Mofajjel Hossen

Mofajjel Hossen ISP Business Kushtia

01/01/2025

তামাক গাছ দেখবেন??

31/12/2024

অনেক মিরপুর বহলবাড়িয়া সাহেবনগর ।

11/12/2024

আজকের কুয়াশার অবস্থা দেখেন।

10/12/2024
04/12/2024

পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধ মানববন্ধন।

04/12/2024

নদী ভাঙ্গা যেনে থামছেই না।

03/12/2024

পিঠা খেতে কুষ্টিয়া শহরে।

কত টাকা কেজি কিনে খাচ্ছেন?
21/11/2024

কত টাকা কেজি কিনে খাচ্ছেন?

20/11/2024

আজকের খেলা

15/11/2024

কুষ্টিয়া মেহেরপুর সড়কে সাতমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র কিশোর সোয়াদ, সাথে মোটরসাইকেল এর অবস্থা। 😭😭












15/11/2024

সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে,🫣😜 ভুল শোধরায়-কিন্তু কখনও হাল ছাড়ে না।❤️❤️

13/11/2024

সবার প্রিয় খেলা।

13/11/2024

গ্রামামের মধ্যে সুন্দর একটি আয়োজন, পেটুকের আস্তানা।

খালি পকেট কখনই কাউকে পিছনে রাখেনি😭 শুধুমাত্র ফাঁকা মস্তিষ্ক এবং খালি হৃদয় তা করতে পারে।❤️❤️
13/11/2024

খালি পকেট কখনই কাউকে পিছনে রাখেনি😭 শুধুমাত্র ফাঁকা মস্তিষ্ক এবং খালি হৃদয় তা করতে পারে।❤️❤️

12/11/2024

কুলাঙ্গার সন্তানে স্ট্যাটাস টা পড়লেই বুঝতে পারবেন কতটা পরিকল্পিত কাজটা করেছে। মায়ের জানাজার টাইম বলে শেষে লিখেছে ইনশাআল্লাহ!
পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন?
ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বড় করে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলো ?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে @সেরা ফ্যান মা অভিমানী ভালোবাসা

12/11/2024

প্রিয় খেলা।

Address

Kushtia Dhaka
Kushtia
7030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mofajjel Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mofajjel Hossen:

Videos

Share