ভিডিও বার্তা

ভিডিও বার্তা পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।
▂ ▄ ▅ ▆ ▇ █ � * ধন্যবাদ * � █ ▇ ▆ ▅ ▄

23/09/2023
"সায়্যিদুল ইসতিগফার" (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا...
18/09/2023

"সায়্যিদুল ইসতিগফার" (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)

اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ

হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।

(আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা,)

وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।

(ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু,)

أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ

আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ।

(আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী)

فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।

(ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা)

যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি (‘সায়্যিদুল ইসতিগফার’) অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে।

বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬।

31/08/2023

দায়িত্ববান স্বামী একজন স্ত্রীর অহংকার। আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার।”

😥😢 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। 😢😥কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ রাত ৮.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।...
14/08/2023

😥😢 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। 😢😥
কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী
আজ রাত ৮.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।

মহান আল্লাহ তায়ালা প্রিয় রাহবারকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুণ আমীন🤲

28/06/2023

পুরুষকে
অর্ধেক কষ্ট দেয় টাকা, বাকি অর্ধেক দেয় নারী।

জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স।******★ পরিদর্শন সময়সূচী ★******** #গ্রীষ্মকালীনঃ ( মার্চ - আগস্ট )০৯:০০ ঘটিকা হতে ১৮:০...
25/06/2023

জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স।

******★ পরিদর্শন সময়সূচী ★********

#গ্রীষ্মকালীনঃ ( মার্চ - আগস্ট )
০৯:০০ ঘটিকা হতে ১৮:০০ ঘটিকা পর্যন্ত।

#শীতকালীনঃ (সেপ্টেম্বর-ফেব্রুয়ারি)
০৯:০০ ঘটিকা হতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত।

বৃষ্টি নামলে মনে সব সময় ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি। আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা ...
20/06/2023

বৃষ্টি নামলে মনে সব সময় ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি। আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা হয় না।

19/06/2023

আলহামদুলিল্লাহ! আগামী ২৯ জুন ২০২৩
(বৃহস্পতিবার)
পবিত্র ঈদ উল-আজহা।

19/06/2023

“পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা ।”
— হযরত আলী (রাঃ)

17/06/2023

“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় ।”
— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

14/06/2023

হে আল্লাহ,
তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে তোমার হালাল বস্তু দিয়ে আমার প্রয়োজন মিটিয়ে দাও এবং তোমার অনুগ্রহ দ্বারা সমৃদ্ধ করে তুমি ভিন্ন অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও।'

[তিরমিজি : ৩৪৮৬]

পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।
▂ ▄ ▅ ▆ ▇ █ � * ধন্যবাদ * � █ ▇ ▆ ▅ ▄

01/03/2023

ধীরে ধীরে পবিত্র মাহে ❤️ রমজানের ❤️
সুঘ্রাণ পাওয়া যাচ্ছে...
আলহামদুলিল্লাহ্!

10/02/2023

১৪ ই ফেব্রুয়ারী নিয়ে যাদের মাথা ব্যাথা নাই
তারা সবাই মন থেকে বলি

🥰🤩 আলহামদুলিল্লাহ 🤲🥰

07/12/2022

আয়াতুল কুরছি কোন সূরার অংশ?🥰

07/11/2022

সকল বইয়ের মেয়াদ ১ থেকে ২ বছর কিন্তু পবিত্র আল কুরআনের মেয়াদ কেয়ামত পর্যন্ত।

▌যে দু‘আ পাঠ করলে জ্বিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেনা!জ্বিন শয়তান থেকে বাঁচার জন্য মানুষ অনেক কলাকৌশল, দু‘আ-তদবীরসহ আ...
29/10/2022

