বইপোকা - BoiPoka with Jakaria Riimon

বইপোকা - BoiPoka with Jakaria Riimon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বইপোকা - BoiPoka with Jakaria Riimon, Book & Magazine Distributor, Kushtia.

বইপড়া প্রকল্প : বই পড়ি, বইয়ের রিভিউ লিখি।
-------------------------------------------------------------
হে প্রজন্ম, এসো আমরা বই পড়ার মাধ্যমে মননশীল ও সুস্থ চিন্তাধারার মানুষ হয়ে উঠি।

খুদে বইপোকা রোদ।❤️সুকুমার সাহিত্য শিশুদের ভীষণ প্রিয়।এই বইটার অপেক্ষায় রোদের অনেকদিন কেটেছে।অবশেষে হাতে পেয়ে ভীষণ খুশি। ...
01/10/2024

খুদে বইপোকা রোদ।❤️
সুকুমার সাহিত্য শিশুদের ভীষণ প্রিয়।
এই বইটার অপেক্ষায় রোদের অনেকদিন কেটেছে।
অবশেষে হাতে পেয়ে ভীষণ খুশি। এই বয়সে বই পড়ার প্রতি এমন আগ্রহ আমাকে করে বিস্মিত।
রোদ মামুনি, দোয়া করি তুমি অনেক বড় হও, সুস্থ মস্তিষ্ক নিয়ে বেড়ে ওঠো।
ভালোবাসা। ❤️❤️❤️

বিশ্বের শীর্ষ ধনীরা নিয়মিত বই পড়েন।বিশ্বের সেরা ধনীরা সামাজিক দৃষ্টিতে সফল মানুষ হিসেবে সমাদৃত। শত ব্যস্ততার মধ্যেও তাঁর...
22/09/2024

বিশ্বের শীর্ষ ধনীরা নিয়মিত বই পড়েন।

বিশ্বের সেরা ধনীরা সামাজিক দৃষ্টিতে সফল মানুষ হিসেবে সমাদৃত। শত ব্যস্ততার মধ্যেও তাঁরা নিয়মিত বই পড়েন। তাঁরা বইয়ের জ্ঞান বাস্তবে প্রয়োগ করেই হয়েছেন পৃথিবীর শীর্ষ সম্পদশালী। শীর্ষ ধনীদের বই পড়ার এমন অভ্যাস নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

বিল গেটস:

বিল গেটস নামটি সারা বিশ্বে সবার কাছে পরিচিত। এ মানুষটিও প্রচুর বই পড়েন। তিনি প্রতি সপ্তাহে অন্তত একটি বই শেষ করেন। বছর শেষে তিনি পড়ে ফেলেন ৫০টির মতো বই। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি-সম্পর্কিত নন-ফিকশন বই থেকে শুরু করে উপন্যাস ও আত্মজীবনী পড়েন। শুধু নিজে বই পড়ে ক্ষান্ত থাকেন না, বই পড়া শেষে বইয়ের রিভিউ দেন তাঁর নিজস্ব ওয়েবসাইটে। প্রতিবছর তিনি প্রকাশ করেন ওই বছরে তাঁর পঠিত সেরা ১০টি বই। বই পড়া নিয়ে বিল গেটস দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘ছোট থেকেই আমার শেখার অন্যতম প্রধান উপায় হলো বই পড়া।’

ইলন মাস্ক:

ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের একজন। কে না চেনেন তাকে! ইলন মাস্কের নিয়মিত অভ্যাসগুলোর মধ্যে অন্যতম বই পড়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে নিয়মিত দিনে ১০ ঘণ্টা বই পড়তেন। তবে ব্যস্ততা বাড়ার কারণে ১০ ঘণ্টা বই পড়া সম্ভব না হলেও প্রতিদিন তিনি নির্দিষ্ট সময় বই পড়েন। তিনি একজন মনোযোগী পাঠক। তিনি মনে করেন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞানার্জন অত্যাবশ্যক। তাঁকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কীভাবে তিনি রকেট বানানো শিখলেন? উত্তরে বলেছিলেন, ‘আই রিড বুকস।’

মার্ক জাকারবার্গ:

ফেসবুকের কথা উঠলেই যে নামটি মনে ভেসে ওঠে, তিনি হলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি সারা বিশ্বে অসংখ্য মানুষকে স্ক্রিনে আসক্তি করালেও তাঁর সন্তানদের ডিজিটাল গ্যাজেট থেকে দূরে রেখেছেন। এসবের বদলে তিনি সন্তানদের হাতে দিয়েছেন বই। মার্ক জাকারবার্গও বিল গেটসের মতো বইপড়ুয়া মানুষ, যিনি প্রযুক্তি ও যোগাযোগের পেছনে বেশি সময় ব্যয় করলেও প্রতি দুই সপ্তাহে একটা করে বই শেষ করেন। তিনি বই পড়ার জন্য ২০১৫ সালে একটি ক্লাব খুলেছেন। সেখানে তিনি বই নিয়ে আলোচনা করেন।

ওয়ারেন বাফেট:

ওয়ারেন বাফেট গোগ্রাসে বই পড়েন। তিনি ১১ বছর বয়স থেকে সংবাদপত্র, বার্ষিক প্রতিবেদন, অর্থ ব্যবস্থাপনা, বিনিয়োগ, ব্যবসা ও অর্থনীতি প্রভৃতি বই পড়া শুরু করেন। তাঁর জ্ঞানের তৃষ্ণা ব্যাপক। তিনি এত বেশি বই পড়তেন যে তাঁর শহরের যত লাইব্রেরি ছিল, সেগুলো তাঁর কাছে কম মনে হতো। শুধু তা-ই নয়, ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট এখনো প্রতিদিন গড়ে ৫০০ পৃষ্ঠা পড়েন। তিনি প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন; যেখানে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্করা দিনে মাত্র ২০ মিনিট পড়ার পেছনে ব্যয় করেন। তিনি মনে করেন, বই পড়া হলো চক্রবৃদ্ধি সুদের মতো; যত পড়বেন তত জ্ঞান বাড়বে। তিনি বই পড়ার অভ্যাসকে তাঁর সাফল্যের রহস্য হিসেবে মনে করেন।

জ্যাক মা:

আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মাকে অনেকে অনুপ্রেরণাদানকারী হিসেবে চেনেন। তিনি জীবনে অনেক সমস্যা মোকাবিলা করে সফল হয়েছেন। তাঁর প্রতিদিনের অন্যতম অভ্যাস হলো বই পড়া, নতুন কিছু শেখা। তিনি প্রতিদিন বই পড়েন আরও স্মার্ট হতে এবং নতুন কোনো আইডিয়া খুঁজে পেতে। জ্যাক মা বলেছেন, ‘প্রচুর বই পড়ার ফলে আপনি যেকোনো বিষয়ে ভালো একটি সূচনা করতে পারবেন; যা প্রায় সময় আপনার সহকর্মীরা পারবে না। যাঁরা প্রচুর বই পড়েন, তাঁদের বিভিন্ন বিষয়ে জানার সম্ভাবনা বেশি। আপনি যদি শুরুতে প্রতিদিন ১ ঘণ্টা বা তার বেশি পড়ার অভ্যাস করতে না পারেন, তাহলে ২০ বা ৩০ মিনিট হলেও বই পড়ুন।’

-দৈনিক আজকের পত্রিকা
©এম এম মুজাহিদ উদ্দীন
লেখক: ভাইভা বোর্ডের মুখোমুখি,
মুজাহিদ'স ভাইভা সাজেশন,
ব্যাংকার'স ভাইভা বোর্ড।

বই : প্যারাডক্সিক্যাল সাজিদ - ১লেখক : আরিফ আজাদরিভিউ লেখক : রেজওয়ান আহমেদ চতুর্থ শিল্পবিপ্লবের এই আধুনিক যুগে বিজ্ঞানের ...
10/09/2024

বই : প্যারাডক্সিক্যাল সাজিদ - ১
লেখক : আরিফ আজাদ
রিভিউ লেখক : রেজওয়ান আহমেদ
চতুর্থ শিল্পবিপ্লবের এই আধুনিক যুগে বিজ্ঞানের সঙ্গে কুরআনের সম্পর্ক যে কত শক্তিশালী তা বোঝা যায় প্যারাডক্সিক্যাল সাজিদ পড়লে। মনের মধ্যে ঘুরপাক খাওয়া শতশত প্রশ্নের উত্তর পাওয়া যায় এই বইতে।
রিভিউ লেখার জন্য রেজওয়ান তোমাকে অনেক ধন্যবাদ।

