আমাদের কুষ্টিয়া

আমাদের কুষ্টিয়া কুষ্টিয়ার সব খবর সবার আগে পেতে আমাদের কুষ্টিয়ার সংগেই থাকুন
(1)

 #বৃষ্টিআজ, বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ বাড়বে ঝোড়ো হাওয়ার পরিমাণও।দেশের বিভিন্ন ...
20/03/2024

#বৃষ্টি
আজ, বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ বাড়বে ঝোড়ো হাওয়ার পরিমাণও।
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বৃষ্টির কারণ পশ্চিমা লঘুচাপ। এই বৃষ্টি, মেঘলা আকাশ আগামীকাল বৃহস্পতিবারই কমে যেতে পারে এবং চলমান বৃষ্টির কারণে তাপমাত্রা খানিকটা হলেও কমবে।


কুষ্টিয়ার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন।

15/03/2024

পবিত্র রমজান মাসে কোন দেশের ব্যবসায়িকেরা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ করে দেয়??

সব সময় সিন্ডিকেট ব্যবসা চলে কোন দেশে?

ভেড়ামারায় বিস্তির্ণ এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকান্ডকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় প্রায় দশ কিলোমিটার এলাকাজ...
10/03/2024

ভেড়ামারায় বিস্তির্ণ এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকান্ড

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যেদিকে চোখ যায় শুধু আগুনের লেলিহান শিখা । পুড়ে ছাই হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল ও বসত ভিটা।

রবিবার (১০ মার্চ) ভেড়ামারা ফায়ার সার্ভিসের চারটি টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি।

আগুনের তীব্রতা এতোই বেশি যে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সবকিছু। একের পর এক পানের বরজ, ফসলি জমি ও বসত ভিটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে।

এদিকে নিজেদের বসত ভিটা ও জমির ফসল ‍পুড়তে দেখে কৃষকদের বুক ফাটা আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে আটটি টিম ঘটনাস্থলে কাজ করছে। পার্শ্ববর্তী মিরপুর এবং ঈশ্বরদী থেকেও ফায়ার সার্ভিস এর কয়েকটি টিম ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে বলেও জানান তিনি।

12/02/2024

কুষ্টিয়া লাহিনি পাড়ার আম বাগানে ঝু*ল*ন্ত লা*শ

03/02/2024

কুষ্টিয়া হরিপুর পদ্মারচর থেকে মিলনের ৭ টুকরো শরীরের অংশ উদ্ধারের পর ব্রিফ করছেন কুষ্টিয়া জেলা পুলিশ।।

আমরা একটি হারানো ছেলের সন্ধান চেয়ে পোষ্ট করেছিলাম কিছুক্ষণ আগে ছেলেটিকে পাওয়া গেছে সবাইকে ধন্যবাদ।
25/01/2024

আমরা একটি হারানো ছেলের সন্ধান চেয়ে পোষ্ট করেছিলাম কিছুক্ষণ আগে ছেলেটিকে পাওয়া গেছে সবাইকে ধন্যবাদ।

25/01/2024
কুষ্টিয়ায় ব্রিজের টোলের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই কুষ্টিয়ায় কুমারখালী থানাধী...
24/01/2024

কুষ্টিয়ায় ব্রিজের টোলের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

কুষ্টিয়ায় কুমারখালী থানাধীন সৈয়দ মাছ উদ রুমী সেতুর টোল প্লাজা থেকে ব্যবসায়ীক টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে দিনে দুপুরে মোঃ স্মরন আলী (৩৫) নামের এক যুবককে রাস্তা রোধ করে ছুরিকাঘাত করে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর খাঁ পাড়া এলাকার স মিলের পাশে এই ঘটনা ঘটে।আহত স্বরন আলী কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার ৭২ শহীদ ইয়াকুব সড়কের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। সে সৈয়দ মাছ উদ রুমী টোল প্লাজায় আদায়ের কাজে নিয়োজিত আছে। বর্তমানে স্মরন আলী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

