নিউজ অফ কুষ্টিয়া

  • Home
  • Kushtia
  • নিউজ অফ কুষ্টিয়া

নিউজ অফ কুষ্টিয়া সংবাদ প্রকাশে সদা অবিচল... Hello Viewers, this is "News Of Kushtia". Our 24/7 news portal service was ooened at 10th September, 2020.
(1)

Our goal: -
* Serve truthful and impartial news.
* Identifying baseless and rumor-spreading information and informants.
* Making the phrase "People's news in people's hands" a reality.
* Above all, to ensure the overall welfare of the country and the nation according overall Kushtia district.
[We wish the overall cooperation of the people of Kushtia to fulfill our goals]
Thank You.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>•
Publisher & Editor (CEO)
- News Of Kushtia.

কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়ায় সামাজিক গোলযোগে নিহত বকুল বিশ্বাস।
13/05/2024

কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়ায় সামাজিক গোলযোগে নিহত বকুল বিশ্বাস।

13/05/2024

ঝাউদিয়ার হাতিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন গুরুতর আহত ও বকুল বিশ্বাস নামের একজন চাউল ব্যাবসায়ী নিহত!

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া হাটের ধান, পাট ও গম ব্যাবসায়ীদের কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নোটিশ দেয়ার পর ঝাউ...
12/05/2024

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া হাটের ধান, পাট ও গম ব্যাবসায়ীদের কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নোটিশ দেয়ার পর ঝাউদিয়া হাটে ধান ক্রয় বন্ধ করে দিয়ে কৃষকদের জিম্মি করার চেষ্টা করছে নোটিশে অভিযুক্ত পবিত্র কুন্ডু এবং বাকি ব্যাবসায়ীরা।

কুষ্টিয়ায় আমিন ডায়াগনষ্টিক সেন্টারের মাসুম রেজার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণা!নিউজ অফ কুষ্টিয়া:-কুষ্ট...
07/04/2024

কুষ্টিয়ায় আমিন ডায়াগনষ্টিক সেন্টারের মাসুম রেজার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণা!

নিউজ অফ কুষ্টিয়া:-
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা নগরবাকা গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুম রেজা। কুষ্টিয়ার সনামধন্য প্রতিষ্ঠান আমিন ডায়াগনষ্টিক সেন্টারে চাকরি করে।

কুষ্টিয়াতে আসার পর তার সাথে একটি মেয়ের দীর্ঘ দিনের সম্পর্ক। সম্পর্কের গভীরতাও দিন দিন বাড়তে থাকে। মিথ্যা ভালোবাসা দেখিয়ে মেয়েটাকে সে প্রতারণা করে দিনের পর দিন। মেয়েটির সাথে সম্পর্কে থাকা অবস্থায় সে মেয়েটির বান্ধবীর সাথেও গোপনে সম্পর্ক গড়ে তোলে। মেয়েটি বিষয়টি জানতে পারে। বিষয়টি নিয়ে কথা বললে মাসুম জানায় সে ভুল করেছে এমন ভুল আর তার কখনো হবে না।

হঠাৎ গত ২৩ ফেব্রুয়ারী সে অন্য মেয়ের সাথে এনগেজমেন্ট করে নেয়। যার সাথে বিয়ে ঠিক হয় জানা যায় ওই মেয়ের সাথে তার আরো আগে থেকে সম্পর্ক ছিল। এবং তাকে বিয়ের আশ্বাস দিয়ে এসেছে। মেয়েটি মাসুমকে প্রশ্ন করলে মাসুম মেয়েটি বলে আমার কিছু করার নাই। মেয়েটি অনেক বার ওর পরিবারের সাথে কথা বলতে চায় কিন্তু সে কোনভাবেই কথা বলতে দেয়নি। মাসুমের সম্পর্কে যখন খোঁজ খবর নেয়া হয় ওর বন্ধু বান্ধব জানায় যে ওর মেয়ে মানুষের নেশা। মাসুমের বন্ধুরা মাসুমকে দুশ্চরিত্র হিসেবেই জানে। বহু মেয়েদের জীবন সে এভাবে নষ্ট করেছে। দিনের পর দিন বহু মেয়েকে সে ব্যবহার করেছে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। মেয়েটি নিজের মান সম্মান বাঁচাতে মাসুমের পরিবারকে বিষয়টি জানায় কিন্তু তাঁরা কোন পদক্ষেপ নেয়নি। বরং মেয়েটিকে চরিত্রহীন বানানোর চেষ্টা করে। মেয়েটি মাসুমের সমস্ত প্রমাণ দেয় তবুও তারা কোন পদক্ষেপ নেয় নি। বরং মাসুম এখন মেয়েটিকে পুরো অস্বীকার করছে এবং মেয়েটিকে আত্মহত্যার দিকে প্ররোচিত করছে। মাসুমের সাথে মাসুমের বাবা আব্দুল খালেকও জড়িত আছেন।

বিস্তারিত দেখুন পরের পর্বে...

ইবি থানা পুলিশের হাতে  গরু সহ চোর চক্রের ৬ সদস্য আটকনিউজ অফ কুষ্টিয়া:০৫/০৪/২০২৪ শুক্রবার, কুষ্টিয়া! কুষ্টিয়া ইসলামী বিশ্...
05/04/2024

ইবি থানা পুলিশের হাতে গরু সহ চোর চক্রের ৬ সদস্য আটক

নিউজ অফ কুষ্টিয়া:০৫/০৪/২০২৪ শুক্রবার, কুষ্টিয়া!

