29/04/2022
সিজারিয়ান সেকশনের মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ (২৫.০৪.২০২২ইং)এক নতুন দিগন্তের সূচনা হল মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।একটি ঐতিহাসিক স্মরণীয় দিন। মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। প্রতিষ্ঠার পর আজ প্রথম সিজারিয়ান অপারেশন হলো মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাচ্চা ও প্রসূতি মা সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ।
কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত স্যারের নির্দেশনায়, আমাদের শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ মল্লিক স্যারের তত্ত্বাবধানে আজ প্রথম সিজারিয়ান অপারেশন করলেন
🚼"গাইনী বিশেষজ্ঞ ডা. আছমা আক্তার"🚼
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য)
ডিজিও(গাইনী এন্ড অবস্)
এনেসথেসিয়া দেন জুনিয়র কনসালটেন্ট ডা.এনামুল হক ভূইয়া তানভির, এসিস্ট করেন মেডিকেল অফিসার ডা. মুনমুন । ডা. আরিফ বাচ্চাকে দেখে দেন। উপস্থিত ছিলেন কনসালটেন্ট সার্জারি ডা.বিপ্লব কুমার বর্মন স্যার। সার্বিকভাবে শেষ পর্যন্ত ওটিতে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ মল্লিক স্যার।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয়কে যার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অসংখ্য ধন্যবাদ মনোহরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার জনাব সোহেল রানা স্যার, মনোহরগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব জাকির হোসেন মহোদয়, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী স্যার।যাদের সার্বিক সহযোগিতায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়ছে,ভবিষ্যতে আরো উন্নত সেবা দিতে সম্ভব হবে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।