তোমাদের বই পড়া, বই সম্পর্কে লিখতে পারা এ বিষয়গুলো আনন্দের। জ্ঞানের চর্চা হোক নিয়মিত।
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভ কামনা। ❤️❤️

'দ্য আলকেমিস্ট' এমন একটি অসাধারণ বই যাতে রয়েছে চমক,স্বপ্ন এবং গুপ্তধন যা পাওয়ার জন্য আমরা দূর দূরান্তে যাই এবং আমাদের দর...
08/09/2024

'দ্য আলকেমিস্ট' এমন একটি অসাধারণ বই যাতে রয়েছে চমক,স্বপ্ন এবং গুপ্তধন যা পাওয়ার জন্য আমরা দূর দূরান্তে যাই এবং আমাদের দরজায় তা খুঁজে পাই – ম্যাডোনা (সংগীত শিল্পী) গত কয়েক দশকে এমন একটি বই মুদ্রিত হয়েছে যা পাঠকদের পুরো জীবন বদলে দিয়েছে। পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট” সে ধরনের একটি বই। ৬৩ ভাষায় ৩০ কোটি কপি বিক্রি হয়েছে এই যাদুকরী বই। আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি কি আপনার স্বপ্নের বাস্তবায়ন চান? আপনি কি আপনার গন্তব্যে পৌছতে চান? কারণ মানুষ যা ভাবতে পারে তা অর্জন করতে পারে। মানুষ তাঁর স্বপ্নের চেয়েও বড়।স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বাধা বা প্রতিকূলতার মুখোমুখি হওয়া খুবই স্বাভাবিক। প্রকৃতির নেপথ্য স্পন্দন কিভাবে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে তা জানতে পাঠ করুন বিশ্ব সাহিত্যের এই অসাধারণ ক্লাসিক।নিজে পাঠ করুন এবং আপনার নিকটজনকেও পাঠে উৎসাহিত করুন।
ক্রেডিট : WafiLife
ছবি : সংগৃহীত।

বই : মাইন ক্যাম্ফলেখক : অ্যাডলফ হিটলার রিভিউ লেখক : দানিয়াল মানসিবশক্তিশালী একটি বই 'মাইন ক্যাম্ফ'। মানসিক দিক দিয়ে কতটা...
04/09/2024

বই : মাইন ক্যাম্ফ
লেখক : অ্যাডলফ হিটলার
রিভিউ লেখক : দানিয়াল মানসিব
শক্তিশালী একটি বই 'মাইন ক্যাম্ফ'। মানসিক দিক দিয়ে কতটা উচ্চমার্গের ব্যক্তিত্ব ছিলো হিটলার সেটা জানা যায় এই বইতে।
বইটি মনোযোগ দিয়ে পড়ার পর রিভিউ লেখার জন্য Dani Al Mansib তোমাকে অনেক ধন্যবাদ।

তোমার জন্য অনেক ভালোবাসা এবং শুভ কামনা।

"বইপোকা" সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া মেধাকে জন্মদিনের শুভেচ্...
02/09/2024

"বইপোকা" সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া মেধাকে জন্মদিনের শুভেচ্ছা।
"বইপোকা " সংগঠনের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপহার গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনাদের আগামীর পথচলা শুভ হোক।
শুভ কামনা।

আলহামদুলিল্লাহ। বহুল প্রতীক্ষার পর "বইপোকা" সংগঠনের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।আপনাদের আগামীর পথচলা শ...
01/09/2024

আলহামদুলিল্লাহ। বহুল প্রতীক্ষার পর "বইপোকা" সংগঠনের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো।
আপনাদের আগামীর পথচলা শুভ হোক।
"বইপোকা" সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আপনাদের একাগ্রতা বজায় থাকবে বলে আশা রাখি।
সবার জন্য শুভ কামনা।

★"বইপোকা" সংগঠনের  লক্ষ্য ও উদ্দেশ্য :১. এ প্রজন্মকে বইমুখী করা।২. বই পড়ার মাধ্যমে সুস্থ চিন্তাধারা ও মননশীল মানুষ হিসেব...
01/09/2024

