Soto Nobab

Soto Nobab পেইজ এ লাইক দিয়ে ⋉𝕊𝕠𝕥𝕠ℕ𝕠𝕓𝕒𝕓⋊ツ পরিব

ধরো চিঠির উত্তর দিচ্ছি না, ফোন ধরছি না, তুমি শত শত মাইল দূর থেকে ছুটে এসেছো আমার খোঁজে,মুখোমুখি তুমি আমি। কিন্তু তোমাকে ...
18/12/2023

ধরো চিঠির উত্তর দিচ্ছি না, ফোন ধরছি না, তুমি শত শত মাইল দূর থেকে ছুটে এসেছো আমার খোঁজে,মুখোমুখি তুমি আমি। কিন্তু তোমাকে জানান দেওয়ার পর জানলে আমার অস্তিত্বে তুমি নামক কেউ নেই।তোমাকে কখনো দেখিনি, চিনি না জানি না, তখন তোমার কেমন লাগবে? কেমন বোধ করবে পরিচিত তোমাকে, কেমন লাগবে অপরিচিত আমাকে? তোমার স্মৃতি কবরে দাঁড়িয়ে আমি কেমন আছি প্রশ্ন করতে করতে খুব ক্লান্ত জানো? ভীষণ ক্লান্ত! ভীষণ। তুমি কোথাও যেন আটকে আছো!মাঝে মাঝে মনে হয় ভেঙে ফেলি, ভাঙতে যাই কিন্তু ভাঙা যায় না, ছিড়ে ফেলার কায়দা নেই। ভীষণ শক্ত এই মায়া। 😊💔

আমরা এমন একদল মানুষ, যারা নিজেদের সবটুকু নিজের কাছে লুকিয়ে রাখি। কাউকে কিছু বলার নেই, বুঝিয়ে দেওয়ার তাগিদ নেই। শুধু চ...
17/12/2023

আমরা এমন একদল মানুষ, যারা নিজেদের সবটুকু নিজের কাছে লুকিয়ে রাখি। কাউকে কিছু বলার নেই, বুঝিয়ে দেওয়ার তাগিদ নেই। শুধু চুপ করে থাকতে ভালো লাগে। মনে হয়, এই তো বেশ আছি। কোনোরকম চাহিদা নেই। কত সময় পার হয়েছে, নক্ষত্রের দল নিজেদের আকাশ ছেড়ে হয়তো চলে গেছে অনেক অনেক দূরে। আমরা ওদের নাম জানি, তবে ওদেরকে সবসময় আলাদা করতে পারি না। দূর অবধি দেখার ক্ষমতা আমাদের নেই। বুক চাপড়ে, চোখের উপর হাত রেখে চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করি। সবকিছু শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা শুধু নিজের মতো করে ভাবতে গিয়ে ও ছন্নছাড়া হয়ে দাঁড়িয়ে আছি। কেউ আমাদের কাছে হয়তো দুঃখ জমা রাখে, আমরা অজান্তেই তার দ্বিগুণ করে ফিরিয়ে দিই। আমাদের নিজেদের কোনো দুঃখ নেই। কিছু চাওয়া পাওয়ার হিসেব আছে, তবে সেইগুলো আর মিলিয়ে দেখতে ইচ্ছে করে না। মনে হয়, এই তো বেশ আছে। আমাদের এক একটা গল্প মরুভূমির নদীর মতো। সেই কতকাল আগে শুকিয়ে গেছে রোদের তাতে। সে রোদ তাদের দুঃখ পুড়িয়ে দিতে গিয়ে সবটাই শুষে নিলে। এখন আর সে নিজেই নেই। তাহলে আর দুঃখ কোথায় থাকে বলো দেখি! আমরা নিতান্তই হেরে যাওয়া মানুষ। যাকে যা বলতে চাই, তাকে কখনোই সেই কথা বলতে পারি না। বলতে চাই ও না। হয়তো ভাবি, এতো কিছুর মাঝে আবার আমার আঘাত গুলো থাকে কেন। সবাই বড়ো হবে, এইটাই চাই সবসময়। আমরা গভীর রাতে চোখ চেয়ে আকাশের দিকে মুখ করে বসে থাকি। কত দূরের ঠান্ডা বাতাস ভেসে আসে। বুক ফুটো করে হয়তো একেবারে ওই পাড়ে পৌঁছে যাবে। আমাদের অনুভূতি নেই, তাই নেই তাদের ভার ও। তাই বুক ফুটো হতে বেশী জোর লাগে না। মানুষের বুকের ভার বাড়ে অনুভূতির ভিড়ে। যার আদর বেশী, অনুভূতি বেশী, সে কখনোই আর সবার মতো বলে বুঝিয়ে দিতে পারে না। পৃথিবীতে বুকে দাঁড়িয়ে থাকা শান্ত, নির্বিকার মানুষ। আমাদের অনুভূতি হয়তো আছে, তবে সে অনুভূতির ভার আমাদের দুঃখকে আড়াল করতে পারে না। নিজেদের মধ্যেই জড়াজড়ি করে বুকের ভিতর লুকিয়ে থাকে। নিজেদের প্রকাশ করার সুবিধা হয় না কখনোই। হয়তো হবেও না। আমরা একদল নিঃস্ব আর অনুভূতিহীন মানুষ। আমাদের কোনো গল্প বলার সুযোগ নেই।।

