Yamin Hossain

Yamin Hossain I AM SIMPLE MAN
(4)

ঈদ মোবারক।
17/06/2024

ঈদ মোবারক।

11/06/2024
মানতেই পারছি না, এভাবে চলে যাওয়াটা।
06/06/2024

মানতেই পারছি না, এভাবে চলে যাওয়াটা।

25/05/2024

যোগ্য ব্যক্তিরা-ই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা।

মায়ের দোয়া ক্রিকেট টিমে এবার ও ভাগ্য ফেবার করে নাই।
24/05/2024

মায়ের দোয়া ক্রিকেট টিমে এবার ও ভাগ্য ফেবার করে নাই।

সব পোস্টে ক্যাপশন লাগেনা।
23/05/2024

সব পোস্টে ক্যাপশন লাগেনা।

একেই বলে অভিজ্ঞতা, যাক শেষমেষ হারের কারণ তো জানা গেল।
22/05/2024

একেই বলে অভিজ্ঞতা,
যাক শেষমেষ হারের কারণ তো জানা গেল।

মায়ের দেওয়া ক্রিকেট টিমের ভাগ্য ফেভার করে নাই গত কালের ম্যাচটিতে🤭🤭🤭
22/05/2024

মায়ের দেওয়া ক্রিকেট টিমের ভাগ্য ফেভার করে নাই গত কালের ম্যাচটিতে🤭🤭🤭

ফেক জব হইতে সাবধান
19/05/2024

ফেক জব হইতে সাবধান

04/05/2024

মুক্ত গণমাধ্যম সূচকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের নিচে বাংলাদেশ
🙄🙄🙄🙄

03/05/2024

জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ডাক মেরে দিলেন ফ্লাটের মালিক লিটন ডাক 🔥😃

02/05/2024

এরা দুজন মিলে এমন কিছু একটা করতে যাচ্ছে আগেই অনেকেই চিন্তা করছিলো,আর নগদ এমন টা চায়।

শ্রমিকদের সম্মানজনক মজুরি নির্ধারণ করুন।বাংলাদেশে প্রায় সময়ই দেখা যায় শ্রমও আইন  শুধু খাতা কলমের মধ্যে সীমাবদ্ধ।
30/04/2024

শ্রমিকদের সম্মানজনক মজুরি নির্ধারণ করুন।
বাংলাদেশে প্রায় সময়ই দেখা যায় শ্রমও আইন শুধু খাতা কলমের মধ্যে সীমাবদ্ধ।



29/04/2024

আগামী ২৯-৩০ এবং মে মাসের ১-২ তারিখে
তাপমাত্রা অতি তীব্রতায় পৌছাতে পারে,
৪৩+ ৪৪ ডিগ্রী সম্ভাবনা রয়েছে।

শুভ সকাল
28/04/2024

শুভ সকাল

নিম গাছ পরিবেশগত ভাবে খুবই উপকারী । এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেগুলোতে তা...
27/04/2024

নিম গাছ পরিবেশগত ভাবে খুবই উপকারী । এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেগুলোতে তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে । নিম গাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে সীসা শোষণ করে। ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতা নিম গাছের রয়েছে। ১৯৯৬ সালে ভারতের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দ্বারা করা নতুন দিল্লির বিভিন্ন স্থানের একটি সমীক্ষা ইঙ্গিত দেয় যে নিম গাছ শিল্প এলাকায় ও শহুরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলির মধ্যে একটি এবং এটি পরিচিত হট স্পটগুলিতে সবুজ বেল্টের মত কাজ কর। উচ্চ বায়ু দূষণের জন্য ইতিহাস থেকে জানা যায় সম্রাট অশোক, খ্রিস্টের পূর্বে ৩য় শতাব্দীতে, নিমকে অন্যান্য বহুবর্ষজীবী, টেমারিন্ডাস ইন্ডিকা এবং মধুকা লাতিফোলিয়ার সাথে রাস্তার হাইওয়ে এবং রাস্তার ধারে লাগানোর নির্দেশ দিয়েছিলেন।
নিমের কার্বন ডাই-অক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি। এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাই-অক্সাইডের ১৪ টি মাইক্রোমোল ( প্রতি বর্গ মিটার) ঠিক করতে পারে। নিম গাছের পত্র পৃষ্ট সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড ফিক্স করার জন্য একটি ভাল বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে সালফার ডাই-অক্সাইড।
একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চার পাশের বাতাসকে। গবেষণায় দেখা গেছে একটি নিম গাছের অর্থনৈতিক রিটার্ন বাংলাদেশী টাকায় প্রায় ( ২৭ লক্ষ থেকে ৩৩ লক্ষ টাকা)।

জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক বির্পযয়গাছ কেটে মরুভুমি না বানিয়ে,(গাছঁ লাগান পরিবেশ বাচাঁন)
27/04/2024

জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক বির্পযয়
গাছ কেটে মরুভুমি না বানিয়ে,
(গাছঁ লাগান পরিবেশ বাচাঁন)

24/04/2024

বর্তমান সময়ে বিষয়টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

এই গরমে ফ্রিজের পানি..একদমই নাহ.....একটু ভাবুন(সংগৃহীত)
23/04/2024

এই গরমে ফ্রিজের পানি..
একদমই নাহ.....
একটু ভাবুন

(সংগৃহীত)

আপনি কোন পথে হাটবেন সিদ্ধান্ত আপনারপরিবেশ বাচাঁবেন?নাকি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবেন???(গাছঁ লাগান পরিবেশ বাচাঁন)
23/04/2024

আপনি কোন পথে হাটবেন সিদ্ধান্ত আপনার
পরিবেশ বাচাঁবেন?
নাকি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবেন???

(গাছঁ লাগান পরিবেশ বাচাঁন)

তীব্র দাবদাহে সুস্থ থাকতে যা যা করবেন...এই গরমে সুস্থ থাকতে যা যা করবেনপ্রকৃতিতে তীব্র দাবদাহ বইছে। সারাদেশে তীব্র গরমে ...
22/04/2024

তীব্র দাবদাহে সুস্থ থাকতে যা যা করবেন...

এই গরমে সুস্থ থাকতে যা যা করবেন

প্রকৃতিতে তীব্র দাবদাহ বইছে। সারাদেশে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন মে মাসে তাপমাত্রা আরও বাড়তে পারে। এই তীব্র গরমে বিভিন্ন অসুখবিসুখে আক্রান্ত হচ্ছেন অনেকেই।

গরমে একটি মারাত্মক সমস্যা হচ্ছে হিট স্ট্রোক। রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করেন তাদের মধ্যে হিট স্ট্রোকের প্রবণতা বেশি দেখা যায়। হিট স্ট্রোকের লক্ষণগুলো হল—

১। শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি
২। ঘাম বন্ধ হয়ে যাওয়া
৩। প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
৪। মাথা ঝিমঝিম করা
৫। অজ্ঞান হয়ে যাওয়া

এমন জটিলতা থেকে রক্ষার উপায়:

১। গরমে ঢিলেঢালা ও সুতির পাতলা কাপড় পরিধান।

২। দিনের সময় সকাল ১১টা হতে বেলা ২টা পর্যন্ত বাইরে চলাচল সীমিত করা। বাইরে যেতে হলে ছাতা বা ক্যাপ ব্যবহার করা।

৩। পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ২ থেকে ২.৫ লিটার পানি পান করা প্রয়োজন। পানির সঙ্গে স্যালাইন, ডাব অথবা বাসায় বানানো ফলের রস পান করা যেতে পারে। তবে বাইরের দোকান অথবা রাস্তায় বিক্রি করা ফলের জুস পান করা থেকে বিরত থাকতে হবে।