★"বইপোকা" সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য :
১. এ প্রজন্মকে বইমুখী করা।
২. বই পড়ার মাধ্যমে সুস্থ চিন্তাধারা ও মননশীল মানুষ হিসেবে গড়ে তোলা।
৩. উন্নত রুচিশীল ও মানবিক মানুষ হওয়ার পথে এগিয়ে নেওয়া।
৪. কল্পনাশক্তি বৃদ্ধি এবং বাস্তবতার নিরিখে নিজেকে মার্জিত করে গড়ে তোলা।
৫. অলস সময়কে বই পড়ার মাধ্যমে ভালো সময়ে পরিণত করা।
৬. বই পড়ার মাধ্যমে মানসিক চাপ কমানো এবং চিন্তার দক্ষতা বাড়ানো।
৭. শব্দভাণ্ডার, লেখার দক্ষতা বৃদ্ধি এবং স্মৃতিশক্তির উন্নতিকরণ।
৮. এ প্রজন্মকে সৃজনশীল মেধাবিকাশ করতে ও মানবতাবাদী হয়ে উঠতে সহায়তা করা।
৯. একযুগে বসে আরেক যুগের প্রাজ্ঞ ব্যক্তিদের হৃদয়ানুভূতির সাথে মিলিত হবার সৌভাগ্য অর্জন করা।
১০. মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি ও সক্রিয় রাখা।

★ 'বইপোকা' সংগঠনের সদস্য হওয়ার পূর্বশর্ত :
১. বই পড়ার মানসিকতা থাকতে হবে।
২. বইয়ের প্রতি এবং সংগঠনের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।
৩. সকল সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে।
৪. কমিটির পরিচালনা পর্ষদের নির্দেশনা মেনে চলতে হবে।
৫. মাসিক চাঁদা ৫০ টাকা ১০ তারিখের পূর্বেই অর্থ বিষয়ক সম্পাদকের নিকট জমা দিতে হবে।
৬. যে বইটি সম্মানিত সদস্য পড়বে, সেই বইটির রিভিউ লিখে সভাপতি বরাবর পৌঁছে দিতে হবে।
৭. স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন এবং আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে ইচ্ছুক হতে হবে।

৮. সদস্যকে অবশ্যই মুক্তচিন্তা, দেশপ্রেম, নীতিবান, চরিত্রবান হতে হবে।
৯. সংগঠনকে সকল প্রকার রাজনৈতিক প্রভাব হতে মুক্ত রাখতে সদস্যদের সংকল্পবদ্ধ থাকতে হবে।
১০. কোনো সদস্য যদি তার সদস্যপদ স্বেচ্ছায় বাতিল করতে চায় সেক্ষেত্রে পরিচালনা পর্ষদকে অবহিত করে তার সদস্যপদ বাতিল করতে হবে।

উপরে উল্লিখিত শর্তাবলী বা নিয়ম লঙ্ঘন করলে সদস্যপদ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

"বইপোকা" পেইজের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেশের এই পটপরিবর্তনের কারণে বই হাতে না পাওয়ার জন্য এই মাসে বই বিতর...
30/08/2024

"বইপোকা" পেইজের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেশের এই পটপরিবর্তনের কারণে বই হাতে না পাওয়ার জন্য এই মাসে বই বিতরণ বন্ধ ছিলো।
আলহামদুলিল্লাহ আবার আমাদের কার্যক্রম সক্রিয় হবে আগামী মাস থেকেই।

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করতে চাই। পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের ভিত্তিতে "বইপোকা" নামের এই একক সংগঠনটি এখন অনেক বড় হতে যাচ্ছে। আগামী পহেলা সেপ্টেম্বর একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে ইনশাআল্লাহ। সবার সদস্য হওয়ার সুযোগ থাকবে। ইচ্ছুক সদস্যকে ফরম দিয়ে দেওয়া হবে।
আমাদের সংগঠন হবে জ্ঞান ও মেধা বিকাশের কেন্দ্র। প্রজন্ম পাবে বই পড়ার সুবর্ণ সুযোগ।

সবার সহযোগিতা ও সমর্থন পাবো বলে আশা করছি।
ধন্যবাদ।

বই : আদর্শ হিন্দু হোটেল লেখক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রিভিউ লেখক : নির্জনা নির্ঝর বইটি মনোযোগ দিয়ে পড়ার পর অসাধারণ একট...
07/06/2024

বই : আদর্শ হিন্দু হোটেল
লেখক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রিভিউ লেখক : নির্জনা নির্ঝর

