Daily Laksham Newspaper

Daily Laksham Newspaper সত্য প্রকাশে নির্ভিক।

17/09/2022

তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে অস্বীকার করবে?

আজ ১৭ সেপ্টেম্বর  রাত আনুমানিক ৯.৩০ মিনিটে লাকসামের ভৈসকপালিয়া মোটর সাইকেল দূর্ঘটনায়  চয়ন সিংহ পিতাঃ শুধর্সন সিং  গ্রাম:...
17/09/2022

আজ ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯.৩০ মিনিটে লাকসামের ভৈসকপালিয়া মোটর সাইকেল দূর্ঘটনায় চয়ন সিংহ পিতাঃ শুধর্সন সিং গ্রাম: দুপচর ও শান্ত সিংহ পিতাঃ মৃতঃ জহর লাল সিংহ গ্রাম: আলীশ্বর দুই জন নিহত হয়।

16/09/2022
সকালে স্কুলে গিয়ে দুপুরে বাড়িতে আসার পর নিজ ঘর থেকে উর্মী আক্তার অহনা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ...
01/07/2022

সকালে স্কুলে গিয়ে দুপুরে বাড়িতে আসার পর নিজ ঘর থেকে উর্মী আক্তার অহনা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ২৯ জুন বুধবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার সিংজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বেড়িবাঁধ এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আক্তার অহনা সিংজোড় বেড়িবাঁধ এলাকার জাফর আহমেদের মেয়ে এবং ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে অহনা স্কুলে গিয়ে ক্লাস না করে পাশের একটি বাড়ির রাস্তায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দেয়। অহনা ক্লাসে অনুপস্থিত ও বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা জানতে পেরে তাকে ডেকে এনে ক্লাসে বকাঝকা দেন এবং অপমানসূচক কথাবার্তা বলেন। পরে তার বাবা- মাকে বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করেন শিক্ষকরা।

বুধবার অহনাকে নিয়ে বিদ্যালয়ে আসেন তার বাবা-মা। তাদের মেয়ে অহনা নিয়মিত ক্লাস না করে বিদ্যালয়ের বাইরে আড্ডা দেয়। বিষয়গুলো নিয়ে তার বাবা-মাকে মেয়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বিদ্যালয়ের শিক্ষকরা। ওই দিন দুপুরে বিদ্যালয় থেকে বাড়িতে আসার সময় বাবা-মায়ের সাথেও কথা কাটাকাটি হয় অহনার ।

এরপর দুপুর ১টার দিকে বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখতে পান স্বজনরা। এর পর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল ফয়েজ বলেন, অহনা কয়েক দিন ধরে ক্লাস না করে বাইরে তার সহপাঠীদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়টি নিয়ে তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। বিকালে খবর পেয়েছি সেই ছাত্রী আত্মহত্যা করেছে

18/06/2022
18/06/2022
বিক্রি করা হবে।একদম ফ্রেশ ওটোবির তাক,অর্ডার দিয়ে বানানো হয়েছে।অনেক মজবুত, আগে দেখেন তারপর বুজবেন।১১ মাস ব্যাবহার হয়েছে।প...
19/05/2022

বিক্রি করা হবে।
একদম ফ্রেশ ওটোবির তাক,
অর্ডার দিয়ে বানানো হয়েছে।
অনেক মজবুত, আগে দেখেন তারপর বুজবেন।
১১ মাস ব্যাবহার হয়েছে।
পিছনের বোডগুলো melatex এর লাগিয়েছি।

লোকেশনঃ- সুরক্ষা হসপিটালের সামনে।

যোগাযোগ-০১৩০১৪৪৯০৫০

 #ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ডে সুমিল পাড়া রেললাইন সংলগ্ন রেহান বাড়ির পুকুরের পানিতে...
30/04/2022

#ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ডে সুমিল পাড়া রেললাইন সংলগ্ন রেহান বাড়ির পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু।
তাদের মা-বাবাকে সন্তান হারানোর শখ কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। সবাই জান্নাতের পাখি দুইটার এবং তাদের মা-বাবার জন্য দোয়া করবেন। #আমিন।।

পুলিশ ক্লিয়ারেন্সে লাগবেনা তদন্ত এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন‍্য থানায় যেতে হবেনা কাউকে। তদন্তের জন‍্যও থ...
30/04/2022

