Moyinッ

Moyinッ ছোট্ট বিনোদনের এক ছোট্ট প্রয়াস Hey There I am Moyinッ
Thanks to Visit My Page. I am a Post Creator. Memes, Sad post, Life event, Funny and other Post is Available.

15/12/2024
😁
10/12/2024

😁

সরি বেলা😜
09/12/2024

সরি বেলা😜

😄
04/12/2024

😄

পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা। কখনো রসে ডুব দেয় (রস চিতই)দুধে চুব খায়(দুধ চিতই)গুড়ে মাখামাখি করে। আবার ...
22/11/2024

পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা।
কখনো রসে ডুব দেয় (রস চিতই)
দুধে চুব খায়(দুধ চিতই)
গুড়ে মাখামাখি করে।
আবার সমান তালে শুঁটকি, ধনিয়াপাতা,সরিষা ও মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না।
সুযোগ পেলে হাঁস মুরগী গরু ভুনার সাথেও চলে তার ইটিস পিটিস।

চরিত্রের দিক থেকে এক রোখা অবস্থানে আছে তেলের পিঠা। ফুটন্ত তেলে ঝাপ দেয়া ছাড়া তার জীবনে আর কোনো লক্ষ নেই 🥴

12/11/2024

মদিনা ওয়ালা ওয়ালা গো।Modina wala wala go ব্যতিক্রম শিল্পী গোষ্ঠী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

"অমুক মাছ কেটে দিনে দশ হাজার কামাচ্ছে""লাউয়ের বাগান করে কোটিপতি""চাকরি ছেড়ে গোবর আর কেচো নাড়াচাড়া"এসব গল্প এখন অনেকেই শো...
10/11/2024

"অমুক মাছ কেটে দিনে দশ হাজার কামাচ্ছে"
"লাউয়ের বাগান করে কোটিপতি"
"চাকরি ছেড়ে গোবর আর কেচো নাড়াচাড়া"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমাদের বয়সী একজন, ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেলো। এখন হাউমাউ করে মরছে।

১। আপনি যা-ই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশী। রিকশাওয়ালা ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে ১৫ হাজার বেতন - সবাই আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা, ধরুন ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায়, বা ইভেন বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিকালি পসিবল? সাথে বৃষ্টি, রোদ, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।
বা যে মাছ কাটছে তাকে ডাবল মাছ কাটতে হবে।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

২। আপনি যে কাজটা করতে চান সেটা তো ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে মাছ কাটবেন, চাকরীর ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ত্রিশ বছর আপনি বটি ঘাড়ে করে মাছবাজারে গিয়ে নোংরা জলের মধ্যে বসে মাছ নাড়াচাড়া করতে রাজি আছেন কিনা।

৩। লাইফস্টাইলের ব্যপার রয়েছে। আপনার যখন তেমন ইনকাম ছিলো না আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ী কিনবেন। কিন্তু এসব কাজে তার কাজ কী? গাড়ী চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

৪। চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুণ, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বিটুবি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় ঝুড়ি নিয়ে দাড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের বাদামওয়ালা, গান গাওয়া ভিক্ষুক। ওই বাদামওয়ালার এই মুহুর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে সব বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মত তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশ-মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth

৫। আর এইসব পেশায় যে খুব বেশী ইনকাম হয় তাও কিন্তু না। শিরোনামে লেখা 'চাকরি ছেড়ে লাউ চাষে লাখপতি'। ভিতরে লিখেছে এক বছরে তার আয় তিন লাখ টাকা। মানে ওই লোক মাসে ২৫,০০০ টাকা কামায়, সেটা আবার নিউজ!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতিবছর নিউজ মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এরকম নিউজ করে। গত পাঁচ বছরে তো নিউজ কম দেখেন নি, আইফোন হাতে বাদামওয়ালা, ডিএসএলআর হাতে খিচুড়ি বিক্রেতা। প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনো কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোন কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।
আপনার কাছে খুব ভালো একটা প্লান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, বাদাম বেঁচে ওই পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

তাই নিজেকে চিনুন মনবল শক্ত করুন নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান সফলতা আসবেই হয়তো কাল কিনবা দুইদিন পর এটাই পার্থক্য। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে পেশা নির্বাচন করুন।
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।

উনিশ বিশ
09/11/2024

উনিশ বিশ

04/11/2024

অফিসে নতুন ম্যানেজার এসেছেন। তিনি আবার খুবই রাগী প্রকৃতির মানুষ!

ম্যানেজার প্রথম দিন অফিসে ঢুকেই দেখলেন সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু একটা হাঁদা টাইপের আনস্মার্ট ছেলে শুধু এদিক ওদিক তাকিয়ে ঘুরছে!

ব্যাস! ম্যানেজার গেলেন প্রচণ্ড রেগে! তিনি চিৎকার করে ছেলেটাকে ডেকে বললেন- কত টাকা বেতন পাও তুমি? 😠

-- জ্বি, ১০ হাজার টাকার মতো পাই স্যার।

ম্যানেজার সাহেব পকেট থেকে মানিব্যাগ বের করলেন। সেখান থেকেই ১০ হাজার টাকা বের করে ছেলেটাকে দিয়ে বললেন-
আর কোনদিন তোমার মত ফাঁকিবাজকে আমার অফিসে দেখতে চাই না!! এখনই বিদায় হও!! কাজের সময় কাজ না করে শুধু ফাঁকি দেয়া আমাকে বোকা ভেবেছো নাকি?

ছেলেটা কিছু না বলে টাকাটা নিয়ে চুপচাপ মাথা নিচু করে চলে গেলো!

ম্যানেজার এরপর ক্যাশিয়ারকে ডেকে বললেন- ছেলেটা কোন ডিপার্টমেন্টে? এখনই ওর নাম কেটে দিন!

ক্যাশিয়ার মাথা নিচু করে জানালো-
ছেলেটা পিৎজা ডেলিভারি দিতে এসেছিল স্যার!! 🙁
🤣

30/10/2024

একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর বড় নেয়ামত
আল্লাহ সবাইকে সুস্থ রাখুক

Bah❤️
26/10/2024

Bah❤️

Thor
Marvel Characters

26/10/2024

পেজে আছে ২২০০ জন পোস্ট করলে দেখে ১৫০ জন রিয়েক্ট দেয় ৬ জন কমেন্ট করে ২ জন শেয়ার করে ১ জন বাকিরা অন্যের বাড়িতে কাম করে, রিকশা চালাই বউয়ের ভয়ে দৌড়া বেড়ায়😉

তাই রিয়েক্ট দিতে সময় পায়না🫥

25/10/2024

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।

25/10/2024

চাহিদা যত কম জীবন তত সুন্দর💔

22/10/2024

৪ টা ছাত্রীকে প্রাইভেট পড়াইতাম,৪ টাই ফেইল করছে.!🥴
২ মাসের বেতন বাকি ছিল ঐটা কিভাবে আনতে যাব পরামর্শ চাই……??🙂

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Moyinッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moyinッ:

Videos

Share

Category