Crime Online News

Crime Online News আমার এই পেজটি তথ্য ও নিউজের ক্ষেত্রে Kumarkhali

25/06/2024

'শঙ্খ' লাগা সাপ ধরার চেষ্টা!!!

কুষ্টিয়া কুমারখালী খয়ের চারা মাঠে দুই সাপের এই মিলন সাধারণ মানুষের কাছে ‘শঙ্খ লাগা’ নামে পরিচিত। সাপের অনন্য এ ভালোবাসার দৃশ্য সচরাচর চোখে না পড়লেও এবার দেখা মিললো।

আম....
24/06/2024

আম....

23/06/2024

কুমারখালীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

23/06/2024

কুষ্টিয়া কুমারখালীতে অনেক আগেই রাসেল ভাইপার সাপের অস্তিত্ব দেখা গেছে। কিন্তু তেমন গুরুত্ব কেউ দেয়নি!! বরং রাসেল ভাইপার সাপ ধরে বন বিভাগের কর্তারা পদ্মার চরে ছেড়ে দিয়েছে।

22/06/2024

ব্যস্ততা নেই।

22/06/2024

কিরাত প্রতিযোগিতা---

21/06/2024

সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কুমারখালীতে কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত।

20/06/2024

সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কুমারখালীতে কিরাআত প্রতিযোগিতা ২০২৪ চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে।

18/06/2024

কুষ্টিয়া খোকসার কালী পূজা

প্রতিবছর জানুয়ারি মাসে পাঠাবলির মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় প্রায় ছয়শ বছরের বেশি সময় ধরে চলে আসা এশিয়ার ঐতিহ্যবাহী পূজা ও মেলা।
সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র কুষ্টিয়ার খোকসার কালীর বার্ষিক পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সব শ্রেনী পেশার মানুষের অন্যরকম এক আমেজের সৃষ্টি হয়েছে। মাঘের অমাবস্যা থেকে পূজার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয়।

খোকসা কালীমন্দির....

কুষ্টিয়ার জেলা ঐতিহ্যবাহী খোকসার কালী পূজা মন্দির:

প্রতিবছর গভীর রাতে মহিষ ও পাঠা বলীর মধ্যদিয়ে সাড়ে পাঁচ’শ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা শুরু হয়। উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে সার্বজনীন এই উৎসবকে ঘিরে হয়ে থাকে অনেক আয়োজন। হিন্দু সম্প্রদায়সহ বর্ণবৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র খোকসার এই বার্ষিক কালী পূজা ও মেলাকে সামনে রেখে স্থানীয় সব শ্রেনী পেশার মানুষদের অন্যরকম এক আমেজের সৃষ্টি হয়। পৌষের অমাবশ্যা থেকে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সাড়ে সাত হাত লম্বা বিশাল দেহের কালী প্রতিমা তৈরার কাজ শুরু হয়। দেশ বিদেশ থেকে আগত র্পূনার্থী ও ভক্তদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহন করে থাকে পূজা কমিটি।

কালের স্বাক্ষী কালীবাড়ি :

মধ্যবয়সী এক জোরা বট পাকুর গাছ বেষ্টিত একটি মন্দির। এটাই প্রাত্যাহিক পূজা মন্দির। এখানে রাখা আছে নলডাঙ্গার রাজা ইন্দু ভুষণ দেব রায় কর্তৃক গড়াই নদী থেকে প্রাপ্ত কৃষ্ণবর্ণের প্রস্তর খন্ড। এটি বৌদ্ধ আমলের নিদর্শন। এ প্রস্তর খন্ডের গঠন অনেকটা চার পায়া চৌকির মতো। কৃষ্ণবর্ণের প্রস্তর খন্ডটিকে সারা বছরই পূজা করা হয়। ২৭ ইঞ্চি লম্বা, ৪ ফুট চওড়া পিতলের পাত দিয়ে তৈরী শিব ঠাকুর পূজার পাট আসন উল্ল্লেখযোগ্য। আগের পূজা মন্দিরটি প্রমত্তা গড়াই নদীতে বিলীন হয়ে যাওয়া ১৩৪১ বাংলা সালে পূজা মন্দিরটি বর্তমান স্থানে সরিয়ে আনা হয়। বার্ষিক পূজা মন্দিরে প্রতি বছর মাঘি আমাবশ্যার তিথিতে সাড়ে সাত হাত লম্বা কালী মূর্তিসহ সাড়ে বার হাত দীর্ঘ মাটি ও খড় দিয়ে তৈরী কালীমূর্তি বার্ষিক পূজান্তে বিসর্জন দেয়া হয়ে থাকে। প্রতি বছর একই তিথিতে প্রচলিত নিয়মে এ পূজা হয়ে আসছে। মাঘি আমাবশ্যার এক মাস আগে কদম কঠের কাঠমো তৈরী করা হয়। এ কাঠামেই খড় ও মাটি দিয়ে তৈরী মূর্তিতে বার্ষিক পূজা হয়ে থাকে। জমিদার আমলে এখানে মাসাধিক কাল ব্যপী মেলা চলতো বর্তমানে নিম্ন এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় ব্যাপী মেলা জমজমাট থাকছে।