এবিষয়ে সৈয়দ মাছ উদ রুমী সেতুর টোল প্লাজার ম্যানেজার মোঃ শামীম শেখ (৩৭) বাদী হয়ে হরিশংকরপুর এলাকার মকসেদ আলী সাই সড়কের বাসিন্দা সমসের খাঁর তিন ছেলে সবুজ খাঁ (৩৮), সিহাব খাঁ (৩৫),ও সাগর খাঁ (২৮), একই এলাকার নুরুল ইসলাম গুলির ছেলে রাব্বি (২৮) সহ
অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

সৈয়দ মাছ উদ রুমী সেতুর টোল প্লাজার ম্যানেজার মোঃ শামীম শেখ জানান, সেতুর টোলের আদায়কৃত নগদ এক লক্ষ দশ হাজার টাকা সাইড ব্যাগে করে নিয়ে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরের দিকে আসার পথিমধ্যে হরিশংকরপুর খাঁ পাড়া এলাকার
স-মিল এর পাশে পৌছালে সবুজ খাঁ,সিহাব খাঁ, সাগর খাঁ,রাব্বি সহ অজ্ঞাত আরও কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে জনতাবদ্ধে হাতে ধারালো চাপাতি, হকিস্টিক, লোহার রড ইত্যাদি সহকারে স্বরনের টাকার ব্যগ বহনকৃত মোটরসাইকেলের গতিরোধ করে। তখন স্মরন আসামীদের চিনতে পেরে রাস্তা থেকে সরে দাঁড়াতে বললে ধারালো চাপাতি দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা ব্যাগে রক্ষিত টাকা দিতে বলে। এমন সময় স্মরন তার কাছে টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাদের হাতের হকিস্টিক, লোহার রড ইত্যাদি দিয়ে স্বরনের ডান পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। তারপর তারা সাইড ব্যাগে রক্ষিত নগদ এক লক্ষ ১০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী আহত স্বরন আলী জানান, আমাদের মাছউদ রুমী সেতুর টোল প্লাজা থেকে এক লাখ দশ হাজার টাকা নিয়ে আসছিলাম। আমাদের ওখানে কালকশন হয় টোলের। আমি টাকা নিয়ে আসার সময় মন্ডল তেল পাম্পের পাশ দিয়ে আসার সময় রাস্তায় ৮ থেকে ১০ জন দাঁড়িয়ে ছিলো। তার মধ্যে তিনজনকে আমি চিনছি। তারা আমার মোটরসাইকেল থামিয়ে আমার পায়ে কোপ মেয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মোঃ সোহেল রানার সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা ওই ঘটনা না এটা অন্য ঘটনা ওইসব কিছুই না।

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলনা,যশোর, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে (‌ডি...
23/01/2024

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলনা,যশোর, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে
(‌ডি‌ডি স‌্যার, খুলনা বিভাগ,প্রাথমিক শিক্ষা)

যৌক্তিক দাবি, সহমত পোষণ করছি।✊কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কালী গাং দখলমুক্ত করার সামাজিক আন্দোলনের সাথে।✊জাতীয় নদী রক্ষা কমিশ...
22/01/2024

যৌক্তিক দাবি, সহমত পোষণ করছি।✊
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কালী গাং দখলমুক্ত করার সামাজিক আন্দোলনের সাথে।✊

জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০২০ এর
সংশোধিত আইনে বলা হয়েছে,

"অন্য আইনে যা কিছুই বলা হোক না কেন, নদীর দখল, অবকাঠামো নির্মাণ, মৎস্য চাষ, নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।"

খসড়া আইনে নদীর দখল ও দূষণের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

পুরাতন আইনেও ভালো কিছু ছিলনা :

"রেকর্ডীয় সম্পত্তি নদীতে ভেঙে গেলে সেই সম্পত্তি আর ব্যক্তিমালিকানাধীন থাকে না। সেটি নদী ভাঙা আইনে সিকস্তি হয়ে যায়। সিকস্তি জমির সংশোধন না করে জমির ওপর কেউ যদি স্থাপনা তৈরি করে, তবে তা অবৈধ।"

জমির শ্রেনী বুঝতে হবে, নদীর জমি জলাধার বা কৃষি জমি। কৃষি জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে, জমির শ্রেনী পরিবর্তন করতে হবে আইনগত।কোন ভূমি কর্মকর্তা যদি অবৈধভাবে জমির শ্রেনী পরিবর্তন করে দেই, সেটিও অবৈধ।

