধরতাম। ছোট ছোট ভুলের জন্য কত কেঁদেছি।

কিন্তু দিন দিন নফসের দাসত্বে অপরাধবোধ হ্রাস পেতে থাকে। বুঝতে পারা যায় এটা করা যাবে না কিন্তু নফস
তাই করায়। আগের চেয়ে এটা বেশি ভয়ংকর 💔 কারণ
হেদায়েতের আগে এসব সম্পর্কে জানা ছিলো না কিন্তু এখন জানার পরেও গাফেল 💔

হিদায়েত= হৃদয়ের বসন্তে, শ্রেষ্ঠ সম্পদ
হেদায়েত = এটা পাওয়ার পর তা ধরে রাখা অনেক কঠিন

আল্লাহুম্মাগফিরলী

" হে আল্লাহ! আমাদের সবাই'কে হেদায়েত দান করো
এবং নফসের অনিষ্ট থেকে আমাদের কে রক্ষা করো।"
[আমিন ❤️]

Anwar billah
নাহিদা বিশ্বাস

16/11/2024

সমাজের কিছু নিয়ম নীতি আছে এগুলো আসলে কুসংস্কার ছাড়া আর কিছুই না। সমাজ যে কাজটা করবে, সে কাজটা আপনি না করলে আপনি একজন সমাজ বিরোধী।

পৃথিবীতে মানুষের জন্ম হলে মৃ'ত্যু হবে এটাই স্বাভাবিক, আর একজন মৃ'ত ব্যক্তির জন্য অশ্রু ফেলে কোন লাভ নেই এটাই লজিক।

এবার ঘটনা হচ্ছে, আপনার পরিচিত কেউ মা'রা গেলে আপনি যাদি তার জন্য কাঁন্না না করেন, সমাজ আপনাকে বেশ কিছু উপাধি দিয়ে দিবে। যেমনঃ আপনি পাষাণ/ আপনি আবেগহীন/ আপনি স্বার্থপর।
বিষয়টা সমাজ এমন ভাব দেখাবে যে, বেঁচে থাকতে তার সাথে আপনার সম্পর্ক যেমনই থাকুক না কেন, মৃ'ত্যুর পর তার জন্য দু-ফোটা চোখের জল না ফেললে যেনো তার আত্মা শান্তি পাবেনা।

এবার বিষয়টাকে যদি ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। এ বিষয়ে বহু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃ'ত ব্যক্তির জন্য ‘পেশিতে আ'ঘাত করে, কাপড় ছিন্নবিচ্ছিন্ন করে এবং জা'হেলিয়াত যুগের মত বিভিন্ন প্রবাদ বলে যে আহাজারি করল, সে আমার আমাদের মধ্য থেকে নয়।’ (বুখারী ১২৩৫)

হজরত ওমর (রা.) বর্ণনা করেন, নবী কারিম (সা.) বলেছেন, ‘আপনজনের কান্নাকাটির কারণে মৃ'ত ব্যক্তিকে শা'স্তি দেওয়া হয়।’

এরা শরিয়া মানেনা, অথচ সামাজিক হওয়ার জন্য কত রকম অসামাজিক কাজকর্ম করে বসে।

Anwar Billah

15/11/2024

কলার মধ্যে বাংলা কলাটাই আমার সবচেয়ে পছন্দের এবং বাসায় সবসময় মজুদ রাখার চেষ্টা করি। গতকাল বেশ খুঁজেও কোথাও পেলাম না কলাটা। ফলে, বাসায় কলা আনাও হয়নি।

রাতে মেয়ে এসে আমাকে বললো, ‘আব্বু, আপনি তো কলা আনতে ভুলেই গেলেন’।

—’দোকানে যে বাংলা কলা পাইনি, আম্মু’।

বাংলা কলা পাইনি দেখে মেয়ে বললো, ‘দোকানে কি ইংরিজি কলাও নেই?’

এমন দম ফাটানো হাসি আসলো, চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা!

এই ছোট্ট ছোট্ট, অবুঝ অবুঝ আত্মাগুলো বড় হয়ে যায় ক্যানো?

Anwar billah

Address

Lakshmipur

Telephone

+8801836529105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anwar billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anwar billah:

Videos

Share