09/04/2023

Ep-01

03/04/2023

abu toha muhammad adnan

13/03/2023

আমি একটু বেশিই আশা করে ফেলি!'🖤

24/02/2023

-জানি না বেঁচে থাকতে তোমাকে পাবো কি পাব না.!
যদি কেউ বলে দিত মৃত্যুর পর আমি তোমাকে পাব..!
-তাহলে নির্দ্বিধায় মরে যেতাম.🥹🌸

24/02/2023

ভালোবাসি কথাটা শুনার চেয়ে বেশি আনন্দ হয়, যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়!'🖤

23/02/2023

তুমি আমায় পেয়ে'ও চাও নি‚ আর আমি তোমায় চেয়ে'ও পাইনি!'💔

23/02/2023

রিকশা ওয়ালার পঞ্চাশ টাকা মানে বুঝেন? কতবার চিকন দুটো পা দিয়ে ক'লিজা ভর্তি শক্তি দিয়ে প্যাডেল মারলে পঞ্চাশ টাকা আসে! জানেন? আমি একবার ভার্সিটি থেকে ফেরার সময় গুনে দেখেছি।
প্রায় নয়শো’ বার!🙂

21/02/2023

যে মানুষটা আমার রাগ অভিমান মানিয়ে নিয়ে সারাজীবন পাশে থাকতে পারবে সেই মানুষটাই আমার হোক!😌😌❤️

21/02/2023

তুমি বরং কোন বিলাসবহুল মানুষের সাথে প্রেম করে নিও, আমার এ সস্তা প্রেম আমার কাছেই থাক 🖤🥀

21/02/2023

অনেকেই জানবে না
তাদের ছোট্টো একটা কথায় কতক্ষণ কেঁদেছিলাম।💔

19/02/2023

বসন্ত মেলা
কুষ্টিয়া পৌরসভা (বটমূল)

19/02/2023

বসন্ত মেলা
কুষ্টিয়া পৌরসভা

দেশের জনগণ আপাতত মাছ, গরুর মাংস, মুরগির মাংস ছাড়া তো ভাত খাচ্ছেই না :)
19/02/2023

দেশের জনগণ আপাতত মাছ, গরুর মাংস, মুরগির মাংস ছাড়া তো ভাত খাচ্ছেই না :)

19/02/2023

কিছু Valentine গল্প এমন,

সে বাবার কাছে কোচিং ফি এর নাম করে ২০০০টাকা নেয়।

তারপর সে তার প্রেমিকার সাথে একটি সুন্দর ডিনার করে কিন্তু তার বাবা ঘুমায় খালি পেটে🙂

18/02/2023

জীবনটা কেমন জানি, সুখ নাই! চারপাশে সবাই আছে, তাও নিজেরে একা লাগে! বাঁচার কোনো কারণ খুইজা পাই না, আবার ম'ইরা যাইতেও ভয় লাগে! রাতের পর দিন আর দিনের পর রাত এই রকম কাটতেছে জীবন।

এভাবে আর জীবন চলে না!'🙂

18/02/2023

Just - সালাম দিন, রিপ্লাই আসলে আপনি ভাগ্যবান- ইনশাহআল্লাহ্! 🖤

🥺😿
17/02/2023

🥺😿

17/02/2023

সম্পর্ক শেষ হয়ে গেলে একজন আরেকজনকে ছোট করার যে প্রতিযোগিতায় নামে এর চেয়ে নোংরা প্রতিযোগিতা আর নেই🖤

এই ছেড়ে যাওয়ার যুগে সবার একটি থেকে যাওয়ার মানুষ হোক!🖤🌸
17/02/2023

এই ছেড়ে যাওয়ার যুগে সবার একটি থেকে যাওয়ার মানুষ হোক!🖤🌸

17/02/2023

আপনাকে এড়িয়ে চলা স্মার্ট বন্ধুটার চাইতে আপনাকে স্মরণ করা কামলা বন্ধুটাই উত্তম।❤️

কিছু কন্ঠস্বর কিছু মানুষের কাছে যেনো বিশুদ্ধ অক্সিজেন'☺️💔
17/02/2023

কিছু কন্ঠস্বর কিছু মানুষের কাছে যেনো বিশুদ্ধ অক্সিজেন'☺️💔

🙂
17/02/2023

🙂

17/02/2023

জীবনের কনসেপ্ট ক্লিয়ার না, ব্যাস বাঁচার দরকার তাই বাঁচতেছি।

16/02/2023

এই যুগের বেশিরভাগ বি'চ্ছেদ'ই হয় ফোন কলে বা মেসেজে। কারণ মুখোমুখি চোখের দিকে তাকিয়ে ভালো থেকো বলে সম্পর্ক শেষ করাটা অনেক কঠিন।🌸

