21/09/2025
বাবা চলে গেছেন জন্ম দিয়ে, দায়িত্ব সেখানেই শেষ…কিন্তু মা? মায়ের তো দায়িত্ব শেষ হয় না কখনো। গ‘র্ভে ধারণ করা সন্তানের জন্যই তিনি আজও বেঁচে আছেন। তাইতো আশ্রয়হীন হয়েও সন্তানদের নিয়ে রাত কাটাচ্ছেন ফুটপাতে।
শহরের কোলাহলের মাঝেই দুই ভাইবোন পড়ে আছে খোলা আকাশের নিচে। ছোট বোন নাফিসা গভীর ঘুমে—যেন পৃথিবীর কষ্ট তাকে ছুঁতেও পারে না। আর বড় ভাই নাফিস জেগে আছে, পাহারা দিচ্ছে মায়ের বুকের টুকরোকে।
দিন চলে যায় মানুষের দয়া-দাক্ষিণ্যে, কখনো একমুঠো ভাত, কখনো খালি পেট। তারপরও তাদের মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান। শুধু আছে সহ্যশক্তি আর নীরব অশ্রু।
আহ আল্লাহ! কী নির্মম পরীক্ষা তুমি দিলে তাদের জীবনে।এমন দৃশ্য দেখে চোখে জল আসা সাময়িক কিছু সহযোগিতা ছাড়া আর কিছুই করার থাকে না…
#মানবতা #মায়েরমমতা #আহজীবন