খোৎবা দেওয়ার প্রস্তুতি ❤️
গা:দৌ:পুর, ঠা:দৌ:পুর, বক্তারপুর,জামালপুর,কুচিয়ামোড়া,এবং পরানখালি,অথ্যাৎ ৬ গ্রাম মিলিত হয়ে আমরা দীর্ঘদিন যাবৎ একত্রিত হয়ে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করি❤️❤️❤️
ঈদুল আযহার নামাযের আগে বয়ান করতেছে আমার আব্বাজ্বান মঈনুল হক মুন্সি।কোরবানির ফজিলত বা কোরবানির মাসলা মাসায়েল সম্পর্কে বয়ান করতেছে।এবং তাহার পিছু নামাজ শেষে খোৎবা শুনে, মোনাজাত করে পবিত্র ঈদুল আজহার নামাযের পরিসমাপ্তি।
সবাই আব্বার জন্য দোয়া করবেন।তাহার ভুলত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সংগৃহিত তাহার ছোট ছেলে আব্দুর রহমান আবু ত্বহা।
সবার কাছে দোয়া চাই,দোয়ার মুন্তাজ😭
আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের উপস্থাপক ❤️
আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দান করুন।
আল্লাহ আপনি উত্তম ফায়সালা কারি,সবার রিজিকের ব্যবস্থা করে দিন আমিন।
পথ শিশু নাম আব্দুল্লাহ্, বলছে মামা পিজ্জা খাব? কিন্তু ভীষন দুষ্টু ❤️
হে আল্লাহ্ আপনি মহান,আপনার ফায়সালার উপর আমরা সন্তুষ্ট। আপনার কাছে আকুল আবেদন এর একটা নিষ্পাপ বেগোনাহ মাসুম বাচ্চার আর্তনাদ যেন আমার চোখে না পড়ে।
হয় আমায় তুলে নিবেন বা আমার চক্ষু কেড়ে নিবেন, আর না যেন কোন ফিলিস্তিনি শিশুর আর্তনাদ আমার চোখে না পড়ে। বুকটার মধ্যে খান খান হয়ে যাচ্ছে, খুব একটা শান্তিতে নেই এই পরিস্থিতি দেখে 🤲🤲🤲
পরিশেষে আমার ও একটা শিশু সন্তান আছে আমি একজন শিশুর পিতা।সব শিশু তো এক🥰🥰🥰
হে আল্লাহ, মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।
হে আল্লাহ মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।
দাদু জুলাইবীবকে তাওহীদ বা একত্ববাদের তালিম দিচ্ছে।
আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নেই।
হে আল্লাহ, মানুষের পাশে থাকার তৌফিক দাও।
এরা কিন্তু আমাদেরই কারোর না কারোর মা, বাবা❤️❤️❤️
দানের হাতটা প্রসারিত করুন। ইনশাআল্লাহ আল্লাহ পকেট ভরে দিবে❤️
সব শ্রেণীর মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে হয়। মানবতায় সর্বশ্রেষ্ঠ প্রেম ❤️
রিকশাওয়ালা মামার সাথে খুনসুটি। আমাদের উচিত না রিক্সাওয়ালা বা মেহনতী মানুষের সাথে খারাপ আচরণ করা।
রাত ১২ টার পরে একদিন ঢাকার ফুটপথে।
কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকে।
হে আল্লাহ আপনি উত্তম রিজিকদাতা, নিশ্চয়ই আপনি এভাবেই সবার কাছে রিজিক পৌঁছাই দিন।
হে আল্লাহ একটু একটু করে হলে ও মানুষের পাশে দাড়াতে পারি।
বৃদ্ধ চাচা রাস্তার পাশে পেয়ারা বিক্রয় করছে।চাচার সাথে একটু আলাপ এবং একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।