▌যে দু‘আ পাঠ করলে জ্বিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেনা!
জ্বিন শয়তান থেকে বাঁচার জন্য মানুষ অনেক কলাকৌশল, দু‘আ-তদবীরসহ আরও অনেককিছু পালন করে থাকে। কিন্তু শার‘ঈ পদ্ধতিতে জ্বিন শয়তান থেকে বাঁচার জন্য দু‘আ ও আমলসমূহ মানুষ খুব কমই করে। নবীজী (ﷺ)-কে আমাদের জীবনের নিরাপত্তা ও শান্তির পরশ দেওয়ার জন্যও কিন্তু আল্লাহ পাঠিয়েছিলেন। তাঁরই বদৌলতে জ্বিন শয়তান থেকে রক্ষার জন্য তিনি নিজে আমাদেরকে এই দু‘আটি শিক্ষা দিয়েছেন।
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت، بيده الخير، وهو على كل شيء قدير
‘‘লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহূ লা শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু, বিইয়াদিহিল খইরি, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িং ক্বদীর’’।
ছ্বহীহ বুখারীসহ অন্যান্য হাদীছের গ্রন্থে ‘ইউহয়ী ওয়া ইউমীতু, বিইয়াদিহিল খইর’ শব্দ নেই। কিন্তু ফযিলত একই। তাই যেকোনো একটি ইচ্ছা পড়া যায়। নিম্নে সেই দু‘আটি দেওয়া হলো :
لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَريكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ ؛ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير
(ছ্বহীহ বুখারী, হা/৩২৯৩, ৬৪০৫; তিরমিযী, হা/৩৪৬৬, ৩৪৬৮, ৩৪৬৯; আবূদাঊদ, হা/৫০৯১)।
পদ্ধতি :
রসূল (ﷺ) সকাল-সন্ধ্যা অথবা ফজর ও মাগরিবের পরে একশত বার অথবা দশবার পাঠ করতে বলেছেন। তিনি (ﷺ) আরও বলেছেন,
وَكَانَت حِرْزًا مِنْ كُلِّ مَكْرُوهٍ وَحِرْزًا مِنَ الشَّيْطَانِ الرَّجيم
‘‘এ দু‘আ তাকে সমস্ত অপছন্দনীয় ও বিতাড়িত জ্বিন শয়তান থেকে দূরে সরিয়ে রাখে’’ (তিরমিযী, হা/৩৪৭৪; বাযযার, হা/৪০৫০; নাসায়ী, হা/১২৭; ত্ববারানী, হা/৭০৬; দারাকুতনী, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৪৬, হা/২৪৮-২৪৯; ইমাম খত্বীব, তারীখ, ১৪ তম খণ্ড, পৃঃ ৩৪; সানাদ হাসান)।
লিখেছেন : সালাহউদ্দীন আহমেদ শাহিন

হে আসমান ও জমিনের অধিপতি! ঘুর্ণিঝড় সিত্রাং এর  তান্ডব থেকে আপনি আমাদের হেফাজত করুন। আমিন।
24/10/2022

হে আসমান ও জমিনের অধিপতি! ঘুর্ণিঝড় সিত্রাং এর তান্ডব থেকে আপনি আমাদের হেফাজত করুন।
আমিন।

22/10/2022

একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব। তার ভাইয়ের জন্য সম্মান৷৷ স্বামীর জন্য সম্পদ৷ তার সন্তানদের জন্য আদৰ্শ মা।

18/10/2022

নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ চিরকাল কাউকে শূন্য রাখেন না। কোনো না কোনো কিছু দিয়ে ঠিকই পূর্ন্য করে দেন। ভরসা রাখুন আল্লাহর উপর তিনি আপনাকে নিরাশ করবেন না ইন'শা'আল্লাহ

 #ইসলামিকভিডিওবার্তা
17/10/2022

#ইসলামিকভিডিওবার্তা

11/10/2022

বিবাহিত আর অবিবাহিতদের মাঝে একটা ভোট হয়ে যাক!
বিবাহিত আলহামদুলিল্লাহ,
অবিবাহিত ইনশাআল্লাহ ❤️ 🥰