বইটি মনোযোগ দিয়ে পড়ার পর অসাধারণ একটি রিভিউ লেখার জন্য নির্জনা তোমাকে অনেক ধন্যবাদ।

চমৎকার মানসিকতা ও মূল্যবোধসম্পন্ন মেয়ে তুমি। তোমার সাফল্য কামনা করি।
তোমার জন্য অনেক ভালোবাসা এবং শুভ কামনা।

বই : হীরে মোতি পান্না -২ (গল্পে হযরত আবু বকর রা.)লেখক : মসউদ-উস-শহীদরিভিউ লেখক : মহিমা আক্তার (মনন)বইটি মনোযোগ দিয়ে পড়ার...
27/05/2024

বই : হীরে মোতি পান্না -২ (গল্পে হযরত আবু বকর রা.)
লেখক : মসউদ-উস-শহীদ
রিভিউ লেখক : মহিমা আক্তার (মনন)

বইটি মনোযোগ দিয়ে পড়ার পর অসাধারণ একটি রিভিউ লেখার জন্য মহিমা তোমাকে ধন্যবাদ।
শুভ কামনা।

ব্যস্ততা আছে, তবে ভীষণ ব্যস্ততা মোটামুটি এখন কম। আশা করি আমাদের বইপোকাদেরও ঘুরাঘুরি, ছুটি শেষ। আবার পড়া শুরু করতে হবে। য...
26/04/2024

ব্যস্ততা আছে, তবে ভীষণ ব্যস্ততা মোটামুটি এখন কম। আশা করি আমাদের বইপোকাদেরও ঘুরাঘুরি, ছুটি শেষ। আবার পড়া শুরু করতে হবে। যারা বই নিয়ে ছুটির মধ্যে পড়ে ফেলেছেন তাদের জন্য শুধু ভালোবাসা আর ভালোবাসা। ❤️❤️
মে মাসে প্রকল্পের বই দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ।
আর অত্যন্ত ভালোলাগার বিষয় হলো বেশকিছু বইয়ের চমৎকার রিভিউ জমা হয়েছে আমার কাছে।
কাল থেকেই পর্যায়ক্রমে এই গ্রুপে পোস্ট করবো ইনশাআল্লাহ। সবাই পড়ে কমেন্টে জানাবেন আপনার অনুভূতি। রিভিউ দাতাকে উৎসাহ দেন তাহলে দেখবেন বই পড়ার প্রতি তার আরও আগ্রহ তৈরি হবে।
সবাইকে ধন্যবাদ।

ভালোবাসবেন এবং ভালোবাসা নিবেন।

ভালো বই, ভালো বন্ধু এবং একটি শান্ত বিবেক : এটি আদর্শ জীবন।— মার্ক টোয়েন
28/03/2024

ভালো বই, ভালো বন্ধু এবং একটি শান্ত বিবেক : এটি আদর্শ জীবন।
— মার্ক টোয়েন

আলহামদুলিল্লাহ এই মাসের বইগুলো হাতে পেয়েছি।আগামীকাল থেকেই পর্যায়ক্রমে বইপোকা শুভাকাঙ্ক্ষীদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।...
23/03/2024

আলহামদুলিল্লাহ এই মাসের বইগুলো হাতে পেয়েছি।
আগামীকাল থেকেই পর্যায়ক্রমে বইপোকা শুভাকাঙ্ক্ষীদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
বি. দ্রষ্টব্য : গতমাসে দেওয়া বইয়ের রিভিউ এখনো যারা দেননি এই সপ্তাহের মধ্যেই দেওয়ার আহ্বান থাকলো।
ধন্যবাদ।
এসো বই পড়ি, মননশীল মানুষ হয়ে উঠি।

রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসের রিভিউ। রিভিউ লিখেছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম। বই পড়া প্রকল্পের একটা বই ...
10/03/2024

রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসের রিভিউ। রিভিউ লিখেছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম। বই পড়া প্রকল্পের একটা বই দিয়েছিলাম মীমকে। শর্ত অনুযায়ী রিভিউ আজকে জমা দিলো। মেয়েটা সাহসী, কেননা এমন একটা উপন্যাসের রিভিউ লিখেছে এবং বেশ চমৎকারভাবে মূল কাহিনি তুলে ধরতে সক্ষম হয়েছে। শুধু লেখা নয়, বইটা যে ও কত মনোযোগ দিয়ে পড়েছে সেটা ভেবেই ভালো লাগছে। রিভিউ লেখার শর্ত না থাকলে এতো মনোযোগ দিয়ে নিখুঁতভাবে কেউই পড়বে না। এজন্যই এরকম উদ্ভুত শর্ত!
মীমের জন্য অনেক শুভ কামনা। বই পড়ার মাধ্যমে মননশীল ও সুস্থ চিন্তাধারার মানুষ হয়ে গড়ে ওঠো।
ধন্যবাদ তোমাকে।

02/03/2024

স্বাগতম নাকি স্বাগত? কোনটা সঠিক?
এটার সিদ্ধান্ত শিক্ষার্থীদের বহুবার দিয়েছি এবং এখন শিক্ষার্থীদের মধ্যে সঠিক প্রয়োগ লক্ষ্য করি। শিক্ষার্থীরা সহজে মানলেও অনেক গুণিজনের মানতে ভীষণ আপত্তি। আসলে যে বিষয়টি ভুল সে বিষয়টি বহুল প্রচলিত হলেও ভুল। নিচে একজন অধ্যক্ষের ছোটো আলোচনা দেওয়া হলো।

আমাদের বাংলা লেখায় প্রচলিত ভুলের সংখ্যা অনেক। প্রতিনিয়ত এসকল ভুল দেখে দেখে আমরা এতটাই অভ্যস্ত যে, অনেকেই মনে করি, ভুলটাই সঠিক। তাই নিজেরাও করে থাকি সেই ভুল। অথচ এসব সাধারণ ভুলের অধিকাংশ পরিহার করে শুদ্ধভাবে লেখার জন্য খুব বেশি জটিল ব্যাকরণ জানার ও প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা নিয়ে সামান্য সচেতন হলেই যথেষ্ট। এমন কিছু প্রচলিত ভুল নিয়ে এই আলোচনা। আজকের বিষয়:স্বাগতম নাকি স্বাগত?

‘ঢাকা বিভাগে স্বাগতম, নরসিংদী জেলায় স্বাগতম, শিবপুর উপজেলায় স্বাগতম... ‘স্বাগতম’ এভাবে লেখা পাকা বোর্ড আমরা দেখতে পাই সারা দেশের সড়ক/ মহাসড়কেই। তাছাড়া... এর আগমন শুভেচ্ছা স্বাগতম ...আয়োজনে স্বাগতম,...স্বাগতম’ এরকম অনেক ‘স্বাগতম’ লেখা প্রতিনিয়ত আমরা দেখতে পাই ফেসবুকে, ব্যানারে, কার্ড/পত্রে, বিজ্ঞাপনে ও অন্যান্য স্থানে। অনেক কল সেন্টারে ফোন করলেও আমরা শুনতে পাই ‘স্বাগতম’! এমনকি অনেক শিক্ষকও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে থাকেন ও লিখে থাকেন ‘স্বাগতম’! কেউ কেউ আরো একটু বাড়িয়ে লিখেন ‘সুস্বাগত’ বা ‘সুস্বাগতম’। প্রায় সর্বত্র এসব দেখেশুনে আমরা ও আমাদের শিক্ষার্থীরা কীভাবে জানবে যে, ‘স্বাগতম’ ‘সুস্বাগত’ ‘সুস্বাগতম’ বলে কোন শব্দই নেই?

আসলে শুদ্ধ শব্দটি হচ্ছে ‘স্বাগত’।

ইংরেজিতে Welcome. বাংলা অর্থ: শুভাগত (সু + আগত) বা শুভাগমন। অর্থাত্ স্বাগত এর সাথে ‘সু’ যুক্ত আছে। স্বাগত মানে অতিথিদের অভ্যর্থনা। স্বাগত ভাষণ মানে অতিথিদের অভ্যর্থনা জানিয়ে ভাষণ। সুতরাং Welcome বোঝানোর জন্য স্বাগতম নয়, সুস্বাগত নয়, সুস্বাগতম নয়; লিখতে/বলতে হবে ‘স্বাগত, স্বাগত, স্বাগত’।

সূত্র: দৈনিক ইত্তেফাক
মো. রহমত উল্লাহ
লেখক, অধ্যক্ষ
কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, ঢাকা।