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার তদন্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তারেকের নেতৃত্বে ৬ জন গরু চোর চক্রকে সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ এপ্রিল) কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চোর চক্রের এসব সক্রিয় সদস্যদের আটক করা হয়।

আসামীরা হলেন কুষ্টিয়ার ইবি থানার কন্দর্পদিয়ার গ্রামের বাবর আলীর ছেলে রুবেল রানা, ঝাউদিয়া গ্রামের মৃদ মোনাই মালিথার ছেলে মিঠুন মালিথা, কন্দর্পদিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মোঃ রিয়াজুদ্দিন, রাজ্জাক আলীর ছেলে সোহেল রানা, ঝিনাইদহের কালিশংকরপুর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মোঃ মহসীন ও ইবি থানার রাধানগর গ্রামের মৃত বিথারত মন্ডলের ছেলে মাছেম আলী মাসুম।

আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ প্রতিবেদন জানানো হয়, অত্র মামলার বাদী একজন কৃষক এবং পাশাপাশি তার বসত বাড়ির পাশে গোয়াল ঘরে ০২ টি গরু পালন করেন। বাদী তার বসত বাড়ির গোয়াল ঘর মেরামত করার কারণে ৩১ মার্চ বিকাল সাড়ে ০৪ টায় এজাহারে উল্লেখিত গরু ০২ টি বাদী তার আত্মীয় সুলতান মোল্লা (৫০) এর বাড়িতে রাখলে ০২ এপ্রিল রাত অনুমান সাড়ে ১০ টা হতে ০৩ এপ্রিল রাত ৪ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা বাদীর আত্মীয় সুলতান মোল্লার বসত বাড়ির গোয়াল ঘর হতে গরু ০২ টি চুরি করে নিয়ে যায়।

এজাহার প্রাপ্তির পর তদন্ত কালে গোপন সংবাদের ভিত্তিতে, তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত ২ নং আসামী মিঠুন মালিথাকে কন্দর্পদিয়া এলাকা থেকে সাড়ে ৯ টার সময় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ নং আসামী মিঠুন মালিখা এজাহারে উল্লেখিত গরু ০২ টি সে সহ আরো ৫/৬ জন মিলে একটি ট্রাকে করে বাদীর আত্মীয় সুলতান মোল্লার বসত বাড়ির গোয়াল ঘর থেকে চুরি করে তাদের সহযোগী ০৪নং আসামী সোহেল রানার বেয়াই বাড়ী হরিনাকুন্ডু রেখেছে বলে স্বীকার করে।

পরবর্তীতে ২ নং আসামী মিঠুন মালিথা এর স্বীকারক্তি ও প্রদেয় তথ্যের উপর ভিত্তি করে তদন্তে প্রাপ্ত ১ নং আসামী মোঃ রুবেল রানাকে তার বসত বাড়ি কন্দরূপদিয়া, ইবি থানা হতে ১০ টার সময়, ৩ নং আসামী মোঃ রিয়াজুদ্দিনকে তার বসত বাড়ি কন্দর্পদিয়া, ইবি থানা হতে সাড়ে ১০টার সময়, ৪ নং আসামী মোঃ সোহেল রানাকে তার বসত বাড়ি কন্দর্পদিয়া, ইবি, থানা হতে ১০.৪৫ এর সময় ও ০৬নং আসামী মাসুমকে তার বসত বাড়ি রাধানগর, ইবি থানা থেকে সাড়ে ১১ টার সময় গ্রেফতার করা হয়।

পরে মামলার বাদীকে সঙ্গে নিয়ে তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত ৪ নং আসামী মোঃ সোহেল রানার দেওয়া তথ্য ও দেখানো মতে এবং বাদীর সনাক্ত মতে আসামী সোহেল রানার বেয়াই তদন্তে প্রাপ্ত ৫ নং আসামী মোঃ মহসীন এর বসত বাড়ির গোয়াল ঘর হতে এজাহারে উল্লেখিত বাদীর চুরি হওয়া ০২ টি গরু ০৫ মার্চ সাড়ে সকাল ৫ টার সময় উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয।জব্দকৃত ঘটনাস্থল কালীশংকরপুর হরিনাকুন্ডু হতে সকাল ৫.৪৫ এর দিকে তদন্তে প্রাপ্ত ৫ নং আসামী মোঃ মহসীনকে চোরাই মাল নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করাসহয়।

প্রাথমিক তদন্তে সূত্রর আসামীগণ আন্তঃজেলা গরু চোর দলের সক্রিয় সদস্য বলে প্রতিয়মান হয়। তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১ নং আসামী মোঃ রুবেল রানার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানাসহ চুয়াডাঙ্গা জেলায় অসংখ্য চুরি, মাদকসহ ডাকাতি প্রস্তুতির মামলা, ২ নং আসামী মিঠুন মালিথার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানায় চুরি মামলা এবং ০৬ নং আসামী মাছেম আলী মাসুম এর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় একটি চুরাই মাল হেফজতে রাখা ও বেচাকেনা করার অপরাধে মামলা রয়েছে যার পিসিপিআর অত্র প্রতিবেদন সাথে সংযুক্ত করা হয়।

পুলিশ জানান, মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামীদেরকে জেল-হাজতে আটক রাখার আদেশ দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ইবি থানার তদন্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ তারেক বলেন, ইবি থানা থেকে আমার নেতৃত্বে, সাব ইন্সপেক্টর মোঃ রাসেল মিয়া, সাব ইন্সপেক্টর আব্দুল খালেক ও সাব ইন্সপেক্টর মোঃ ইউসুফের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করি। প্রথমে সাব ইন্সপেক্টর রাসেল মিয়া মিঠুকে গ্রেফতার করে। মিঠুর তথ্যের ভিত্তিতে আমরা সকলের সহযোগিতায় অন্য পাঁচ সক্রিয় চোর সদস্যদের আটক করেছি।