মহিষ ও পাঠা বলির সূচনা :

খোকসার কালীপূজা শুরুর মহেন্দ্রক্ষণেই মহিষ ও পাঠা বলির প্রথা চালু হয়। আগে বলির সংখ্যা ছিল অনির্ধারিত। বার্ষিক পূজার দিনে প্রথম প্রহরে চন্ডি পাঠান্তে একটি পাঠা বলি হতো। দিনেরে শেষ প্রহরে দেবিকে আসনে তোলার পর নাড়াইলের জমিদার রতন বাবুদের পাঁচ শরিকের জন্য পাঁচটা পাঠা বলি অতঃপর নলডাঙ্গার রাজা প্রেরিত মহিষ বলি হত। এরপর শিলাইদহের জমিদারী ষ্টেট এর সন্মানে জোড়া পাঠা বলি হত। মাঘি সপ্তমীর পূজা ও মেলা পর্যন্ত চলতো ভক্তদের মানষার জন্য আনা পাঠা বলি। ক্রোধের পথিক মহিষ ও পাঠা বলীর এ প্রথা সেই রাজা জমিদারী আমলের আদলেই প্রচলিত রয়েছে। নতুন যুগ উপযোগী পরিকল্পনা রাজা ও জমিদার প্রথা উচ্ছেদের পর খোকসা কালীপূজা ও মেলার প্রসার বহুলাংশে হ্রাস পেয়েছে। প্রমত্তা গড়াই নদীর অব্যহত ভাঙনে নবাবী আমলে স্থাপিত মন্দিরটি ১৩৪০ বাংলা সালে নদীগর্ভে বিলীন হওয়ার পরের বছর ১৩৪১ বঙ্গাব্দে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রচেষ্টায় কালী মন্দিরটি নতুন করে তৈরী করা হয়।

কালীপূজার সূচনা :

খোকসার কালীপূজার প্রচলন কখন থেকে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস নেই। যা আছে তা শুধুই অনুমানভিত্তিক। তবে বর্তমানে পূজারী শ্রী কালা কৃষ্ণ ভট্রাচার্যের সপ্তদশ ঊর্ধ্বতন পুরুষ রামাদেব তর্কলংকার এ পূজার প্রথম পূজারী ছিলেন বলে প্রচলিত আছে। আর এ থেকে অনুমান করা হয় খোকসার কালীপূজার বয়স সাড়ে পাঁচ শতাধীক বছর। কিংবদন্তী ও প্রচলিত লোক বিশ্বাসের আলোকে খোকসার কালী জনৈক তান্ত্রিক সাধক দ্বারা প্রতিষ্ঠিত। আত্মপ্রচার বিমূখ তান্ত্রিক সাধু গড়াই নদীর তীরে খোকসা নামক এক জাতীয় গাছে বেষ্টিত জন মনুষ্যহীন জঙ্গালাকীন স্থানে এ কালীপূজা আরম্ভ করেন। জনৈক জমিদার পুত্রকে সর্প দংশন করলে সংজ্ঞাহীন জমিদার জুবাকে চিকিৎসার জন্য এই সাধকের কাছে নেওয়া হয়। রোগীকে কালীর পদতলে শুইয়ে দিয়ে সাধনার মাধ্যমে জমিদার জুবাকে সুস্থ্য করে তোলেন সাধু। খবর পেয়ে জমিদার কালীর প্রতি ভক্তি আল্পুত করে ও তান্ত্রিক সাধুর নির্দেশে সাড়ে সাত হাত দীর্ঘ কালী মূর্তি নির্মাণ করে মাঘি অমাবশ্যার তিথিতে এখানে প্রথম কালীপূজা আরাম্ভ করেন। আর সেই থেকে খোকসার কালীপূজার সূত্রপাত। মহিষ বলির শেষে পাংশার জমিদার ভৈয়বনাথ ও শিলাইদাহের জমিদার ঠাকুর সম্মানে জোড়ো পাঠা বলি হতো। সেই স্রোত ধারায় এখানো এখানে ভেড়া, পাঠা ও পরে মহিষ বলির শেষে দেশ ও বিদেশ থেকে আগত ভক্তদের মানসার পাঠা বলি হয়ে থাকে।