নদীর জমি নামমাত্র মূল্যে কিনে ধান চাষ করেন, সমস্যা নাই। কালিগাং নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করেন। ❤️🙏❤️

17/01/2024

কুষ্টিয়া -৩ আসনের সন্মানিত নাগরিক, আপনার আমার ভোটের অধিকার কে এভাবে পুড়িয়েছে ক্ষমতালিপ্সু হায়েনার দল। জনতার আদালতে বিচার হবে, এইসব ঘৃনিত ভোট চোরদের। ইনশাআল্লাহ ✊

ক্যামেরা না থাকলে মানবতার দণ্ড দাঁড়ায় না৷ 🙂
16/01/2024

ক্যামেরা না থাকলে মানবতার দণ্ড দাঁড়ায় না৷ 🙂

বড় বড় মিলারদের মজুদ করন কারসাজিতে বাড়ে ধান ও চালের দাম। আমরা হুদায় সমাধান খুঁজি খুচরা বাজারে। এদিকে মনিটরিং কর্মকর্তারা ...
15/01/2024

বড় বড় মিলারদের মজুদ করন কারসাজিতে বাড়ে ধান ও চালের দাম। আমরা হুদায় সমাধান খুঁজি খুচরা বাজারে। এদিকে মনিটরিং কর্মকর্তারা বাঁশি বাজায় চেয়ারে বসে। গরীবের ঘামের টাকায় চাল কিনতে আঘাত লাগে বুকে।

13/01/2024
10/01/2024

কুষ্টিয়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু পক্ষে আওয়ামীলীগ নেতাকর্মীর মানববন্ধন। ভোট ডাকাতি ও আওয়ামীলীগকে দুইভাগে বিভক্তের অভিযোগ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। পুনরায় নির্বাচনের দাবী। স্মারকলিপি প্রদান…

09/01/2024

কুষ্টিয়া সদর আসন -৩ নিরপেক্ষ নির্বাচন,
এখন আর ঠাকুর ঘরে কেউ কাউকে কলা খেতে দেখা না।

কুষ্টিয়া সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থক  রজব আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে কুষ্ট...
09/01/2024

কুষ্টিয়া সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থক রজব আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে কুষ্টিয়া পৌরসভার এজাজ কাউন্সিলরের ক্যাডারা।

09/01/2024
। আজবনগর।আজবনগরে ভোট হবে নাকি, দিকে দিকে যায় রটে,গালে হাত দিয়ে জনগণ ভাবে, রাতে কি সূর্য ওঠে?আজবরাজাটি মহা তেজিয়ান, প্রজা...
09/01/2024

। আজবনগর।

আজবনগরে ভোট হবে নাকি, দিকে দিকে যায় রটে,
গালে হাত দিয়ে জনগণ ভাবে, রাতে কি সূর্য ওঠে?
আজবরাজাটি মহা তেজিয়ান, প্রজা সব ক্রীতদাস,
বিরোধিতা যদি করে কোনো বোকা ,সমূহ সর্বনাশ।

ভোট কথাটাতে রাজার মেজাজ কেমন খিঁচড়ে যায়
কে জানে কখন কোন শ্যাওলায় ক্ষমতা হুমড়ি খায়!
মুশকিল হলো বহুকাল ধরে আইনের মারপ্যাঁচে
নিয়মমাফিক ভোট হতে হবে সেই কথা লেখা আছে।

কিছুদিন ধরে রাজামশাইয়ের শান্তিও কেটে ফালা
কিছু চুনোপুঁটি বিরোধী চেঁচিয়ে কান করে ঝালাপালা।
এমন সময়ে অমোঘ নিয়মে কাছাকাছি আসে ভোট,
বিরুদ্ধ গোদে একেই তো জ্বালা, তার ওপরে বিস্ফোট।

আজবনগরে মন্ত্রী সান্ত্রী কোতোয়াল সেনাপতি,
জোটে শলা করে , কি করে ঠেকাবে জনতার দুর্মতি।
জনগণ বড় পিছল বস্তু ,পাঁকাল মাছের মতো,
( যদিও রাজ্যে রিগিংযন্ত্র দুনিয়াতে বিখ্যাত)।