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই ...
01/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝলো, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

সংগৃহীত

20/02/2024

বই পড়ার কয়েকটি উপকারিতা :
১| মানসিক উদ্দীপনা তৈরি করে।
২| মানসিক চাপ কমাতে সাহায্য করে।
৩| জ্ঞান বৃদ্ধি করে।
৪| আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করে।
৫| স্মরণশক্তি বাড়ায়।
৬| আপনার বিশ্লেষণধর্মী চিন্তাক্ষমতা বৃদ্ধি পায়।
৭| আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করে।
৮| লেখার দক্ষতা বেড়ে যাবে আপনার।
৯| মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে।

(সংগৃহীত ও পরিমার্জিত)

ছেলেটার নাম তালহা। কুষ্টিয়া জিলা স্কুলে পড়ে। সুন্দর হাসির মতো ছেলেটিও চমৎকার। বই পড়ার প্রতি বেশ আগ্রহ আছে বলে মনে হয়। শ্...
19/02/2024

ছেলেটার নাম তালহা। কুষ্টিয়া জিলা স্কুলে পড়ে। সুন্দর হাসির মতো ছেলেটিও চমৎকার। বই পড়ার প্রতি বেশ আগ্রহ আছে বলে মনে হয়। শ্রীকান্ত পড়ার ইচ্ছে ছিলো ওর, আজ সেটা মেটানো হলো।
সুস্থ চিন্তাধারার মানুষ হও সেই দোয়া।
এই শহরটা বই পড়ুয়াদের হোক।

15/02/2024

চিন্তার জগৎকে বড় এবং পরিশীলিত করে বই। বই পড়ার মাধ্যমে প্রতিটি মানুষ হয়ে ওঠে মননশীল, অনবদ্য, রুচিশীল এবং মার্জিত।
বেশ কিছুদিন ধরেই ভাবছি আমার শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কীভাবে বইয়ের কাছাকাছি আনা যায়। হঠাৎ মাথায় আসলো একটা বই পড়ার প্রকল্প হাতে নিতে পারি। আমার সকল শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের মধ্যে শর্তসাপেক্ষে বই উপহার দিবো। বই পড়ে সেই বইয়ের রিভিউ লিখে আমার কাছে পৌঁছে দেওয়ার শর্তে বই দিবো।

উপহার দেওয়া বই আর কখনো ফিরিয়ে নেওয়া হবে না। এতে করে বই বুঝে পড়ার আগ্রহ তৈরি হবে। আর যাদের বইমুখী করতে পারবো তারা সুন্দর এবং উজ্জ্বল মন-মানসিকতা নিয়ে বড় হবে ইনশাআল্লাহ। জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নষ্ট সময়কে ভালো সময়ে কনভার্ট করা যাবে।
এখনকার প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি, ভিডিও গেমস এবং প্রযুক্তিকে খারাপভাবে কাজে লাগানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ভালো মানের বই পড়ার মাধ্যমে তাদের মূল্যবান সময়টা আরও মূল্যবান হয়ে উঠবে বলে আশা করি। বই পড়ার মাধ্যমে উৎকৃষ্ট মন-মানসিকতার অধিকারী হলে প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করতে পারবে। মূলকথা, লক্ষ্য করা যায় একজন বই পড়ুয়া মানুষ আর একজন বই না পড়া মানুষের মন-মানসিকতার ব্যাপক পার্থক্য দেখা যায়। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে নানাভাবে জাতি উপকৃত হবে। আর এই ভাবনা থেকেই ক্ষুদ্র এই প্রচেষ্টা।

প্রতিমাসে আয়ের কিছু অংশ বই বিতরণে খরচ করবো ইনশাআল্লাহ। প্রতিমাসে ১০/১৫ জন শিক্ষার্থী ও পরিচিতজনদের বই উপহার দিতে পারবো বলে আশা করি। এই প্রকল্প আল্লাহ তায়ালার ইচ্ছায় চলমান রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

আলহামদুলিল্লাহ এমাসে অর্ডারকৃত ১৫টি বই হাতে পেয়েছি। যাদেরকে দিতে চেয়েছিলাম তাদের কাছে আগামীকাল থেকেই বই পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।
সবার সহযোগিতা ও উৎসাহ কামনা করি।

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইপোকা - BoiPoka with Jakaria Riimon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share