তিনি আরো বলেন, আটককৃত চোর. সদস্যদের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় মামলা ও ওয়ারেন্ট রয়েছে। ঈদ সামনে রেখে চোরদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া প্রতিদিন বিকালে, রাতে, ভোররাতে নিয়মিত স্পেশাল অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

কুষ্টিয়া বিত্তিপাড়া আইডিয়াল কোচিং সেন্টারের আয়োজনে ইফতার মাহাফিল অনুষ্ঠিতনিউজ অফ কুষ্টিয়াঃ বৃ্হস্পতিবার,তারিখ ০৪/০৪/২০২৩...
04/04/2024

কুষ্টিয়া বিত্তিপাড়া আইডিয়াল কোচিং সেন্টারের আয়োজনে ইফতার মাহাফিল অনুষ্ঠিত

নিউজ অফ কুষ্টিয়াঃ বৃ্হস্পতিবার,তারিখ ০৪/০৪/২০২৩! কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম, বিত্তিপাড়া,কুঠি বাজার আইডিয়াল কোচিং সেন্টারের আয়োজনে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধায় আইডিয়াল কোচিং সেন্টারের নিজেস্ব ভবনে এই অনুষ্টানের আয়োজন করা হয়।প্রায় দুই শতাধিক মানুষ এই ইফতার মাহাফিলে অংশ গ্রহন করেন।

ইফতার ও দোয়ার অনুষ্টানে উপস্থিথ ছিলেন আইডিয়াল কোচিং সেন্টারের চেয়ারম্যান ও রিফাত হাসান নয়ন পরিচালক আঃ আল রোমান, সহ প্রতিষ্টানের সকল শিক্ষক, শিক্ষীকা ও অভিভাবক ও আইডিয়াল কোচিং সেন্টারের ছাত্র,ছাত্রী বৃন্দ।আইডিয়াল কোচিং এর ইফতারির পাশাপাশি উজানগ্রাম আলিম মাদ্রাসার পাশে এতিমখানায় বাচ্চাদের ইফতার করানো হয়।

পরিচালক আঃ আল রোমান জানান আমরা আমাদের আইডিয়াল কোচিং সেন্টার সহ আমাদের মাদ্রাসার গরীব ছাত্র,ছাত্রীদের সব রকম সুযোগ সবিধা দিয়ে থাকি।

এই দিকে সব শেষ রিফাত হাসান নয়ন বলেন, ইনশাল্লাহ আগামীতে এর থেকে বড় আয়োজনে ইফতারের আয়োজন করবে আইডিয়াল পরিবার। মহান আল্লাহর কাছে এই রমজান উপলক্ষে সকলের দোষ,ক্রুটি, ভুল মাফ করে সকলের রোজা কবুলের জন্য দোয়া করা হয়।

কুষ্টিয়া ইবি,র উজানগ্রাম মাদকের বিশাক্ত ছোবলে শরিফ নামের এক যুবকের মৃত্যনিউজ অফ কুষ্টিয়াঃ বুধবার, ০৩/০৪/২০২৩,কুষ্টিয়া!  ...
04/04/2024

কুষ্টিয়া ইবি,র উজানগ্রাম মাদকের বিশাক্ত ছোবলে শরিফ নামের এক যুবকের মৃত্য

নিউজ অফ কুষ্টিয়াঃ বুধবার, ০৩/০৪/২০২৩,কুষ্টিয়া! কুষ্টিয়ার সাতটি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়,যেখানে গাজা উৎপাদন করা হয়।বই পস্তুকে পড়লে ও কুষ্টিয়া ইবি এলাকার অনেক গ্রামের সাথে তার অনেক বাস্তব মিল ও রয়েছে।প্রায়ই খবরের কাগযে দেখা যায় গাছ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।শুধু তাই নয় মাদক বিক্তেতা সহ মাদক সেবীদের।

জানাতে চাই কুষ্টিয়া,ইবি এলাকার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম জিকে ক্যানালের শরিফ ইসলাম (৩০) পিতা আতিয়ার রহমান এর মেঝো ছেলের কথা,অনেক দিন ধরে গাজা, ট্যাপেন্ডাল সহ মাদক সেবন কারনে কিত্নি ড্যামেজ সহ পেটের অনেক প্রয়োজনীয় জিনিস পচে যায়।বছর খানেক আগে অপরেশন করে একটু সুস্থতা ফিরিয়ে আনেন তার পরিবার।

ডাক্তার তার অপরেশনের পরে তাকে কাজ করতে নিষেধ করেন।কিন্তু সংসার চালাতে ও নেশার টাকা যোগার করতে সে আবারো কঠোর পরিশ্রম করেন, ক্রমে তার শরীর আরো খারাপ হয় এবং আজকে তার শশুর বাড়ি আলমডাঙ্গা সদর হাসপাতালে মৃত বরন করেন।

এইদিকে তার বড় ভাইয়ের সাথে কথা বল্লে তিনি জানান আগে নেশা করতো,অপরেশন করার পরে আবারো চুরি করে নেশা করতো আর এই কারনেই তার মৃত্য হয়।আমরা গরিব মানুষ চেষ্ট করেছি, অনেক টাকা খরচ করেছি তবুও বাচাতে পারি নি।বড় ভাই হিসেবে চেষ্টা করেছি নেশা থেকে দূরে রাখতে, কিন্তু পারিনি।