অবশেষে এক উপায় মিললো, মন্ত্রীর পরামর্শে,
( লাঠিটি না ভেঙে সর্পনিধন বলে যা ভারতবর্ষে)
ভোটদেওয়া দিনে জনতা যখন লাইনে দাঁড়ালো এসে
সকলের হাতে বন্ধ লেফাফা রাজা দেন ভালোবেসে।

কি আছে এ খামে? আকুল প্রশ্ন ভেসে আসে বারবার
কোথাকার বোকা! খামের মধ্যে রয়েছে ব্যালট পেপার।
জনতার শুধু কাজ একটাই ,লাইন লাগিয়ে বুথে,
খামটিকে নিয়ে ভোটের বাক্সে শুধু হবে ফেলে দিতে।

একজন তবু দেখে নিতে চায় ভোট দেয় কার নামে
কার নাম লিখে দিয়েছে শাসক বন্ধমুখের খামে।
খুলতে যেতেই রাজার পেয়াদা ধমক লাগায় কষে,
‘ব্যাটা বেয়াদপ! গোপন ব্যালট, খুলছিস কি সাহসে?’

আজবনগরে মহারাজ সখে গণতন্ত্রকে পোষে...

আর্যতীর্থ

08/01/2024
আমাদের দেশটা তেলের পুরি,,,,,,,,,,,সবাই গানটা শুনবেন প্লিজ,,,,,,,,,আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ,,,,,,...
01/08/2022

আমাদের দেশটা তেলের পুরি,,,,,,,,,,,
সবাই গানটা শুনবেন প্লিজ,,,,,,,,,
আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ,,,,,,,,,,,,

🔮 কুষ্টিয়া নামটি কীভাবে হলো জানতে চান❓🔮কুষ্টিয়া বহুপূর্ব থেকেই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে এর অবিসংবাদিত পরিচি...
23/07/2022

🔮 কুষ্টিয়া নামটি কীভাবে হলো জানতে চান❓

🔮কুষ্টিয়া বহুপূর্ব থেকেই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে এর অবিসংবাদিত পরিচিতি রয়েছে। তবে ‘কুষ্টিয়া’ নামটি কীভাবে এলো, তা নিয়ে ইতিহাসকারদের মধ্যে মতভেদ রয়েছে। সবচেয়ে সমর্থিত মতটি হেমিলটনস-এর গেজেটিয়ার সূত্রে পাওয়া। সেটি হলো, কুষ্টিয়াতে এক সময় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো। পাটকে স্থানীয় ভাষায় ‘কোষ্টা’ বা ‘কুষ্টি’ বলতো, যার থেকে কুষ্টিয়া নামটি এসেছে। কারো মতে ফারসি শব্দ ‘কুশতহ’ থেকে কুষ্টিয়ার নামকরণ হয়েছে যার অর্থ ছাই দ্বীপ। আবার সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি বলেও একটি মত রয়েছে।

🔮কুষ্টিয়া জেলার উপজেলা সমুহঃ কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা।

🔮কুমারখালী উপজেলাঃ
কথিত আছে, নবাব মুর্শিদকুলি খাঁ রাজস্ব সংগ্রহের জন্য কমরকুলি খাঁ-কে এই অঞ্চলের কালেক্টর নিযুক্ত করেন। তাঁর নামানুসারেই এই অঞ্চলের নাম হয় ‘কমরখালী’, যার অপভ্রষ্ট-রূপ বর্তমান ‘কুমারখালী’। কুমার নদীর খাল থেকে ‘কুমারখালী’ নামের উৎপত্তি এই ধারণাও কেউ কেউ পোষণ করেন।

🔮খোকসা উপজেলাঃ
উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত পত্রিকা থেকে জানা যায়, গড়াই বিধৌত এই সমভূমিতে খোকসা নামক একপ্রকার গাছ জন্মাতো। এই গাছের বৈশিষ্ট্য ছিল অনরবত খোসা ছড়ানো। খোকসা গাছের নামানুসারে খোকসা নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, আঠার শতকের প্রথমার্ধে এই এলাকায় অনেক কলু (তেল উৎপাদনকারী) বাস করতো। স্থানীয় ভাষায় কলুদের ‘শাহ’ নামে অভিহিত করা হয়। কলু সম্প্রদায়ের এক প্রভাবশালী লোকের নাম ছিল খোকা শাহ। তার নামানুসারে এই এলাকার নাম হয় খোকাশাহ। এই খোকাশাহ নাম লোকমুখে সংক্ষিপ্ত হয়ে খোকসা রুপলাভ করেছে। উল্লেখ্য খোকসা উপজেলায় এখনও অনেক কলুর বসতি রয়েছে।

