It's Shuvo

It's Shuvo আমার পেজটি ফলো করে পাশে থাকবেন�

09/11/2024

ঠোঁট ফাটলে vaseline, স্কিন ফাটলে lotion, আমার তো কপালটাই ফাটা কি লাগাবো ভাই!😫

08/11/2024

পুরা বা'চ্চাকাল আমি জেরিকে সাপোর্ট করে, এখন আমি বিড়াল পালি!😬

08/11/2024

সাবান যে কোনো রঙেরই কিনুন না কেন, ফেনা সাদাই হবে,
কাজ নেই বসে ছিলাম তাই জানিয়ে দিলাম। 🙂
ধন্যবাদ

07/11/2024

কৃষি প্রধান দেশে ক্রিকেট আনছিলো কোন চাচায় 😒
😬

04/11/2024

লাইফ নিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিট সিরিয়াস হয়ে থাকতে পারি"!
তারপর আবার মোবাইল টিপায় মনোযোগ দিই, 😐🤦‍♂️

04/11/2024

মধ্যবিত্তদের স্বপ্নের চেয়ে দ্বায়িত্ব বেশি থাকে। 🖤

06/09/2024

ফেসবুকের ভিডিও অপশনে গিয়ে যারা মুভির ক্লিপ দেখে,তারা সাধারণত যা করেঃ
- প্রথমে মন দিয়ে মুভির ক্লিপ টা দেখে!
- দেখা শেষ হলে কমেন্টবক্সে যায়,কেউ মুভির নাম জানতে চেয়েছে কিনা সেই কমেন্ট খোঁজে!
- কমেন্ট পাইলে সেই কমেন্ট এর রিপ্লাই থেকে মুভির নাম জেনে নেয়
- তারপর ইউটিউব এ গিয়ে সেই নামে সার্চ দিয়ে মুভি টা বের করে দেখে! :3

@উমেদ

15/07/2024

WIN🇦🇷🤘

05/07/2024

যারা আর্জেন্টিনার হার দেখার জন্য এতক্ষণ বসে ছিলা তাদেরকে শুভ সকাল।🙂

25/05/2024

কৃষক বাঁচলে দেশ বাঁচবেঃ
এক বিঘা(৩৩ শতাংশ) জমি চাষের মোট খরচ:
জমি পরিষ্কার ৫০০/=
হাল চাষ এবং মই: ২০০০/=
পানি: ৪০০০/=
চাড়া লাগানো: ১৫০০/=
ঘাসের ঔষুধ: ২৫০/=
বাছানো খরচ: ১০০০/=
জমিতে ওষুধ ছিটানো =৫০০/=
ছত্রাক+মাজড়ার ঔষধ দুই বার: ৫০০/=
কারেন পোকারঔষধ দুই বার : ৮০০/=
সার: ৩৩২০/=
ধান কাটা মানুষ দ্বারা: ৪৫০০/=
ধান মারা মেশিন দ্বারা=৫০০/=
সর্বমোট: ১৯৩৭০/= টাকা
এটা মিনিমাম খরচ। এলাকা ভেদে আরো ২০০০-৩০০০ বাড়তে পারে।

এক বিঘা জমিতে ধান শুকিয়ে সর্বোচ্চ ২০থেকে ২২ মন ধান হয়, অথচ স্থানীয় ব্যাপারীরা মন প্রতি ১২০০/= টাকার বেশি দাম দিচ্ছেনা। একজন কৃষক চার মাস পরিশ্রম করে এক বিঘা জমি চাষ করে কি পেল?? নিজের ঘাম ঝড়ানো পরিশ্রম এর কি মূল্য..?? অথচ এত পরিশ্রম করে কৃষক কি পায়? আমরা ক্ষমতার চেয়ারে বসার জন্য হাজার হাজার কোটি টাকা উড়াতে দ্বিধাবোধ করিনা অথচ দেশের কৃষকদের জমি চাষের স্যার, ঔষুধ এর দাম কমাতে চাই না।

আবার তাদের উৎপাদিত ফসলের দাম সিন্ডিকেট করে কমানোর চেষ্টা করি।
Copy post

24/05/2024

- কত টা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে। কিন্তু আপনি সত্যি টা জানেন!💔

13/05/2024

দে খাতা, দে, এখুনি দিবি, এক সেকেন্ড ও সময় দিবো না?

ওই মেয়েটা কি পাশ করছে? :)

13/05/2024

ভাতিজা : চাচা, এইবার বাড়িতে লাউ গাছ লাগাইছিলাম।
চাচা : ভালো করছোস। বইসা না থাইকা কিছু করা ভালো।
ভাতিজা : তো গাছে একটা বড় লাউ ধরেছিল।
চাচা : বড় লাউ ধরবো না তো ছোট লাউ ধরবো? তুই আমার ভাতিজা না।
ভাতিজা : লাউডারে বিক্রির জন্য বাজারে নিয়া গেলাম।
চাচা : ভালো করছোস, অত বড় লাউ খাওয়া সম্ভব না।
ভাতিজা : বাজারে এক পুলিশ লাউ এর দাম জিজ্ঞেস করলো।
চাচা : পুলিশ হইলেও তো তার বাজার-সদাই করা লাগে, দাম জিজ্ঞেস করবো নাতো কি করবো।
ভাতিজা : আমি ৫০০ টাকা চাইলাম।
চাচা : বড় লাউ, ৫০০ টাকা চাইবি নাতো কি ৫০ টাকা চাইবি?
ভাতিজা : পুলিশ বললো ১০ টাকায় দিবেন।
চাচা : ঠিকইতো বলেছে একটা লাউ কি পুলিশে ৫০০ টাকায় নিবো?
ভাতিজা : আমি বললাম, বাপের জনমে লাউ খাইছেন?
চাচা : ভালো করছোস, তুই আমার ভাতিজা না। তুই কি পুলিশরে ভয় পাইয়া কথা বলবি? ৫০০ টাকার লাউরে সে ১০ টাকা কয়।
ভাতিজা : এরপরে পুলিশে আমার কান ধইরা মইলা দিছে।
চাচা : ভালো করছে, তুই পুলিশের সাথে বেয়াদবি করবি আর সে কি তোরে আদর করব?
ভাতিজা : পরে পুলিশ আমারে থানায় নিয়া গেল।
চাচা : পুলিশতো থানায়ই নিব, সে কি তরে তার শ্বশুর বাড়ী নিব?
ভাতিজা : তারপর বড় দারোগা এসে আমাকে ছেড়ে দিলো।
চাচা : বড় দারোগা তোরে ছাড়বো সেটাই স্বাভাবিক, দেখতে হইবোনা তুই কার ভাতিজা।

কি কিউট চাচারে ভাই!!

😹😹😹😹😹 😹😹😹

12/05/2024

ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে নেই তাই না।। হইতো ২/১ জন থাকতে পারে যারা ফুল পছন্দ করে না তাদের মনে ভালোবাসা জিনিস টাই নেই 😊😊

12/05/2024

কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, তবুও ফ্রেন্ডলিস্টে থাকা মানুষগুলো আস্ত একেকটা মায়া! 🖤

~ Sohanur Rahman❤️

06/03/2024
06/03/2024

হুদাই Forgot password দিয়ে ৪-৫ বার password change করলাম! 🐸

Address

Kushtia

Telephone

+8801999259495

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Shuvo:

Videos

Share


Other Digital creator in Kushtia

Show All