কালীপূজা ও মেলার সাড়ম্বর বৃদ্ধি :

বর্তমানে পূজারীয় পূর্বপুরুষ বিখ্যাত জনৈক পন্ডিতকে একদিন ভিষানাকৃতির একটি মহিষ আক্রমন করলে উক্ত পন্ডিত হাতে থাকা চন্ডিগ্রস্থ ছুরে মেরে মহিষটি বধ করেন। এ ঘটনা নলডাঙ্গার রাজার কর্নগোচর হওয়ার পর আলৌকিক ক্ষমতা সম্পন্ন এ ব্রাহ্মন পরিবারের চার শরিকের জন্য ১৪শ বিঘা এবং এ কালীপূজার সঙ্গে সম্পৃক্ত কাঠামো তৈরীর মিস্ত্রি, ধোপা, নাপিত, মালাকার, ভুঁইমালী, ঢাকী ও পরিস্কার-পরিচ্ছন্নকারীকে চাকরানা হিসেবে ১২ বিঘা করে জমি নিস্কর ভোগের সুযোগসহ বার্ষিক পূজার সাত দিন দপাম্বিতা খরচ নির্বাহের জন্য ১৬ বিঘা জমি দান করেন। কালীপূজা মেলা স্থানান্তর করে ব্যাপক সংস্কার কর্মসূচী গৃহীত হয়। অর্থাভাবে সব পরিকল্পনাই স্বপ্নে পরিণত হয়েছে।

#কালী #ভক্ত #

18/06/2024

সারা বাংলাদেশে কুরবানীর পশুর আক্রমনে শ'শ'মানুষের অঙ্গহানির ঘটনা ঘটেছে।।

18/06/2024

কুমারখালীতে মানুষের ঈদ আনন্দ ....

17/06/2024

কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতুর ঈদ আনন্দ

16/06/2024

কুমারখালীতে ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে খাদ্য সামগ্রী বিতরণ।

মোশারফ হোসেন।।।

কুষ্টিয়া কুমারখালীতে ঈদ -উল- আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত উপজেলার অসহায়, গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ জুন) দুপুরে কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য , বীর মুক্তিযোদ্ধা, আব্দুর রউফ, উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন জাফর, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন হাসান সোহেল প্রমুখ।

এই সময় প্রধান অতিথি আব্দুর রউফ এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত। পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা ৫০০ জনের হাতে তুলে দেওয়া হলো।

16/06/2024
15/06/2024

কুমারখালী ঈদ বাজার।

আলতাফ বস্ত্র বিতান.......

15/06/2024

কুমারখালীর আলীম কিছু চাই,....

12/06/2024

নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পরে কুষ্টিয়ার কুমারখালীর সেই আড়াই মাস বয়সি শিশু ইসরাফিলের ম*র**দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের বুড়িমারা বিল থেকে ম***রদে**হটি উদ্ধার করেছে পুলিশ।

09/06/2024

মেয়েদের টাইব্রেকার----

09/06/2024

শৈলকুপায় থানা ঘেরাও ও ভাংচুর, পুলিশসহ আহত ৩০।

ঝিনাইদহ শৈলকূপা পুলিশ ও জনতার মাঝে টান --টান উ**ত্তে***জনা...

07/06/2024

কুমারখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন।

05/06/2024

কুষ্টিয়া কুমারখালীতে সদকী ইউনিয়নের নন্দিগ্রামে মাটি ভর্তি ট্রাক্টরের চাকার নিচে পড়ে ট্রাক্টরের হেল্পার নাহিদ (১৬) নি**হ**ত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার সময় মহেন্দ্রপুর পদ্মা নদীর চর থেকে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে সদকী ইউনিয়নের নন্দিগ্রামে যাওয়ার পথে নন্দিগ্রামের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রাক্টরের উপর বসে থাকা হেল্পার নাহিদ ঘুমন্ত অবস্থায় পড়ে গিয়ে চলন্ত গাড়ি বড় চাকার নিচে পড়ে তার মৃ***ত্যু** হয়।

26/05/2024

বৃষ্টি.....

22/05/2024

কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত মহিলা ভাইস - চেয়ারম্যান মৌসুমী......

21/05/2024

কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে চুড়ান্ত ফলাফল।

21/05/2024

কিছুটা উত্তেজিত জনতা

Address

Thana Mor, Kumarkhali
Kushtia
7010

Telephone

+8801712890968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crime Online News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crime Online News:

Videos

Share


Other News & Media Websites in Kushtia

Show All