Sumaiya Tabassum

Sumaiya Tabassum It's Only For Entertainment

প্রাচীন মিশরীয়রা যখন মমিকরণের পদ্ধতি আবিষ্কার করেছিল এবং এর উপকরণ এবং পদ্ধতিগুলি আবিষ্কার করেছিল। প্রাচীন মিশরীয়রা মৃত...
07/11/2023

প্রাচীন মিশরীয়রা যখন মমিকরণের পদ্ধতি আবিষ্কার করেছিল এবং এর উপকরণ এবং পদ্ধতিগুলি আবিষ্কার করেছিল। প্রাচীন মিশরীয়রা মৃতদেহটিকে সূর্যালোকে আচ্ছাদিত গরম বালিতে রেখে মমিকরণ আবিষ্কার করেছিল, কারণ দেখা গেছে যে মৃতদেহ দ্রুত পচে না। হেরোডোটাস কিছু পদ্ধতি উল্লেখ করেছেন এবং এখান থেকে তারা এর পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয়েছিল।

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -'বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important. এরা বিকেলে মাঠ ছেড়ে পড়...
24/10/2023

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
'বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important.

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল। আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!!👏

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার। সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো। জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে। কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল। কোথাও মা-দ-ক এবং কি-শো-র গ্যাং তৈরী হলো।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন!'🙂
দায় কার...?

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊনকোরআনের পাখিটি ( আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব) ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন।...
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন

কোরআনের পাখিটি ( আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব) ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন।
মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।

খুব ইচ্ছে ছিল আরেকটি বার তার মুখে কোরআনের তাফসীর শুনবো

আম কিনতে গেলে প্রথমেই খেয়াল করুন আমের গায়ে কষ লেগে আছে কিনা!গরমের এই সময়ে বাজারে আম উঠতে শুরু করে। বাজারে বিভিন্ন রকম আম...
23/05/2023

আম কিনতে গেলে প্রথমেই খেয়াল করুন আমের গায়ে কষ লেগে আছে কিনা!

গরমের এই সময়ে বাজারে আম উঠতে শুরু করে। বাজারে বিভিন্ন রকম আম পাওয়া যায়। নানা জাতের আমের ভিড়ে ভালো আম নির্বাচন করা অনেক কষ্টসাধ্য হয়। আমরা যারা ক্রেতা আছি তারা বেশির ভাগ ক্ষেত্রেই কোন আমটা ভালো আর কোনটা খারাপ সেটা বুঝতে পারিনা। আর সেই সুযোগ নিয়ে বিক্রেতারা আমাদের প্রতারিত করেন। তাই আজ আপনাদের ফলের রাজা আমকে ভালোভাবে চেনার উপায় জানাবো--

আম ভালো কিনা,সতেজ কিনা সেটা বোঝার প্রথম উপায় হচ্ছে ঘ্রান। আম সতেজ আছে কিনা তা বুঝার জন্য ঘ্রাণশক্তির উপর ভরসা রাখতে হবে। একেক আমের একেক রকম ঘ্রান। সেই ঘ্রান চেখে আম চিনতে হবে। আমের বোটার নিকট থেকে মিষ্টি গন্ধ বের হলে তখনই সেই আম কিনুন। তবে টক গন্ধ বা অন্য কোনো করা গন্ধ বের হলে তা কিনবেন না।

আমের গায়ে আঙুল দিয়ে টিপে দেখুন। যদি আঙুলের টিপে আমে গর্ত হয় তবে সেই আম কিনবেন না। ভালো আম আলতো করে চাপ দিলে নরম অনুভব হবে কিন্তু আঙুলের চাপে গর্ত হয়ে যাবেনা। তবে বাসায় রেখে খেতে চাইলে একটু শক্ত আম কিনতে পারেন।

আম কেনার ক্ষেত্রে নিটোল ও দাগহীন আম কিনবেন। খোসা কুঁচকে গিয়ে থাকলে সেই আম কিনবেন না। সব সময় রং বিশেষকে গুরুত্ব দিবেন না। লাল, সোনালি হলুদ, সবুজ, কমলা যেকোনো রঙের আম দেখতে সুন্দর হলে কিনতে পারেন।

অনেক সময় গাছ থেকে আম ছিঁড়তে গেলে আমের গায় কষ লেগে যায়, এই আম অনেক ভালো হয়। কেননা, এ ধরনের আম গাছ পাকা হয়ে থাকে।

বাজারের অসাধু ব্যবসায়ীদের প্রতারনার হাত থেকে বাঁচতে এই বিষয় গুলো জানা খুবই জরুরি।

ডাঃ মোঃ ফেরদৌস রায়হান
সহকারী অধ্যাপক,( অর্থোপেডিক সার্জারী)।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
22/05/2023

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
~সংগৃহীত~

21/05/2023
বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেনঃপ্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো, সে তুমি নও। সে আমি। প্রথ...
19/05/2023

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেনঃ

প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো, সে তুমি নও। সে আমি।

প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো, সে তুমি নও। সে আমি।

প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিলো, সে তুমি নও। সে আমি।

যাইহোক, যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে আমি নই। সেটা তুমি।

কিন্ত কোনো কারনে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না।
আমাকে জানিয়ে দিও, আবার নিয়ে আসবো ওকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত থাকবে।

ভালবাসা ও শ্রদ্ধা রইলো পৃথিবীর সকল বাবার জন্য এবং সুখে থাকুক পৃথিবীর সকল রাজকন্যা।

05/04/2023

02/04/2023
13/09/2022

Everyone

21/01/2022
  - Upgrade
14/01/2022

- Upgrade

10/01/2022

শুভ জন্মদিন
"মা"

Health Is Well...!
08/10/2021

Health Is Well...!

Smile Please 😊
28/09/2021

Smile Please 😊

Hello
10/09/2021

Hello

Eid Day 02
22/07/2021

Eid Day 02

Eid Day 01
22/07/2021

Eid Day 01

10/06/2021

মা

09/06/2021

Eid Mubarak

মৃৎশিল্প
03/06/2021

মৃৎশিল্প

30/05/2021

Starting New Journey.

Address

Kushtia
7031

Telephone

+8801723108819

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Tabassum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumaiya Tabassum:

Videos

Share



You may also like