শরিফ এর আত্নীয় স্বজন বলেন,আর কোন পরিবারে যেনো কেউ নেশা না করে।নেশা তার পরিবারকে ধংস করে দেয়।আমরা সুন্দর একটি সমাজ চাই। যেখানে মুক্ত বাতাস ছাড়া আর কোন নেশা থাকবে না।শরিফের মায়ের কান্নায় রাত জেনো ভারি হয়ে গেছে।

02/04/2024

ইবি,র উজানগ্রাম ইউনিয়নের দূবাচারা জিকে ক্যানেলের মাটি প্রকাশ্যে কেটে নিজ পুকুর ভরাট করছেন কুষ্টিয়া উজানগ্রাম ইউনিয়নের দূবাচারা গ্রামের তাবিরুলের ছেলে রুহুল আমিন।

বিস্তারিত আসছে..

ইবি,র হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের সফল অভিযানে গাজা গাছ সহ আটক ১ নিউজ অফ কুষ্টিয়াঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্...
22/03/2024

ইবি,র হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের সফল অভিযানে গাজা গাছ সহ আটক ১

নিউজ অফ কুষ্টিয়াঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামের ইসরাফিলের বন্ধক কৃত জমিতে ভূট্ট খেতের মধ্যে থেকে চারটি গাজা গাছ উদ্ধার করেন,হরিনারায়পুর পুলিশ ক্যাম্প ইনচাজ ইউসুফ আলী শাহীন।এই সময় ইসরাফিল কে আটক করেন।

এইদিকে এস এই ইউসুফ আলী শাহীন বলেন,রাত্রীকালীন মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মাধপুর গ্রামের হোসেন আলীর ছেলে, ইসরাফিল ইসলাম ভূট্ট খেতের সাথে গোপনে গাজা চাষ করছে, এই সময় আমি সেখানে অভিযান পরিচালনা করি ও আমার সাথে এ এস আই কে এম ফর‍হাদ হোসেন,এ এস আই শরিফ আতিক,হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প।

সকলের প্রচেষ্টা অভিযান পরিচালনা করে ৪ টি গাজা গাছ উদ্ধার করি।যার আনুমানিক বাজার মূল্য বিশ হাজার টাকা।

হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের চৌকস পুলিশ অফিসার ইউসুফ আলী শাহিন বলেন,কোন ভাবেই মাদকের সাথে আপোষ নয়।যেখানে মাদক সেখানে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের হানা।

ইবি থানার অফিসার ইনচাজ মামুনুর রহমান বলেন আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি,অভিযান সফল হচ্ছে,আপনারা আমাদের সহযোগিতা করবেন,ইনশাল্লাহ ইবি,এলাকা একদিন মাদক মুক্ত হবে।

রমজানের পবিত্রতা রক্ষার্থে এবছর বাউল সম্রাট লালন শাহ্ এর তিরোধান দিবসের ৩ দিনব্যাপী মেলা স্থগিত করা হয়েছে।শুধুমাত্র ২৪'শ...
21/03/2024

রমজানের পবিত্রতা রক্ষার্থে এবছর বাউল সম্রাট লালন শাহ্ এর তিরোধান দিবসের ৩ দিনব্যাপী মেলা স্থগিত করা হয়েছে।
শুধুমাত্র ২৪'শে মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হবে...

গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান। সামাজিক বিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের মামলাবাজি স...
21/03/2024

গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান। সামাজিক বিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের মামলাবাজি সহ আরও অনেক অভিযোগ এই চেয়ারম্যানের বিরুদ্ধে...
কুষ্টিয়া সদর উপজেলার এক সম্মুখ সারির জনপ্রতিনিধি এনাকে ফেইসবুক চেয়ারম্যান হিসেবে আখ্যা দিয়েছেন...
এবার তার বিরুদ্ধে ১৫ লাখের নিয়োগ বাণিজ্যের অভিযোগ...!

বাংলা ১৪৩১ সনের কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া হাট ইজারা হয়নি। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঝাউদিয়া হাটের দরপত্র ...
19/03/2024

বাংলা ১৪৩১ সনের কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া হাট ইজারা হয়নি। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঝাউদিয়া হাটের দরপত্র দাখিল করা হয়নি।
ঝাউদিয়া হাটের বর্তমান ইজারাদার বলছেন, হাটের জন্য নির্ধারিত সরকারি জায়গায় স্থানীয় এক প্রভাবশালী কাঠের খড়ি ও গুড়া রেখে জবরদখল করে রেখেছেন। তাকে একাধিকবার এই বিষয়ে জানালেও তিনি খড়ি বা গুড়া সরিয়ে নেয়ার বিষয়ে কোন পদক্ষেপ নেননি। আর সেজন্যই বর্তমান ইজারাদার ঝাউদিয়া হাটের ১৪৩১ সনের ইজারার জন্য কোন দরপত্র দাখিল করেননি।

তবে কি ঐ প্রভাবশালী সরকারের চেয়েও বেশি শক্তিশালী। রাষ্ট্রীয় সম্পত্তি জোরপূর্বক দখলে রেখে তিনি কি করতে চাইছেন ?
আর এই বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন কি ব্যবস্থা নেবে ?