পুলিশ ক্লিয়ারেন্সে
লাগবেনা তদন্ত

এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন‍্য থানায় যেতে হবেনা কাউকে। তদন্তের জন‍্যও থানায় ডাকবেনা পুলিশ। পুরো বিষয়টি এখন অনলাইনে। এমন তথ‍্য জানিয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, বাংলাদেশী পাসপোর্টধারী বিদেশগামী ব‍্যক্তিগণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন‍্য যথাযথভাবে অনলাইনে আবেদন করে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস থেকে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে আবেদন করার সময় বিদেশগামী ব‍্যক্তিকে অবশ্যই এক কপি রঙ্গিন ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ, সোনালী ব‍্যাংক থেকে পাঁচশত টাকার ব‍্যাংক চালান যথাযথভাবে সংযুক্ত করতে হবে। সকল কাগজপত্র সঠিকভাবে অনলাইনে জমা দেয়ার পর আবেদনকারীকে তদন্তের জন‍্য আর থানায় আসতে হবেনা। সরাসরি কুমিল্লা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

 #প্রেম করে বিয়ে করেছে শাকিল।  #এখনও এক বছর হয়নি।এর মধ্যে শ্বশুর সাধ্য অনুযায়ী জামাই শাকিলকে ৫ হাজার টাকা দিয়েছেন ঈদের ক...
30/04/2022

#প্রেম করে বিয়ে করেছে শাকিল। #এখনও এক বছর হয়নি।এর মধ্যে শ্বশুর সাধ্য অনুযায়ী জামাই শাকিলকে ৫ হাজার টাকা দিয়েছেন ঈদের কেনাকাটা করার জন্য। এতে মন ভরেনি শাকিলের। টাকার পাশাপাশি ঈদের উপহারও চায় শাকিলের। এটা নিয়ে স্ত্রী মিমের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে শাকিল।
#আহারে_প্রেম! #আহারে_বিয়ে! #আহারে_ঈদ!

29/04/2022

সেবা নিন,
সুস্থ থাকুন প্রতিদিন।
Surakkha Hospital

29/04/2022

কুমিল্লা জেলা নিয়ে গান

#কুমিল্লা #কুমিল্লার_ঐতিহ্যকুমিল্লা জেলা নিয়ে গান

ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন সাবধানতা মেনে চলুন। ার্টি #ছিনতাইকারী থেকে সাবধান।আপনি সুস্হ মানে আপনার পরিবার সুস্থ।একটু সাবধ...
29/04/2022

ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন
সাবধানতা মেনে চলুন।
ার্টি
#ছিনতাইকারী থেকে সাবধান।
আপনি সুস্হ মানে আপনার পরিবার সুস্থ।

একটু সাবধানে চলাফেরা করবেন।
ধন্যবাদ সবাইকে।।

সিজারিয়ান সেকশনের মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।আজ (২৫.০৪.২০২২ইং)এক নতুন ...
29/04/2022

সিজারিয়ান সেকশনের মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ (২৫.০৪.২০২২ইং)এক নতুন দিগন্তের সূচনা হল মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।একটি ঐতিহাসিক স্মরণীয় দিন। মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। প্রতিষ্ঠার পর আজ প্রথম সিজারিয়ান অপারেশন হলো মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাচ্চা ও প্রসূতি মা সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ।
কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত স্যারের নির্দেশনায়, আমাদের শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ মল্লিক স্যারের তত্ত্বাবধানে আজ প্রথম সিজারিয়ান অপারেশন করলেন
🚼"গাইনী বিশেষজ্ঞ ডা. আছমা আক্তার"🚼
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য)
ডিজিও(গাইনী এন্ড অবস্)
এনেসথেসিয়া দেন জুনিয়র কনসালটেন্ট ডা.এনামুল হক ভূইয়া তানভির, এসিস্ট করেন মেডিকেল অফিসার ডা. মুনমুন । ডা. আরিফ বাচ্চাকে দেখে দেন। উপস্থিত ছিলেন কনসালটেন্ট সার্জারি ডা.বিপ্লব কুমার বর্মন স্যার। সার্বিকভাবে শেষ পর্যন্ত ওটিতে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ মল্লিক স্যার।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয়কে যার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অসংখ্য ধন্যবাদ মনোহরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার জনাব সোহেল রানা স্যার, মনোহরগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব জাকির হোসেন মহোদয়, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী স্যার।যাদের সার্বিক সহযোগিতায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়ছে,ভবিষ্যতে আরো উন্নত সেবা দিতে সম্ভব হবে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

28/04/2022

বর্তমান পরিস্থিতি নিয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাসের বার্তা....

