Redoan Mazumder

Redoan Mazumder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Redoan Mazumder, Digital creator, Laksham.

যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অ...
31/12/2024

যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?
Highlights News
゚viralシ

শোকর করি সেই রাব্বে কারিমের প্রতি,যার ইচ্ছায় পেয়ে গেছি জীবনের আরো একটি বছরের ১ম দিন..☺️☺️
20/11/2024

শোকর করি সেই রাব্বে কারিমের প্রতি,
যার ইচ্ছায় পেয়ে গেছি জীবনের আরো একটি বছরের ১ম দিন..☺️☺️

Alhamdulillah ★~My dear person dr. Mizanur Rahman Azhari have come in Bangladesh~★
02/10/2024

Alhamdulillah
★~My dear person dr. Mizanur Rahman Azhari have come in Bangladesh~★

02/10/2024

I love to journey
✰~Beacuse,It is keeping to mental peace~✰
•°•That's why, i like it•°•

"দুঃখ পোষা সহজে যায়,সুখ পোষা বড্ড দায়!কারণ,দুঃ'খ মোদের ছাড়তে চায় নাসুখ বেশিদিন ভাগ্যে সয় না।"
14/10/2023

"দুঃখ পোষা সহজে যায়,
সুখ পোষা বড্ড দায়!
কারণ,
দুঃ'খ মোদের ছাড়তে চায় না
সুখ বেশিদিন ভাগ্যে সয় না।"

05/08/2023

SSC 2024, চিন্তা নেই এখনো A+ সম্ভব | 5 tips অবশ্যই ফলো করো | 7 day challenge

📌কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আ...
25/07/2023

📌কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

{সংগৃহীত}

~~ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান~~আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে, তিনি আমাকে মুসলিম জাতির ঘরে মুসলিম হিসেবে...
24/07/2023

~~ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান~~
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে, তিনি আমাকে মুসলিম জাতির ঘরে মুসলিম হিসেবে জন্ম গ্রহন করিয়েছেন😊😊

Address

Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Redoan Mazumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share