কুষ্টিয়া সদর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ে ৫ টি পদে নিয়োগকে কেন্দ্র করে ঐ স্কুলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহিরুল ই...
17/03/2024

কুষ্টিয়া সদর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ে ৫ টি পদে নিয়োগকে কেন্দ্র করে ঐ স্কুলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহুর চাকুরিপ্রার্থী দের কাছ থেকে ৬০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। এবং ঘুষ লেনদেনের কাজে তিনি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার নাম ব্যবহার করেছেন বলেও জানান ঐ স্কুলের প্রধান শিক্ষক।

কুষ্টিয়া সদরে জিকে ক্যানালে নেই পানি মহাবিপদে কৃষকেরা  ধান চাষে লোকশান গুনতে হচ্ছে হাজার হাজার টাকা আজিজুল ইসলামঃ  যে দে...
07/03/2024

কুষ্টিয়া সদরে জিকে ক্যানালে নেই পানি মহাবিপদে কৃষকেরা

ধান চাষে লোকশান গুনতে হচ্ছে হাজার হাজার টাকা

আজিজুল ইসলামঃ যে দেশের কৃষককে দেশের রত্ন বলা হয়,সেই কৃষক আজ মহাবিপদে।কৃষক বাচলে যদি দেশ বাচে তাহলে ইবি এলাকার কৃষকেরা আজ বিপদে।পাশে নেই কেউ।শুধু নামেই কৃষকের পাশে,কাজে নেই।

কুষ্টিয়া সদরে প্রায় হাজার,হাজার বিঘা জমিতে ধান চাষ করা হয়।আর জিকে সেচের আওতায় প্রতি বছর এই ধান চাষ করা হয়।কিন্তু এবারের অবস্থা ভিন্ন।যেখানে ফেব্রুয়ারি মাসে ধান চাষের জন্য জমি চাষ করা হয়।সেখানে মার্চ মাস চলে যেতে চল্লেও পানি শুন্য জিকে ক্যানাল।

বাধ্য হয়ে ১১৫ টাকা ডিজেল তেল কিনে জমি চাষ করতে হচ্ছে।লোকশান গুন হচ্ছে হাজার হাজার টাকা। এই দিকে অনেক কৃষকেরা আবার জমি ফেলে রেখেছে চাষ না করে।জমি বর্গা চাষিরা চাষ বন্ধ করে দিয়েছে বলা জানা যায়।

অন্য বছরের তুলনায় এবার ধান চাষে বেশী লোকশান গুনতে হবে বলে ধারানা করছে ধান চাষ করা কৃষককেরা।
বলছে ১১৫ টাকা লিটার তেল কিনে ধান চাষ করা আমাদের সম্ভব না।আবার ধান বিক্রি করার সময় বাজারে সেই ভাবে ধানের দাম নেই।
এভাবে চলতে থাকলে ধান চাষ বাদ দিয়ে অন্য কোন চাষে মনোযোগ দিবে ইবি এলাকার কৃষকেরা।তারা এমনটাও জানিয়েছে যে তাদের এই দুঃখ, কষ্টের কথা বলার মত কেউ নেই।অনেক বার কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করেও কোন কাজে আসে নি।

ইবি,র হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের সফল অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটকস্টাফ রিপোটার ঃ কুষ্টিয়া শহর থে...
06/03/2024

ইবি,র হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের সফল অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোটার ঃ কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিনে হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প,আর এই ক্যাম্পের অফিসার ইনচার্জের দায়িত্বে নিষ্টার সাথে পালন করে আসছেনএস আই ইউসুফ আলী শাহীন।

যোগদানের পরেই এলাকার চিত্র পাল্টে গেছে,মাদকের উপর জিরো টলারেঞ্চ চালিয়ে যাচ্ছেন তিনি,কাক ডাকা ভোর থেকে তিনি মাদকের উপর উদ্ধার অভিযান কাজ শুরু করেন। মাদকের উপর প্রায় সব গুলো অভিযান সফল করে চলেছেন তিনি।
এক সপ্তাহে মাদকের উপর প্রায় ৪ টি অভিযান সফল করেছেন এস আই ইউসুফ আলী শাহীন।ইবি থানা এলাকায় অন্যান্ন ক্যাম্পের মধ্যে হকিনারায়নপুর পুলিশ ক্যাম্প অন্যতম নজির করেছেন।

তারিই পরিপেক্ষিতে গতকাল রাতে হরিনারায়পুর ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কে বা কারা মাদকদ্রব্য ক্রয়,বিক্রয়ের উদ্দেশ্য হরিনারায়পুর সদরঘাট ব্রিজের পাশে অবস্থান করছে,

তাৎক্ষনিক হরিনারায়পুর পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ এস আই মোঃ ইউসুফ আলী শাহীন সঙ্গীয় অফিসার এ এস আই শরিফ আতিকুর রহমান, কং নাজমুল হোসেন,কং নাজারুল হোসেন হরিনারায়পুর পুলিশ ক্যাম্প,ইবি, সুদক্ষ কৌশলে সেখানে তারা অবস্থান নিয়ে মদন মোহন সরকার নামে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।এজাহার সুত্রে জানা যায় হরিনারায়পুর ইউনিয়য়ের হরিনারায়পুর গ্রামের অজিত কুমারের ছেলে তিনি।

এই দিকে এস আই ইউসুফ আলী শাহিন বলেন,আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান অভ্যয়ত রেখেছি,আমরা এক সময় জিরো টলারেঞ্চ ঘোষনা করবো।মাদকের বিরুদ্ধে হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প যুদ্ধ ঘোষনা করেছে।

ইবি,র  হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযান পরিচালনা কালে ৭ টি গাঁজার গাছসহ  আটক ১স্টাফ রিপোটার ঃ ইবি থানার বারুইপা...
04/03/2024

ইবি,র হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযান পরিচালনা কালে ৭ টি গাঁজার গাছসহ আটক ১

স্টাফ রিপোটার ঃ ইবি থানার বারুইপাড়া গ্রামের আটককৃত আসামী হলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মো কুদ্দুসের ছেলে মো হান্নান শেখ।

এজাহার সূত্রে জানাজায়, ০৪/০৩/২৪ইং সোমবার আনুমানিক রাত ৩.৩০ মিনিটে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প রাতের নিয়মিত টহলে ইবি থানার বিত্তিপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে, ইবি থানার উজানগ্রাম ইউনিয়নে বারুইপাড়ার মল্লিকপাড়ার মো কুদ্দুসের ছেলে মো হান্নান শেখ (২২) তার নিজ বাড়ীর সামনে ভুট্টা খেতে ৭ টি তরতাজা ছোট বড় গাঁজা গাছ চাষ করছে, এমন খবরে এসআই নি: কাজী মেহেদী হাসান ও এসআই নি: ইউসুফ আলী শাহীনসহ কুষ্টিয়া সঙ্গীয় ফোর্স সহ রাত ৪.০৫ মিনিটে উক্ত স্থানে পৌছালে আসামী বুঝতে পেরে পালানোর চেষ্টা করে কিন্তু সঙ্গীয় ফোর্স বিশেষ কৌশল অবলম্বন করে আসামী মো হান্নান শেখ কে ধরতে সক্ষম হন।

পররর্তীতে আসামীকে মাদকদ্রব্য আইনে জেল হাজতে প্রেরন করা হয়।

এই বিষয়ে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীন বলেন, মাদকদ্রব্য বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।কোন ভাবেই মাদকের সাথে আপোষ নয়।

এইদিকে ইবি থানার অফিসার ইনচার্জ বলেন,আমরা নিয়মিত মাদক ব্যবসীদের সাথে যুদ্ধ করে চলেছি এবং তাদেরকে আটক করতে সক্ষম হচ্ছি।আমাদের ইবি থানা পুলিশ সব সময় এই বিষয়ে প্রস্তুথ থাকবে।

ইবি,র হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীনের জালে গাজা ব্যবসায়ী লিটন আটকস্টাফ রিপোটারঃ কুষ্টিয়া ইবি থানার ...
02/03/2024

ইবি,র হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীনের জালে গাজা ব্যবসায়ী লিটন আটক

স্টাফ রিপোটারঃ কুষ্টিয়া ইবি থানার হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীনের জালে
গাজা ব্যবসায়ী লিটন আটক।জানা যায় লিটন হরিনারায়পুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ওসমান আলীর ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকরেন,হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের চৌকস পুলিশ অফিসার এস আই ইউসুফ আলী শাহীন,এস আই শরীফ, আতিকুর রহমান ও এ,এস আই সাইফুল ইসলাম ও গোলাম রব্বানী উভয়ে ইবি থানা।

এই দিকে এস এই ইউসুফ আলী শাহীন,বলেন হরিনারায়নপুর ক্যাম্প এলাকায় মটর সাইকেল যোগে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হরিনারায়নপুর ইউনিয়নের কিত্তিনগর গ্রামের স্বাধীন ইটভাটার কাচা রাস্তার পাশে গাজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গাজা ব্যবসায়ী লিটন অবস্থান করছে, আমরা সাথে সাথে সেখানে অবস্থান করি এবং লিটন কে আটক করে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথীনে মোড়ানো ১০০ গ্রাম গাজা উদ্ধার করি।মাদকদ্রব্য আইনে আসামীর বিরুদ্ধে মামলার সকল কাজ সম্পর্ন করা হয়েছে।
এইদিকে ইবি থানার অফিসার ইনচার্জ জনাব,মামুনুর রহমান বলেন,মাদকের সাথে কোন সময় আপোষ নয়।ইবি থানা পুলিশ সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে যাবে।আপনারা ইবি থানা পুলিশকে সুন্দর সমাজ গড়তে আমাদের সহযোগিতা করবেন।

 #সতর্কতা-এই ছেলেটার নাম অভি। বাসা কুষ্টিয়া শহরের আলফার মোড় এলাকায়। এর নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। একসময় কুষ্টিয়া শহরের...
19/02/2024

#সতর্কতা-
এই ছেলেটার নাম অভি। বাসা কুষ্টিয়া শহরের আলফার মোড় এলাকায়। এর নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। একসময় কুষ্টিয়া শহরের নারিকেলতলা মোড়ে ডেলিভারি বয় হিসেবে চাকরি করতো। আর্থিক তছরুপ এবং নেশাগ্রস্ত হবার কারণে ওকে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়।
ইদানীং ছেলেটা কুষ্টিয়া কোর্ট এলাকায় ঘোরাফেরা করে। র‌্যাব ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে অনেককে হুমকি দিয়ে আর্থিক হয়রানি করেছে। এছাড়াও চুরি ও ছিনতাইয়ের সাথেও জড়িত ছেলেটি। কয়েকদিন আগেও কুষ্টিয়া কোর্ট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়েছে।
এর কাছ থেকে সাবধান!
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ জরুরী।

ইবি,র বিত্তিপাড়া কুঠি বাজারে ৪ টি দোকানে ও সোনাইডাঙ্গা গ্রাম থেকে একই রাতে লক্ষ টাকার গরু চুরিআজিজুল ইসলামঃ ১০/০১/২০২৪ ত...
10/01/2024

ইবি,র বিত্তিপাড়া কুঠি বাজারে ৪ টি দোকানে ও সোনাইডাঙ্গা গ্রাম থেকে একই রাতে লক্ষ টাকার গরু চুরি

আজিজুল ইসলামঃ ১০/০১/২০২৪ তারিখ,বুধবার! কুষ্টিয়া সদরের ইবি থানার বিত্তিপাড়া কুঠি বাজারে সিসি ফুটেজ অনুযায়ী গত রাত আনুমানিক ১২ টার পরে চারটি দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। জানা যায় যে বিত্তিপাড়া কুঠি বাজারের নতুন তরুন ব্যবসায়ী হাসিনা স্টশনারী দোকানের মালিক হৃদয়ের দোকান থেকে একটি এল ই ডি মনিটর ও নগদ ৭,০০০০ হাজার টাকা।

এর পরে বিত্তিপাড়া বাজারের ব্যবসায়ী শাহাবুলের কপি শপের দোকান থেকে ২২,০০০ হাজার টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট ও নগদ ৬০০ টাকা চুরি।

ইজাজ ট্রেডার্স খুচরা চাল,খুদ, ভূসি ব্যবসায়ীর দোকান থেকে নগদ ১০,০০০ হাজার টাকা ও ব্যাংক চেক চুরি করে চোর চক্র।
বিত্তিপাড়া বাজারে টিভি মিস্ত্রি কামালের দোকানের তালা ভেঙ্গে নষ্ট জিনিস দেখে ফিরে যায় চোর চক্র বলে ধারনা করছে কামাল ও জনসাধারণ।
এই দিকে ইবি এলাকার উজানগ্রাম ইউনিয়নের চোরের কাহিনি এখানেই শেষ নই।উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রাম থেকে একই রাতে বাটুল মন্ডলের লক্ষ টাকার গরু চুরি করেছে বলে জানা যায়।

বিত্তিপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদকের সাথে মুঠোফোনে গত রাতের চুরির বিষয় নিয়ে কথা বল্লে তিনি জানান,আজ ১০/০১/২০২৪ তারিখ সকাল বেলা বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে আলোচনা করেছি,বিষয়টি ইবি থানায় জানানো হয়েছে,ইবি ওসি মামুনুর রহমান চুরি হওয়া দোকান পরিদর্শন করবেন।

এবং আমাদের বাজার পাহাড়াহারদের কোন গাফলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ও চুরির বিষয়ে আশে,পাশের কেউ সংযুক্ত আছে কি না খোজ নেওয়া হচ্ছে।তবে আগামিকাল আমরা চুরির বিষয়টি নিয়ে কারা সং্যুক্ত আছে আমরা জানতে পারবো।

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় প্রকৌশলী ফারুক, কেরামত বিশ্বাস ও মেহেদী চেয়ারম্যানের হামলায় গুরুতর আহত বুলবুল আহমেদ সাগরের...
27/12/2023

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় প্রকৌশলী ফারুক, কেরামত বিশ্বাস ও মেহেদী চেয়ারম্যানের হামলায় গুরুতর আহত বুলবুল আহমেদ সাগরের শারীরিক অবস্থার অবনতি।
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার প্রক্রিয়া চলছে...

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাহবুব-উল আলম হানিফ এমপির প্রত...
07/12/2023

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাহবুব-উল আলম হানিফ এমপির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু'র জনসমর্থন বেড়েই চলেছে।
জনগণ বলছে, সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে এই আসনে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে।

১০০ শত পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী আটকস্টাফ রিপোটারঃ ১৮/১১/২০২৩, কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ...
28/11/2023

১০০ শত পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী আটক

স্টাফ রিপোটারঃ ১৮/১১/২০২৩, কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া বাড়ি কামাল হোসনের,২৮/১১/২০২৩ তারিখ ইবি থানা পুলিশের বিশেষ অভিযানে পরিচালনা কালে ১০০ (একশত) পিচ Tapentadol Tablet সহ ০১ জন আসামী গ্রেফতার করেন ইবি থানা পুলিশ।

এসআই (নিঃ) মোঃ রাসেল মিয়া সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) শেখ সাইফুল ইসলাম, কং/১৪৮২ মোঃ গোলাম রব্বানী, সর্ব ইবি থানা, কুষ্টিয়াসহ ১০০ (একশত) পিচ Tapentadol Tablet উদ্ধার সহ আসামী মোঃ কামাল মন্ডল(৪০), পিতা-মৃত আতর মন্ডল , সাং-বিত্তিপাড়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন।
উল্লেখিত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ইবি থানার অফিসার ইনচার্জ বলেন: থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়া,ইবি,র একই যায়গা ৩য় বারের মত বি এন পি সমর্থকদের মিছিলনিউজ অফ কুষ্টিয়াঃ কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া লা...
18/11/2023

কুষ্টিয়া,ইবি,র একই যায়গা ৩য় বারের মত বি এন পি সমর্থকদের মিছিল

নিউজ অফ কুষ্টিয়াঃ কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া লালন ফিলিং স্টেশনের সামনে, ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের লালন তেল পাম্পের সামনে আজ আনুমানিক রাত ৯ঃ২৫ এর দিকে লাঠির মাথায় আগুন জালিয়ে ছয় থেকে সাতটি মটর সাইকেল থামিয়ে মিছিল শুরু করেন বি এন পি সমর্থক কর্মীরা.

