Best Plumber & Sanitary Work

Best Plumber & Sanitary Work how can make a building and water line & Electric Supply

22/05/2024
গত কয়েকদিনের কাজ করলাম নতুন প্রজেক্ট এ
16/05/2024

গত কয়েকদিনের কাজ করলাম নতুন প্রজেক্ট এ

26/04/2024

বিদ্যুৎ বিলে ডিমান্ড চার্জ বন্ধের দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারণা চলছে । আপনি কী মনে করেন, ডিমান্ড চার্জ বন্ধ হওয়া উচিত?

কেউ দামি চেয়ারে বসে কোটি টাকা দুনীতি করে আর কেউ ৫০০ টাকার বিনিময়ে জীবন বাজী রাখে।
20/01/2024

কেউ দামি চেয়ারে বসে কোটি টাকা দুনীতি করে আর কেউ ৫০০ টাকার বিনিময়ে জীবন বাজী রাখে।

ম্যাগনেটিক কন্টাক্ট সহ রিলে সিস্টেম
01/12/2022

ম্যাগনেটিক কন্টাক্ট সহ রিলে সিস্টেম

সাবমারসিবল মোটর কন্ট্রোলিং এবং ম্যাগনেটিক কন্টাকটার ডায়াগ্রাম
01/12/2022

সাবমারসিবল মোটর কন্ট্রোলিং এবং ম্যাগনেটিক কন্টাকটার ডায়াগ্রাম

02/08/2022

আমার মতো একজন নিম্ন মানুষের মাসিক খরচের তালিকা :-
১। চাউল ১ বস্তা = ২৫০০/-
২। তৈল ৫ লিটার = ১০০০/-
৩। বাসা ভাড়া = ৫০০০/-
৪। তরকারী =২০০০/-
৫। মাছ =২০০০/-
৬।ঔষধ+ডাক্তার = ২৫০০/-
৭।প্রসাধনী = ১০০০/-
৮।মুদি বাজার =২০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৬০০/-
৯।মোবাইল খরচ = ৫০০/-
-------------------------------------------------
সর্বমোট = ১৯,১০০/-

গোশত বাদই দিলাম,ধরে নিলাম খাওয়ার তৌফিকই নাই।

তারপর হাত খরচ আছে,কোন আত্মীয় স্বজনরা আসলে মেহমানদারী করা এবং আত্মীয় স্বজনদের দাওয়াতে যাওয়া,কাপড় চোপড় কেনা এসব কিছু-ও বাদ।
সংসারের বড় ছেলে বাবা দিনমজুর, তাকে কোনো রকম হেল্প করতে পারছিনা

কিন্তু বেতন ১৫ হাজার টাকা....!!
চা-পান, ইন্টারনেট অন্যান্য খরচ চলাফেরা সব বাদই দিলাম।

আমাদের সমাজে আমার মতো আরও অনেক মধ্যবিত্ত শ্রেণির মানুষ আছে যারা কোভিড-১৯(করোনা) ভয়ে আতঙ্কিত হয়নি, যতোটা না বর্তমান দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির ফলে হচ্ছে।

আসলে বুঝতে পারছি না ব্যবসায়ীদের কাছে আমদের সরকার জিম্মি নাকি আমাদের সরকারের কাছে ব্যবসায়ীরা জিম্মি??

দিন দিন ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে,,,,, আর কিছু লোক বলছে আমরা এখন কোনো কিছুর অভাবে নেই।

আমার মতো হাজারও মধ্যবিত্ত পরিবারের একটাই দাবি এতো উন্নয়নের দরকার নেই, আগেতো নিজে ও নিজের পরিবার বাঁচতে হবে তাই না।

হুম দেশের উন্নয়ন হোক এটা শুধু আমি নই সবাই চায়,,, তবে এমন উন্নয়ন হোক আমরা কেউ চাই না...!!

আজ যারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আছে সত্যিই কি তারা আমদের মতো মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে??

তারা তো পেয়াজ ছাড়া রান্না করতে বলে,,বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া,,, তেলের পরিবর্তে কি পানি দিয়ে রান্না করতে বলবে???

এমন ভাবে দিন চলতে থাকলে আমদের সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে তা কখনও ভেবে দেখেছেন কি???

দাবি আমাদের একটাই "" নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন, দেশের মানুষ বাচাঁন....!!""

#এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলের (নিজ)বাস্তব জীবনের সত্য কথা।

বেশীরভাগ বাসায় SDB তে একটা ডাবল পোলের MCB 63A লাগানো হয় এর পরে কত গুলি সিংগেল পোলের 32A, 20A, 16A, 10A, 6A লাগানো হয় ...
23/07/2022

বেশীরভাগ বাসায় SDB তে একটা ডাবল পোলের MCB 63A লাগানো হয় এর পরে কত গুলি সিংগেল পোলের 32A, 20A, 16A, 10A, 6A লাগানো হয় ।

আপনাদের ৯৯% লোকের বিশ্বাস আপনি যদি কারেন্টের লাইনে ধরেন আপনার MCB বন্ধ হয়ে যাবে এবং আপনি বিপদ মুক্ত ।
❌ না ভাই এটা আপনার ১০০% ভুল ধারণা ।

MCB দুই টি কারনে বন্ধ হবে:
১) MCB এর রেটিং কারেন্ট থেকে কিছু বেশি কারেন্ট কিছু সময় চলার পর থার্মাল কারনে বন্ধ হবে ।
২) MCB এর লাইন কোথাও সর্ট সার্কিট হলে তখন সেকেন্ড সমযের মধ্যে বন্ধ হবে ।

আপনি কারেন্টের লাইনে ধরে পুড়ে ছাই হয়ে গেলেও MCB নিজে বন্ধ হবে না কারন,

১) সবচেয়ে ছোট MCB হয় 6A মানে 6000mA এর, আর একটা মানুষের শরীরে 1A এর 1000 ভাগের 20 ভাগ মানে 20 mA মাত্র 2 সেকেন্ড বড় ধরনের ক্ষতি করতে পারবে এমন কি মৃত্যু হতে পারে ।
২) আপনি লাইনে ধরলে 30-50 mA এর কারেন্ট যাবে আপনার শরীরের ভেতর দিয়ে যা 6A MCB জন্য কিছুই না ।

যারা ইলেক্ট্রিক্যালের কাজ করেন, তাদের জন্য আমার উপদেশ:

১) বাড়িতে মেইন MCB কত এম্পিয়ারের হবে লোডের হিসেব করে 63A বা 40A এর দিবেন । গনহারে সব সময় 63A দিবেন না ।

২) ১ টা 63A MCB, 220V x 63A x 0.9 = 12474 watt লোড নিতে পারবে ।

৩) ১ টা 40A MCB, 220V x 40A x 0.9 = 7920 watt লোড নিতে পারবে ।

৪) আপনার লোড অনুযায়ী মেইন MCB লাগাবেন ।
তবে মোট লোডের হিসেব করে সাথে ২৫% যোগ করবেন, ভবিষ্যৎ যেন কিছু বাড়লে সমস্যা না হয় ।

৫) মেইন MCB এর পরে একটা RCCB বা ELCB বা RCD ট্রিপ কারেন্ট 30mA এর বসাবেন, রেটেড কারেন্ট যেন MCB এর সমান বা বেশী হয় ।
যেমন MCB 63A, RCCB 63A with 30mA
বা MCB 40A, RCCB 63A with 30mA.

এট RCCB / ELCB / RCD আপনাকে লাইনে ধরলে মারাত্মক শক থেকে কিছুটা হলেও নিরাপত্তা দিবে কারন আপনি লাইনে ধরলে তখন এটা মিলি সেকেন্ডের মধ্যে নিজে নিজে বন্ধ হয়ে যাবে ।

প্রায় ৯৯% বাড়িওয়ালা RCCB সম্পর্কে জানেন না,
আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে আপনার দায়িত্ব বাড়ির কাজের বিষয়ে বাড়িওয়ালার সাথে আলোচনা করে RCCB বসানোর জন্য পরামর্শ দেয়া ।
এর পরেও যে বসাবেন না তার জন্য আপনি দ্বায়ী থাকবেন না ।

আমি এই বিষয়ে জানি, তাই আমি আমার দায়িত্ব পালন করলাম পোস্ট করে, আপনি পরামর্শ দিয়ে আপনার দায়িত্ব পালন করবেন, আর বাড়িওয়ালা ভদ্রলোক নিজের পরিবারের কথা চিন্তা করে RCCB বসিয়ে তার দায়িত্ব পালন করবেন ।

440v ( 3 phase metre)  মিটার থেকে ৩ ফেইজকে ৬ টা মিটারে ৩ ভাগে ভাগে ভাগ করা হয়েছে R Y B= L1, L2, L3I am right or Not?
09/07/2022

440v ( 3 phase metre) মিটার থেকে ৩ ফেইজকে ৬ টা মিটারে ৩ ভাগে ভাগে ভাগ করা হয়েছে R Y B= L1, L2, L3
I am right or Not?

Electric house wearing and conduit consil pipe fitting
03/05/2022

Electric house wearing and conduit consil pipe fitting

Celling Fan ServiceInstallation/Capacitor Change/ Regulator Fitting
11/03/2022

Celling Fan Service

Installation/Capacitor Change/ Regulator Fitting

Submersible Auto On Off Diagram
10/06/2021

Submersible Auto On Off Diagram

টিউব লাইট এর ডায়াগ্রাম
02/06/2021

টিউব লাইট এর ডায়াগ্রাম

Single phase meter to sdb box  connection
16/05/2021

Single phase meter to sdb box connection

Silling sawar & Wall sawar hot or cool mixer
20/03/2021

Silling sawar & Wall sawar hot or cool mixer

Bathroom Pipe Setting
13/02/2021

Bathroom Pipe Setting

09/02/2021
20/01/2021

Address

Fultola More
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Best Plumber & Sanitary Work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best Plumber & Sanitary Work:

Videos

Share