৪। গরমের সময় অবশ্যই বাসায় প্রস্তুত করা সহজপাচ্য খাবার খেতে হবে। দোকানের অথবা বাইরের মসলাযুক্ত খাবার পরিহার করতে হবে।

৫। প্রতিদিন গোসল করা। প্রয়োজনে ২/৩ বার গোসল করা যেতে পারে।

৬। হাটের সমস্যা, ডায়বেটিস অথবা অন্যান্য জটিল রোগে আক্সান্ত ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করা।

৭। ঘরে সরাসরি রোদ প্রবেশকে বাধা দেয়ার জন্য পর্দা ব্যবহার করা।

৮। শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখা যেন পানিশূণ্যতা তৈরি না হয়। বাইরের যেকোনো খাবার খাওয়ানো থেকে বিরত থাকা।

সূত্র : চ্যানেল ২৪

22/04/2024

ঘনঘন পানি পান করুন, বেশি বেশি তরল খাবার গ্রহণ করুন। একদম জরুরাত না হলে রোদে বের হবেন না।নিরাপদ থাকুন, সঠিক খাবার গ্রহনের মাধ্যমে সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন সকলের মঙ্গল করুন।। আমিন।

22/04/2024

৩০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস! ২৫-৩০ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় ৪৩°সে ছাড়াতে পারে। এর পরেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

যদি উদ্দেশ্য হয়ে থাকে শুধু বিশ্ব রেকর্ড, দুই পাশে গাছের চারা লাগিয়েও হয়তো বিশ্ব রেকর্ড করা যেত।
22/04/2024

যদি উদ্দেশ্য হয়ে থাকে শুধু বিশ্ব রেকর্ড, দুই পাশে গাছের চারা লাগিয়েও হয়তো বিশ্ব রেকর্ড করা যেত।

কিছু ছবির caption দরকার হয় না।
21/04/2024

কিছু ছবির caption দরকার হয় না।

এমন নাটক, সিনেমায় আমি অভিনয় করি না, যেখানে অভিনয় করলে, আমি আমার নাটক বা সিনেমা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে দেখত...
18/04/2024

এমন নাটক, সিনেমায় আমি অভিনয় করি না, যেখানে অভিনয় করলে, আমি আমার নাটক বা সিনেমা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারবো না।

অভিনয় করি বলে কি, আমার সামাজের প্রতি কোন দায়িত্ব নাই, অভিনয় করি বলে কি আমার সামাজিক মূল্যবোধ নাই, আমি কি চেষ্টা করবো না, ভালো মানের দর্শক তৈরি করার।

অল্প কথায় বলি, অনেক মানুষকে নিয়ে নিচে নামা সহজ কিন্তু উপরে ওঠা কঠিন।

শুধু মাত্র টাকার জন্য আমি মানুষের রুচি বোধ নস্ট করে সবাইকে নিয়ে, নিচে নামতে পারবো না।

বিখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু 🗣️

শামিম কিংবা জোবানের মত একশো অভিনেতার দরকার নাই, আপনার মত মনমানসিকতার একজনই যথেষ্ট বাবু স্যার স্যালুট আপনাকে।

যেই পোস্টটা ফেসবুকের মাধ্যমে দিয়েছিলো,তারা হয়তো কোন এজে*ন্ডা বাস্ত*বায়নের জন্যই করেছিল। সাধারণ মানুষর অনেক অনেকেই জান...
18/04/2024

যেই পোস্টটা ফেসবুকের মাধ্যমে দিয়েছিলো,তারা হয়তো কোন এজে*ন্ডা বাস্ত*বায়নের জন্যই করেছিল। সাধারণ মানুষর অনেক অনেকেই জানে না কখন কোন দাম ছিল। সেজন্যই তারা ভু*ল ত*থ্যগু*লো ছড়িয়ে দিয়েছে মানুষের মধ্যে।

Address

Kushtia
7000

Telephone

+8801713922953

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yamin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yamin Hossain:

Videos

Share



You may also like