কুষ্টিয়া লাহিনি পাড়ার আম বাগানে ঝু*ল*ন্ত লা*শ
কুষ্টিয়া হরিপুর পদ্মারচর থেকে মিলনের ৭ টুকরো শরীরের অংশ উদ্ধারের পর ব্রিফ করছেন কুষ্টিয়া জেলা পুলিশ।।
কুষ্টিয়া -৩ আসনের সন্মানিত নাগরিক, আপনার আমার ভোটের অধিকার কে এভাবে পুড়িয়েছে ক্ষমতালিপ্সু হায়েনার দল। জনতার আদালতে বিচার হবে, এইসব ঘৃনিত ভোট চোরদের। ইনশাআল্লাহ ✊
কুষ্টিয়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু পক্ষে আওয়ামীলীগ নেতাকর্মীর মানববন্ধন। ভোট ডাকাতি ও আওয়ামীলীগকে দুইভাগে বিভক্তের অভিযোগ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। পুনরায় নির্বাচনের দাবী। স্মারকলিপি প্রদান…
কুষ্টিয়া সদর আসন -৩ নিরপেক্ষ নির্বাচন,
এখন আর ঠাকুর ঘরে কেউ কাউকে কলা খেতে দেখা না।
কুষ্টিয়া সদর -৩ আসনে আবারও সতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর ঈগল মার্কার পোলিং এজেন্টের উপরে হামলা করেছে নৌকা প্রার্থী মাহবুবুল আলম হানিফের সন্ত্রাসীরা।
প্রশাসন কোন ভূমিকা পালন করছে না। প্রশাসনের সহোযোগিতায় পোলিং এজেন্টদের মারধর করা হচ্ছে প্রতিটি কেন্দ্রে।
#প্রধানমন্ত্রী #শেখহাসিনা #নিরপেক্ষনির্বাচন #সতন্ত্রপ্রার্থী
কুষ্টিয়া সদর -৩ আসনে আবারও সতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর কর্মী মাছপাড়া ঋাউদিয়ার মতিয়ার ডাক্টারের উপরে হামলা করেছে নৌকা প্রার্থী মাহবুবুল আলম হানিফের সন্ত্রাসীরা। প্রশাসন এখনো নিরব ভূমিকা পালন করছে।
#প্রধানমন্ত্রী #শেখহাসিনা #নিরপেক্ষনির্বাচন #সতন্ত্রপ্রার্থী
কুষ্টিয়া-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এর বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী তনু'র সংবাদ সম্মেলন। আজ বেলা ২টার সময় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন ঈগল প্রতীকের প্রার্থী পারভেজ আনোয়ার তনু।
#প্রধানমন্ত্রী #শেখহাসিনা #নিরপেক্ষনির্বাচন #সতন্ত্রপ্রার্থী
কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশা ঈগল প্রতীকের ক্যাম্প ভেঙে একই স্থানে নৌকার ক্যাম্প করার ঘটনার নগদ চিত্র।
কুষ্টিয়া প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।।
#প্রধানমন্ত্রী #শেখহাসিনা #নিরপেক্ষনির্বাচন #সতন্ত্রপ্রার্থী
আবারও হায়নার থাবা মো: পারভেজ আনোয়ার তনুর প্রচারে নিয়জিত মহিলাদের উপরে, দেখার কেউ নাই। হায়নাদের চরন ভুমিতে পরিনত কুষ্টিয়া সদর-৩ আসন।
আওয়ামী লীগের প্রার্থী তার সন্ত্রাসী বাহিনী ব্যাবহার করে সতন্ত্র প্রার্থী মো: পারভেজ আনোয়ার তনুর কর্মীদের উপর হামলা করছে যা সরাসরি নির্বাচনের আচরণ বিধি লংঘন। কিন্তু প্রশাসন যেনো আওয়ামী লীগের প্রার্থীর কাছে অসহায়। আওয়ামী লীগের প্রার্থী তার পা চাটা সাংবাদিক রাসেদুল ইসলাম বিপ্লবকে ব্যবহার করে সতন্ত্র প্রার্থী মো: পারভেজ আনোয়ার তনুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এটাও নির্বাচনের আচরণ বিধি লংঘনের সামিল। কিন্তু দুখের বিষয় কুষ্টিয়া জেলা প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কোনো একশনে যাবেনা। সব আচরণ বিধি আরোপ করা হয়েছে সতন্ত্র প্রার্থী মো: পারভেজ আনোয়ার তনুর জন্য।
#kushtiasadar #হাসিনা #নেত্রী #আমার #শেখ #হাসিনা #ভোট #আমার #অধিকার #
স্বতন্ত্র প্রার্থীদের চাপ দিলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী।
সৌজন্যে : সোজা সাপ্টা
#শেখ_হাসিনা
#স্বতন্ত্র_প্রার্থী
#দ্বাদশ_জাতীয়_সংসদ_নির্বাচন
কুষ্টিয়া সদর- ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো: পারভেজ আনোয়ার তণুর আজকের (১৯/১২/২০২৩) সমসাময়িক বিষয় নিয়ে জরুরী সংবাদ সম্মেলন।
সৌজন্যে : নিউজ বাংলা টিভি।
কুষ্টিয়া মঙ্গলবাড়ী ও জুগিয়া ২৩ কোটি টাকার শহর রক্ষা বাঁধ খেয়ে ফেলছে ঠিকাদার-পানি উন্নয়ন বোর্ড