যার কাছে হেদায়াতের নেয়ামত আসার পরেও সে নিজে তা বদলে ফেলে, তার জন্যে আল্লাহ তায়ালা (কিন্তু) কঠোর শাস্তিদানকারী ৷ ~সূরা...
28/09/2022

যার কাছে হেদায়াতের নেয়ামত আসার পরেও সে নিজে তা বদলে ফেলে, তার জন্যে আল্লাহ তায়ালা (কিন্তু) কঠোর শাস্তিদানকারী ৷
~সূরা বাকারাহ: ২১১

রিযিকের মালিক একমাত্র আল্লাহ। যে পেশাই গ্রহণ করা হোক না কেনো ঐ পেশা রাজ্জাক নয়। ঐ পেশা নষ্ট হলেও আল্লাহ অন্য উপায়ে রিয...
27/09/2022

রিযিকের মালিক একমাত্র আল্লাহ। যে পেশাই গ্রহণ করা হোক না কেনো ঐ পেশা রাজ্জাক নয়। ঐ পেশা নষ্ট হলেও আল্লাহ অন্য উপায়ে রিযিক দিতে সক্ষম।

কোন স্কুল, কলেজ বা মাদরাসার শিক্ষক দ্বীনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন। ঐ সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে রিযিক বন্ধ করার ভয় দেখিয়ে দ্বীনের কাজ থেকে বিরত রাখতে পারে। যদি কেউ চাকরি চলে যাবার ভয়ে ইকামাতে দ্বীনের কাজ বন্ধ করে দেন, তাহলে বুঝা গেল যে, সে আল্লাহকে একমাত্র রাজ্জাক মনে করে না। সে চাকরিকেও রিযিকদাতা হিসেবে আল্লাহর সাথে শরীক মনে করে। এভাবেই শিরক ঈমানকে দুর্বল করে। ঈমান শিরকমুক্ত না হলে মযবুত হতে পারে না।
ুত_ইমান

26/09/2022

আল্লাহ্‌র অনুগ্রহ ও দয়ায় আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে।

24/09/2022

নারীরা এগিয়ে যাচ্ছে ঠিকই,
কিন্তু জাহান্নামের দিকে !
সাবধান প্রিয় দ্বীনি বোন!!
-আবু ত্বহা মুহাম্মদ আদনান

"যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে, সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবে না।"(সহিহ মুসলিম: ৬৩৪)
17/09/2022

"যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে, সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবে না।"
(সহিহ মুসলিম: ৬৩৪)

একদিকে অশ্লীল নারীরা যখন পোশাকের স্বাধীনতা চায়,,অন্যদিকে ঈমানী বোনরা প্রতিবাদে রাজপথে সোচ্চার হয়....স্যালুট ঈমানি বোনদের...
16/09/2022

একদিকে অশ্লীল নারীরা যখন পোশাকের স্বাধীনতা চায়,,অন্যদিকে ঈমানী বোনরা প্রতিবাদে রাজপথে সোচ্চার হয়....
স্যালুট ঈমানি বোনদের প্রতি।।
সময়ের প্রয়োজনে এভাবেই হোক প্রতিবাদ সবখানে।
ভন্ড নারীবাদীরা নিপাত যাক,,।।

26/08/2022

আল্লাহর উপর ভরসা রাখুন।

তিনি খুব শীগ্রই আপনার দুঃখকে, সুন্দর কিছু দিয়ে প্রতিস্থাপন করবেন।
ইনশাআল্লাহ..!

05/08/2022

কোনো বিশ্ববিদ্যালয়ে না পড়েও পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন!" কে?

সিজদার দো‘আ سُبْحَانَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার প্রশংসা...
17/05/2022

সিজদার দো‘আ

سُبْحَانَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ

হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।

সুবহা-নাকাল্লা-হুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লা-হুম্মাগফির লী

বুখারী, নং ৭৯৪; মুসলিম, নং ৪৮৪;

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভিডিও বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies