ইবি,র উজানগ্রাম ইউনিয়নের দূবাচারা জিকে ক্যানেলের মাটি প্রকাশ্যে কেটে নিজ পুকুর ভরাট করছেন কুষ্টিয়া উজানগ্রাম ইউনিয়নের দূবাচারা গ্রামের তাবিরুলের ছেলে রুহুল আমিন।
বিস্তারিত আসছে..
নিউজ অফ কুষ্টিয়া : কুষ্টিয়া ইবির দূর্বাচারা গ্রামের চরমপন্তী সসন্ত্রাসী লিপ্টন দূর্বাচারা গ্রামে একের পর এক অপকর্ম চালিয়ে গেলেও এখন পুলিশের ধরা ছোয়ার বাইরে..।
ভয়ে মূখ খুলছে না এলাকাবাসী..
দুই গ্রুপে সংঘর্ষ
কুষ্টিয়া সদর উপজেলা ই, বি থানাধীন উজানগ্রাম ইউনিয়ন এ দুই গ্রুপের মধ্য সংঘর্ষ হয়। এমন সময় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুম রহমান ভিডিও ধারন করলে তার উপর হামলা করে সচিবের ভাই। সচিবের ভাই পরিচয় দিয়ে হাত থেকে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেই এবং তাকে অনেক হনেস্ত করতে থাকে।
আরো বিস্তারিত আসছে
দায়িত্ব বড় কঠিন,,,
বৃষ্টিতে ভিজেও নিজের দায়িত্বে অনড় বাংলাদেশ পুলিশ।
মানুষের সেবা দিতে তারা সর্বদা প্রস্তুত।
লোকেশন ঃকুষ্টিয়া -খুলনা মহাসড়কের ইবির বিত্তিপাড়া কুঠি বাজার।
ভিডিওঃ আজিজুল ইসলাম
ক্যান্সার রুগির জন্য আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন
আজিজুল ইসলামঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মোঃ সিপন হোসেন(৩৬)
পিতা আক্কাস আলী, মাতা শেফালী খাতুন।
তিনি আজ ১ বছর ক্যান্সারে আক্তান্ত হয়ে দারে,দারে ঘুরছে চিকিৎসার জন্য টাকার অভাবে।তার দুই মেয়ে অনেক ছোট।
যোগাযোগের ঠিকানাঃ
মোঃ সিপন হোসেন,
গ্রাম সোনাইডাঙ্গা মিস্ত্রি পাড়া
ইবি,কুষ্টিয়া
মোবাইল নাম্বারঃ ০১৯৪৯-১৬০৪৫২ বিকাশ পারসোনাল।
পোষ্টি শেয়ার করার জন্য অনুরোধ রইল।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের দায়িক্ত ও কর্মকান্ড নিয়ে কথা বলেছেন ভুক্তভোগী ট্রাকের একজন হেল্পবার...
জনসাধারনের সাথে মত বিনিময় করলেন ব্যারিষ্টার এম এ আমিরুল ইসলাম
স্টাফ রিপোটারঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার মধুপুর বাজারে ২২/১১/২০২০ তারিখ সকাল ১১ ঘটিকার সময় জনসাধারনের সাথে মত বিনিময় করলেন ব্যারিষ্টার এম এ আমিরুল ইসলাম।তিনি বলেন, কোন ভাবে হিংসা, বিবাদ,মারামারি করা যাবে না।কাজ করতে হবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।
আমরা নিজেরা,নিজেরা কেনো বিবাদ সৃষ্টি করবো না।
কুষ্টিয়ার ইবি এলাকায় কৃষকের হাত পা বাধা লাশ উদ্ধার
স্টাফ রিপোটারঃ কুষ্টিয়ার মফিজ(৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পুর্ব দিকের গজনবীপুর মাঠের সবজি (পুইশাক) ক্ষেত থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সে কুষ্টিয়ার ইবি থানা এলাকার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামে মৃত্য মোহাম্মদ আলীর ছেলে। মফিজ এলাকায় কৃষি কাজ করতেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুন জায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে বিত্তিপাড়া এলাকার মাঠে একটি সবজি (পুইশাক)ক্ষেতে নিহতের পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির
কুষ্টিয়া ইবি এলাকার উজানগ্রাম বেইলি ব্রিজ কুষ্টিয়া - ঝিনাইদহ জেলার মানুষের কাছে গলার কাটা
আজিজুল ইসলামঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম বেইলি ব্রিজ জনসাধারণের কাছে গলার কাটা।প্রায় ৭ টি ইউনিয়নের একমাত্র চলাচলের রাস্থা এই উজানগ্রাম বেইলি ব্রিজ দিয়ে।
কিন্তু ব্রিজের কাজ বন্ধ থাকায় রাস্তার পাশের মাটি পানিতে ধুয়ে নদীতে চলে যাচ্ছে।দেখার কেউ নেই।হালকা শরু রাস্তা দিয়ে কোনভাবেই চলছে ছোট, বড় যানবাহন।
প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা।শুধু ব্রিজ নিয়েই সমস্যা
সিমাবদ্ধ নই।বিত্তিপাড়া টু জামজামী রাস্তার ও বেহাল দশা।
তিনটি থানা বিশিষ্ট লোক এখানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা ঝিনাইদহ জেলা হরিনাকুন্ডু থানার লোকজনের কুষ্টিয়া সদরের সম্পূর্ণ কুষ্টিয়া সদর এক-তৃতীয়াংশ মানুষ এই উজানগ্রাম -ঝাউদিয়া রোড দিয়ে আসা-যাওয়া করে।
সরকারের দৃষ্টি আকর
কুষ্টিয়া ইবি এলাকায় প্রতারনার শিকার হচ্ছে সাধারণ ছাগল ক্রেতারা,
স্টাফ রিপোটারঃ কুষ্টিয়া ইবি থানার আব্দালপুর ইউনিয়নের দেডিপাড়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় কিছু অসাধু,ছাগল ব্যবসায় করে আসছে অনেকদিন ধরে।রোগা ও অসুস্থ ছাগলের গায়ের রং পরিবর্তন করে, বাজারে নিয়ে জনসাধানের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।প্রতারিত হচ্ছে এলাকার সহস সরল খেটে খাওয়া মানুষগুলো।এই ছাগল ব্যবসায়ী চক্রটি অনেকদিন ধরে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পারি।তারা জোর করে ছাগলের পেটে নল ঢুকিয়ে পানি ভরে ওজনে বৃদ্ধি করে, বিক্রয় করছে এলাকার জনসাধারনের কাছে।
আর এই ছাগল গুলো ক্রয় করার পরে অনেকটাই মারা যায়,প্রতারিত হচ্ছে এলাকার মানুষগুলো।এই দিকে এমন একজন ভুক্তভোগি জানান,এই ছাগল গুলো বাজার থেকে কালো দেখে ক্রয় করে, বাড়িতে আনার ২/৩ দিন পরে ছাগলের গায়ের রং সাদা হয় যায়।অতিরিক্ত পা
আবারো চোরের উপদ্রব ইবি থানার গজনবীপুর গ্রামে
ছোটন বাবুঃ২৬/০৭/২০২২ বুধবার!! কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের খোরশেদ(২০) আজ আনুমানিক রাত ৭ টার দিকে গজনবীপুর গ্রামের ক্যানালপাড়া আনোয়ার হোসেন এর বাড়িতে ছাগল খুলতে এসে বাড়ির লোকজনের তাড়া খেলেন খোরশেদ ও ছলিম। এবং রাতের আধারে চোরকে দেখে ভয়ে আতংক কেপে উঠলেন ওই বাড়ির বৌ।
বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় যে তারা পরিকল্পিত ভাবে ছাগল খুলতে এসেছে।তারা অনেকদিন ধরে মাদক সেবন করে আসছে।আর মাদকের টাকা যোগার করতে এমন চুরি চালিয়ে যাচ্ছে বলে যানা যায়।
তবে এই বিষয়ে এখনো কোন মামলা করা হয় নি তবে,, প্রকিয়া চলছে বলে ইউপি সদস্য এর নিকট থেকে যানা যায়।
তবে এই বিষয়কে কেন্দ করে এলাকার শৃংখলা ঠিক রাখতে সাধারণ জনগন নিয়ে এলাকায় বহস্পতিবার বসবে বলে জানা জায়।শুধু তাই নয় এলাকার মানুষের কল্যানে কাজ কর
কুষ্টিয়া ইউপি নির্বাচনকে সামনে রেখে দলে লোক ভিড়াতে রাতের আধারে ১ বিঘা জমির টমেটো গাছ কেটে দিলেন প্রভাবশালী চক্র
আজিজুল ইসলামঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত্য রতন শেখের ছেলে লালন মন্ডলের(৫০) ২৬ শতক জমির টমেটো গাছ রাতের আধারে কেটে দেয়,একটি প্রভাবশালী চক্র।এই দিকে একই গ্রামের মৃত্য ঃ পলান শেখের ছেলে,মন্ডল ইসলাম (রুহুল আমিন) এর ৯ শতক জমির টমেটো গাছ কেটে দেন।৷
এই দিকে বিষয়টি নিয়ে গজনবীপুর গ্রামে অন্যরকম বিরাজ করছে,শত কষ্ট করে জন্মানো ফসল কেটে দিলেন প্রভাব শালী কু চক্র।
সকাল হলে জমির মালিক নিজের জমিতে এসে দেখতে পায় যে বা কারা তার ফসল কেটে দিয়েছে।জমির মালিক লালন ও মন্ডল বলেন,আমরা ২ পরিবার শেষ।আমাদের বেচে থাকার মত আর কিছু নেই।
তবে জন সাধারণ বলছে,সামনে ইউপি নির্বাচনকে ঘিরে দলে লোক ভিড়াতে এমন অপকর্ম করছে কুচক্র মহল।
কুষ্টিয়াএনএস রোড এর লকডাউন অবস্থা।
অসহায় মানুষগুলো এই ঝড় বৃষ্টির মধ্যে থাকবে কিভাবে
এসপির ব্রিফিংয়ে সাংবাদিক মাহাতাব উদ্দিন লালনকে অপমান!
গায়ের জোরই আজ মুখ্য, হায়রে সুশীল সমাজ!!