🔮মিরপুর উপজেলাঃ
এই নামকরণের ক্ষেত্রে জানা যায়, এক সময় বর্তমান এলাকায় এক প্রসিদ্ধ মীর পরিবার বাস করতো। এই পরিবারের পদবি থেকে এই এলাকার নামকরণ করা হয়েছে মিরপুর বলে মনে হয়।

🔮খোকসা উপজেলাঃ
খোকসা নামের উৎপত্তি কোথা থেকে তার সঠিক কোন ইতিহাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যতদুর শোনা যায় খোকা শাহ নামের এক সাধকের নাম থেকে খোকসা নামের উৎপত্তি হয়েছে। আবার কারও কারও মতে খোকসা নামক গাছের থেকে খোকসা নামের উৎপত্তি। তবে এ এলাকা থেকে এ গাছ অনেক আগেই বিলুপ্ত হলেও বর্তমান রংপুর অঞ্চলের কিছু কিছু এলাকায় খোকসা নামক গাছ এখনও আছে বলে তথ্য পাওয়া গেছে।

🔮দৌলতপুর উপজেলাঃ
এই এলাকার নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে, তবে সবচেয়ে জনপ্রিয় মত হচ্ছে, স্থানীয় প্রভাবশালী ও সম্ভ্রান্ত ব্যক্তি দৌলতখানের নামানুসারে এলাকার নাম হয় দৌলতপুর। অন্যমতে, দৌলত শব্দের বাংলা অর্থ সম্পদ এ থেকেও এলাকার নাম দৌলতপুর হতে পারে।

🔮ভেড়ামারা উপজেলাঃ
ভেড়ামারা নামের পিছনে চমৎকার একটি কিংবদন্তী রয়েছে এই এলাকা একসময় জঙ্গলাকীর্ণ ছিল। একদা এক বাঘ জঙ্গল থেকে বের হয় একটি ভেড়াকে আক্রমন করে। নিকটবর্তী লোকজন এই দৃশ্য দেখে জোরে চিৎকার করতে থাকে। লোকজনের চিৎকার শুনে কিছু স্ংখ্যাক ইংরেজ বের হয়ে আসে। লোকজনকে চিৎকারের কারন জানতে চাইলে তারা জানায় একটি বাঘ একটি ভেড়া মেরে ফেলেছে। কালক্রমে এই ভেড়া ও মারা শব্দ দুটি লোকমুখে প্রচারিত হতে হতে এলাকার নাম হয়ে যায় ভেড়ামারা। আবার অন্যমতে জানা যায়, কোন এক কারণে এখানে প্রচুর সংখ্যাক ভেড়া মারা পড়ে এ থেকে এ এলাকা ভেড়ামাড়া নামে পরিচিত হয়।

আমাদের কুষ্টিয়া 💜

এই ছেলেকে ঝিনাইদহ তে পাওয়া গেছে। ছেলেটা তার চাচাতো ভাই এর সাথে ঘুরতে গিয়েছিল কিন্তু বাড়ি ফেরার সময় তার কাছে টাকা না থাকা...
20/07/2022

এই ছেলেকে ঝিনাইদহ তে পাওয়া গেছে। ছেলেটা তার চাচাতো ভাই এর সাথে ঘুরতে গিয়েছিল কিন্তু বাড়ি ফেরার সময় তার কাছে টাকা না থাকায় তার চাচাতো ভাই তাকে ফেলে চলে আসছে। ছেলেটা এতটুকুই বলেছে।

18/07/2022

** কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং: জ্বালানি উপদেষ্টা।

** লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে।

** অফিস সময় কমিয়ে আনার চিন্তাভাবনা: জ্বালানি উপদেষ্টা।

** সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

** রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট।

** সরকারি-বেসরকারি সব বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত।

** মসজিদে এসি ব্যবহার না করার সিদ্ধান্ত।

আমি ইংরেজীতে অনেক কাঁচা 😞😒অনেক কষ্টে "My Friend" রচনা মুখস্থ করেছি 😌কিন্তু পরীক্ষায় আসলো"My Father" রচনা 😞😖এটা দেখে ভাব...
17/07/2022