28/04/2022

সেবা নিন,
সুস্থ থাকুন প্রতিদিন।
@সুরক্ষা হসপিটাল

কুমিল্লা কাউন্টার বা বিশ্বরোড থেকে চাহিদা থাকা সত্বেও লাকসামের যাত্রীদের টিকেট দিতে চায় না। অথচ লাকসামে এসে দীর্ঘক্ষণ দ...
28/04/2022

কুমিল্লা কাউন্টার বা বিশ্বরোড থেকে চাহিদা থাকা সত্বেও লাকসামের যাত্রীদের টিকেট দিতে চায় না। অথচ লাকসামে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে জ্যামের সৃষ্টি করে, বিষয়টি ন্যক্কারজনক হলেও প্রতিদিনই এমন কাণ্ড করে চলেছে কুমিল্লা-লাকসাম-লক্ষীপুর রুটে চলাচলকারী উপকূল বাস সার্ভিস। এছাড়াও এই বাস সার্ভিসটির বিভিন্ন অনিয়ম লাকসামের যাত্রীদের ক্ষেত্রে করতে দেখা যায়।

একজন যাত্রী বলেন, কুমিল্লা কাউন্টারে লাকসামের যাত্রীদের মারাত্নক অবহেলা ও অবমূল্যায়ন করা হয়। এদেরকে যথাযথ নিয়ন্ত্রণের আওতায় আনা উচিৎ এবং শুধুমাত্র কুমিল্লা টু লাকসাম একটা বিকল্প সার্ভিস চালু করা এখন সময়ের দাবী। যেমন চাঁদপুর রোডে বোগদাদের বিকল্প রিলাক্স আসায় ঐ রুটে যাত্রীরা এখন দারুণ স্বস্তিতে। প্রতিদিন প্রচুর লোকজন লাকসাম থেকে কুমিলা আসা যাওয়া করে। তাই শুধুমাত্র লাকসামের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করলে উপকূলের চর্বি কমে আসতো। তাছাড়া যেকোনভাবে লাকসামের যাত্রীদের উপকূল বর্জন করা উচিৎ।

অন্যদিকে তিশা, কুমিল্লা সুপার ও সিএনজি অটোর নিয়ন্ত্রনহীন যাত্রী ওঠা নামার ফলে লাকসাম বাইপাস সড়কে দীর্ঘ জ্যামের সৃষ্টি করছে।

28/04/2022

চলুন দেখি এবং শেয়ার করি পাখির চোখে প্রানের শহর লাকসামের একাংশ।
Drone Video of Laksam

28/04/2022

দেখুন কিভাবে লাকসাম রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয়।

লাকসামের মতো একটি শহরে প্রতিনিয়ত বিদ্যুৎ নিয়ে নোংরামি করছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান লাকসাম পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন ব...
28/04/2022

লাকসামের মতো একটি শহরে প্রতিনিয়ত বিদ্যুৎ নিয়ে নোংরামি করছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান লাকসাম পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, লাকসাম)। বিভিন্ন অযুহাতে বিগত বেশ কয়েক বছর ধরে প্রতি শুক্রবারে দীর্ঘ সময় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রেখে কচ্ছপ গতিতে কাজ করছে এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি। কোন জবাবদিহীতা না থাকায় দিনের পর দিন এই অঞ্চলের মানুষদের ভোগান্তিতে ফেলছে। যখন তখন বিনা নোটিশ/বা নামমাত্র নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এমনকি গ্রাহক সেবার যোগাযোগের নাম্বারটি ব্যস্ত করে রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে জাঙ্গালিয়া-লাকসাম লাইনে লাকসাম পিডিবি নিয়ন্ত্রনাধীন বিভাগটির বিরুদ্ধে।

একজন গ্রাহক বলেন, লাকসাম একটি আধুনিক শহর। এই উপজেলা থেকে নির্বাচিত এমপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। কিন্তু তার এলাকায় বিদ্যুৎ নিয়ে ছিনিমিনি খেলে বিদ্যুৎ বিভাগ, এটা মেনে নেওয়া যায় না। লাকসামের মানুষ শান্তশিষ্ট, তাই বলে এই উপজেলার মানুষের সাথে বিদ্যুৎ বিভগের এমন হেয়ালি আচরন গ্রহণযগ্য নয়। এমন অবস্থা আর কিছু দিন চললে মানুষ বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্মকর্তাদের উত্তম মধ্যম দেওয়া ছাড়া উপায় থাকবে না।

অবশেষে চালু হলো পশ্চিমগাঁও সামনের পুলের পাশে নির্মিত বিকল্প নতুন ব্রিজটি। নতুন ব্রিজ  দিয়ে সর্বসাধারণের চলাচল এবং অটো রি...
28/04/2022

অবশেষে চালু হলো পশ্চিমগাঁও সামনের পুলের পাশে নির্মিত বিকল্প নতুন ব্রিজটি। নতুন ব্রিজ দিয়ে সর্বসাধারণের চলাচল এবং অটো রিক্সা- সিএনজি চলাচল করছে।

Address

Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Laksham Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Newspapers in Laksham

Show All