দুই থেকে তিন মিনিট তারা সেখানে অবস্থান করে এবং হরতালকে সমর্থন করে মিছিল করতে থাকে,

কিছুক্ষন পরে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ আওয়ামীলীগের নেতা কর্মীদের উপস্থিথ টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।পরে উজানগ্রাম আওয়ামী লীগ যুবলীগ লালন তেল পাম্প এলাকায় হরতাল বিরোধী মিছিল বের করে।

ঘটনাস্থলে তৎক্ষণিক ছুটে আসেন ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব,আননূর যায়েদ ও এস আই রাসেল মাহমুদ এস আই সামসুল হক সহ ইবি,রপুলিশ সদস্যরা।

কুষ্টিয়া,ইবি,র একই যায়গা ২য় বারের মত বি এন পি সমর্থকদের মিছিলনিউজ অফ কুষ্টিয়াঃ কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া লা...
11/11/2023

কুষ্টিয়া,ইবি,র একই যায়গা ২য় বারের মত বি এন পি সমর্থকদের মিছিল

নিউজ অফ কুষ্টিয়াঃ কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া লালন ফিলিং স্টেশনের সামনে, ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের লালন তেল পাম্পের সামনে আজ আনুমানিক রাত ৮ঃ ২০ এর দিকে লাঠির মাথায় আগুন জালিয়ে পাচ থেকে ছয়টি মটর সাইকেলে মিছিল শুরু করেন বি এন পি সমর্থক কর্মীরা.

স্থানীয় কিছু পথচারিরা বলেন প্রায় ১০জন ছেলেরা এই মিছিলে অংশ নেয়।এবং ২ থেকে তিন মিনিট তারা সেখানে অবস্থান করে।

কিছুক্ষন পরে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ আওয়ামীলীগের নেতা কর্মীদের উপস্থিথ টের পেয়ে তারা পালিয়ে যায়।ঘটনা স্থল পরিদর্শন করেন ইবি থানা পুলিশ,এবং ঘটনার যায়গা থেকে কিছু বাশের লাঠি উদ্ধার করেন তারা।

04/10/2023

নিউজ অফ কুষ্টিয়া : কুষ্টিয়া ইবির দূর্বাচারা গ্রামের চরমপন্তী সসন্ত্রাসী লিপ্টন দূর্বাচারা গ্রামে একের পর এক অপকর্ম চালিয়ে গেলেও এখন পুলিশের ধরা ছোয়ার বাইরে..।

ভয়ে মূখ খুলছে না এলাকাবাসী..

কুষ্টিয়া,ইবি থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী জসিম আটকআজিজুল ইসলামঃ ০৭/০৯/২০২৩ তারিখ,বৃহস্পিতিবার, কুষ্টিয়া,...
07/09/2023

কুষ্টিয়া,ইবি থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী জসিম আটক

আজিজুল ইসলামঃ ০৭/০৯/২০২৩ তারিখ,বৃহস্পিতিবার, কুষ্টিয়া, জনাব, এ এইচ এম আবদুর রকিব, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে,জনাব মোঃ আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি। দিক নির্দেশনায় জনাব আননূর যায়েদ অফিসার ইনচার্জ, ইবি থানা, কুষ্টিয়া’র সহযোগিতায়,

এসআই মোঃ ইউসুফ আলী শাহিন,এ এস আই কে এম ফরহাদ হোসেন উভয় হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প,ইবি থানা। ও এ এস আই ফারুক হোসেন ও এ এস আই আঃ গফুর ইবি থানা।এ এস আই ইমদাদুল হক পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প, ইবি থানা। তাদের সকলের প্রেচেষ্টায় মোঃ জসিম (৩৮) পিতা তাইজুল ইসলাম গ্রাম পাটিকাবাড়ি তাকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জসিমকে আটক করেন।

এইদিকে হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের আইসি মোঃ ইউসুফ আলী শাহীন,বলেন আমি অনেক কঠিন অভিযানে সফলতা অর্জন করেছি,ইনশাআল্লাহ সামনে আরো কাজ বাকি আছে করবো।আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

ইবি থানার অফিসার ইনচার্জ জনাব,আননূর যায়েদ বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।মাদক ব্যবসায়ীদের অনুবেক্ষন যন্ত্র দিয়ে হলেও খুজে বের করে আইনের আওতায় আনা হবে।কোন ভাবেই মাদকের সাথে আপোষ নয়।ইবি থানা এলাকা একদিন মদক মুক্ত হবেই।

29/08/2023

কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কার্যক্রম বন্ধ করে বিভিন্ন দাবিকে সামনে রেখে ১৪৪ জন মৌসুমি শ্রমিকের অবস্থান ধর্মঘট চলছে...

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের সোহেল রানা আবারো  ৩৫০ গ্ৰাম গাঁজা সহ ডিবি পুলিশের হ...
25/08/2023

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের সোহেল রানা আবারো ৩৫০ গ্ৰাম গাঁজা সহ ডিবি পুলিশের হাতে আটক।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির অহংকার শেখ মুজিবর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে..  বিত্...
15/08/2023

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির অহংকার শেখ মুজিবর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে..

বিত্তিপাড়া শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন,
উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
জনাব, আবু বক্কর সিদ্দীক।

Address

News Of Kushtia (Copyright By Authority)
Kushtia
7002

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ অফ কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিউজ অফ কুষ্টিয়া:

Videos

Share


Other News & Media Websites in Kushtia

Show All