আমি ইংরেজীতে অনেক কাঁচা 😞😒

অনেক কষ্টে "My Friend" রচনা মুখস্থ করেছি 😌
কিন্তু পরীক্ষায় আসলো
"My Father" রচনা 😞😖
এটা দেখে ভাবলাম,রচনা তো
রচনাই। 😆😂

শুধু Friend এর জায়গায়
Father লিখলেই হলো 😊😊
এবার লিখতে শুরু করলাম:-😭😁
I am very fatherly person😊
(আমি খুব পিতা সুলভ লোক😊😒)
I have a lots of fathers😂😁
( আমার অনেক গুলা বাবা আছে☺😂)
Some of my fathers are Male and
some are Female😆😂
( কিছু বাবা আমার পুরুষ😛
আর কিছু মহিলা💃😉😭)
My true father is my
Neighbour😛😷😂
(আমার আসল পিতা আমার প্রতিবেশী😊
রচনা দেখে শিক্ষক অজ্ঞান 🐸

শতাধিক যাত্রী নিয়ে কুষ্টিয়ার গড়াই ব্রিজে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ..!!বিস্তারিত, ১১ জুৃলাই ২০২২।। কুষ্টিয়ার কুমারখালীতে ...
11/07/2022

শতাধিক যাত্রী নিয়ে কুষ্টিয়ার গড়াই ব্রিজে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ..!!

বিস্তারিত, ১১ জুৃলাই ২০২২।। কুষ্টিয়ার কুমারখালীতে রাজধানী পরিবহন ও অনিক সুপার ডিলাক্স নামের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুমারখালী গড়াই সেতুর ওপর দুর্ঘটনা ঘটে। এঘটনায় বাস দুইটির সামনের অংশ ভেঙে দুমরে মুচরে ভেঙে যায়। তবে হতাহতের কোনো খবর এখনও যায়নি।

অপরদিকে সংঘর্ষের ঘটনায় সড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। মলিন হয়ে পড়েছে ঈদের আনন্দ। বাস দুটিকে উদ্ধার ও যানযট নিরোসনে কাজ করছে হাইওয়ে ও কুমারখালী থানা পুলিশ।

পুলিশ ও উপস্থিত জনতা সুত্রে জানা গেছে, রাজধানী পরিবহন ঢাকা থেকে কুষ্টিয়া এবং অনিক সুপার ডিলাক্স কুষ্টিয়া থেকে রাজবাড়ির দিকে প্রায় শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আজ সোমবার বিকেলে পৌণে ৫ টার কুষ্টিয়া - রাজবাড়ি সড়কের কুমারখালী গড়াই সেতুর ওপর বাস দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ধুমরে মুচরে ভেঙে যায়। সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানযট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিকেলে সাড়ে ৫ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, গড়াই সেতুর পশ্চিম দিকে প্রায় লাইনীপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এবং পূর্বদিকে আলাউদ্দিন নগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়ছেন শতশত চলাচলকারীরা। মলিন হয়ে পড়েছে ঈদের আনন্দ। যানযট নিরোসন ও ভাঙা বাস উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও থানা পুলিশ।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, 'সেতুর ওপর দুইবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। যানযট নিরোসনে কাজ করছে পুলিশ।’

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী বলেন, 'হতাহতের খবর নেই। তবে যানযট সৃষ্টি হয়েছে। চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।'

আমাদের কুষ্টিয়া আপডেট ১১ জুলাই ২০২২।।শতাধিত যাত্রী নিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। আজ বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর গড়াই স...
11/07/2022

আমাদের কুষ্টিয়া আপডেট ১১ জুলাই ২০২২।।

শতাধিত যাত্রী নিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। আজ বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর গড়াই সেতুর ওপর এদুর্ঘটনা ঘটে।।
হতাহতের সংখ্যা এখনো জানা যায় নি।

Address

Kushtia
7001

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Kushtia

Show All

You may also like