16/02/2023

mizanur rahaman azari

মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা বুঝে এই কষ্ট!☺️💔
14/02/2023

মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা বুঝে এই কষ্ট!☺️💔

ছেলেটির নাম তৌফিক আর আমি তার বন্ধু। এক বছরের অনলাইন রিলেশনের পর তাদের দেখা করার সিদ্ধান্ত। মেয়ের বাড়ি ঢাকা আর আমরা চিটাগ...
14/02/2023

ছেলেটির নাম তৌফিক আর আমি তার বন্ধু। এক বছরের অনলাইন রিলেশনের পর তাদের দেখা করার সিদ্ধান্ত। মেয়ের বাড়ি ঢাকা আর আমরা চিটাগং এর। দীর্ঘ সময়ের জার্নি শেষ যখন ঢাকায় পৌঁছে যাই তখন তার এক্সাইটম্যান্ট দেখে হাসি পাচ্ছিলো আমার।

একটা হোটেলে উঠলাম। আগামীকাল সকালে সে দেখা করতে যাবে। কোথায় কিভাবে কি সব ঠিক করার পর ঘুমিয়ে গেলো, সে না মেয়েটি। সে সারারাত ঘুমাইতে পারেনাই আনন্দে। সকালে বের হয়ে পড়লাম। মেয়েটাও জানালো বের হইছে। সে আমাকে বার বার বলতেছে দোস্ত আমার শরীর কাঁপতেছে অনেক এক্সাইটেড লাগতেছে।

যখন কাছাকাছি পৌছালাম তখন মেয়ে কোথায় আছে জানতে কল দেওয়ার পর নাম্বার বন্ধ দেখাচ্ছিলো। অবাক না হয়ে চেষ্টা করে গেলো কিন্তু নাম্বার বন্ধই। তখন থেকে বিকাল পর্যন্ত এভাবেই চলতে থাকে নাম্বারও বন্ধ মেয়েটাও আর আসেনি। সে এত খুশি ছিলো এত আশা নিয়া আসছিলো অথচ তখন ওই পরিণতি।

সেদিন মেয়েটা বড় কোনো সমস্যায় পড়েছিলো। নাকি মেয়েটা প্র তা র ক ছিলো। নাকি তার কিছু হয়েছিলো আজও জানিনা। ওইদিনের পর মেয়ের বান্ধবীও আর ওর কোনো খোঁজ জানেনা। সত্যিই জানেনা নাকি তাদের বলতে মানা করেছিলো তাও জানিনা। তবে সেদিন যা হয়েছিলো দুঃখজনক ছিলো।💔

- unknown

14/02/2023

ক্যাম্পাসের ফ্রেন্ডগুলো অনেক অদ্ভুত।

কেউ পকেটে ৩৪৫০ টাকা নিয়ে বিকালে চায়ের বিল দেয়ার সময় বলে, "দোস্ত, আমার কাছে একটা টাকাও নাই। বিলটা দিয়ে দে।"

আবার কেউ পকেটে ৭৪ টাকা নিয়ে বলে, "আরে ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি।"

তারপর কে রাতে বিরিয়ানী খেল আর কে ১০ টাকার বাটার বন খেয়ে ঘুমিয়ে পড়ল সে খবরটা কেউ রাখে না।

©Saumik Das Pantho

13/02/2023

কিছু পাওয়ার আশায়! অনেক কিছু হারিয়ে ফেলার নামই জীবন.🌸

13/02/2023

আমার ঐসব ভালোবাসা দিবস টিবস লাগবে না; আমি আপনাকে প্রতিদিনই ভালোবাসি!❤️

12/02/2023

শেষ টা নাকি সুন্দর হয় ওই সুন্দর শেষ টা দেখার জন্য বেঁচে থাকবো!'❤️

12/02/2023

আমি তোমার শহরে একজন আচেনা মানুষ ছিলাম 💔🌸!!

11/02/2023

শতজন চাই না তুমি শুধু আমার হও, দেখিয়ে দেবো শতরকম ভাবে একজন কে ভালোবাসা যায়!❤️

11/02/2023

মায়া খুব ভয়’ঙ্কর জিনিস। বহুকাল একসঙ্গে থাকার পর বি’ষাক্ত সা’পকেও ছেড়ে থাকতে ক’ষ্ট হয়।🖤

11/02/2023

কাকে বলবো মন খারাপের কথা, আমি যে খুব ভীষণ একলা একা!'💔

11/02/2023

সন্দেহ করা কিংবা সন্দেহ সহ্য করা, দু-টোই যন্ত্রণাদায়ক।💔

11/02/2023

মানসিক শান্তি দেবে এমন একজন মানুষ সবার হোক.!❤️

Address

Kushtia

Telephone

+8801316657753

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soto Nobab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soto Nobab:

Videos

Share


Other Gaming Video Creators in Kushtia

Show All